![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।
১।
আজ কথার মালা দিয়ে তোমায় গাঁথতে আসিনি
আসিনি মন ভুলানো হাসি দিয়ে মন জয় করতে
জয়ী আমি না তুমি তাই ভেবে সময় নষ্ট করিনা এখন
এখন আর ভেবে ভেবে রাত জাগিনা আমি,
আমি-তুমি , তুমি-আমি একসাথে চলা হবেনা কখনও
কখনও তোমার মুখোমুখি হতেও পারিনি
পারিনি তোমায় ফিরিয়ে আনতে আমার কাছে
কাছে ছিলে কিভাবে পারলে দূরে যেতে?
যেতে যেতে পথ ফুরিয়ে যাবে একদিন
একদিন বুঝবে তুমি, কত ভালবেসেছিলাম
ভালবেসেছিলাম তোমায় নিয়ে ঘর বাঁধার
বাঁধতে পারিনি তোমায় আমি আমার করে।
২।
কোথায় নেই তুমি?
মনের গভীরতায় মিশে আছ
চোখের গহীনে আছ,
পুব আকাশে যখন চাঁদ উঠে
তখনও টের পাই তোমার উপস্থিতি ।
কোথায় নেই তুমি?
দীর্ঘশ্বাসে তুমি আছ
সুখময় স্মৃতিতে তুমি আছ,
দক্ষিণা বাতাসে
তোমার দেয়া পারফিউমের ঘ্রান ভেসে আসে।
কোথায় নেই তুমি?
অন্ধকার রাতের বিষাদে
স্বপ্নের মাঝেও তুমি আছ
চোখের জলে তুমি আছ
মধ্যরাতে ঘুম ভেঙ্গে যায়
তোমারি কারনে
কোথায় নেই তুমি বলতে পারো?
৩।
কোথায় গেলে পাব ফিরে প্রান?
আমার সব সুখগুলো কেন নিয়ে গেলে তুমি?
কেন করে গেলে আমাকে পর?
তোমায় খুজে আমি আজ কেন দিশেহারা?
প্রজাপ্রতির ডানা আজ ভেঙ্গে গেছে
তাই সে উড়তে পারেনা
তুমি কি আমার ডানা ছিলে?
তুমি আমার কি ছিলে?
তোমার আঘাতে আঘাতে মনের ভেতরটা
অনেক রক্তাক্ত হয়েছে।
ক্রমশ সেই দাগ শুকিয়ে যাচ্ছে হয়ত।
আদৌ কি শুকায় সেই দাগ?
হায়রে পাষাণ হৃদয় তোমার!
একদিন কাঁদতে কাঁদতে দেখো
আমার চোখের জল ঠিকই শুকাবে
যেনো আমার হবে শেষ আর তোমার হবে শুরু।
৪।
হাত বাড়িয়ে আছি
তুমি কি হাত বাড়াবে না?
কাছে এসে ধরবেনা আমার হাত?
কত আহ্বান জানাই তোমায়
একটুও কি মন তোমার গলবে না?
কতটা হৃদয়হীন তুমি?
তুমি আস আর নাইবা আস
তুমি আমার পাশে সারাক্ষন থাকো
আমার জগৎ শুধুই তুমিময়।
০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৫
লাবনী আক্তার বলেছেন:
২| ০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৪
মাহবু১৫৪ বলেছেন: কপাল পোড়া সেই মানুষটি যে এই ভালবাসাকে উপেক্ষা করে।
কবিতায় অনেক অনেক ভাল লাগা
+++++++
০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৬
লাবনী আক্তার বলেছেন: ভালোলাগা পেয়ে ভালো লাগল।
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৩| ০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুন্দর।
০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৮
লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ কবি।
৪| ০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৪
ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর ||
০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৯
লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ মুন । ভালো থাকবেন।
৫| ০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার ভালবাসাময় কবিতা।+
০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৬
লাবনী আক্তার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ হে কবি।
ভালো থাকবেন।
৬| ০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৭
নামহীন-কবি বলেছেন:
বাহ
০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫২
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ । আমার ব্লগে স্বাগতম।
৭| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৭
ৎঁৎঁৎঁ বলেছেন: তুমি কি আমার ডানা ছিলে?
