![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।
খুব জানতে ইচ্ছে করে
কেমন আছ?
এখনো কি না ঘুমিয়ে রাত জেগে
অপেক্ষা করো একটু কথা বলার জন্য?
একটু সময় পেরিয়ে গেলে মুখ ভার করে থাকতে
এখনো কি পথ চেয়ে বসে থাক শুধু আমার জন্য?
খুব জানতে ইচ্ছে করে
কাকে ভালোবাস?
প্রতি রাতে কার জন্য এখন অপেক্ষা করো?
এখনো কি না ঘুমিয়ে কথা বলে তুমি রাত পার কর?
কারো জন্য কি এখনো অভিমান করে বসে থাক?
এখনো কি কাউকে বল 'খুব মিস করছি তোমায়'?
খুব জানতে ইচ্ছে করে
ভুলে কি গেছ সেই কথাটি 'ভালোবাসি তোমায়'?
প্রতিদিন কথার মাঝে বলতে ভালোবাসি
তুমি-আমি অধীর আগ্রহে অপেক্ষা করতাম
ভালোবাসি কথাটি শোনার জন্য
এখনো কি মনে মনে বলো আমায় ভালোবাসি?
খুব জানতে ইচ্ছে করে
কাকে বল 'ভালোবাসি'?
এখনো কি প্রতিদিন বল এই কথাটি?
অধীর হয়ে কি অপেক্ষা করো কথাটি শোনার জন্য?
এই কথাটি শুনে কি শান্তি পাও আগের মত?
খুব বেশি কিছু চাইনি তোমার কাছে
একটু ভালবাসা চেয়েছিলাম
তোমার হাতটি ধরে জীবনের পথ পাড়ি দিতে চেয়েছি
তোমার বুকে মাথা রেখে পরম শান্তিতে ঘুমাতে চেয়েছি
খুব বেশি কিছু চাইনি গো
তোমার চোখে চোখ রেখে বলতে চেয়েছি
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি শুধুই তোমায়।
২| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:৪২
সায়েদা সোহেলী বলেছেন: ধৈর্য্য একটি মহৎ গুন ---- ধৈর্য্য ধরো ধৈর্য্য ধরো বালিকা ,অবশ্যই একদিন বলিতে পারিবে
৩| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪০
সুমন কর বলেছেন: মান্না দে'র গানকে অনুসরণ করেছেন নাকি !!
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৯
মোঃ খুরশীদ আলম বলেছেন: চাওয়ার উপযুক্ত সময়ে না চেযে যখন তখন চাইলে পরে পস্তাতে হয় ।