![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।
১।
ভালোবাসা তুমি কি?
তুমি কি ব্যথা?
নাকি দুঃখ?
নাকি তুমি কেবলি সুখ?
তুমি কি শুধু সুখানুভূতি?
নাকি দুঃখানুভুতি?
ভালোবাসা তুমি কি বেদনার নীল রং ?
নাকি শুধুই চোখের জল?
ভালোবাসা তুমি কি বেদনার বালুচর?
নাকি মিথ্যে খেলাঘর?
ভালোবাসা তুমি কি খুব পাষাণ?
নাকি খুব কোমল?
তুমি আশা নাকি শুধুই দুরাশা?
ভালোবাসা তুমি কি মিথ্যে ?
নাকি সত্য?
ভালোবাসা তুমি ভালবাসো?
নাকি মানুষ ঠকাও?
ভালোবাসা তুমি কি অন্ধ?
নাকি দৃষ্টিশক্তি আছে?
ভালোবাসা তুমি কি হৃদয় জোড়া লাগাও?
নাকি শুধুই হৃদয় পোড়াও?
তুমি কি মায়া নাকি শুধুই কায়া?
তুমি কি কথা দিয়ে কথা রাখো?
নাকি ভঙ্গও করো?
ভালোবাসা তুমি সত্যি করেই কি বলো ভালোবাসি?
২।
কোথায় নেই তুমি?
মনের গভীরতায় মিশে আছ
চোখের গহীনে আছ,
পুব আকাশে যখন চাঁদ উঠে
তখনও টের পাই তোমার উপস্থিতি ।
কোথায় নেই তুমি?
দীর্ঘশ্বাসে তুমি আছ
সুখময় স্মৃতিতে তুমি আছ,
দক্ষিণা বাতাসে-
তোমার দেয়া পারফিউমের ঘ্রান ভেসে আসে
কোথায় নেই তুমি?
অন্ধকার রাতের বিষাদে
স্বপ্নের মাঝেও তুমি আছ,
চোখের জলে তুমি আছ
মধ্যরাতে ঘুম ভেঙ্গে যায়
তোমারি কারনে
কোথায় নেই তুমি বলতে পারো?
৩।
মায়াবতী বলেই কি আমাকে শুধু মিথ্যে মায়া করো?
নাকি ভালোবেসে সত্যিই কাছে টেনে নিতে চাও?
মিথ্যে করেই কি আলিঙ্গন করতে চাও?
নাকি সত্যি করেই বুকের গহীনে ধরে রাখতে চাও?
মিথ্যে করেই কি মায়াবতীর অধরে উষ্ণ ছোঁয়া একে দিতে চাও?
নাকি গভীর ভালোবাসা মিশিয়ে ভালবাসতে চাও?
কাম লালসা নিয়ে রাক্ষস হয়ে উঠতে চাও?
নাকি ভালোবাসার পরম যত্নে আদরে আদরে ভরিয়ে দিতে চাও ?
মিথ্যে করেই কি পথ চলবে?
নাকি সত্যিকার সঙ্গী হয়েই পাশে পাশে হাঁটবে?
যদি ভালবাসো সত্যিকার ; তবে এসো
মায়াবতীর হাত দুটি ধরো পরম মমতায়
পরম ভালবাসায়,
মিছে অভিনয় নয়
মিছে ভালোবাসা নয়
সত্যিকার ভালোবাসো আমায়
ভালবাসো......।
৪।
আমি কিন্তু আছি তোমারি মাঝামাঝি
ঠিক যেমনি ছিলাম তোমারি কাছাকাছি,
দূরে ঠেলে দিয়েছ বলে ভাবছ তোমায় যাব ভুলে?
আমার ভালোবাসা তবে দেব কি জলাঞ্জলে?
নাগো এভাবে যে পারিনা ভাবতে
মন যে শুধু তোমায় ভেবে পারে শুধু কাঁদতে।
কিভাবে পারো তুমি এতো পাষাণ হয়ে থাকতে?
