নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধৈর্য্য একটি মহৎ গুন ।

লাবনী আক্তার

সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা।

লাবনী আক্তার › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ বাসের সহযাত্রী যখন সহব্লগার

২০ শে জুন, ২০২০ রাত ৯:৩১


ছবি-গুগুল


হঠাৎ করেই বড় আপার কল আসল

- কিরে মায়া কই তুই ?

- ঈদের পরদিন মানুষ কই থাকে হু?

- তুই কি সোজা কইরা কথা বলতে পারিস না?

- না বইন পারিনা। হিহিহি। আচ্ছা বল। আমি বাসাতেই আছি।

- আমিত সিলেট যাচ্ছি। যাবি নাকি?

- নাহ ভালো লাগেনা। বাসায় একটু রেস্ট নেই।

- চল না যাই। তুই আর মেজো চলে আয়। প্লিজ না করিস না মায়া ।

- আচ্ছা মেজ আপাকে জিজ্ঞেস করি।

মেজো আপা আর আমি বড় আপার বাসায় চলে আসলাম। আপার বাসায় আসার পর দেখি আপার মুখ কালো । বললাম কি হল। বলল কিছু হয়নি।

একটু পর দেখলাম বড় আপা মেজো আপা দুজন মিলে ফিস ফিস করছে। আমি আর তাদের কথায় বার্তায় কান দিলাম না। ফ্রেশ হয়েই খেয়ে দেয়ে ঘুম দিলাম কারন রাতে জার্নি করে সিলেট যেতে হবে। আমি আবার ঘুম পাগল মেয়ে। আহা কেউ একজন একদিন নাম দিয়েছিল ঘুম পরী।

রাতে বাসে উঠেই তো দেখি সেই ভেজাল। আমার আর মেজো আপার দুজনের সিট দুই জায়গায় পড়েছে। কারন শেষ দুইটা টিকিট ই ছিল দুই জায়গায়। বড় আপা ভাবল আমি রাগ করব আমি বললাম ঠিকাছে তুমি টেনশন কইরনা। দেখি আপা হাফ ছেড়ে বাঁচল।

মেজ আপার সিট বড় আপার দু সিট পড়েই একজন মহিলার সাথে পড়েছে। তো আমি আমার সিট নাম্বার অনুযায়ী পেছনে গেলাম। সিট খুঁজেও পেলাম। কিন্তু একি ভূত দেখলেও মানুষ এমন চমকায় না। যতটা আমি চমকে গেলাম। ছেলেটা কে দেখে রীতিমতন একটা ধাক্কা খেয়েছি। খুব পরিচিত একজন। যাইহোক, আমি তাকে বললাম

- এক্সকিউজ মি এটা কি জি-২?
- জ্বী
- আমি শুকনো একটা হাসি মুখে টেনে বললাম ধন্যবাদ।যেহেতু ব্যাগ ছোট তাই উপরে ব্যাগ রেখে সিটে বসলাম।
বসার সাথে সাথেই বড় আপা কল দিল।

- মায়া ঠিক মতন বসছিস তো? কোন প্রব্লেম নেই তো।

- না আপা , টেনশন করোনা। আমি ঠিক আছি।

বাস চলতে শুরু করল। জানালার পাশে সিট পেয়ে খুব ভালো লাগল। যদিও রাত বাইরের দৃশ্য দেখতে পাবনা বলে মন খারাপ লাগছিল। কিন্তু একটু পরই দেখি আকাশে চাঁদ উঠেছে। আহা চাঁদ কত যে ভালোবাসি! আমি জানিনা চাঁদ সবসমই আমার মনটা ভালো করে দেয়।

যদিও আমার খুবই মজা লাগছিল আরেকটা বিষয় ভেবে যে, যার সাথে যাচ্ছি তিনি আমার ফেসবুক ফ্রেন্ড। ইভেন আমরা একই প্ল্যাটফর্মে লিখি। আমি অবশ্য লেখালেখি ছেড়ে দিয়েছি। লেখালেখি করা মানে অনেক সময় দাও, চর্চা কর। ওহ এসব কেন জানি আমার দ্বারা কখনই হয়না। যাক মনে মনে পুলকিত হচ্ছি বৈঠা কে দেখে। ইয়ে মানে বৈঠা হল তার ব্লক নিক। এই বৈঠা নিয়ে যে কত মজা করেছি হিসেব নেই।

