নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীও একদিন হয়ে যাবে শেষ আমাদের প্রেম তবু হবে নাতো ক্ষয়

ইন্দ্রনীলা

ইন্দ্রনীলা › বিস্তারিত পোস্টঃ

এই নীলমনিহার এই স্বর্নালী দিনে তোমায় দিয়ে গেলাম শুধু মনে রেখো

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২৬



আমি ভেবেছিলাম আমার ডাকে এডি আর কোনোদিনই ফিরবে না। তবুও যখন ওকে একটাবার ডাকতেই সে চলে এলো। আমি বি্স্মিত হলাম। তার চাইতেও বেশি হলাম আনন্দিত। মনে হচ্ছিলো একটা আটকানো নিশ্বাস আমার বুকের মধ্যে থেকে ছাড়া পেলো। আমি বললাম,
- এডি আমি ভালো নেই। এডি চুপ করে রইলো।আমি আবারও বললাম।
- তোমাকে ছাড়া আমি ভালো নেই এডি। এডি এবার উত্তর দিলো।
- তোমাকে ছাড়া আমিও ভালো নেই নীলমনি।
আমি এডিকে জিগাসাই করতে পারলাম না কেনো এমন করলো সে। এডিও চুপ করে রইলো। আমি বললাম,
- আমি ভেবেছিলাম তুমি আসবেনা। এডি বললো,
- তোমাকে ছাড়া আমি যাবো কোথায়? আমার চোখে ভেসে উঠলো ঐ মেয়েটার শত শত চিঠি। ভালোবাসি বলা কথাগুলো।আমি বললাম,
- তুমি আমার সাথে এমন করলে কেনো?
- আমি তোমার সাথে কিছু করিনি নীলা। আমি তোমাকেই ভালোবাসি।
আমি কান্নায় ভেঙ্গে পড়লাম। বার বার জানতে চাইলাম এই কথাটা কতখানি সত্যি। এডি বললো,
- এই পৃথিবী যতখানি সত্যি তার চাইতেও বেশি সত্যি।
তবুও আমার বিশ্বাস হচ্ছিলো না। আমি মানতেই পারছিলাম না আমার এডিকে অন্য কেউ বলবে ভালোবাসি আর সেও তার জবাব দেবে?
উফ ভাবতেই পারিনা আমি। আজ এতগুলো দিন পরেও সেই ভাবনাটা ভাবতে গিয়ে আর লিখতে গিয়ে হৃদয় ভেঙ্গে যাচ্ছে আমার।

কিন্তু কি করবো আমি? আমি তো নিরুপায়। এডিকে ছাড়া আমি বাঁচতেই পারছিলাম না। সেই কদিনের অভিমান, দুঃখ, কষ্ট ও বিসর্জনের চেষ্টায় ফেইল করেছিলাম আমি। এডি আমাকে একবারেই কোনো জোরাজুরি করেনি। আমার সিদ্ধান্তের উপরই ছেড়ে দিয়েছিলো সব। ঐ চিঠিগুলো দেখার পর বা ঐ মেয়েটার সাথে কনভারসেশন জানার পর আমি কি করবো না করবো সবই আমার উপরই ছিলো। এডির একটা অনেক বড় গুন দেখেছি আমি সে যতই বদরাগী আর রগচটা স্বভাব দেখার না কেনো কখনও আমার কোনো মতামত সিদ্ধান্ত ভালোলাগা বা মন্দ লাগায় খুব বেশি জোরাজুরি করেনি সে। হ্যাঁ দাবী খাঁটিয়েছে, ভালোবাসার দাবী কিন্তু এডি সব সময় আমার মতামত বা সিদ্ধান্তকে সন্মান দেখিয়েছে।

