![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।
ছবি-গুগুল
অবশেষে মনে আসা সিদ্ধান্তের বাস্তবায়ন করলাম। স্কুটি কিনে ফেলেছি। স্কুটির প্রতি অসম্ভব একটা ফ্যাসিনেশন আছে আমার। উবার, পাঠাও, ওভাই এসব দেখে আর তর সইল না আমিও ওবোন চালু করব ভাবছি।
হাসির কি হল? মেয়েরা কিছু করতে গেলেই কি হাসি পায়?
কিছুদিন পর....
ড্রাইভিং শিখলাম, লাইসেন্স করলাম। শুধু উবার আর পাঠাও তে রেজিস্ট্রেশন করা হলনা। অনলাইনে একটা পেজ খুলব বলে ভেবে রেখেছি৷
প্রথম অফিস স্কুটির সাথে...
আহা স্কুটি চালিয়ে অফিসে যাচ্ছি সেকি ফিলিংস হচ্ছে বোঝানো যাবেনা। জীবনে এমন সুখ যে আসবে ভাবিনি। স্কুটি চালাই আর গান গাই - এই পথ যদি না শেষ হয় তবে কেমন হত তুমি বলত? পেছনে উত্তম দার মতন কেউ থাকলে সেই লাগত।
আমি পাঠাও সার্ভিসের মতন মানুষকে সেবা করব সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেললাম। সিদ্ধান্ত নিলাম অফিসে যাবার সময় থেকে ২০ মিনিট আগে বের হব। পরদিন তাই করলাম। স্কুটির গায়ে একটা মিডিয়াম সাইজের সাইনবোর্ড ঝুলিয়ে দিলাম। বাড্ডা টু মহাখালি পৌছে দেয়া হয়, শুধু মাত্র মেয়েদের জন্য। কিন্তু দেখলাম অফিসডে তে এই কাজ কঠিন। তাই শুক্র, শনি বার ২ঘন্টা বেছে নিলাম এই কাজ করার জন্য।
একটু অপ্রস্তুত ছিলাম। মুখে মাস্ক পড়ে নিলাম যাতে খুব বেশি লজ্জা না করে। পাশ দিয়ে মহিলারা হেঁটে যাচ্ছে কেউ পাত্তা দিচ্ছিল না। কেউ কেউ পড়ল কোন দাগ মনে কাটতে পারল না। ওহ নো ছেলেরা এভাবে হাসছে কেন? ইয়া আল্লাহ হেল্প কর। অবশেষে এক আপা এসে বলল সে যাবে কত টাকা জিজ্ঞেস করল, বললাম উঠুন আগে প্রব্লেম নেই, টাকা নিয়ে ভাবতে হবেনা৷ আমি তাকে মহাখালী পৌছে দিলাম।
ফিরে আসার সময় একরকম শান্তি পাচ্ছিলাম কারন মনে মনে আমি ঠিক করেছি আমি বিনা টাকায় সেবা দান করব। টাকা নিবনা মানুষের কাছ থেকে। যাইহোক, কিছুদিন মানুষ হাসল, কটাক্ষ করল। কিন্তু এরপর রেগুলার মহিলা যাত্রি যাওয়া শুরু করল। আমারো নেশা ধরে গেল সেবা করার৷ মজা পেয়ে গেলাম। আমার সাথে মানুষও মজা পায়। টাকা নেইনা দেখে সবাই খুব অবাক হয়। কেউ কেউ অনেক সম্মান দেয়।
সেদিন ঘটল বাজে ঘটনা একটা ছেলে সেকি তর্ক সে যাবে বললাম এটা মেয়েদের জন্য লেখা আছে দেখেন না? শেষে বলেই দিলাম আপনি মহিলা সেটা বললেই পারতেন। আসেন বসেন পাশে । তারপর সে এমন একটা দৃষ্টি দিয়ে চলে গেল।
কে জানে আজ ঘুম থেকে উঠে কার মুখ দেখছিলাম। এরকম বিপদে পড়ব বুঝিনি। আজ ফ্রাইডে ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম। লিংক রোড গিয়ে দাঁড়িয়েছি হঠাৎ একটা ছেলে এসে বলল প্লিজ আমাকে একটু পৌছে দেন না?