তুমি ছাড়া আমি যে পারিনা কোন কিছু ভাবতে,
কেউ জানেনা আমি জানি তোমার কি কষ্ট
ভাবছ বুঝি আমায় জড়ালে জীবন হবে নষ্ট?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৪
লাবনী আক্তার বলেছেন: অশেষ ধন্যবাদ কবি। কবিতা পাঠ ও মন্তব্যের জন্য কৃতজ্ঞ।
বসন্তের শুভেচ্ছা কবি।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২২
মায়াবী ছায়া বলেছেন: অসাধারন লিখেছেন আপু
প্রথম টা নিয়ে বলব, এত গুলি প্রশ্নের উত্তর জানতে পারলে আমাকে বইলেন।আমারও জান্তে মুন চায়
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৩
লাবনী আক্তার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মায়াবী ছায়া।
হুম ! এতো গুলো প্রশ্নের উত্তর আদৌ আমি নিজে পাব কিনা জানিনাতো?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৫
লাবনী আক্তার বলেছেন: বসন্তের শুভেচ্ছা বোন।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর,,,,,,,,অতি সুন্দর,,,,,,,,,অসাধারণ
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৪
লাবনী আক্তার বলেছেন: প্রশংসার জন্য অসংখ্য ধন্যবাদ লাইলী আপা।
বসন্তের শুভেচ্ছা আপা।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৫
মেহেরুন বলেছেন: ভালো লাগলো। ফাল্গুনের শুভেচ্ছা রইলো।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৬
লাবনী আক্তার বলেছেন: ভালোলাগা পেয়ে ভীষণ ভালো লাগল আপু। ফাল্গুনের শুভেচ্ছা আপানাকেও।
ভালো থাকবেন।
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৫
অদৃশ্য বলেছেন:
লাবনীর হলোটা কি ! একবারে চারটা ভালোবাসার কবিতা... সবগুলোই খুব ভালো লেগেছে আমার...
ভালোবাসা কি এটা আসলে মৃত্যু না হওয়া অবধি মানুষ সম্ভবত বুঝতে পারবেনা... বড়ই কঠিন, আমিও বুঝবার চেষ্টা করছি...
লাবনীর জন্য
শুভকামনা...
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৮
লাবনী আক্তার বলেছেন:
হুম! হয়ত ভালোবাসার মানুষটি হারিয়ে গেলে অনুভব করা যায়। যাক, ভাইয়া বুঝতে পারলে জানাইতে ভুইলেন না।
শুভ বসন্ত ভাইয়া।
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৫
ইখতামিন বলেছেন:
ভালোবাসারা মরীচিকা.. সবখানেই তার মুক্ত বিচরণ আছে.. সত্যি সত্যিই জড়িয়ে নিতে চায় সবাইকে..
বসন্তের শুভেচ্ছা নিবেন..
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪২
লাবনী আক্তার বলেছেন: হুম! হয়ত।
অনেক ধন্যবাদ । বসন্তের শুভেচ্ছা।
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৭
সুমন কর বলেছেন: ছন্দময় কবিতা. মোটামুটি লাগল।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৬
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ ,ভালো লাগা পেয়ে প্রীত হইলাম।
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৪
ইমরাজ কবির মুন বলেছেন:
আমি কিসু বুঝিনাই ||
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৬
লাবনী আক্তার বলেছেন: সব লেখা বুঝতে হয়না। হিহিহি
৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৯
পেন্সিল চোর বলেছেন: একটা কবিতা সোজা। আরেকটা বেকা। এমন কেন আপা??
তবে কবিতা ভালো লাগছে
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৭
লাবনী আক্তার বলেছেন: ওইটা ইস্টাইল, বুঝছনি?
হুম! ভালো লাগা পেয়ে অনেক ভালো লাগল ভাই।
ভালো থেকো।
১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৮
স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ ভালো লাগলো
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৮
লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ অভি।
ভালো থেকো।
১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৩১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো প্রতিটি কবিতাই।
শুভকামনা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৯
লাবনী আক্তার বলেছেন: তাই? খুব ভালো লাগল শুনে।
অনেক ধন্যবাদ কবি। ভালো থাকবেন।
১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০১
মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে । বসন্ত আর ভালোবাসা দিনের শুভেচ্ছা ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০০
লাবনী আক্তার বলেছেন: দেরিতে শুভেচ্ছা নেয়ার জন্য সরি ভাইয়া। কবিতা পাঠে কৃতজ্ঞতা।
ভালো থাকবেন।
১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৩
আদনান শাহ্িরয়ার বলেছেন: ভালোবাসা হলো মনে করেন, ভালোবাসা । গভীর রাতের কান্নাকাটিও হতে পারে আবার অনন্ত জলিলের , নিঃস্বার্থ ভালোবাসা - হোয়াট ইজ লাভ ও হতে পারে !
কবিতা ভালো লেগেছে । শুভেচ্ছা জানবেন ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:০২
লাবনী আক্তার বলেছেন: হিহিহি তাই নাকি?
ভালোলাগা পেয়ে ভীষণ ভালো লাগ। অনেক ধন্যবাদ। আপনাকেও শুভেচ্ছা যদিও দেরি হয়ে গেছে।
ভালো থাকবেন।
১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০১
জাওয়াদ তাহমিদ বলেছেন:
মারহাবা লাবনী আপু !! কতদিন পর আজকে সামুতে ঢুকলাম।
পুরানো মানুষ গুলো অনেকটা আগের মতই আছে।
কবিতা পড়ে অনেক ভাল লাগল।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১০
লাবনী আক্তার বলেছেন: হুম! জাওয়াদ ভাই অনেকদিন পর আসলেন। কেমন আছেন ভাই?