কিন্তু আমি মানতেই পারছিলাম না আমার এডি কি করে আমার ভালোবাসর অসন্মান করলো? কি করে আরেকটা মেয়েকেও বলতে পারলো ভালোবাসি? কিন্তু আমার তখন উভয় সঙ্কট। না পারছি ফেলতে না পারছি গিলতে। ওকে ছাড়া একটা দিন বেঁচে থাকাও যেমন অসম্ভব, ওকে নিয়ে এক মুহুর্ত বসে থাকাও দূর্বিসহ। সবখানেই ফুটে উঠছে ঐ মেয়েটাই। আমি এডির থেকে কিছুই জানতে চাইলাম না কেনো সে ওমন করলো। শুধু বললাম ঐ মেয়েটার সাথে আর কখনও কোনো যোগাযোগই করতে পারবে না। ওকে সাফ জানিয়ে দাও তুমি ওকে ভালোবাসো না। এডি বললো, আচ্ছা। জানিয়ে দিচ্ছি।

এডি ওকে জানিয়ে দিলো। ঐ মেয়েটাও হয়ত দুঃখ পেয়েছিলো তা তার পরের মেইলগুলোতে দেখেছি আমি। কিন্তু তখন আমার তার কথা চিন্তা করার সময় ছিলোনা। আমি তখন কোনো এক অন্ধ ক্রোধেই হয়ত উন্মত্ত্ব হয়ে উঠেছিলাম। যে কোনো মূল্যেই আমি ঐ মেয়ের অপসারণ চাইলাম এডির জীবন থেকে। মেয়েটা চলে গেলো।

কিন্তু রবিঠাকুরের মধ্যবর্তিনী গল্পের মত কাঁটা হয়ে ফুটে রইলো আমাদের মাঝে। আমি ঠিকই সেই আগের মতই এডির সাথে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা কিন্তু সেই আগের মত প্রান খুলে কথা বলতে পারতাম না আর। বলতে চাইতাম এডি তোমাকে আমি কলিজার চাইতেও বেশি ভালোবাসি কিন্তু বলতে গেলেই কাঁটার খঁচখঁচ। আমার গলা বুঁজে আসতো। মন থেকে আর আসছে না সেই কথা সে বেশ বুঝতে পারতাম।

আমি বুঝলাম খুব অল্পদিনের মাঝেই যে আমি ভুল করেছি। যে বাঁশি একবার ভেঙ্গে যায় তা হাজার বার সারাই বা ঝালাই করলেও আর আগের মত সূর ওঠে না। আমি সারাদিন ওর সাথে শুধু ঝগড়াই করতাম। কথায় কথায় টেনে আনতাম ঐ মেয়েটার কথা। কাঁদতাম। চিল্লাতাম। যা ইচ্ছা তাই করতাম। প্রথম প্রথম এডি আমাকে বুঝাতে চেষ্টা করতো। বার বার বলতো সে দুষ্টামী করেছে। ভুল করেছে আর কখনই এমন হবে না। তবুও আমি মানতামই না মানে আসলেই মেনে নেবার আর চেষ্টা করিনি তা নয় কিন্তু মানতে পারতাম না। আমার গলা বুঁজে আসতো ওকে একটাবার ভালোবাসি বলতে গেলেই আমার কন্ঠরোধ হয়ে আসতো। আসলে আমি নিজের কাছে নিজেই ছোট হয়ে গিয়েছিলাম এডির কাছে না।

শেষের দিকে এডি চুপ করে থাকতো। আমাকে বুঝাবার ধৈর্য্য এবং ক্ষমতাই বুঝি ওর লোপ পেয়েছিলো। তার নিজের জীবনটা দেওয়া ছাড়া আর কিছুই করার ছিলো না আসলে। আমি বার বার বলতাম আমি ভুল করেছি। আমি চলে যাবো। আমি আর তাকে ভালোবাসতে পারছি না। এডি বুঝতো আমি যা বলছি তা মিথ্যে না। আমি আমার কাছে পরাজিত হয়ে পড়েছি। এডির আসলে আর কিছুই করার নেই। ওর কলিজা কেটে দিলেও আমি আর মানতে পারবো না।