আমি-কি বলছেন? দেখেন না লেখা আছে মেয়েদের পৌছে দেয়া হয়।
ছেলে- জ্বী দেখেছি। প্লিজ আমার জীবন মরণ সমস্যা।
আমি- আরে আপনি পাঠাও ডাকেন।
ছেলে-এই দেখেন মোবাইলটা অফ। আর এই মোবাইলটা দেখেন এটা এন্ড্রয়েড নয়। প্লিজ হেল্প করুন। এমনিতেই দেরি হয়ে গেছে। আজ আমার বিয়ে। আমার প্রেমিকা নিশ্চয় কাজি অফিসে এসে বসে আছে, দেরি হয়ে গেছে এমনিতেই আরো দেরি হলে চলে যেতে পারে।
আমি- মনে মনে বললাম কোন বিপদে পড়তে যাচ্ছি নাত? আবার ছেলেটার করুণ আকুতি দেখে মায়াও লাগছে।
ছেলে- কি ভাবছেন আপনি? প্লিজ হেল্প করুণ ।
মেয়ে- ওকে ওকে উঠুন। কোথায় যাবেন? আর হ্যাঁ গায়ে টাচ লাগাবেন না তাহলে একদম ফেলে দিব ।
ছেলে- জ্বী ম্যাম ঠিকাছে, আমি ভদ্র ছেলে। এনিওয়ে আমি উত্তরা যাব।
যেতে যেতে মনে হল বিপদে পড়লাম কিনা কে জানে?
কাজী অফিসে ঠিক মত পৌছে দিলাম ছেলেটাকে। দেখলাম সেখানে তার নিজের বোন আছে আরো পরিচিত তার অনেকেই আছে। কথা বার্তায় বুঝলাম। একটা মেয়ের পেছনে আসছে দেখে তারা প্রথমে অবাক হল। ছেলেটা বলল ইনি আমাকে হেল্প করেছেন।
ফিরে আসার সময় ছেলেটার বোন বলছিল থাকুন না আপনি। ভাল লাগবে আমাদের। আমি আর না করতে পারলাম না। ভেতরে গিয়ে সবাই বসলাম। ছেলের বোন কে জিজ্ঞেস করলাম পাত্রী আসেনি? বলল এখনো আসেনি। মনে মনে ছেলেটাকে গালি দিলাম , বদ ছেলে মিথ্যে বলছে।
ছেলের বোন এই সেই কথায় অনেক কিছু জেনে নিল আমার সম্পর্কে। আবার তার ভাই এর কথা বলল । আজই নাকি যার সাথে বিয়ের কথা সেই মেয়ের বিয়ে। মেয়ে পালিয়ে আসবে কাজি অফিসে। কিন্তু পাত্রি এখনো এসে পৌছায়নি। ছেলে অনেক টেনশন করতে লাগল। অনেক্ষন কেটে গেল। মেয়ের আসার নামই নেই।
শেষমেষ জানা গেল মেয়েটার কবুল হয়ে গেছে। সে আসলে আসতে পারেনি। মেয়ে ম্যাসেজ দিয়েছে তোমার মতন গাধারে কে বিয়ে করবে? তোমাকে আমি সত্যিকার ভালোবাসি নাই। টাকা পয়সা নাই আবার বিয়ে?
ছেলেটা কেঁদে দিল। ছেলের বোনটাও কাঁদতে লাগল। তার ভাইয়ের কি হবে এখন, মরে যাবে। এই সেই অনেক কথা। পরিবেশ টা কেমন গুমট হয়ে গেল।
আমি কি বলব বুঝে উঠতে পারছিলাম না। আবার কিভাবে বিদায় নিয়ে আসব সেটাও বুঝতে পারছিলাম না। যাইহোক, শেষমেষ বলেই দিলাম আপা আমি আসছি।
ছেলের বোন কিছুক্ষন চুপ থেকে আমার হাত টা টান দিয়ে বলল যেয়োনা। কি নাম যেন বললে তুমি?