অনেকদিন ব্লগের এফবিতে লগইন করা হয়না। ভাবলাম আজকে একটু লগইন করি। মোবাইলটা আমার ওড়না দিয়ে একটু আড়াল করে রাখলাম যাতে পাশের জন দেখতে না পারে।

লগইন করার পরই দেখি বৈঠার নোটিফিকেশন আসছে। সে পোস্ট দিয়েছে।

" পাশেই সুন্দরী সহযাত্রী বসে আছে, বাতাসে তার এলোমেলো চুল মুখের উপর পড়ছে।
আর মনে গান বাজছে " এই পথ যদি না শেষ হয় তবে কেমন হত?" ;) B-)

স্ট্যাটাস দেখে আমার চোখ দুইটা ইয়া বড় হয়ে গেছে। আমি বার বার তার দিকে তাকাচ্ছিলাম। আর মনে মনে বলছিলাম কত্ত বড় মিথ্যুক! তিল কে তাল বানিয়েই তাহলে লিখে! :|

আমিও কম যাই না। আমিও কমেন্ট লিখছি

"আরে মিয়া আমিত দিব্বি দেখাতাছি একটা খালাম্মা টাইপ মহিলার লগে বইছেন"

রিপ্লাই দিছে বৈঠা সাহেব

" ধুর কি কন মায়া ? নিশ্চয় আপনার হিংসে হচ্ছে। হেহেহে

আমি মোবাইল সাইলেন্ট করে লিখলাম।

" বাতাসে তার চুল উড়ছে? অন্ধকারেও ভাল চোখে দেখেন দেখি।

"জ্বী ভালই দেখি! সুন্দরী বলে কথা। হেহেহে

আমি মুখ চেপে কতক্ষন হাসলাম। দেন লিখলাম

" এসি বাস, তার উপ্রে হিজাবী সহযাত্রী! কেমনে কি বলেন? সুন্দরী কই পাইলেন?

এই কমেন্ট দেখে বৈঠা সাহেব এর তো হুঁশ হল। সে আমাকে এখন ইনবক্সে এসে নক করা শুরু করল।

আমাকে জিজ্ঞেস করছিল আপনি কোথায় বলেন তো? আর এত কিছু কিভাবে বলছেন?

আমি বললাম বাতাসে আমার কত গুপ্তচর আছে সেটা কি জানেন আপনি? হিহিহি

আমি নেট অফ করে দিলাম। যাতে করে তার সন্দেহ না হয়। বাস দুই ঘন্টা চলার পর বিরতি দিল। রেস্টুরেন্ট এ বসে কফি পাণ করলাম। আমি নিজ থেকেই বৈঠা সাহেব কে বললাম আসেন কফি খাই। দেন কফি খাওয়ার সময় এটা সেটা জেনে নিলাম আমরা । কোথায় যাচ্ছি, সে কোথায় যাচ্ছে। বিরতি শেষ হল।

বাস আবার চলতে শুরু করল। আমার ঘুম আসছিল না তাই চোখ মেলে তাকিয়ে রইলাম। রাতে জার্নি করলে আমার কখনোই ঘুম হয়না। আমি দেখলাম বৈঠা সাহেব জেগে আছেন। আমি পর্দা সরিয়ে চাঁদ দেখছিলাম । হঠাৎ দেখি পাশ থেকে উনি বলছেন আপনি চাঁদ পছন্দ করেন?

আমি তার দিকে না তাকিয়েই বললাম - হু ভীষণ।

আমরা খুব আস্তে আস্তে কথা বলছিলাম যাতে অন্যদের সমস্যা না হয়।

- আমার মন খারাপ হলে আমি চাঁদ এর দিকে তাকিয়ে থাকি মন ভাল হয়ে যায়।

- তাই নাকি? আচ্ছা আপনার নামটা জানা হয়নি।

- মিঃ আপনার নাম কি ?

