![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।
পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
১. কোন বিষয় সম্পর্কে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করছে ?
২. মহাসংবাদটি সম্পর্কে
৩. যে বিষয়ে তারা মতভেদ করছে।
৪. কখনো না, অচিরেই তারা জানতে পারবে।
৫.তারপর কখনো না, তারা অচিরেই জানতে পারবে।
৬. আমি কি করিনি ভূমিকে বিছানা ?
৭. এবং পর্বতমালাকে পেরেক?
৮ . আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি,
৯. তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী,
১০. রাত্রিকে করেছি আবরণ।
১১. দিনকে করেছি জীবিকা অর্জনের সময়,
১২. নির্মান করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত-আকাশ।
১৩. এবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি।
১৪. আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি,
১৫. যাতে তদ্দ্বারা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ।
১৬. ও পাতাঘন উদ্যান।
১৭. নিশ্চয় বিচার দিবস নির্ধারিত রয়েছে।
১৮. যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে সমাগত হবে।
১৯. আকাশ বিদীর্ণ হয়ে; তাতে বহু দরজা সৃষ্টি হবে।
২০. এবং পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে।
২১. নিশ্চয় জাহান্নাম গোপন ফাঁদ।
২২ .সীমালঙ্ঘনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল।
২৩. সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে।
২৪. সেখানে তারা কোন শীতল এবং পানীয় আস্বাদন করবে না;
২৫. ফুটন্ত পানি ও পুঁজ ছাড়া।
২৬ .উপযুক্ত প্রতিফলস্বরূপ।
২৭. নিশ্চয় তারা হিসাব-নিকাশ আশা করত না।
২৮. এবং আমার আয়াতসমূহে পুরোপুরি মিথ্যারোপ করত।
২৯. আমি সবকিছুই লিপিবদ্ধ করে সংরক্ষিত করেছি।
৩০. অতএব, তোমরা আস্বাদন কর, আমি কেবল তোমাদের শাস্তিই বৃদ্ধি করব।
৩১. পরহেযগারদের জন্যে রয়েছে সাফল্য।
৩২. উদ্যানসমূহ ও আঙ্গুরসমূহ।
৩৩. আর সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী।
৩৪. এবং পূর্ণ পানপাত্র।
৩৫. তারা সেখানে কোন অসার ও মিথ্যা কথা শুনবে না।
৩৬ . এটা আপনার পালনকর্তার তরফ থেকে যথোচিত দান,
৩৭. যিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা, দয়াময়, কেউ তাঁর সাথে কথার অধিকারী হবে না।
৩৮. যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন, সে ব্যতিত কেউ কথা বলতে পারবে না এবং সে সত্যকথা বলবে।
৩৯. ঐ দিনটি সত্য। অতএব যে চায়, সে তার রবের নিকট আশ্রয় গ্রহণ করুক।
৪০. নিশ্চয় আমি তোমাদেরকে একটি নিকটবর্তী আযাব সম্পর্কে সতর্ক করলাম। যেদিন মানুষ প্রত্যেক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাফের বলবেঃ হায়, আফসোস-আমি যদি মাটি হয়ে যেতাম।
( নেট থেকে সংগৃহীত)
এই সূরার প্রতিটা লাইন আমার কাছে খুব ভালো লাগে সেই সাথে খুব ভয়ও লাগে। দয়াময় আল্লাহ্ আমাদের সবাইকেই যেন হেদায়েত দান করেন, আমাদের ঈমান মজবুদ করেন, সৎ পথে চলার তৌফিক দান করেন। আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করেন। আমিন।