আমি- জ্বী মায়া।
- তুমি ঠিক মায়াই, মিষ্টি মেয়ে। বলেই হাতটা চেপে ধরলেন। বললেন মায়া আমার ভাইটা অনেক ভাল। আমার ভাই বলে বলছিনা। সত্যিই ভাল মানুষ। তুমি আমার ভাইকে বিয়ে কর। প্লিজ, প্লিজ।
আমিত অবাক হয়ে বলালাম কি বলছেন? আপনার মাথা ঠিক আছে?
- আমার মাথা ঠিকই আছে। প্লিজ না করোনা তুমি। তোমার পরিবারের সাথে কথা বলব আমরা।
আমিত ভয় পেয়ে গেলাম। কি হচ্ছে এসব? উনি আমার হাত চেপে ধরলেন। সবাইকে বলেলেন পাত্রী পেয়ে গেছি। মায়ার সাথেই বিয়ে হবে। এই কাজি সাহেব বিয়ে পড়ান।
আমিত চিৎকার করে বলে উঠলাম কি বলছেন। প্লিজ ছাড়ুন আমার হাত। যতই বলি ছাড়ুন তিনি ততই শক্ত করে ধরেন।
আরেএ ছাড়ুন ........ ছাড়ুন বলছি, ছাড়ুন। বাঁচাও............বাঁচাও......
চিৎকার টা মনে হয় বেশ জোরেই দিয়েছিলাম । পাশের রুম থেকে বোন এসে বলল কিরে মায়া কি হইছে? এই মায়া উঠ! কি স্বপ্নে দেখেছিস, হু? খারাপ স্বপ্ন দেখেছিস?
আমি চোখ মেলে দেখলাম বিছানায় আমি। ইস! এইটা তাহলে স্বপ্ন ছিল!
০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ, ভাল থাকুন সবসময়।
২| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর।
০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।
৩| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এ রকম স্বপ্ন দেখার মধ্যে এক ধরণের আনন্দ আছে। ভালো লাগলো লেখা। ধন্যবাদ।
০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
লাবনী আক্তার বলেছেন: হুম! আসলেই মজা আছে।
ধন্যবাদ আপনাকেও। ভালো থাকবেন।
৪| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
জুন বলেছেন: অনেকদিন পর লাবনী । আমিতো প্রথমে সত্যি বলেই ভেবেছিলাম
সাবলীল লেখা খুব মজা পেলাম পড়ে ।
+
০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
লাবনী আক্তার বলেছেন: হাহাহা! সত্যিই আমার স্কটির প্রতি একটা ভালোলাগা কাজ করে। ইচ্ছে হয় কিনে ফেলি।
এনিওয়ে, জ্বী আপা, অনেকদিন পর আসলাম। মিস করি খুব। মাঝে মাঝে ব্লগে এসে ঘুরে যাই। অনেক ভালো লাগার একটা প্ল্যাটফর্ম এটা আমার।
লেখা পড়েছেন তার জন্য অনেক ধন্যবাদ আপা। ভাল থাকবেন ।
৫| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
রাজীব নুর বলেছেন: হা হা হা----
উফ আল্লাহ !!!
০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
লাবনী আক্তার বলেছেন:
লেখা পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।
৬| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
খায়রুল আহসান বলেছেন: একদম শেষের দিকে এসে তবেই না বুঝতে পারলাম এটা ছিল একটা সুইট ড্রীম মাত্র! খুব চাচ্ছিলাম, মায়ার হৃদয়টা একটু গলতে শুরু করুক!