- প্রশ্নটা কিন্তু আমি আগে করেছিলান, যাইহোক, আমার নাম স্বপ্নিল

- তাই নাকি? আমি অধরা!

নাম শুনে স্বপ্নিল বলছিল জীবনে কাউকে ধরা দেননি? হাহাহা

- স্বপ্নিলের কথা শুনে আমি নিজেও হাসলাম। বললাম ধরা তো দিতেই চাই কিন্তু সেই মানুষ কোথায় পাই বলুন?

- কেন? এখনো সিংগেল নাকি?

আমি জাস্ট মুচকি হাসি দিয়ে বললাম

কেউ কথা রাখেনি
তেত্রিশ বছর কাটল

লাইন দুটি শুনে স্বপ্নিল বলল আপনি কবিতা আবৃতি করেন নাকি? বললাম না তবে ভালো লাগে। তাই শুনে বলল আপনার কন্ঠটা কিন্তু বেশ।

আমি এবার হেসে বলেই ফেললাম আপনি ভাল ফান করতে পারেন।

আমি নেটএ ঢুকে দেখি স্বপ্নিল অনেক ম্যাসেজ দিয়ছে।

তাকে রিপ্লাই দিলাম
- কি মশাই হিজাবী খালাম্মা টাইপ মেয়ের সাথে গল্প জুড়ে দিছেন দেখি।

-আচ্ছা বলেন তো আপনি কি আমি যে বাসে আছি সেই বাসেই আছেন?

- হাহাহা! আরে না আমিত আমার বাসায়

স্বপ্নিল একটা অবাক হবার ইমো দিয়ে উধাও হয়ে গেলো।

আমি স্বপ্নিল কে চকলেট সাধলাম। স্বপ্নিল চকলেট নিল।


স্বপ্নিল আরেকটা স্ট্যাটাস দিল

"আহা সুন্দরী মেয়েটি এবার চকলেট দিল, ঘুম বাদ দিয়ে আমাদের গল্প চলছে"

কমেন্ট দিলাম- "সাবধানে খাবেন প্লিজ। বিষ টিষ দিছে কিনা কে জানে? অজ্ঞান হবার ঔষধ ও মিক্সড করতে পারে! আল্লাহ আপনাকে হেফাজত করুণ। আমিন।

এই কমেন্ট পড়ে দেখি স্বপ্নিল চকলেট খাওয়া বন্ধ করে দিছে। মুখ কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। আমিত ভেতরে ভেতরে হাসতে হাসতে শেষ।
আমি বললাম কি মিঃ চকলেট খেতে কি ভয় পাচ্ছেন?
- না তা কেন? পরে খাব।
আমি- খেতে পারেন , এটাতে কিছু মেশানো নেই। ডোন্ট ওরি।

ভোরে আমরা সিলেট পৌছালাম। বাস থেকে নামার সময় স্বপ্নিল কে বললাম " বৈঠা সাহেব দয়া করে স্ট্যাটাস গুলো সত্য যেটা সেটাই লিখেন, সত্য সবসময়ই সুন্দর।

আমি চলে আসার পর হয়ত স্বপ্নিলের মাথা ঘুরছিল কারন আমি তাকে বৈঠা নামেই ডেকেছিলাম। ;)



হোটেলে উঠে ফ্রেশ হয়ে মোবাইল হাতে নিয়ে দেখলাম স্বপ্নিল লিখেছে

"একজোড়া কাজল কালো চোখ দেখেছি। যে চোখের গভীরতা অনেক। মনে হলো সেই চোখে অনেক না বলা কথা লুকিয়ে আছে। কেন জানি সেই চোখ দুটি ভুলতে পারছিনা "


স্বপ্নিলের স্ট্যাটাসে আর কখনোই কমেন্ট দেয়া হয়নি। কারন এফবি পার্মানেন্ট ডিলিট দিয়েছিলাম।


#Stay home
#Stay Safe

মন্তব্য ৪২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০২০ রাত ১০:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ফেসবুক সাহিত্য।

২০ শে জুন, ২০২০ রাত ১০:১১

লাবনী আক্তার বলেছেন: ভালই বলেছেন " ফেসবুক সাহিত্য"


সাজ্জাদ ভাই গল্প পড়ার জন্য অনেক ধন্যবাদ।

ভালো থাকুন, নিরাপদে থাকুন সবসময়।

২| ২০ শে জুন, ২০২০ রাত ১০:০৪

বিজন রয় বলেছেন: ইন্টারেস্টিং!!