তুমি আমার কী ছিলে? - এই দুই লাইন ভালো লাগলো কবিতার মত, আপনার পুরো লেখায় সহজিয়া আবেগের সরল প্রকাশ, এইটা ভালো লাগলো!
শুভকামনা!
০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩০
লাবনী আক্তার বলেছেন: কবির আগমন দেখে প্রীত হলাম।
আমার সব কবিতাই সহজ সরল ভাষায় লিখা। আপনার ভালোলাগা পেয়ে ভালো লাগল। কবিতা পাঠে কৃতজ্ঞতা।
ভালো থাকবেন।
৮| ০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৪
ঢাকাবাসী বলেছেন: সুন্দর কবিতা, ভাল লেগেছে।
০১ লা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৪
লাবনী আক্তার বলেছেন: ভালোলাগা পেয়ে প্রীত হলাম।
অনেক অনেক ধন্যবাদ।
দু'বার কমেন্ট এসেছে একটা মুছে দিলাম।
৯| ০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪০
নাছির84 বলেছেন: কবিতায় ভাল লাগা। চমৎকার ভালবাসাময় কবিতা।++++++++++
০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫০
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ হে সহব্লগার!
ভালো থাকবেন।
১০| ০১ লা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: প্রেমময় কবিতা
০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫১
লাবনী আক্তার বলেছেন:
কবিতা পড়ার জন্য ধন্যবাদ।
১১| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৮:১৮
অরুদ্ধ সকাল বলেছেন:
সরল অথচ অতুলনীয়!
ভালো লাগা
০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৫
লাবনী আক্তার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভালোলাগা পেয়ে ভালো লাগল খুব।
ভালো থাকবেন।
১২| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৫
আদনান শাহ্িরয়ার বলেছেন: হায় প্রেম ! কেবলই উদাস করে দেয় ! +++
০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৩
লাবনী আক্তার বলেছেন:
ধন্যবাদ আদনান!
১৩| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:২৯
রহস্যময়ী কন্যা বলেছেন: ওরে বাবা!!!!!!!!
এত ভালোবাসা কার জন্য আপুনি??
০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৪
লাবনী আক্তার বলেছেন: কন্যা সেটা নাহয় রহস্যই থাক।
ভালোবাসা নিও কন্যা।
১৪| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৮
মামুন রশিদ বলেছেন: এবার দেখি সিরিয়াস কবিতা !!
ভালো হইছে
০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৯
লাবনী আক্তার বলেছেন:
আমি আবার সিরিয়াস ছিলাম না কবে?
ছিলাম বটে ........... শূন্যস্থানে কিছু লিখলাম না।
কবিতা পাঠে কৃতজ্ঞতা মামুন ভাই।
১৫| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:০৮
বিদ্রোহী বাঙালি বলেছেন: বিরহের বন্দনা এতো সাদামাটা করে বললে আবেগটা ঠিক ফুটে উঠে না।
শব্দের গাঁথুনি এবং পঙক্তিমালা আরও সুন্দর হওয়ার দাবী রাখে বৈকি। তবেই না বিরহের বন্দনা পড়ে অন্যরাও বিমর্ষ হয়ে পড়বে। কাব্যিকতার ঘাটতিও পরিলক্ষিত হল।
তবে আপনার মধ্যে ভাব আছে। সেটাকে ঠিক মতো প্রকাশ করতে পারলে নিঃসন্দেহে দুর্দান্ত হবে। ধন্যবাদ লাবনী আক্তার।
০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৪
লাবনী আক্তার বলেছেন: বেশ চমৎকার করে কমেন্ট দিলেন। আসলে আমার সব লেখাই সাদামাটা। আমি সবসময় সহজ সরল ভাষায় লিখি। আপনার এই কমেন্ট আমার লেখায় পরিবর্তন আনতে সাহায্য করবে। অনেক অনেক ধন্যবাদ।
আমার লেখা কিছু কবিতার লিঙ্ক দিলাম এখানে। পড়লে খুশি হব। ভাল থাকবেন।
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
১৬| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
বাহ !!! সুন্দর .....