গল্পে তৃতীয় প্লাস + +
০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
লাবনী আক্তার বলেছেন: আমিও চাচ্ছিলাম মায়ার মনটা নরম হোক আর শেষটা খুব মিষ্টি হোক। কিন্তু সেটা আর করা হলনা।
ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন।
৭| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
অপু দ্যা গ্রেট বলেছেন: প্রথমে আমি ও ভেবেছিলাম । যাক শেষ পর্যন্ত আর হয়নি । ভাল লাগল ।
০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।
৮| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
ওমেরা বলেছেন: আহারে —— এত সুন্দর স্বপ্নটা শেষ হয়ে গেল!! খুব খুব ভাল লাগল আপু।
০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
লাবনী আক্তার বলেছেন: হাহাহা! স্বপ্ন বলেই শেষ হয়ে যায়।
গল্প পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
৯| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:০৪
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা! ধরা খেতে খেতে বেঁচে গেলেন স্বপ্ন বলে! সুন্দর রম্য। তবে পাঠাও উঠাও কন্সেপ্টটা কাজে লাগাতে পারেন। ভাল উদ্যোগ।
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:০৭
লাবনী আক্তার বলেছেন: আহা! এরকম ধরা মন্দ ছিলনা।
হুম! কন্সেপ্টটা আমার মনের সুপ্ত ইচ্ছা কিন্তু বাস্তবায়ন সহজ নয়।
ধন্যবাদ। ভালো থাকবেন।
১০| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:০৮
আর্কিওপটেরিক্স বলেছেন: I like Kawasaki
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:১২
লাবনী আক্তার বলেছেন: Kawasaki ninja?
লেখা পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
১১| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:১১
আর্কিওপটেরিক্স বলেছেন: স্বপ্নটায় আপনার জায়গায় আমি থাকলে
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৯
লাবনী আক্তার বলেছেন: সেই মজা হত , না?
১২| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:১৪
আর্কিওপটেরিক্স বলেছেন: Kawasaki ninja?
Yep
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:৪০
লাবনী আক্তার বলেছেন:
১৩| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:১৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: স্বপ্নও এমন হয়। একথায় চমৎকার লিখনী। ভাল থাকুন এমন স্বপ্ন প্রতিরাতে দেখুন।
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:৪২
লাবনী আক্তার বলেছেন: স্বপ্ন এমন হয় কিনা আমিও জানিনা। তবে এমন স্বপ্ন দেখি তবে সেট বাস্তবে। এমন করতে পারলে ভাল লাগত।
ধন্যবাদ সুজন ভাই। ভাল থাকুন সবসময়।
১৪| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:২১
সুমন কর বলেছেন: অনেক দিন পর, কেমন আছেন? হাহাহাহা........প্রথমে তো সত্যিই ভাবছিলাম, পরে পাত্রী হিসেবে আর্বিভাব হওয়াতে সন্দেহ হয়েছিল। শেষে এসে .......
অনেক মজা পেলাম। ++
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৬
লাবনী আক্তার বলেছেন: হুম অনেকদিন পর। ভালো আছি। আপনি নিশ্চয় ভালো আছেন।
সত্যি হলে মজা হত অনেক, তাইনা?
এনিওয়ে, ধন্যবাদ , ভালো থাকুন সবসময়।
১৫| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৫
রূপক বিধৌত সাধু বলেছেন: বিয়ে করে অসহায় ছেলেটার পাশে দাঁড়িয়ে যাওয়ায় আমি আরও আপনাকে ধন্যবাদ দিতে যাচ্ছিলাম।
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৬
লাবনী আক্তার বলেছেন: ইস! একটা অসহায় ছেলেকে সহায়তা করতে পারিনি।
যাক আমিই ধন্যবাদ দিচ্ছি আপানাকে লেখাটা পড়ার জন্য।
ভাল থাকুন সবসময়।
১৬| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৬
তারেক_মাহমুদ বলেছেন: বাহ দারুণ লিখেছেন লাবনী আপু এটা যে স্বপ্ন ছিল বুঝতেই পারিনি।
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৯
লাবনী আক্তার বলেছেন: হাহাহা! তাহলে লেখা সার্থক ।
ধন্যবাদ ভাইয়া। ভাল থাকেবন।
১৭| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৮
শাহারিয়ার ইমন বলেছেন: ব্যাপক বিনোদন পেলাম
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:০৩
লাবনী আক্তার বলেছেন:
বিনোদন পেয়েছেন জেনে ভাল লাগল। ভালো থাকবেন।
১৮| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৬
আর্কিওপটেরিক্স বলেছেন: সেই মজা হত , না?
