![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।
-এমন করে চোখ নামিয়ে রেখেছ কেন অধরা?
-ভয় হয়
-কিসের ভয়?
-যদি নিজেকে হারিয়ে ফেলি?
-হারালে সমস্যা কি?
-কাঁদতে কাঁদতে আমি ভীষণ ক্লান্ত। আর কাঁদতে চাইনা বলে।
-যদি আমি তোমার হাতটি ধরতে চাই সারা জীবনের জন্য?
-পরীক্ষা করছ? না মিছেমিছি বলছ? না কাঁদাতে চাইছ? না করুনা করছ?
-কোনটাই না? সত্যি করেই ধরতে চাই, চোখের জল মুছে দিতে চাই সারা জীবনের জন্য।
-তোমাকে চাওয়ার দুঃসাহস আমি করিনা।
-কেন? আমি কি দুর্লভ কিছু?
-জানিনা। তবে এটুকু জানি তোমার মনটা ভীষণ ভালো।
-এবার কি চোখ মেলে তাকানো যায় আমার দিকে? আমার চোখে কি চোখ রাখা যায়?
- আমি তোমার যোগ্য নই। তুমি অনেক ভালো মেয়ে পাবে আমার চেয়ে।
- কে যোগ্য আর কে অযোগ্য এই বিচার কি তুমি করবে অধরা?
- বিচার করার এত ক্ষমতা আমার নেই।
-তাহলে? যোগ্য অযোগ্যর কথা আসছে কেন?
- চুপ কেন? কথা বলবে না? পণ করেছ যে কথা বলবে না? নাকি লজ্জা পাচ্ছ?
-ইস! কি হচ্ছে কি এসব স্বপ্নিল?
-বাহ! মুচকি আবার হাসলে। ভালো লাগল। আর লজ্জা পেতে হবেনা। রক্তিম আভার মত তোমার গাল দুটি লাল হয়ে গেছে লজ্জায়। সেটা দেখতে কিন্তু বেশ লাগছে আমার কাছে। একি মুখ ঢাকলে কেন? আচ্ছা আর বলব না কিছু। এই যাচ্ছি চলে।
- স্বপ্নিল ! যেয়োনা চলে।
- আমার উত্তর কিন্তু পেলাম না অধরা?
-আমি যদি হ্যাঁ বলি কি বলবে?
- সময়ই তা বলে দিবে। সময় হলেই জানতে পারবে। এখনো সেই সময় আসেনি।
- আচ্ছা বাদ দাও। যেমন বন্ধু আছি তেমনি থাকি আমরা। সময়ের উপর সবকিছু ছেড়ে দিলাম।
- অধরা?
-হুম! কিছু বলবে?
- অপেক্ষা করো
- হুম করব
- আমি ধন্য হবো।
- তোমায় পেলে আমিও ধন্য হবো।
- বিদায় অধরা, ভালো থেকো
- ভালো থেকো স্বপ্নিল।
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৮
লাবনী আক্তার বলেছেন:
অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
২| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৯
মামুন রশিদ বলেছেন: জেগে জেগে আলাপ হয়, নাকি স্বপ্নে ?
ভালোই
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫০
লাবনী আক্তার বলেছেন: হিহহহি!
