![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।
ওগো প্রিয়তম
ভালোবাসার পুষ্পমাল্য তোমারে দিয়েছিলেম,
একটু একটু করিয়া ভালোবাসা দিয়া
গাঁথিয়াছিলাম পুষ্পমাল্যখানি!
ছিল ভালোবাসাময় উদ্যান
আজি হেথা শুন্যতা মোর তোমারি জন্য।
তোমার জীবনে শুধুই কি ছিলেম আমি তমস্বিনী?
আমার অম্বরে না হয় থাকিল পুঞ্জমেঘ
তিমির কাটিয়া গ্রহরাজ উঠুক তোমারি অম্বরে।
তুমিহীনা সময়গুলো কতটা পোড়ানিয়া
কেমনে বুঝাইবো?
যদি কোনদিন তোমার মন পুড়ে
দ্বিধা নাহি করিয়ো
ফিরায়ে দিবনা আমি এইটুকু জানিয়ো।
ওগো মোর পরানসখা!
কিসের এতো অহমিকা তোমার?
নয়নে আজি ঘুম নাহি মোর
মনের দরজা খুলিয়া বসিয়া আছি
তবুও তোমায় দেখিতে নাহি পাই ।
হে সখা!
আজো পথো চেয়ে থাকি,
আজোও মালা গাঁথি-ভালোবাসা দিয়া
আমার পুষ্পমাল্য না হয় রহিনু পড়িয়া
তোমারি জন্য।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৮
লাবনী আক্তার বলেছেন: প্রথম কমেন্ট পেয়ে ভালো লাগল।
অনেক অনেক ধন্যবাদ সুমন দা!
ভালো থাকবেন।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১০
তুষার মানব বলেছেন: মাথা পুরা চক্কর দিতাছে
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৯
লাবনী আক্তার বলেছেন: আররররে কউ কি? পানি দিমুনি মাথায়?
কবিতা না বুঝাই ভালো বুঝছ?
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৬
ক্লান্ত তীর্থ বলেছেন: ভালো লাগলো!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০০
লাবনী আক্তার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ক্লান্ত তীর্থ। আমার ব্লগে স্বাগতম।
ভালো থাকবেন।
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪
এসএমফারুক৮৮ বলেছেন: হে সখা!
আজো পথো চেয়ে থাকি,
আজোও মালা গাঁথি-ভালোবাসা দিয়া
আমার পুষ্পমাল্য না হয় রহিনু পড়িয়া
তোমারি জন্য।
++++++
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০১
লাবনী আক্তার বলেছেন: ভালোলাগা পেয়ে ভালো লাগল ভাইয়া।
অনেক অনেক ধন্যবাদ । ভালো থাকবেন।
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সুন্দর।।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১১
লাবনী আক্তার বলেছেন: হে কবি! কবিতা পাঠে কৃতজ্ঞতা জানিবেন।
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৮
বেলা শেষে বলেছেন: "হে সখা!
আজো পথো চেয়ে থাকি,
আজোও মালা গাঁথি-ভালোবাসা দিয়া
আমার পুষ্পমাল্য না হয় রহিনু পড়িয়া
তোমারি জন্য।"
...you are writing my Poem.....singing....crying...dancing....
and i have lost all & evrything.....
and i am reading & reading....
...Excuse me লাবনী আক্তার....
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫০
লাবনী আক্তার বলেছেন:
কবিতা পাঠে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন ভাই।
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১০
বেলা শেষে বলেছেন: ...salam Apumoni...
..i will come again & again.....