খুউব মজা হতো
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:১১
লাবনী আক্তার বলেছেন:
আচ্ছা। ফুউউউউউউ দিয়া দিলাম। এমন যেন আপনার সাথে হয়।
১৯| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:০৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ধূর! ভাবলাম অনুনয়-বিনয় করে একদিন বাইকের পেছনে বসবো, সেটা আর হল না।
সিরিয়াসলি, লেখাটা দারুন হয়েছে। এতবড় স্বপ্নও যে মনে থাকে, অবাক বিষয়....
যাই, আপনার আইডি থেকে একটু ঘুরে আসি..
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:১৮
লাবনী আক্তার বলেছেন: আইচ্ছা বাইক কিনলে আপ্নেরে জানামুনে। ঠিকানাটা দিয়া রাইখেন।
স্বপ্ন কি আর মনে থাকে? গল্প বইলা মনে আছে।
এনিওয়ে, ধন্যবাদ, ভাল থাকুন সবসময়।
২০| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:১৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি তো ভেবেছিলাম অন্য সবার মত নায়ক নায়িকাকে বিয়ে পড়িয়ে দিবেন। যাই হোক প্রথমে বাস্তব ঘটনা মনে হয়েছিল পরে গল্প হয়ে গিয়েছে আর শেষে সারপ্রাইজ। ভাল...
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৩০
লাবনী আক্তার বলেছেন: হুম! আপনার ভাবনাটা শেষে ভুল হল।
ধন্যবাদ , ভাল থাকবেন।
২১| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:২৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপামনি, নাইস টু মিট ইউ...
২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৪টার পরে এই পোস্ট! সত্যি ধৈর্য্য একটি মহৎ গুন ।
ইয়ে মানে, আবার কি ডুব দিবেন?
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৩২
লাবনী আক্তার বলেছেন: হাহাহাহ!
বলা যায় না ২০১৯ এ ঠিক আবার নভেম্বরে আবার পোস্ট দিতে পারি।
২২| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৪০
ঢাবিয়ান বলেছেন: গল্প ভাল হয়েছে। তবে যেই ছবি দিসেন, ব্লগাররা আর অন্য পোস্টে না গিয়ে এইখানেই পড়ে থাকবে
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:০৫
লাবনী আক্তার বলেছেন: হাহাহাহ।
এটা কি পচা ছবি নাকি?
এনিওয়ে, ধন্যবাদ।
২৩| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:১৮
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর গল্প হয়েছে । বাস্তবের উবের উনার মত সার্ভিসটি চালু করতে পারেন । পশ্চিমবঙ্গে নিউটাউনে কিন্তু এই সার্ভিস চালু আছে ।
শুভেচ্ছা নিয়েন।
০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৯
লাবনী আক্তার বলেছেন: এই সার্ভিস চালু করা কঠিন।
এনিওয়ে, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
২৪| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:১৭
প্রশ্নবোধক (?) বলেছেন: সামুতে যে বাংলা সিনেমা দেখা যায় তা জানতাম না। চামে ছেলেদের অপমান করতে চাইলেন? আপনারা যতদিন নারীবাদী থাকবেন ছেলেরা ততদিন পুরুষবাদী থাকবে। মানুষের অধিকার চান-সবাই মানবিক হবে।
০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৫
লাবনী আক্তার বলেছেন: হাহাহা!
আপনার কমেন্ট পড়ে মনে ইয়াআআআআ বড় একটা প্রশ্নবোধক চিহ্ন মনের মধ্যে উদয় হয়েছে। ভাই মনে হয় ইংলিশ/ হিন্দি মুভি বেশি লাইক করেন ? ইয়ে মানে বাংলা মুভির প্রতি বোধহয় অনেক অনীহা। যাইহোক নারীবাদী নারীদের মতন দেখি আপনি নিজেই পুরুষবাদীর মতন কথা বললেন। পুরুষবাদীর চশমাটা চোখ থেকে খুলে লেখাটা আবার পড়েন আশা করি একটু হলেও মজা পাবেন।
আর এতগুলো পুরুষমানুষ লেখাটা পড়ল কারো মনে হলনা যে আমি ছেলেদের অপমান করতে চেয়েছি আর আপনার কাছেই কেন মনে হল যে অপমান করতে চাইলাম? মনটাকে বড় করুণ। আর সেই সাথে নিজের চিন্তা ভাবনা, ধ্যান ধারনারও পরিবর্তন আনুন।
আপনিত দেখি আমার থেকেও বেশি ইমোশনাল। ভাইয়ামনি এত ইমোশন হইলে কি হয়?