সবি স্বপ্নে! বাস্তবে না। :!> :!>
পোস্ট পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থকাবেন।
৩| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৬
ডার্ক ম্যান বলেছেন: সময়ের সাথে সাথে সম্পর্কও পরিবর্তিত হয়ে যায়, অধিকার গুলোও হারিয়ে যায়
৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৫
লাবনী আক্তার বলেছেন: হুম! ঠিক বলেছেন।
তবে মানুষের জীবনে দুঃখের পরই সুখ আসে।
অনেক ধন্যবাদ গল্প পড়ার জন্য। ভাল থাকবেন।
৪| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১১
আদনান শাহ্িরয়ার বলেছেন: এমন গল্প পড়লে প্রেম করিবার ইচ্ছে জাগে । :!> :!> :!>
৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৬
লাবনী আক্তার বলেছেন:
ইচ্ছে জাগলে প্রেম করে ফেলুন। হিহিহি।
অনেক ধন্যবাদ গল্প পড়ার জন্য।
ভালো থাকবেন।
৫| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
রোম্যান্টিক
৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৭
লাবনী আক্তার বলেছেন: :!> :!>
অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন।
৬| ২৮ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
নাসীমুল বারী বলেছেন: শুভেচ্ছা।
কবিতায় ছন্দ আছে, গল্পেরও ছন্দ আছে। গল্পের ছন্দ কবিতার মত মাত্রা তাল মিলে নয়— এর উপস্থাপনাতেই ছন্দ বিন্যাসিত। গল্পের ছন্দই গল্পকে বাঁচিয়ে রাখে। আর তাই ছোটগল্পকে ’কথামালার ছন্দায়িত বিন্যাস’ বলা যায়। আর অণুগল্প? সে ছন্দকে আরও কার্যকরভাবে মনের অনুভূতিকে অপরূপ বৈশিষ্ট্যে দিপ্তীমান করে।
লাবনী আক্তারের অণুগল্প ‘স্বপিনল-অধরা’ পড়েছ। স্বল্প বাক্যালাপে অনুভূতির অপূর্ব প্রকাশ। গল্পের প্রেক্ষাপট স্বপ্নের জগত। তাই কি কিছু অসংগতি? এ অসংগতি গল্পটাকে যতটুকু ‘গল্প’ বানাতে পারত— তা হয়ে ওঠে নি। যেমন অধরার স্বপ্নিলকে পাওয়ার মাঝে দ্বিধা। এ দ্বিধা কেন? সামান্য ইঙ্গিতও নেই। আবার পরে যখন স্বপ্নিলের আগ্রহে ইতিবাচক সাড়া দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে, সেখানেও আবার স্বপ্নিলের পিছূটান। এ পিছুটানেরও কোনো ইঙ্গিত নেই। ধরে নিলাম ছাত্রত্বের জন্য ‘সত্যি করে ধরতে চাই, চোখের জল মুছে দিতে চাই সারা জীবনের জন্য।’ তাআ সময় চাওয়া— তাহলে এত আগে ব্যাপারটা নিয়ে প্রস্তাবই বা কেন? আবার সমাপ্তিতে সেই অধরাকে পেলে ধন্য হবে! এমন আশাও বা কেন?
পরস্পর পাওয়া না পাওয়ার উদ্দেশ্যহীন দ্বিধায় গল্পটাকে ‘গল্প’ বানায় নি— এলোমেলো বাক্যালাপ মাত্র। হয়ত এ বাক্যালাপে রোমান্টিকতার উষ্ণতা পাওয়া যাবে— কিন্তু গল্পের তৃপ্তি পাওয়া যাবে না। গল্পের চিত্র খুঁজে পাওয়া যাবে না।
শুভ কামনায়।
৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৮
লাবনী আক্তার বলেছেন: বাহ! দারুন বলেছেনতো!
আসলে অধরার হৃদয় ভাঙ্গার যন্ত্রনাটা কি তা সে জানে, তাই নতুন করে যখন কেউ তাকে স্বপ্ন দেখাতে চাইছে তখন সে দ্বিধান্বিত। আবার স্বপ্নিল কে উপেক্ষাও করতে পারেনা। ভালো মনের মানুষ স্বপ্নিল। সব জেনেও স্বপ্নিল অধরাকে ভালবাসতে চায়।
আর স্বপ্নিল অন্যদের মত নয়। সে সময়ের জন্য অপেক্ষা করছে। সে শুধু শুধু ভালোবাসি বলতে চায়না। সে অধরাকে জীবন সঙ্গী করতে চায়। নিজের পায়ে দাঁড়ালেই সে আসবে অধরার কাছে। তাই অধরাকে অপেক্ষা করতে বলছে।
আশা করি বুঝতে পেরেছেন। ইচ্ছে করে এত কিছু লিখিনি।
অনেক ধন্যবাদ সুন্দর মতামতের জন্য। অনুগল্প না লিখে মে বি দুজনের কথোপকোথন লিখলে ভালো হত, কি বলেন?