এইভাবে এক রাতে। তখন নিঝুম রাত পেরিয়ে ভোর হয়ে আসছে। এডি বার বার বলছিলো ঠিক আছে তুমি যা চাও তাই হবে কিন্তু তোমাকে আমি কিছু কথা বলতে চাই। একটু ফোন দাও প্লিজ প্লিজ প্লিজ। আমি তখন আমার নিজের কঠিন সিদ্ধান্তে অবিচল। আমি চলে যাবো। যাবোই আমি আর কখনই ফিরবো না। আমি বার বার বলছিলাম, ভেবোনা একবার ফিরেছি বলে আবারও ফিরবো। তোমার যা খুশি তুমি করতে পারো। ঐ মেয়েটাকে আবার ডাকো। কিন্তু আমাকে আর দেখবে না কোনোদিন। সেসব দিনে আমার ভেতরে কি এক প্রতিশোধের আগুন জ্বলে উঠেছিলো ভাবলেই ভয় পাই আমি। এডির কোনো কথা, কোনো প্রমিজ, কোনো অনুনয় বিনয়ই আমার কানে ঢুকতোনা, বুকে বাঁজতো না। আমি ক্রোধিনী পাগল হয়ে গিয়েছিলাম।

সেই রাতে এডি খুব অনুনয় করছিলো। ঠিক আছে চলে যাবে মেনে নিচ্ছি শুধু দুইটা মিনিটের জন্য একটাবার শুধু ফোন দাও। এটাই আমার শেষ অনুরোধ। আমার কি মনে করে দয়া হলো জানিনা। আমি ফোন দিলাম। ওমন বিশালদেহি রগচটা বদরাগী ছেলেটা কান্নায় ভেঙ্গে পড়লো। সে বার বার বলছিলো আমি যাই করি না কেনো শুধু একটা কথাই তুমি বিশ্বাস করো আর মনে রেখো আমি এই পৃথিবীতে শুধু একজনকেই ভালোবাসি সেই মেয়েটাই তুমি। আর কেউ না।

আমি চুপ ছিলাম। মনে মনে ভাবছিলাম তোমাকে আমি বিশ্বাস করি না। কিন্তু ওর কান্না দেখে হয়ত একটু ভড়কে গিয়েছিলাম। তাই কিছু বলিনি। এডি বলেই চলেছিলো আমার এই পৃথিবীর সবটুকু ভালো লাগা ভালোবাসা শুধু তোমাকেই ঘিরে। এখানে আসলে আর কেউ নেই। একজনও না শুধুই তুমি। কান্নায় ওর গলা বুঁজে আসছিলো। সব কথা ঠিকঠাক বুঝাও যাচ্ছিলো না। এডি শিশুর মত আকুল হয়ে কাঁদছিলো। কিন্তু তবুও আমার দয়া হলো না। আমার বিশ্বাস এতটাই ভেঙ্গে গিয়েছিলো যে আমি সেই বিশ্বাস আর জোড়া লাগাতেই পারলাম না।



আজ এতগুলো দিন পরে ভাবি কি করে এত নির্দয় হয়েছিলাম আমি!
এরপর ১২ বছর কেটে গেছে।
আজ এডি অনেক বড়।আমিও পার করে এসেছি জীবনের অনেকগুলো দিন মাস বছর। এডি আমার নাম দিয়েছে নিষ্ঠুর নীলমনি। সংক্ষেপে ইংলিশ হরফে এনএন।
আমাদের দুজনের নামের অদ্যাক্ষর দিয়ে একদিন আমাদের নাম আমরাই দিয়েছিলাম এনএন কিন্তু আজ এডি তার নিজের নামের অদ্যাক্ষরটি কেটে সেখানে বসিয়ে দিয়েছে নিষ্ঠুর কথাটা।
তাই এনএন এখন নিষ্ঠুর নীলমনি।
সেদিনের সেই আকুল হয়ে আমার কাছে আমাকেই ভিক্ষা চাওয়া ছেলেটা আজ গুরু গম্ভীর এক অফিসের কর্মকর্তা। তার সুকঠিন মুখ আর গুরুগম্ভীরের ব্যক্তিত্বের সাথে আজ থেকে এক যুগ আগে সেই রাত্রিতে আকুল হয়ে কাঁদা শিশুটিকে কেউ কখনও মিলাতেই পারবেনা।

