নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধৈর্য্য একটি মহৎ গুন ।

লাবনী আক্তার

সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।

লাবনী আক্তার › বিস্তারিত পোস্টঃ

অনুগল্পঃ দৃষ্টিভ্রম

২২ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৪২



ছবি-গুগুল


বাসা ভর্তি মানুষ। অনেক আয়োজন করা হয়েছে।

সবাই রাজী, সবার পছন্দ এই মানুষটাকে। হাসি তামাশা করে চলছে সবাই। নির্বাক হয়ে বসে আছি আমি। মনে মনে কত কি যে ভেবে চলেছি। হঠাৎ ই শুনতে পেলাম
- মায়া কিরে বসে আছিস কেন? রাকিব কে চায়ের কাপ এগিয়ে দে।
আমার হাত কাঁপছিল, চায়ের কাপ নিয়ে রাকিবের হাতে তুলে দিতে গিয়ে ওর সাথে চোখাচোখি হল। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে দুজনেই চোখ নামিয়ে নিলাম।

অদ্ভুত শুন্যতা অনুভব করছি। মনে হল কেউ নেই আমার পাশে, খুব বেশিই একা লাগছে নিজেকে। অসহায় বোধ করছি। যে চোখে ভালবাসা দেখতে চেয়েছিলাম, যে চোখের মায়ায় হারিয়েছিলাম এই চোখ সেই চোখ নয়। এই মানুষ সেই মানুষ নয়। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। মাথার উপর স্পীডে ফ্যান ঘুরছে কিন্তু ঘামতে শুরু করেছি আমি। অস্বস্তি বোধ করছি। আমার চোখের সামনে অনেক মানুষ কিন্তু আমার কাঙ্খিত মানুষটিই নেই এখানে। আমার চারপাশ কেমন যেন ঘুরছে। ঝাপ্সা হয়ে যাচ্ছে সবকিছু।

হঠাৎ দেখলাম নেভি-ব্লু পাঞ্জাবী পড়া কেউ এসে আমার মাথায় হাত বুলিয়ে বলছে ' মায়া আমি এসেছি'।

মন্তব্য ৫০ টি রেটিং +২/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৪৯

রূপা কর বলেছেন: মায়া আমি এসেছি :)

২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০৪

লাবনী আক্তার বলেছেন: গল্প পড়ার জন্য ধন্যবাদ।

২| ২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালোই লিখছিলেন , :)

শুভেচ্ছা রইলো লাবনী আক্তার

২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১১

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ নাজমুল ভাই।


ভালো থাকবেন।

৩| ২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১১

সাদী ফেরদৌস বলেছেন: ভালো ,তবে হুমায়ুন বেশি পড়া হয়ে গেছে । বাস্তবে নেভি ব্লু দের আসার সম্ভাবনা খুব সল্প । জীবনটা ফ্যান্টাসি না ।

২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১৭

লাবনী আক্তার বলেছেন: হাহাহা! মজার কথা হল আমার জীবনে আমি হুমায়ূন আহমেদের বই খুব কম পড়েছি।

বাস্তবে নেভি ব্লু দের আসার সম্ভাবনা খুব সল্প । এই জন্যইত গল্পের নাম দৃষ্টিভ্রম। মায়ার চোখে ভাসছিল সে এসেছে।


আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১৭

শায়মা বলেছেন: বাহ বাহ !!! গুড গুড!!! নেভি ব্লু নিশ্চয় অনেক সুন্দর!

২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:২৩

লাবনী আক্তার বলেছেন: গল্পের নেভি ব্লু রা সুন্দরই হয় আপু। :)

৫| ২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৫

হাসান মাহবুব বলেছেন: +

২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৭

লাবনী আক্তার বলেছেন: ভাইয়া ধন্যবাদ।


৬| ২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৪১

শায়মা বলেছেন: লাবনীমনি সোনার খনি কেমন আছো???

২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৫২

লাবনী আক্তার বলেছেন: আলহামদুলিল্লাহ্‌! ভালো আছি। তুমি কেমন আছ আপু?