৭| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সুন্দর রোমান্টিক বাক্যালাপ।
৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৯
লাবনী আক্তার বলেছেন: কবি অনেক অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন।
৮| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩১
শায়মা বলেছেন: ভালো থাকুক দুজনে ওরা!
৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১০
লাবনী আক্তার বলেছেন: আপুনি কেমন আছ?
তোমাকে দেখে ভালো লাগল।
হুম! ভালো থাক ওরা।
তুমিও ভালো থেকো। আর তোমাকে এত্তগুলা ভালোবাসা।
৯| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৫
একজন আরমান বলেছেন:
রোম্যান্টিক গল্প।
৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১১
লাবনী আক্তার বলেছেন: গল্প পড়ার জন্য অনেক ধন্যবাদ আরমান।
ভালো থেকো।
১০| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২২
শুঁটকি মাছ বলেছেন: আহ কি প্রেম!!!!!!!!!
৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১২
লাবনী আক্তার বলেছেন: আহা! প্রেম তুমি কি বলত?
শুটকী মাছ অনেক ধন্যবাদ তোমাকে।
ভালো থেকো বোন।
১১| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:২৭
(একজন নিশাদ) বলেছেন: ভাললাগা জানবেন প্রিয়
০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৪:৫০
লাবনী আক্তার বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
আপনি অনেক ভালো লিখেন। লিখে যান।
ভালো থাকবেন।
১২| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৩:৫৮
অদৃশ্য বলেছেন:
ভালো লাগলো...
শুভকামনা...
০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৪:৫১
লাবনী আক্তার বলেছেন: ভালো লাগা পেয়ে ভালো লাগল।
অনেক ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন।
১৩| ০৪ ঠা মে, ২০১৪ বিকাল ৫:১৫
(একজন নিশাদ) বলেছেন: আপনার চেয়ে ভাল তো কোনমতেই নয়
০৬ ই মে, ২০১৪ দুপুর ১:৩৬
লাবনী আক্তার বলেছেন: আমার আর লেখা!!
যাক, ভালো থাকেন।
১৪| ১৪ ই মে, ২০১৪ বিকাল ৫:০৬
জাহাঙ্গীর.আলম বলেছেন:
অণুগল্প না বলে কথোপকথন বলা যায় কি ? গল্প আছে কিন্তু প্রকাশ সুগঠিত নয় ৷
১৭ ই মে, ২০১৪ রাত ৮:৪২
লাবনী আক্তার বলেছেন: হুম! ঠিক বলেছেন, কথোপকথন বলা চলে এটা। ৬ নম্বর কমেন্টের উত্তরে শেষের দিকে আমিও এই কথাটি বলছিলাম যে অনুগল্প না লিখে মে বি কথোপকোথন লিখলে ভালো হত।
অনেক ধন্যবাদ আপনাকে কমেন্টের জন্য, ভাল থাকবেন। দেরিতে উত্তর দেয়ার জন্য সরি।
১৫| ১৭ ই মে, ২০১৪ রাত ৯:০০
অরুদ্ধ সকাল বলেছেন:
আবৃতি করার মতো লেখা। ভালো লাগলো
১৮ ই মে, ২০১৪ দুপুর ২:২৬
লাবনী আক্তার বলেছেন: ভালোলাগা পেয়ে আমারও ভীষণ ভালো লাগল।
ভালো থাকবেন।
১৬| ১৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
সপ্নাতুর আহসান বলেছেন: দিবাস্বপ্ন ??
২৩ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬
লাবনী আক্তার বলেছেন:
ওই রকমি।
১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: যোগ্যতার বিচারে ভালবাসা হয় না।
আর ভালবাসার মানুষের জন্য অপেহ্মাকেও কষ্ট বলব না।
অপেহ্মায় থাকুক অধরা।
প্রেমময় বাক্যালাপে অনেক ভালোলাগা।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪২
আবু শাকিল বলেছেন: রোমান্টিক বাক্যালাপ