২০ শে জুন, ২০২০ রাত ১০:১২

লাবনী আক্তার বলেছেন: অনেক ধন্যবাদ!

সুস্থ থাকুন, নিরাপদে থাকুন সবসময়।

৩| ২০ শে জুন, ২০২০ রাত ১০:০৬

মা.হাসান বলেছেন: এফবি ডিলিট কইরা দিলেন? এইডা কি ভালো কাজ হইলো? এইটা কি হৃদয়হীনার কাজ হইলো না? বেচারা বৈঠা!

২০ শে জুন, ২০২০ রাত ১০:২০

লাবনী আক্তার বলেছেন: হাহাহা! আসলেই মেয়েটার উচিত হয়নি এভাবে আইডি ডিলিট করে দেয়া।


এনিওয়ে, এটা কিন্তু আসলেই গল্প!

মজার কমেন্টের জন্য ধন্যবাদ অনেক। ভালো থাকুন, নিরাপদে থাকুন।

৪| ২১ শে জুন, ২০২০ রাত ১২:৩৭

নেওয়াজ আলি বলেছেন: মজার গল্প

২১ শে জুন, ২০২০ রাত ১০:২৬

লাবনী আক্তার বলেছেন: গল্প পাঠে কৃতজ্ঞতা।


ভালো থাকুন, নিরাপদে থাকুন ।

৫| ২১ শে জুন, ২০২০ রাত ২:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাহ চমৎকার ছিন্ন ধারার গল্প যা ক=
এই মাঁঝরাতেও ঘুম তাড়িযে দিলো।
শুভকামনা আপনার জন্য। শুভরাত্রি !

২১ শে জুন, ২০২০ রাত ১০:৩১

লাবনী আক্তার বলেছেন: ইয়া আল্লাহ! গল্প পড়ে ঘুম চলে গেছে? তাহলেত সাংঘাতিক ব্যাপার! :P


গল্প পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাই।

ভালো থাকুন, নিরাপদে থাকুন।




৬| ২১ শে জুন, ২০২০ রাত ২:৩১

রাজীব নুর বলেছেন: গল্পটা আরেকটু ভালো হতে পারতো।

২১ শে জুন, ২০২০ রাত ১০:৩৬

লাবনী আক্তার বলেছেন: রাজীব ভাই কমেন্টের জন্য অনেক ধন্যবাদ।


আপনার কমেন্ট পরবর্তী লেখার জন্য কাজে দিবে।চেষ্টা করব পরের বার গল্প লিখলে যেন ভালো লাগে।


ভালো থাকবেন।

৭| ২১ শে জুন, ২০২০ সকাল ১১:৩০

মোঃ খুরশীদ আলম বলেছেন: আহ!

২১ শে জুন, ২০২০ রাত ১০:৩৮

লাবনী আক্তার বলেছেন:

গল্প পড়ার জন্য ধন্যবাদ।

ভালো থাকবেন।

৮| ২১ শে জুন, ২০২০ দুপুর ১২:২৫

পদ্মপুকুর বলেছেন: গল্পতো বেশ দাড়া করিয়েছেন। সংলাপগুলোও ভালো লেগেছে। তবে বৈঠা'র যায়গায় ব্লগের পরিচিত কোনো নাম হলে আরও জমতো মনে হয়।

২১ শে জুন, ২০২০ রাত ১০:৪০

লাবনী আক্তার বলেছেন: আপনি ছেলে না মেয়ে জানিনাত? জানতে পারলে পরের বার আপনার নামটাই নাহয় ইউজ করলাম! ;)

অনেক ধন্যবাদ গল্প পড়ার জন্য।

আমার ব্লগে স্বাগতম। ভালো থাকবেন।

৯| ২১ শে জুন, ২০২০ দুপুর ১২:৩৫

খায়রুল আহসান বলেছেন: বৈঠা'র বেহাল অবস্থা!