এডির ধরা ছোঁয়া এবং ওর সকল রকম ছায়া থেকে খুব সুনিপুনভাবে দুরে সরিয়ে রেখেছিলাম আমি নিজেকে। এডি আমাকে কোথাও কখনও যেন আর খুঁজে না পায় তার সকল রকম সচেষ্টতার কোনো ত্রুটি ছিলো না আমার।
কিন্তু তারপরও হঠাৎএকদিন....
কিন্তু সে আরেক অন্য গল্প। অন্য কথকতা।

হয়ত কখনও লিখবো নয়ত না।

মন্তব্য ৪২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: সম্পর্কের মধ্যে সন্দেহ ঢুকে গেলে সেটা দূর করা কঠিন হয়ে যায়। আপনি স্বেচ্ছায় সিদ্ধান্ত নিয়েছেন। তাই লাভ বা ক্ষতির দায় আপনার। অন্য কারো না। এডি একটা ভুল করে ফেলেছিল। কিন্তু প্রায়শ্চিত্ত করার মূল্য হিসাবে আপনাকে হারাতে হয়েছে তাকে। কিছু কিছু ভুল আছে যা অমার্জনীয়।

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৭

ইন্দ্রনীলা বলেছেন: সন্দেহ,
নিজেকে ছোট করে ফেলা,
ট্রাস্ট হারিয়ে ফেলা
দ্বন্দ বিবাদ

কত কিছু যে হুড়মুড় করে নামে এমন সব ঘটনায়। বাপরে!
গবেষনার বিষয়।

লাভ ক্ষতির দায় অবশ্যই আমার। কিন্তু আজও দোলাচল। কি লাভ হলো আর কি ক্ষতি দুটোর পাল্লাই এত ভারী বোধ হয় যে কোনই কূল নাই কিনার নাই। নাইরে দরিয়ার পাড়ি...

হ্যাঁ আমার কাছে কিছু ভুল এতই অমার্জনীয় যে তার জন্য নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করতে হলেও আমি রাজী ছিলাম এমন।

কিন্তু অবশেষে....

লাভ ক্ষতির হিসাব নিকাশ সব ভন্ডুল হয়ে যায়। ইমোশন আর ব্রেইনের মাঝে যে দ্বিধা দন্দ কাটাকুটির খেলা চলে তাতে কে জেতে আর কে হারে বোঝা বড় দায়।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৫৮

মিরোরডডল বলেছেন:



তবুও যখন ওকে একটাবার ডাকতেই সে চলে এলো

কেনো আসবে না ! তাকেইতো আসতে হবে ।
ভুলটা সেই করেছিলো, এটা তার গুরু দায়িত্ব ভুল বোঝাবুঝির অবসান করা ।

এডি বললো,
- এই পৃথিবী যতখানি সত্যি তার চাইতেও বেশি সত্যি।


একেবারেই সিনেমার ডায়ালগ ।
বাস্তবে এরকম বলে নাকি ! #:-S

এডিকে ছাড়া আমি বাঁচতেই পারছিলাম না।
No one is inevitable in anyone's life.

যে বাঁশি একবার ভেঙ্গে যায় তা হাজার বার সারাই বা ঝালাই করলেও আর আগের মত সূর ওঠে না।

রাজকন্যার শুভবুদ্ধির উদয় হয়েছে তাহলে :)

তার নিজের জীবনটা দেওয়া ছাড়া আর কিছুই করার ছিলো না আসলে।
ওর কলিজা কেটে দিলেও আমি আর মানতে পারবো না।


Do you really think, জীবন দিবে ? কলিজা কেটে দিবে ???
No way !!!!
একটা আঙ্গুলও কাটবে না !

আমার বিশ্বাস এতটাই ভেঙ্গে গিয়েছিলো যে আমি সেই বিশ্বাস আর জোড়া লাগাতেই পারলাম না।

This is it. Moral of the story.
No trust, no relationship.


