![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।
১।
মুক্ত পাখি
হেটে হেটে অনেকটা দূরে এসে ক্লান্ত এক ললনা
গাছের ছায়ায় জিরিয়ে নেয়ার প্রয়াসে বসে গাছের নিচে,
পিপাসার্ত হৃদয় তৃষ্ণা মিটাতে চারপাশ জলের সন্ধানে তাকায়
কোথাও কিছু নেই, কেউ নেই
ধু ধু প্রান্তর শুধু
দৃষ্টি যতদূর যায় গিয়ে বার বার ফিরে আসে
দূর থেকে রাখালিয়ার বাঁশির আওয়াজ বাতাসে ভেসে আসছে।
একজোড়া সাদা পায়রা উড়ে এসে বসে গাছে,
ললনার ক্লান্ত চোখ দুটি আনন্দে নেচে উঠে
কত সুন্দর সাদা পায়রা, এ যেন শান্তির বার্তা বহন করে নিয়ে এসেছে ।
হটাৎ আকাশ কালো হয়ে মেঘগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়ে,
দুহাত প্রসারিত করে নাচতে থাকে ললনা।
তার পিপাসা মিটে বৃষ্টির জলে
রাখালিয়ার বাঁশির আওয়াজ এখন খুব কাছ থেকে শোনা যাচ্ছে।
পেছনে ফিরে তাকানোর সময় শেষ
ললনাটির এখন সামনে এগিয়ে যাবার দিন
স্বপ্ন দেখার দিন, প্রান খুলে হাসার দিন।
সব ক্লান্তি সব হতাশা,
সব গ্লানি কে ছুটি দিয়ে
আজ মুক্ত পাখির মত ডানা মেলে উড়বে।
২।
বাসর সাজাই
চাইলেই তুমি আমার প্রানটাই নিতে পারো এখনি
চাইলেই নিতে পারো আমার সমস্ত চোখের জল
চাইলেই নিতে পারো তুমি আমায় তোমার করে
চাইলেই নিতে পারো আমায় তোমার সঙ্গী করে।
এসো কোন এক নির্জন বিকেলে নদীতে নৌকায় ভাসি দু’জনে
চোখে চোখ, হাতে হাত রেখে হারিয়ে যাই তোমাতে আমাতে
এসো আজ দু’জনে গোধূলির আলোয় রাঙ্গিয়ে নেই নিজেদের
এসো হে সখা! এসো হে তবে আজ আমার এই হৃদয় দুয়ারে
ঐ আকাশের নীল নীল মেঘ দিশেহারা করে দেয় আমায়
এসো আজ নীল মেঘের ভেলায় চড়ে ভেসে বেড়াই
খুব কাছে এসে গভীর আবেশে জড়াও আমায়
চল তবে নীল জোছনায় বাসর সাজাই শুধু তুমি আর আমি।
২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
লাবনী আক্তার বলেছেন: কবিতা পাঠে কৃতজ্ঞতা মামুন ভাই। ভাল থাকবেন।
২| ২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১০
দীপঙ্কর_আলোসন্দিপ বলেছেন: "তুমি আমি আমি তুমি" ,
২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
লাবনী আক্তার বলেছেন:
অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।
৩| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
শেষটা সুন্দর বেশ আবেগী
২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪২
লাবনী আক্তার বলেছেন: কবিতা পাঠের জন্য কৃতজ্ঞতা।
ভাল থাকবেন।
৪| ২২ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:৩৭
বিদ্রোহী বাঙালি বলেছেন: যদিও এখানে দুটি কবিতা, তারপরও যেন একটা যোগসূত্র আছে। প্রথমটায় সেখানে শেষ, দ্বিতীয়টা সেখান থেকেই শুরু।
প্রথমটায় দেখলাম বিরহের অপেক্ষার শেষ আর দ্বিতীয়টায় কাছে পাওয়া প্রতিটি মুহূর্তকে উদযাপনের স্বপ্নিল ভুবনে বিচরণ।
ভালো লাগলো লাবনী।
২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪২
লাবনী আক্তার বলেছেন:
ভালো লেগেছে জেনে খুব ভালো লাগল।
ভালো থাকবেন।
৫| ২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৫
আমিনুর রহমান বলেছেন:
চমৎকার হয়েছে! যত সময় পার হচ্ছে তোমার লিখার মধ্যে দৃঢ়টাও বাড়ছে।
২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৮
লাবনী আক্তার বলেছেন: প্রশংসা পেলে সবারই ভালো লাগে। আমারো ভীষণ ভালো লাগল ভাইয়া।
আমার প্রথম লেখা থেকে এই পর্যন্ত সব লেখাতেই আপনার উপস্থিতি আমাকে আনন্দ দেয়। আর প্রশংসা পেলে সেই আনন্দের মাত্রাটা কোথায় গিয়ে ঠেকে তা আর না বলি ।
অনেক কৃতজ্ঞতা ভাইয়া। ভাল থাকবেন।
৬| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৫
অদ্বিতীয়া আমি বলেছেন:
নিয়মিত লিখছ দেখে ভালো লাগলো ।
২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৩
লাবনী আক্তার বলেছেন: কেমন আছ ?
কমেন্টের জন্য অনেক ধন্যবাদ। ভালো থেকো।
৭| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০২
অদৃশ্য বলেছেন:
দুইটা লিখাই ভালো লাগলো আমার... ফিলিংসটা নিতে পেরেছি... ইদানিং আপনি কেমন গাছাড়া ভাব ধরে আছেন, ঘটনা কি? আপনাকে দেখা যায়না...
শুভকামনা...
২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৩
লাবনী আক্তার বলেছেন: যাক, ভালো লেগেছে তাহলে। অনেক ধন্যবাদ ভাইয়া।
ঠিক ধরেছেন। হুম আসতে আসতে কেটে পড়ার ইচ্ছে আছে।
৮| ২৩ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার ! দুটোই ভালো লেগেছে খুব!
২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০৩
লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়ামনি।
ভাল থেকো।
৯| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+
২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৪
লাবনী আক্তার বলেছেন: কেমন আছেন কবি ভাই?
কবিতা পাঠে কৃতজ্ঞতা।
ভালো থাকবেন।
১০| ০৬ ই মে, ২০১৪ সকাল ৯:০৪
(একজন নিশাদ) বলেছেন: লেখাগুলো ভাল লাগল এবং ছবিটা চেনা মনে হচ্ছিল
০৬ ই মে, ২০১৪ দুপুর ১:৩৫
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ।
গুগুল থেকে নেয়া সুতরাং চেনা লাগতেই পারে।
১১| ১৭ ই মে, ২০১৪ রাত ৯:০২
অরুদ্ধ সকাল বলেছেন:
বাহ!
বেশ লাগলো তো
১৮ ই মে, ২০১৪ দুপুর ২:২২
লাবনী আক্তার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৩
মামুন রশিদ বলেছেন: বাহ! সুন্দর ।