এনিওয়ে, এটা একটা গল্পরে ভাই। এখানে কাউকে ছোট করা হয়নি। আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
২৫| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১১:২১
রাকু হাসান বলেছেন:
হাহহা ,শেষে যেন অাকাশ থেকে পড়ছি
০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৯:০২
লাবনী আক্তার বলেছেন: হাহাহা!
আকাশ থেকে পড়ে সুস্থ আছেনত? ধন্যবাদ লেখাটা পড়ার জন্য। ভালো থাকবেন।
২৬| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১২:০০
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আহ! বাস্তবতা মিসিং
০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৮
লাবনী আক্তার বলেছেন: হাহাহা! বাস্তব এত সহজ নয়।
ধন্যবাদ, ভাল থাকুন।
২৭| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১২:১০
কাতিআশা বলেছেন: খুব সুন্দর, ঝরঝরে লেখা আপনার!..পড়ে আনন্দ পেলাম!
০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:১২
লাবনী আক্তার বলেছেন: আনন্দ পেয়েছেন জেনে ভাল লাগল।
ধন্যবাদ, ভালো থাকবেন।
২৮| ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৫
খায়রুল আহসান বলেছেন: আপনার পোস্টগুলোতে কমেন্ট অপশন খুলে দিতে কি খুবই আপত্তি?
০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭
লাবনী আক্তার বলেছেন: না না তা নয়। আসলে মাঝে খুব ব্যস্ত ছিলাম। কেউ কমেন্ট করলে উত্তর দেয়া সম্ভব ছিলনা। তাই অফ করে রেখেছি।
২৯| ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৫
নীল আকাশ বলেছেন: সিরিয়াসলি, লেখাটা দারুন হয়েছে। তবে বিয়ে টা হলে ভালো হতো। বিয়ে হবার পর ঘুম ভাংলে দারুন হতো। ব্লগে অনেক দিন ধরে কোন বিয়ে হচ্ছেনা.........
০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৫
লাবনী আক্তার বলেছেন: ধন্যবাদ ভাই।
ব্লগে কি বিয়ে হয়?
৩০| ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৭
নীল আকাশ বলেছেন: ব্লগে কি বিয়ে হয়? = - দুস্টামি করলাম। আপনার লেখাটা পড়ে মজা পেয়েছি সেজন্য একটু দুস্টামি করলাম, আর কিছু না। আরো লেখা দিন। আপনার লেখা ভালোই লাগে পড়তে.....।
০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১১
লাবনী আক্তার বলেছেন: হাহাহাহ! ভুম আমিও জানি দুষ্টুমি করেছেন।
মজা যে পেয়েছেন জেনে ভাল লাগল।
আরো লেখা? চেষ্টা করব। ভালো থাকুন।
৩১| ০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭
হাসান রাজু বলেছেন: বিরাট মিস করলেন। আপনার বিয়েতে রাজি হওয়া উচিত ছিল। স্বপ্নইতো ছিল, একটা বিয়ের অভিজ্ঞতা হইত।
পরে, বাস্তবে ঠিকঠাক দেখে শুনে বুঝে বিয়ে করতেন।
০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮
লাবনী আক্তার বলেছেন: ইস! আসলেই মিস হয়ে গেল। দেখি পরের স্বপ্নে আপনার কথাটা কাজে লাগাতে পারি কিনা।
এনিওয়ে, ভাল থাকুন এবং মজার কমেন্টের জন্য ধন্যবাদ।
৩২| ০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯
টিয়া রহমান বলেছেন: হা হা! সেই স্বপ্ন!