৭| ২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:০৪

শায়মা বলেছেন: আমিও ভালো আছি।:)

২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:০৭

লাবনী আক্তার বলেছেন: পরীরা সবসময় ভালোই থাকে। ;) :P

৮| ২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৩০

শায়মা বলেছেন: :) :)

২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৫

লাবনী আক্তার বলেছেন: :P

৯| ২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৩৯

সাদী ফেরদৌস বলেছেন: আমরা আসলে সবাই হুমায়ুন খুব কম পড়ি , আর আপনার এত ছোট জীবনে হুমায়ুন কম পড়েছেন মানে কি ? সামনে কত সময় পড়ে আছে । এখনই সব হিসাব মিলানো টা কি ঠিক হচ্ছে ?আর একবার ভেবে দেখা উচিত । তবে দেখবেন এক সময় সব হুমায়ূন পড়া শেষ আপনার । তখন দেখবেন আপনার আরও গল্প প্রসব হচ্ছে ।

২৩ শে জুলাই, ২০১৫ সকাল ৮:১৬

লাবনী আক্তার বলেছেন: হুম!


ধন্যবাদ। ভালো থাকবেন।

১০| ২২ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

আহমেদ জী এস বলেছেন: লাবনী আক্তার ,



একটুখানি গল্পে অনেকখানি ভালো লাগা ।

২৩ শে জুলাই, ২০১৫ সকাল ৮:১৮

লাবনী আক্তার বলেছেন: অনেকখানি ভালো লাগা পেয়ে ভালো লাগল ।

অনেক ধন্যবাদ।

ভালো থাকবেন।

১১| ২২ শে জুলাই, ২০১৫ রাত ৯:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দিন পর আপনার লিখা পড়লাম । ভাল লাগলো ।

২৩ শে জুলাই, ২০১৫ সকাল ৮:১৯

লাবনী আক্তার বলেছেন: কেমন আছেন ভাইয়া?

আপনার কমেন্ট পেয়ে আমারো ভালো লাগল।


ভালো থাকবেন।

১২| ২৩ শে জুলাই, ২০১৫ সকাল ১১:১৫

জুন বলেছেন: সত্যি সত্যি নীল পাঞ্জাবী পড়ে কেউ আসুক চট জলদি ।
অনেক ভালোলাগলো অনুগল্প লাবনী ।

২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৮

লাবনী আক্তার বলেছেন: শুভকামনার জন্য অনেক অনেক ধন্যবাদ আপা।

আর ভালোলাগা পেয়ে ভালো লাগছে।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

১৩| ২৩ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৪৭

সাখাওয়াত রহমান বলেছেন: আপনার কি পাঞ্জাবী খুব পছন্দ?

২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৪২

লাবনী আক্তার বলেছেন: মেয়েদের ক্ষেত্রে যেমন শাড়ি ভালো লাগে তেমনি পুরুষের ক্ষেত্রে পাঞ্জাবীটা ভাল লাগে অনেক।


মন্তব্যর জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।

১৪| ২৩ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০৬

সাখাওয়াত রহমান বলেছেন: আমার একটু ব্যাতিক্রম। কেউ মেয়ে যদি শাড়ি পরে, পুরুষের বা ছেলেদের শার্ট ও লুঙ্গি ভাল লাগতে পারে। মেয়েদের মেক্সির সাথে পুরুষদের তোফ আর স্যালোয়ার কামিজের সাথে পুরুষের পাঞ্জাবি। একটা অস্থির কিছু একটা আছে। কি বলেন?

২৩ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:২৩

লাবনী আক্তার বলেছেন: বোধগম্য হয়নি। :|


১৫| ২৩ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৭

ফয়েজুল হাসান বলেছেন: মন আর চোখ একই সুতোয় গাঁথা। মনে থাকে যদি কামনা বা ছলনা তা চোখে এসে ধরা দেয়। চোখ দেখে যায় চেনা - গল্পের নায়িকা কি এই ধরনের কিছু দেখে আতংকিত হয়েছিল? ভাল লাগা রেখে গেলাম।

২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৮:২৫

লাবনী আক্তার বলেছেন: গল্পের নায়িকা তার কাঙ্ক্ষিত মানুষটিকে না দেখতে পেয়েই আতংকিত ছিল।

অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

১৬| ২৩ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

সুমন কর বলেছেন: অনেক দিন পর, ব্লগে দেখলাম। কেমন আছেন?

মোটামুটি লাগল !

২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৮:২৬

লাবনী আক্তার বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি। আপনি?


ধন্যবাদ সুমন দা।

১৭| ২৩ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৯

সাখাওয়াত রহমান বলেছেন: তোফ চিনেন না?