২১ শে জুন, ২০২০ রাত ১০:৪২

লাবনী আক্তার বলেছেন: হাহাহা! বেচারা বৈঠা।

ভাই গল্প পাঠে কৃতজ্ঞতা জানবেন।

ভালো থাকুন, নিরাপদে থাকুন ।

১০| ২১ শে জুন, ২০২০ দুপুর ১:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা!

একযুগ হতে চলল ব্লগে..। কোন ব্লগার সহযাত্রী পাইলাম না :((

হা হা হা
গল্পের সাইড ইফেক্ট ;)

গল্পে ভাললাগা।
+++

২১ শে জুন, ২০২০ রাত ১০:৪৬

লাবনী আক্তার বলেছেন: কোন ব্লগার সহযাত্রী না পাওয়ার জন্য চলেন বিদ্রোহ করি! :D

আপনার কি ধারনা এইটা রিয়েল? :( ভৃগু ভাই শুনেন এটা কিন্তু রিয়েল না। আফসোস কোন লং জার্নিতে কোনদিন পাশে কোন ইয়াং ছেলেই বসলনা । :(( :P

গল্প পাঠে ধন্যবাদ।
ভালো থাকুন, নিরাপদে থাকুন।

১১| ২১ শে জুন, ২০২০ রাত ১১:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনাকে আমার ব্লগিং লাইফে এই প্রথম পেলাম, আশ্চর্য্য বিষয় এর আগে আপনার নিক লগইন দেখিনি! গল্প চমৎকার হয়েছে।

২১ শে জুন, ২০২০ রাত ১১:২৬

লাবনী আক্তার বলেছেন: ২০১২ র শেষ থেকে ২০১৫ পর্যন্ত রেগুলার ছিলাম। তারপর আস্তে আস্তে ব্লগে আসা কমিয়ে দিয়েছি। আজ আসিত কাল আর কোন খবর থাকেনা আসার।

একসময় ব্লগে আসা, লেখা পড়া, কমেন্ট করা পোষ্ট দেয়া নেশার মতন লাগত। আহা সেই দিনগুলি কোথায় হারিয়ে গেছে।

যাক, আমার ব্লগ বাড়িতে সু-স্বাতগম মাহমুদ ভাই। কমেন্ট করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

১২| ২২ শে জুন, ২০২০ রাত ১:১৭

শের শায়রী বলেছেন: বেচারা বৈঠা এখন নিশ্চয়ই পীচ ঢালা রাস্তায় বৈঠা বায় আর অধরা কে খুজে ফিরে :P

২২ শে জুন, ২০২০ দুপুর ২:৫৭

লাবনী আক্তার বলেছেন: হাহাহাহা!

মজার কমেন্ট!
ধন্যবাদ শায়রী ভাই। Avro bangla keyboard any etuku likhlam.

keno janina Avro theke comment likhte parcina? ekhane phonetic keyboard select koreo lekha jacchena. but kal o ami likhte pereci valovabe avro te.

১৩| ২২ শে জুন, ২০২০ রাত ১:২৮

ডার্ক ম্যান বলেছেন: গল্প ভালো ছিল

২২ শে জুন, ২০২০ দুপুর ২:৫৯

লাবনী আক্তার বলেছেন: Thank you Dark man vai,


Sorry evabe likhar jonno, asole bangla likhte parcina. ki je holo bujhte parcina.

১৪| ২৩ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

পদ্মপুকুর বলেছেন: লেখক বলেছেন: আপনি ছেলে না মেয়ে জানিনাত? জানতে পারলে পরের বার আপনার নামটাই নাহয় ইউজ করলাম! ;)

লাগবে না, লাগবে না, আপনি বৈঠা, ঢাল, ছাতি এগুলো দিয়েই কাজ চালিয়ে যান। আমি আমার মন্তব্য উইথড্র করলাম :-B

২৩ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

লাবনী আক্তার বলেছেন: হাহাহা! তার মানে ছেলে!

