নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধৈর্য্য একটি মহৎ গুন ।

লাবনী আক্তার

সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।

লাবনী আক্তার › বিস্তারিত পোস্টঃ

ছেলে তোমার এত কেন ভাব

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৪

ছেলে তোমার এত কেন ভাব?
তোমায় দেখে দেখে আমি হইযে কুপোকাত
তোমার চোখের চাহনিতে বুক কাঁপে দুরু দুরু
ভাবছি বসে এই বুঝি হল প্রেমের শুরু।

ছেলে তোমার ভাব কেন বেশি?
তোমার গোলাপ রাঙ্গা ঠোঁটে হারাই দিবানিশি
তোমার হাসির মাঝেই যেন জাদু ঝরে পড়ে
হৃদয় আমার বারে বারে তোমার জন্যই মরে।

হায়! ছেলে তুমি কেন বুঝ না?
এত ভাব থাকলেত আর প্রেম হবে না
হাতটি ধরে তোমার সাথে নিয়ে চল দূরে
মিষ্টি করে তোমায় গান শোনাব সুরে সুরে।

ছেলে তুমি এত কঠিন কেন?
তুমি মানুষটাত নও যেন তেন
সহজ হতে শিখ
আর আমার জন্য একটা প্রেম পত্র লিখ।

মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৭

জে এম নাদিম হোসেন বলেছেন: ঐ ভাব টা না থাকলে যে মেয়েরা প্রেমে পরে না।

০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৬

লাবনী আক্তার বলেছেন: হুম!


ধন্যবাদ কবিতা পড়ার জন্য।

২| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৪

মামুন ইসলাম বলেছেন: চমৎকার কবিতা ।

০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৮

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ।


ভালো থাকবেন।

৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:০২

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা।

০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ।

ভালো থাকবেন।

৪| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:১৭

ভার্চুয়াল কবি বলেছেন: গোলাপ রাঙ্গা ঠোঁট হয় ছেলেদের ?? জানতাম না তো , জানলাম , ধন্যবাদ ।

০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

লাবনী আক্তার বলেছেন: হাহাহা। নতুন করেই নাহয় জানলেন প্রব্লেম কি বলুন।

কবিরাত মেয়েদের কে অনেক উপমা দিয়ে লিখে আমিও মজা করে একটু লিখলাম আর কি। :P


মন্তব্যর জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।

৫| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৭

সুমন কর বলেছেন: আহা...ফেবুতেই পড়েছিলম। !:#P

০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

লাবনী আক্তার বলেছেন: :P :P


ধন্যবাদ দাদা

ভালো থাকবেন।

৬| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৩

অগ্নি সারথি বলেছেন: লুল কবিতা। :-P :-P :-P
দুঃখিত মজা করলাম শুধু।

০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

লাবনী আক্তার বলেছেন: লুল??

ভালো লাগার কথাগুলোই লুল বুঝছেন? B-)

কবিতা পড়ার জন্য ধন্যবাদ।


৭| ০৩ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৪

জসিম বলেছেন:
পটানো কবিতা :P B-)

কবিতা ভালো হৈছে :)

০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

লাবনী আক্তার বলেছেন:
:P B-)


ধন্যবাদ। ভালো থাকুন।

৮| ০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: পড়ার কিছু নাই কোথায় যেন পড়েছিলাম। B-) B-)

০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

লাবনী আক্তার বলেছেন: মানে কি?

বুঝিনি কমেন্ট।

৯| ০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।

০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ।


আপনার নামটাত দারুন। :D


ভালো থাকুন।

১০| ০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১১

রুমেল আহমেদ বলেছেন: সুন্দর কবিতা !!

০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ রুমেল।


ভালো থাকবেন।

১১| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:২৪

আমিনুর রহমান বলেছেন:



কবিতা ভালা পাইছি :)

০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৫

লাবনী আক্তার বলেছেন: :`>


ভাইয়া ধন্যবাদ, ভালো থাকবেন।

১২| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৪

ঠ্যঠা মফিজ বলেছেন: গুড কবিতা

০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৮

লাবনী আক্তার বলেছেন: :) :)


ধন্যবাদ। ভালো থাকবেন।

১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১২:২০

পটল বলেছেন:
কবিতা ভালোই হইচে। বাট সব পুলা্পাইনের কিন্তু ভাব নাই। কিছু হইতাছে ছ্যাঁচড়া টাইপের। লাইগাই থাকবো। না ডাকলেও আইবো।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:১১

লাবনী আক্তার বলেছেন: জ্বি ভাই আমিও বুঝবার পারচি। তয় আমি কইলাম সব পুলাপাইনের কথা কই নাইক্কা। যার পার্সুনালিটি বেশি আচে তাগোর কথাই কইচি, বুঝছেনত? B-)


ধন্যবাদ, ভালো থাকুন। :)

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১২:২৭

মোঃ খুরশীদ আলম বলেছেন: ছেলেরাওযে ভাব দেখানো শিখছে এটা কিন্তু ভাল কথা। এতে মেয়েদেরই মূল্যায়ন বাড়বে ।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৭

লাবনী আক্তার বলেছেন: ব্যক্তিত্ব সম্পন্ন ছেলেদেরকেই কিন্তু মেয়েরা পছন্দ করে। ব্যক্তিত্বহীন পুরুষ মানুষ কোন মেয়েরা পছন্দ করেনা।


ধন্যবাদ।

১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ২:০৮

গেম চেঞ্জার বলেছেন: পুলাপানরা ভাব না ধইরলে চলব কেমমে? :| তারা কি খালি পিছু লাইগাই থাকপো?? আর নিজেগুরে ডুবাইতে থাইকপো, ডুবাইতেই থাইকপো??

০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৫

লাবনী আক্তার বলেছেন: হুম! নিজেদের ডুবাতে চাইলেও ডুবাতে পারবেনা, কারন প্রেমের মরা জলে ডুবেনা। ;) :P

১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ ভোর ৫:৫৫

সুলতানা রহমান বলেছেন: ভাল লাগলো। :)

০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৫

লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ।


ভালো থাকুন।

১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ ভোর ৬:২৯

সেলিম মিয়া সেলু বলেছেন: আপনার কবিতা পড়ে ভাল লাগল আরও বেশী করে লেখুন ভাল থাকুন দোয়া করি

০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৬

লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।


আপনিও ভালো থাকুন , সুস্থ থাকুন। :)

১৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৭:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হায়! ছেলে তুমি কেন বুঝ না?
এত ভাব থাকলেত আর প্রেম হবে না

বাহারে কবি কেনো ছিলে নাকো
তারুণ্যে মোর উপদেষ্টা;
প্রেম সাগরে আজো ডুবে মরি
ডেব্যু হয়নিকো,আছে তেষ্টা।

০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৮

লাবনী আক্তার বলেছেন: বাহ! আপনিত ভালো লিখেছেন।


ধন্যবাদ , ভালো থাকুন।

১৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

হামিদ আহসান বলেছেন: অাহা .......

৩০ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:৫০

লাবনী আক্তার বলেছেন: B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.