অনেক মজা পেলুম।
ধন্যবাদ লাবনী আপু আপনার দারুণ স্বপ্নটা শেয়ার করার জন্য।
তবে খুব জানতে ইচ্ছা করছে স্বপ্ন না হয়ে যদি সত্যি হত কি করতেন তাহলে!?
০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৩
লাবনী আক্তার বলেছেন: সত্য হলে একদম সিনেমার মত মনে হত।
ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন।
৩৩| ০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৭
টারজান০০০০৭ বলেছেন: স্বপ্নটা ভেঙ্গে যাওয়ায় লাভ হইলো না লস হইলো বুঝতাছি না !! না ভাঙ্গিলে গাধাটারে বিয়া করিতে হইতো ! অবশ্য গুরুজনেরা বলেন, জামাই গাধা হইলে সংসার নাকি সুখের হইয়া থাকে।
০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭
লাবনী আক্তার বলেছেন:
গুরুজনেরা যাহা বলেন তাহাই সত্য হয়। তাহলেত গাধাটারে বিবাহ করাই উত্তম ছিল, কি বলেন?
এনিওয়ে, ধন্যবাদ, ভাল থাকুন।
৩৪| ০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭
কাওসার চৌধুরী বলেছেন:
আসলে আমাদের জীবনটাও একটা 'স্বপ্ন'। পাঠাও বোন সার্ভিসও হলো বৃহৎ স্বপ্নের ক্ষুদ্র সংস্করণ। রম্য চমৎকার হয়েছে।
০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯
লাবনী আক্তার বলেছেন: বোনদের জন্য এমন সার্ভিস থাকলে সত্যিই ভাল হত।
অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। ভালো থাকবেন।
৩৫| ০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বেশ অনেকদিন পর আপনার পোস্ট দেখতে পেলাম। নিশ্চয়ই ভালো আছেন। গল্পটার প্রশংসা প্রায় সবাই করেছেন। তাই আমি আর নতুন করে করলাম না। আপনার লেখার হাত সবসময়ই ভালো। এই লেখাটাও তার ব্যতিক্রম নয়। অবশ্য প্রথম থেকেই আমার কাছে এটা বাস্তবের চাইতে গল্পই বেশি মনে হচ্ছিল। লাস্টে এসে আমার ধারণাই সত্যি হল। ভাগ্যিস স্বপ্নটা ভেঙে গিয়েছিল, তা না হলে তো পড়েছিলেন গ্যাঁড়াকলে।
খুব ভালো লেগেছে। আশা করি এমন লেখা আরও পাবো! ভালো থাকুন!
০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৩
লাবনী আক্তার বলেছেন: হুম এক বছর পর লিখেছি। জ্বি আলহামদুলিল্লাহ ভাল আছি।
আপনি বলেছেন- আপনার লেখার হাত সবসময়ই ভালো। এই লেখাটাও তার ব্যতিক্রম নয়।
শুনে ভাল লাগল।
চেষ্টা করব নিয়মিত হতে। ভালো থাকবেন এবং ধন্যবাদ।
৩৬| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আহা ব্যাচারা !!
সারাটা জীবন কি সে
কেঁদেই যাবে !
এত নিষ্ঠুর হয় কেন মেয়েরা ?
০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:০৬
লাবনী আক্তার বলেছেন: এটাত গল্প ছিল। বাস্তবে মনে হচ্ছে নিষ্ঠুরতা আপনি একা মেয়েদেরকেই দেখেছেন পুরুষদের নিষ্ঠুরতা দেখেননি , তাইনা?
কমেন্টের জন্য ধন্যবাদ।
৩৭| ০৩ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রথমে ভেবেছিলাম সত্যি। পড়ে দেখি স্বপ্ন।
বাস্তবে এরকম সার্ভিস থাকলে মন্দ হত না।
০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:০৮
লাবনী আক্তার বলেছেন: সলেই বাস্তবে এমন সার্ভিস থাকলে ভাল হত।
ধন্যবাদ গল্প পড়ার জন্য। ভালো থাকবেন।
৩৮| ০৩ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
জ্ঞান পাগল বলেছেন:
আমি ভাবছিলাম সত্যই মনে হয় ঘটনা ঘটছে।
০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:১৩
লাবনী আক্তার বলেছেন: হাহাহা! এত সত্য নহে!
