![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।
বিসমিল্লাহির রাহমানির রাহীম
১.হযরত আনাস (রা) থেকে বর্নিত, তিনি বলেন, নবী কারীম (সা) বলেছেন, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যে পর্যন্ত আমি তার নিকট তার পিতা, সন্তান-সন্তুতি এবং সকল মানুষের চেয়েও প্রিয়তর না হবো।- (বুখারী, মুসলিম, মিশকাত: ১২)
২. সকাল- বিকাল মসজিদে গমনকারীর জন্য আল্লাহ পাক সকাল-বিকাল মেহমান্দারির ব্যবস্থা করেন। -(বোখারি ও মুসলিম শরিফ)
৩. যে ব্যাক্তি ফজর নামাজ আদায় করলো, সে আল্লাহ পাকের জিম্মাই রহিল। -(মুসলিম শরিফ)
৪. বান্দা তখনই তার প্রভুর একেবারে সন্নিকট বর্তি হয়, যখন সে সিজদায় রত হয়। সুতরাং সিজদা করো, সিজদার মধ্যে বেশি বেশি দোয়া করো। -(মুসলিম শরিফ)
৫. ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ, দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে, তা অপেক্ষা উত্তম।
যে ব্যাক্তি ফরয নামায ছাড়াও দিন-রাতে আরও বার রাকাত নামায পড়ে, তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করা হয়। -(মুসলিম শরিফ)
৬. অজু নিয়ে যে ব্যাক্তি রাত্রে শয়ন করে, সে নিদ্রা ভঙ্গের সুযোগে যে দোয়া করবে, তাই কবুল করা হবে।
-(আবু দাউদ শরিফ)
৭. যে ব্যাক্তি উত্তমরূপে অজু করে তারপর দুই রাকাত নফল নামায অত্যন্ত সতর্কতার সহিত আদায় করে, তার পুর্ববর্তি সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়। -(আবু দাউদ শরিফ)
৮. রোযা দোযখ হতে রক্ষা পাওয়ার সম্বল। রোযা ঢাল হয়ে দোযখের আযাবকে ফিরিয়ে দিবে। - (বোখারি শরিফ)
৯.মহানবী (সা.) বলেন, ‘তোমাদের মধ্যে যে ব্যক্তি রোজা রাখে সে যেন কোনো রকম অশ্লীলতা ও হৈ-হুল্লোড় না করে। সমাজের কোনো সদস্য যদি তাকে গালাগাল করে বা তার সঙ্গে ঝগড়া করে সে যেন বলে- আমি রোজাদার।’ - বোখারি ও মুসলিম
১০. মহানবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি মানুষের প্রতি দয়া-অনুগ্রহ দেখায় না, আল্লাহ তার প্রতি দয়া-অনুগ্রহ দেখান না।’ -মিশকাত, হাদিস নং ৪৯৪৭
- নেট থেকে সংগৃহীত
২৪ শে জুন, ২০১৫ দুপুর ১:৩৬
লাবনী আক্তার বলেছেন: পোষ্ট পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন।
২| ২৪ শে জুন, ২০১৫ বিকাল ৩:১২
আব্দুল্যাহ বলেছেন: আপনার কাছ থেকে এমন একটি পোস্টের আশায় ছিলাম।
ধন্যবাদ
২৫ শে জুন, ২০১৫ দুপুর ১:০৬
লাবনী আক্তার বলেছেন: অসংখ্য ধন্যবাদ আজকের বাকের ভাই ( আব্দুল্যাহ)।
ভালো থাকবেন।
৩| ২৫ শে জুন, ২০১৫ রাত ১১:৫৬
মুদ্দাকির বলেছেন: " .হযরত আনাস (রা) থেকে বর্নিত, তিনি বলেন, নবী কারীম (সা) বলেছেন, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যে পর্যন্ত আমি তার নিকট তার পিতা, সন্তান-সন্তুতি এবং সকল মানুষের চেয়েও প্রিয়তর না হবো।- "
এই হাদিস অনুসারে, আমি কবে যে পরিপূর্ণ ইমানদার হব ? বা আদৌ কি কোনদিন হব?? আমার কাছের মানুষগুলো আমার অনেক অনেক অনেক প্রিয়, আবার নবী কারীম সাঃ ও আমার প্রিয় , আমি জানি না কাছের মানুষের প্রতি আমার যে ভালোবাসা তা কি ভাবে উনার প্রতি ভালোবাসার সাথে তুলনা করা যায় ? সত্যি বলতে কি আমি এই হাদিসটা বুঝি না!!
কেউ কি ব্যাখ্যা করবেন!!!
২৮ শে জুন, ২০১৫ সকাল ১১:৫৭
লাবনী আক্তার বলেছেন: আমি খুবই ক্ষুদ্র জ্ঞান সম্পন্ন মানুষ। হাদিসের ব্যাখ্যা সঠিকভাবে দেয়া সম্ভব না। তবে আমি যতটুকু বুঝি তা হল নবী কারীম (সাঃ) এর দেখানো পথে চলা, আদেশ নিষেধগুলো মানা মানে আমাদের প্রিয় নবী (সাঃ) এর সুন্নত যত বেশি পালন করা হবে ততই তাকে ভালোবাসা হবে। আল্লাহ্ মাফ করুক যদি কিছু ভুল বলে থাকি।
ভালো থাকবেন।
৪| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১০:৩৮
(একজন নিশাদ) বলেছেন: আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান প্রদান করুন।
১৬ ই জুলাই, ২০১৫ সকাল ৮:০৯
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।
৫| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইসলাম নিয়ে লীখলে অংশগ্রহন কম পাওয়া যায়! কি জানি মানুষ কেমন যেন দুনিয়া মোহে আচ।ছান্ন বলেই বোধকরি!!
গল্পে কবিতায় যদি কমেন্টের বণ্যা বয়ে যায়- সত্য সুন্দরের আহবানে তেমনি খরা!
ধন্যবাদ আপনার শেয়ারের মাধ্যমে আমাদের উপকার করার চেষ্টায়।
+++
১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৮
লাবনী আক্তার বলেছেন: মানুষ ধর্মীয় পোস্ট কেন সবসময় এভয়েড করে জানিনা। তবে আমি চেষ্টা করি চোখের সামনে কোন ধর্মীয় পোষ্ট আসলে কমেন্ট করি।
আপনাকেও অনেক ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য। আমার ছোট্ট এই পোস্ট দ্বারা কেউ উপকৃত হলে ভালো লাগবে অনেক।
৬| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৭
স্যার এডলফ হিটলার বলেছেন: ধন্যবাদ। অনেক কিছু জানতে পারলাম ।
১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২১
লাবনী আক্তার বলেছেন: আপনাকেও ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪৪
আমিনুর রহমান বলেছেন:
ধন্যবাদ শেয়ারের জন্য।