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০২
লাবনী আক্তার বলেছেন: ওয়ালাইকুমসালাম।
অলওয়েজ অয়েলকাম ভাই। শুভকামনা রইল।
৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১১
মামুন রশিদ বলেছেন: রবীন্দ্র যুগে ফিরাইয়া নিয়া গেলেন আপু
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৭
লাবনী আক্তার বলেছেন: ভাইয়া কবিতা পাঠে কৃতজ্ঞতা।
রবি বাবুর ভক্ত আমি। তাই সেই যুগের লেখার মত লিখতে একটু চেষ্টা করলাম আর কি।
ভালো থাকবেন ।
৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৮
ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর হৈসে লাবনী, ভাল্লাগসে ||
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৯
লাবনী আক্তার বলেছেন: মুন(চাঁদ) বড় ভালা পাই।
অনেক অনেক ধন্যবাদ মুন। ভালোলাগা পেয়ে খুব ভালো লাগল ভাই।
ভালো থাকবেন।
১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
ঢাকাবাসী বলেছেন: চমৎকার লাগল।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১০
লাবনী আক্তার বলেছেন: কবিতা পাঠে কৃতজ্ঞতা ।
অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫২
ভারসাম্য বলেছেন: খারাপ লাগে নি পুরনো ধাঁচে লেখা হালকা মেজাজের কবিতাখানি। সহজ অনুভূতির সরল প্রকাশ। +++
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৬
লাবনী আক্তার বলেছেন: যাক, কিছুটা হলেও যে ভালো লেগেছে আপনার তাতেই ভালো লাগল। অনেক ধন্যবাদ ভাই।
ভালো থাকবেন।
১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:২৭
নাছির84 বলেছেন: 'অপেক্ষার বালুঘড়ি ফুরাবে একদিন
নিস্তেজ থেমে যাবে সময়
সেদিনও এ পোড়া চোখে থাকবে তুমি
একা যমদূত নয়
ঈশ্বর ! সে তো পরজীবি লেখক
ললাটেই যার বাস
ব্যতিক্রম শুধু মানুষ, পুতুলের বেশে
নাচনেওয়ালীর জীবন শেষে
দাঁড়াতে হয়
তার কাঠগড়ায়।
দরজায় কড়া নাড়ছে সেই সময়
শিয়রে তুমি, আমি সখার
চোখের পাতায় '..............আর পারি না। কবিতা লেখার ব্যর্থ চেষ্টা করলাম। উপহার হয়ে থাকুক। কারণ..'পুষ্পমাল্য না হয় রহিনু পড়িয়া তোমারি জন্য'...ভাল লেগেছে। শুভ কামনা।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৬
লাবনী আক্তার বলেছেন: বাহ! চমৎকার লিখেছেন। উপহার সানন্দে গ্রহন করিলাম।
অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সদা।
১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: আপনার পথ চেয়ে থাকা শেষ হোক সফলতার সঙ্গে ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৭
লাবনী আক্তার বলেছেন: শুভকামনার জন্য অনেক অনেক ধন্যবাদ হে কবি!
ভালো থাকবেন।
১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০১
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ভাল লেগেছে আপু
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৮
লাবনী আক্তার বলেছেন: ভালোলাগা পেয়ে ভীষণ ভালো লাগল বোন।
এত্তত্তত্তত্তত্ততগুলা ভালোবাসা তোমার জন্য।
সদা ভালো থেকো।
১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৮
ঐতিহাসিক বলেছেন: চমৎকার লাগলো ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩০
লাবনী আক্তার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬
হাসান মাহবুব বলেছেন: কবি তো আমাদের অতীতকালে নিয়ে গেলেন। ভালোই লাগলো।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪১
লাবনী আক্তার বলেছেন:
সত্যি অতীতে যদি লইয়া যাইতে পারি তাহা হইলতো আমার লেখা সার্থক হইবে।
আপনার ভালোলাগা পাইয়া ভীষণ ভালো বোধ করিতেছি ভাই।
কৃতজ্ঞতা জানিবেন। আর ভালো থাকিবেন।
১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮
স্বপ্নবাজ অভি বলেছেন: আহা ! এ দেখি আদিপ্রেম !