ভালো থাকুন সবসময় এবং ধন্যবাদ।
৩৯| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:২৪
প্রশ্নবোধক (?) বলেছেন: পুরুষবাদী লেবাস কোনদিনও আমার ছিলনা। আপনার চোখের চশমা খুলুন। আমার চশমা লাগেনা। গল্প এরকম হয় নাকি? স্টার জলসা দেখে দেখে সব গেছে আপুমণি। আমার হিন্দি-বাংলা-ইংলিশ সিনেমা নিয়ে আলাদা কোন চুলকানি নাই। ভাল সিনেমা যেকোন ভাষাতেই হতে পারে। সবাইকে নিয়ে পৃথিবীতে এগিয়ে যেতে হবে। আমার কাছে জেন্ডার ডিসক্রিমিনেশন নাই। সরি, মেয়েদের প্রতি আমার আলাদা কোনও সিম্প্যাথি নাই। আমি অনেক বেশি বাস্তববাদী, আবেগি নই। অন্য কমেন্টগুলো আপনাকে ধন্য করার জন্য হতে পারে।
০৪ ঠা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩
লাবনী আক্তার বলেছেন: ভাই গল্প কিরকম হয় দয়া করে আমাকে একটু শিখিয়ে দিবেন। আমি আনাড়ি মানুষ ব্লগে খুব কম আসিত এতকিছু জানা নেই আমার। কোনটা গল্প কোনটা কবিতা ৬ বছরেও শিখতে পারিনি আফসোস।
আপনি বলছেন- স্টার জলসা দেখে দেখে সব গেছে আপুমণি। এর আগেও আপনি নারীবাদী বলছিলেন। ভাই শোনেন গল্প পড়ে লেখার সমালোচনা করেন সমস্যা নেই কিন্তু না জেনে না বুঝে অকারনে মনগড়া কথা বলা অনুচিত। আমি নারীবাদী নই আর আমি স্টার জলসাও দেখিনা। ইভেন আমি টিভি খুব কমই দেখি। আমার লেখা পড়ে আপনার মনে হল স্টার জলসা দেখে দেখে শেষ। এর থেকে বোঝা গেল আপনি স্টার জলসার গ্রেট ফ্যান!
আপনি বলছেন- সরি, মেয়েদের প্রতি আমার আলাদা কোনও সিম্প্যাথি নাই।
ইস! হাসব না কাঁদব বুঝতেছিনা। আপনার কাছে আমি কি সিম্প্যাথি চাইছিলাম? নাকি বলছিলাম কমেন্ট করেন ? এখানে সিম্প্যাথির কি হল?
আবার বলছেন- অন্য কমেন্টগুলো আপনাকে ধন্য করার জন্য হতে পারে।
-আমি কাউকেই চিনিনা। আমি কাউকে বলিনি আমাকে কমেন্ট করে ধন্য করুন। যাদের ভালো লেগেছে তারাই কমেন্ট করেছেন। এত মানুষের ভীড়ে দু'একজন ব্যতিক্রম থাকবে এটা খুবই স্বাভাবিক। ২০১২ থেকে দেখছিত।
আপনার কমেন্ট পড়ে নারী বিদ্বেষী মনে হল।
আপনার সমস্যা হইল এইটা একটা নারী পোস্ট করছে। আর কোন কাহিনী নাই। নারীদের পোস্ট নিয়া বেশি এলার্জি থাকলে দূরে থাকবেন। কমেন্ট করে নিজেকে মহাপন্ডিত হিসেবে জাহির করতে আসবেন না।
৪০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩২
শের শায়রী বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৭
লাবনী আক্তার বলেছেন: অনেকদিন পর আপনার কমেন্ট পেলাম। যদিও আমি রেগুলার নই।
ভালো লাগা পেয়ে ভালো লাগল ভাইয়া। অনেক ধন্যবাদ।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
মীর সাজ্জাদ বলেছেন: অনেক মজা পেলাম লেখাটা পড়ে।