বুঝে গেছি কিন্তু হু! ;)

১৫| ২৩ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

মৌরি হক দোলা বলেছেন: দারুণ হয়েছে! মজা পেলাম পড়ে :)

২৩ শে জুন, ২০২০ রাত ৮:০০

লাবনী আক্তার বলেছেন: গল্প পড়ার জন্য অনেক ধন্যবাদ মৌরি আপু।


ভালো থাকবেন।

১৬| ২৪ শে জুন, ২০২০ সকাল ১১:২০

Subdeb ghosh বলেছেন: চমৎকার গল্প!

২৪ শে জুন, ২০২০ দুপুর ১:৫৮

লাবনী আক্তার বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম।

গল্প পড়ার জন্য অনেক ধন্যবাদ।

ভালো থাকুন, নিরাপদে থাকুন সবসময়।

১৭| ২৪ শে জুন, ২০২০ রাত ১১:৫১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গল্প থাকে জীবন থেকে নেয়া
অথবা গল্প করো কারো জীবনে
ম্সৃতির পাহাড় বুনে ।

................................................................................

২৫ শে জুন, ২০২০ দুপুর ১:৪৬

লাবনী আক্তার বলেছেন: গল্প পড়ার জন্য ধন্যবাদ।

ভালো থাকবেন।

১৮| ২৪ শে জুন, ২০২০ রাত ১১:৫৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গল্প থাকে জীবন থেকে নেয়া
অথবা গল্প করো কারো জীবনে
ম্সৃতির পাহাড় বুনে ।
................................................................................

২৫ শে জুন, ২০২০ দুপুর ১:৪৬

লাবনী আক্তার বলেছেন: ছবিটা সুন্দর।

আবারো ধন্যবাদ।

১৯| ২৫ শে জুন, ২০২০ দুপুর ২:১৭

আখেনাটেন বলেছেন: হা হা হা। মজার।

বৈঠা সাহেব নানা ধরনের বৈঠা চালানোতে বেশ পারদর্শী মনে হচ্ছে। হিজাবী সুন্দরীও কম যায় না বলায় যায়। ;)

২৫ শে জুন, ২০২০ দুপুর ২:৪৩

লাবনী আক্তার বলেছেন: হাহাহা! হতে পারে পারদর্শী।

হিজাবী বলে কি ফান করা নিষেধ? ;)

আমার ব্লগে আপনাকে স্বাগতম। গল্প পড়ার জন্য অনেক ধন্যবাদ।

ভালো থাকবেন।

২০| ২৫ শে জুন, ২০২০ দুপুর ২:৪৯

আখেনাটেন বলেছেন: হিজাবী বলে কি ফান করা নিষেধ? -- আরে নাহ, নিষেধ হবে কেন? তাদের কি দিল নেই? :P
আর দিল থাকলে তো দিলখোলা হবেই। সে হিজাব পরিহিতই হোক, আর বিকিকিনি পরিহিতই হোক.............জয় হোক দিলওয়ালাদের...... :P

২৫ শে জুন, ২০২০ বিকাল ৩:৩০

লাবনী আক্তার বলেছেন: হাহাহাহা! সেটাইত দিলত আছেই। :P

জয় হক দিলওয়ালদের। :D

২১| ২৫ শে জুন, ২০২০ রাত ৯:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: দারুন মজার । আপনি তো দেখি রহস্য মানবী । চমৎকার লিখেছেন । =p~

২৮ শে জুন, ২০২০ সকাল ১০:৪৭

লাবনী আক্তার বলেছেন: অনেকদিন পর সেলিম ভাই আমার ব্লগে আসলেন। গল্প পড়ে মজা লেগেছে জেনে ভালো লাগল। ধন্যবাদ জানবেন। আশা করি ভাল আছেন।

আমি কিন্তু রহস্য মানবী নই। সেটা আপনি ভাল করেই জানেন। রহস্য মানবী হলেত বই মেলায় আপনিসহ অনেকের সাথে দেখা হতনা, তাইনা?

ভালো থাকুন , নিরাপদে থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.