চমৎকার হয়েছে আপু
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৩
লাবনী আক্তার বলেছেন: সে আর বলিতে! :!>
প্রসংশা শুনিয়া ভালো লাগিতেছে অভি। আশা করি কুশলে আছ।
সদা ভালো থাকিও।
১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: রবিবাবুর মেজাজ পেলাম। পড়তে ভাল লেগেছে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৭
লাবনী আক্তার বলেছেন: :!> :!>
রবিবাবু আমার অতীব প্রিয় লেখক। তাহার মেজাজ পাইয়াছেন শুনিয়া একটু একটু লজ্জা বোধ করিতেছি আর ভালও লাগিতেছে।
আপনার ভালোলাগা পাইয়া প্রীত বোধ করিতেছি। অনেক ধন্যবাদ জানিবেন ভাই।
ভালো থাকিবেন।
১৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫০
খেয়া ঘাট বলেছেন: রাবিন্দ্রিক ভালো লাগা রইলো।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৭
লাবনী আক্তার বলেছেন: কবিতা পাঠে কৃতজ্ঞতা ভাই।
অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২১
মাসুম আহমদ ১৪ বলেছেন: রবীন্দ্র যুগের কবিতা পড়লাম
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৫
লাবনী আক্তার বলেছেন: রবীন্দ্র যুগের কবিতা আমার বড়ই ভালো লাগে।
মাসুম ভাই অনেক ধন্যবাদ । ভালো থাকবেন।
২১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪০
মাহবুবুল আজাদ বলেছেন: তোমায় গান শোনাবো, তাইতো আমায় জাগিয়ে রাখো, ওগো......মারডালা।
দারুন লাগলো, সাহিত্যের মর্ম একটু অল্প বুঝি তাই বেশি কথায় যাইনা।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩০
লাবনী আক্তার বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ কবিতা পাঠের জন্য।
ভালো থাকবেন।
২২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
শুধু প্লাস দিলাম কিছু মন্তব্য করার ভাষা নাই।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৭
লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। কোথায় ছিলেন এতোদিন?
মন্তব্য পেয়ে ভালো লাগল অনেক।
ভালো থাকবেন।
২৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৬
সায়েম মুন বলেছেন: কবিতায় অনেক ভাললাগা রইলো।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৩
লাবনী আক্তার বলেছেন: ভালোলাগা পেয়ে ভাইয়া অনেক ভালো লাগল। অনেকদিন পর আসলেন। সবাই আপনারা কোথায় হারিয়েছেন বলেনতো?
অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।
২৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৪
সায়েম মুন বলেছেন: হারাইনি। এখানে আশেপাশেই আছি। অন্যরাও হয়ত তাই।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৫
লাবনী আক্তার বলেছেন: আচ্ছা। আগের মত আপনাদের অনেককেই ব্লগে দেখিনা আসতে তাই বললাম ।
ভালো থাকবেন ভাইয়া।
২৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০২
আদনান শাহ্িরয়ার বলেছেন: পড়িয়া মনে হইলো ষাটের দশকের কোনও গীতি হেরিনু । ভালো লাগা জানিবেন হে সহব্লগার !
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫১
লাবনী আক্তার বলেছেন: হিহিহি!
ভালোলাগা পাইয়া বড়ই প্রীত হইলাম সহব্লগার। ধন্যবাদ জানিবেন এবং ভালো থাকিবেন।
২৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪১
অদৃশ্য বলেছেন:
বেশ হইয়াছেতো লাবনী... পড়িতেছিলাম আর পুষ্পমাল্যের ঘ্রাণ নিতেছিলাম...
রহিলো শুভকামনা...
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৭
লাবনী আক্তার বলেছেন:
আমার ব্লগে আপনার পদচারনা পাইয়া বড়ই খুশি হইয়াছি। শুভকামনার লাগিয়া অশেষ ধন্যবাদ জানাইতেছি।
সদা ভালো থাকিবেন।
২৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৪
ইমরান-উল-ইসলাম বলেছেন: ফিরায়ে দিবনা আমি এইটুকু জানিয়ো ।
আ......হা ! চমৎকার ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫০
লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৩
সুমন কর বলেছেন: নয়নে আজি ঘুম নাহি মোর
মনের দরজা খুলিয়া বসিয়া আছি ....
সুন্দর !