সময় করে যে ঘুরে গেলেন অনেক ভালো লাগল। আর কবিতায় ভালোলাগা পেয়েও প্রীত হইলাম ।
কৃতজ্ঞতা জানিবেন। ভালো থাকবেন।
১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:১৪
রাসেলহাসান বলেছেন: কোথায় নেই তুমি?
অন্ধকার রাতের বিষাদে
স্বপ্নের মাঝেও তুমি আছ,
চোখের জলে তুমি আছ
মধ্যরাতে ঘুম ভেঙ্গে যায়
তোমারি কারনে
কোথায় নেই তুমি বলতে পারো?
ভালো লাগা রইলো। শুভ কামনা।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১১
লাবনী আক্তার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভালোলাগা পেয়ে ভালো লাগল। স্বাগতম আমার ব্লগে।
ভালো থাকবেন।
১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩১
জাওয়াদ তাহমিদ বলেছেন:
অনেক ভাল আছি আপু। পড়াশুনা শেষ করলাম। এখন নানা রকম ব্যস্ততা ঢুকেছে জীবনে। তাই আসলে ব্লগে আর আসার সময় হয়না সেভাবে।
তার পরেও আমার পুরানো ব্লগ বন্ধুদের কথা মনে করে মাঝে মাঝে দেখতে আসি তারা কে কেমন আছে।
ব্লগের পুরানো প্রেমকাহিনী গুলাও অনেক মিস করি।
ভাল থাকবেন আপু। আর কবিতাপ্রেমী মানুষদের আনন্দ দিতে থাকবেন।।
একরাশ শুভকামনা লাবনী আপুর জন্য।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৭
লাবনী আক্তার বলেছেন: আলহামদুলিল্লাহ! শুনে ভালো লাগল ভালো আছেন। জীবন মানেই ব্যস্ততা ভাই।
ব্লগের প্রেম কাহিনি মিস করেন?
আপনিও ভাই যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৪
শাবা বলেছেন: কেন বোন ভালবাসায় এত স্বন্দিহান?
আমার ধারণা, একপক্ষ নিখাঁদ হলে, অপর পক্ষ নিখাঁদ হবেই। এর ব্যতিক্রম বিরল।যদিও গল্প-উপন্যাস বা কাব্যে ভিন্ন অনেক কাহিনী দেখা যায়। তবে বাস্তবতা অন্যরকম।
আমার সর্বশেষ পোস্ট অ্যালান পো-এর কবিতার অনুবাদ দেখার আমন্ত্রণ রইলো।
শুভ কামনা।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪
লাবনী আক্তার বলেছেন: ভালোবাসা সেতো মিছে আশা
সেতো মিছে মরিচিকা ।
অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য।
ভালো থাকবেন। আপনার কবিতা পড়েছি গতকালই।
১৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০২
বেলা শেষে বলেছেন: আমি কিন্তু আছি তোমারি মাঝামাঝি
ঠিক যেমনি ছিলাম তোমারি কাছাকাছি,
দূরে ঠেলে দিয়েছ বলে ভাবছ তোমায় যাব ভুলে?
আমার ভালোবাসা তবে দেব কি জলাঞ্জলে?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৪
লাবনী আক্তার বলেছেন:
ধন্যবাদ। ভালো থাকবেন।
১৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৩
একলা ফড়িং বলেছেন: ভালোবাসা তুমি সত্যি করেই কি বলো ভালোবাসি? ভালোবাসা সত্যি করেই বলে মনে হয়, কিন্তু মানুষ বলে না!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৪
লাবনী আক্তার বলেছেন: হুম! ঠিক বলেছেন। মানুষ মিথ্যে করে বলে ভালোবাসি।
ধন্যবাদ , ভালো থাকবেন।
২০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৯
সায়েম মুন বলেছেন: বেশ লাগলো লাগলো।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫১
লাবনী আক্তার বলেছেন: কবিতায় আপনার ভালোলাগা পেয়ে ভীষণ প্রীত বোধ করছি।
কবিতা পাঠে কৃতজ্ঞতা ভাইয়া।
ভালো থাকবেন।
২১| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ১:৪৩
ঐতিহাসিক বলেছেন: ভালুবাসা আসলে বড়ই চিন্তার বিষয় ।
২৫ শে জুন, ২০১৪ দুপুর ১২:০০
লাবনী আক্তার বলেছেন: ভালুবাসা হইল ঐতিহাসিক ব্যাপার স্যাপার!
২২| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪১
ঐতিহাসিক বলেছেন: ঠিক ধরেছেন
১০ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩৬
লাবনী আক্তার বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৭
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন কবি ।