২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৮:২৭

লাবনী আক্তার বলেছেন: চিনতেছি না কোনটার কথা বলছেন? :(

১৮| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪৫

সায়েম মুন বলেছেন: আরও পড়তে ই্চ্ছে করছিল---

২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৮:২৮

লাবনী আক্তার বলেছেন: 8-|

অনেক ধন্যবাদ সায়েম ভাই। ভালো থাকবেন।

১৯| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১১:২৩

আরণ্যক রাখাল বলেছেন: গল্পের নেভি ব্লু রা সুন্দরই হয় আপু
তাইলে আমি এবার থেকে নেভি ব্লুই পড়ব খালি। নেভিব্লু প্যান্ট, সার্ট, পাঞ্জাবি, টুপি এমনকি জুতা পর্যন্ত। দেখি কে আমাকে আটকায় লেডিকিলার হওয়া থেকে :``>> :-0 |-)
আপনার গল্প ভালো লেগেছে। আরেকটু ভালো করা যেত। হুমায়ূন ফ্লেবার লেগেছে। বেড়িয়ে আসা সত্যিই খুব উচিৎ

২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৩৪

লাবনী আক্তার বলেছেন: হাহাহা! নেভিব্লু-ময় জীবন। ;)

গল্প ভালো লেগেছে তার জন্য ধণ্যবাদ।হুমায়ুন ফ্লেবার কিভাবে হল সত্যিই আমি বুঝতে পারিনি। যখন লিখেছি মায়ার জায়গায় নিজেকে ভেবে লিখেছি। মায়ার জায়গায় আমি হলে কি ভাবনাগুলো মনে আসত তাই ভেবেই লিখেছি আসলে।

যাইহোক, ধন্যবাদ জানবেন। ভালো থাকবেন।

২০| ২৮ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০৬

কিবরিয়াবেলাল বলেছেন: জীবন বড়ই জটিল সমীকরণের নাম । মায়ার বিশ্বাস সত্য হোক । সুন্দর এবং আধুনিক গল্প ।

৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ২:০৪

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ।


ভালো থাকবন।

২১| ০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৪

সুফিয়া বলেছেন: খুব ভাল লেগেছে। ধন্যবাদ।

০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:২৭

লাবনী আক্তার বলেছেন: গল্প ভালো লেগেছে জেনে খুব ভালো লাগল।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ।


ভালো থাকবেন।

২২| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম, নেভী ব্লু জীবনের অনেক গভীরে ছাপ ফেলেছে মনে হয় অনেক গল্পেই নেভী আর মেরিন থুরি মেরুনের ছড়াছড়ি ;)

অনুগল্প হিসাবে .. দারুন লাগল! এক্কবারে এত অল্পে এত ব্যাপক অনুভব!! নাইস!

আপনাদের লেখা দেখে আমারো ইচ্ছে হয়! আপনাদের মতো পারিনাতো.. তাই চলমান বিসয় নিয়েই পড়ে থাকি!

আপনাদের পাঠক হয়েই না হয় রইলাম! একরাশ ভাললাগা নিয়ে!

১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪২

লাবনী আক্তার বলেছেন: হাহাহা! পরপর দুই গল্পে নেভিব্লু ইউজ করাতে অনেকেই প্রশ্ন করছিল কে সেই নেভিব্লু ব্যক্তি? আসলে এই রঙ টা আমার পছন্দের একটি রঙ তাই ইউজ করা। আর কিছু নয়।

প্রশংসার জন্য ধন্যবাদ। সাহিত্য চর্চাত করতে পারিনা তাই লেখাও ওত ভালো হয় না। সাহিত্য চর্চা করতে হবে বেশি করে।


ভালো থাকবেন।

২৩| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''লাবনী আমি এসেছি'। :P (আগেও এসেছিলাম)
ওহহো ! ' মায়া আমি এসেছি'।
( তবে আমার গায়ে নেভিব্লু শার্ট)

১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০১

লাবনী আক্তার বলেছেন: =p~ =p~


২৪| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৮

টয়ম্যান বলেছেন: একটু আগে কি পরলাম ! ওহ এইটা মেরুন না নীল পান্জাবি :`>

১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫২

লাবনী আক্তার বলেছেন: নেভিব্লু পাঞ্জাবী। :D

২৫| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অল্প গল্প ভালই লাগলো। +++

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩

লাবনী আক্তার বলেছেন: অসংখ্য ধন্যবাদ।


ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.