০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৭
লাবনী আক্তার বলেছেন: অনেকদিন পর দেখলাম আপনাকে। ভালো লাগল ভাইয়া।
আমার সব পোস্ট এ আপনার কমেন্ট মিস করেছি।
কবিতা পাঠে কৃতজ্ঞতা।
সবসময় ভালো থাকুন।
১৭| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১:১২
তৌফিক মাসুদ বলেছেন: মন ছুয়ে গেল কবি। কবিতায় নতুনত্ব আছে।
০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৯
লাবনী আক্তার বলেছেন: যাক, কারোতো মন ছুয়ে গেল।
অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
১৮| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ২:২৯
অদ্বিতীয়া আমি বলেছেন: আহা বিরহ ! সুন্দর আর মন খারাপ করা হয়েছে ।
তোমার কবিতা পড়ে আমার প্রিয় গানের কথা মনে পড়ল , বিরহ মধুর হল আজি
০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৮
লাবনী আক্তার বলেছেন: বিরহ মধুর হল আজি মুধু রাতে ......
চমৎকার একটা গান।
বিরহের কথা মানেই মন খারাপের কথা।
তারপরও সরি।
ভালোবাসা নিও বোন। সদা ভালো থেকো।
১৯| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপুনি দারুন লিখেছো ---প্রতিটিই সুন্দর হতে সুন্দরতম
০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩০
লাবনী আক্তার বলেছেন: তাই বুঝি?
আপু আপনার জন্য এত্তগুলা ভালোবাসা।
ভালো থাকবেন।
২০| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৫
এম মাসুদ বলেছেন: ভালো লাগলো........
০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩২
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ মাসুদ ভাই।
ভালো থাকেবন।
২১| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪০
অদৃশ্য বলেছেন:
বেশ তো হলো...
লাবনীর জন্য
শুভকামনা...
০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৬
লাবনী আক্তার বলেছেন: আমিতো আপনাদের মত ভালো লিখতে পারিনা ভাইয়া। তারপরও যে আপনাদের কমেন্ট পাই ভালো লাগে বেশ। কবিতা পাঠে কৃতজ্ঞতা জানিবেন ।
ভালো থাকবেন।
২২| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৪
আমিনুর রহমান বলেছেন:
বাহ ! বেশ তো !! সবগুলো কবিতাই সুন্দর !!!
০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৯
লাবনী আক্তার বলেছেন: :#> :#>
ভাইয়া অনেক অনেক ধন্যবাদ।
কবিতা পাঠে কৃতজ্ঞতা ।
ভালো থাকবেন।
২৩| ০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২০
সায়েদা সোহেলী বলেছেন: ২ আর ৩ একে অন্যেকে খুব সুন্দর ভাবে কমপ্লিমেন্ট করেছে , আর সত্যি কিন্তু তাই ,
আমার চোখের জল ঠিকই শুকাবে
যেনো আমার হবে শেষ আর তোমার হবে শুরু।
++
০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৮
লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ সায়েদা আপু।
ভালো থাকবেন।
২৪| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:০২
স্বপ্নবাজ অভি বলেছেন: তিন তিনটা প্রেমের কবিতা !
বেশ চমৎকার আপু !
০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩১
লাবনী আক্তার বলেছেন: হুম! তুমি অনেক ভাল কবিতা লিখ ভাইয়ামনি।
অভির জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। ভালো থেকো।
২৫| ০৩ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৮
জাহাঙ্গীর.আলম বলেছেন: সহজ সরল দুঃখজাগানিয়া সুন্দর কবিতা ৷
০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৫
লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
২৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১:৩০
রাসেলহাসান বলেছেন: অনেক আবেগ ভরা লেখা!
ভালোবাসার কবিতায় শুভেচ্ছা।
০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৬
লাবনী আক্তার বলেছেন: শুভেচ্ছা গ্রহন করলাম।
অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
২৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৮
লিরিকস বলেছেন: সুন্দর কবিতা।
০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৮
লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ লিরিকস!
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫০
এম এ কাশেম বলেছেন: তোমার হাতে হাত
ঠোঁটে ঠোঁট
এ ভাবে কাটে যেন
মোর সারাটি জীবন।