১৩ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

ইন্দ্রনীলা বলেছেন: এডি বললো,
- এই পৃথিবী যতখানি সত্যি তার চাইতেও বেশি সত্যি।

একেবারেই সিনেমার ডায়ালগ ।
বাস্তবে এরকম বলে নাকি ! #:-S

সে বড়ই সিনেমাটিক আজার কুমার আছিলক। স্টিল আছে। ভাবছিলাম আমি দুনিয়ার সেরা ঢঙ্গি কিন্তু ভাবনা ভুল। :P

এডিকে ছাড়া আমি বাঁচতেই পারছিলাম না।
No one is inevitable in anyone's life.

আরে মানে তখন ভাবছিলাম। গাধা ছিলাম না? বাস্তব গিয়ান কম ছিলো। এখন এতগুলা দিন পরে তাকায় দেখি। আরে বেঁচেই তো আছি। কি ভাবছিলাম বোকার মতন! :(

যে বাঁশি একবার ভেঙ্গে যায় তা হাজার বার সারাই বা ঝালাই করলেও আর আগের মত সূর ওঠে না।

রাজকন্যার শুভবুদ্ধির উদয় হয়েছে তাহলে :)
:P
:P
:P

তার নিজের জীবনটা দেওয়া ছাড়া আর কিছুই করার ছিলো না আসলে।
ওর কলিজা কেটে দিলেও আমি আর মানতে পারবো না।

Do you really think, জীবন দিবে ? কলিজা কেটে দিবে ???
No way !!!!
একটা আঙ্গুলও কাটবে না !

বেশি কিছু লিখতে পারলাম না। হাসতে হাসতে চোক্ষে পানি। :P

আমার বিশ্বাস এতটাই ভেঙ্গে গিয়েছিলো যে আমি সেই বিশ্বাস আর জোড়া লাগাতেই পারলাম না।

This is it. Moral of the story.
No trust, no relationship.


হুম তারপর আমি গাধা থেকে চালাক হলাম। :)


কিন্তু :(

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাপরে শক্ত মেয়ে, কী অভিমান
তবে বিশ্বাস ভেঙ্গে গেলে সহজে ফিরে না

ভালো থাকুন বর্তমান নিয়ে

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৫

ইন্দ্রনীলা বলেছেন: কিন্তু :(


ভালো কি সত্যি থাকা যায়?

এই নশ্বর জীবনে সুখে থাকতে ভূতে কিলায় জানোনা?

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫৮

একলব্য২১ বলেছেন: শেষ হইয়াও শেষ হইলো না।

ধোঁয়াশা।

তুমি কি একটা secured ভবিষ্যতের কথা চিন্তা করে এই immature relationship থেকে বেরিয়ে আসার জন্য একটা ছুতা খুজছিলে।

সেই গ্লানিবোধের তাড়না থেকে কি লেখার অবতারণা।

উপরের কথাগুলো কি আমার ওভার ক্ল্যালকুলেশন।

মিরোরডল যথার্থ বলেছে

No trust, no relationship.

view this link

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৯

ইন্দ্রনীলা বলেছেন: মরার সাথে সাথে শেষ হবে আমার এই বর্নাঢ্য জীবনের কাহিনীগুলি।

তাহার আগে নহে। :P

ততদিন পর্যন্ত তোমাকে পড়াবো। :)

ঠিক ছুতা না। আমি ইমোশোনাল আমি অতি আবেগী একই সাথে আমি ক্যালকুলেটিভ এই কথা দুনিয়ায় যারা আমাকে ৫% ও চিনেছে তারাই বলেছে।
আমার কিছু দুঃখবিলাস আছে হয়ত কিন্তু দুঃখ নেই তত যত আমি বিলাসী।

আমায় বেঁধেছে কে সোনার পিঞ্জরে ঘরে!!! :(

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩৫

একলব্য২১ বলেছেন: প্রচ্ছদ সম্পর্কে কিছু বল। শুধুই কি নেট থেকে নেওয়া না নেপথ্যে অন্য কিছু আছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪০

ইন্দ্রনীলা বলেছেন: না নেট থেকে নেওয়া না।

এটা একটা গিফ্ট।

এটার বয়স ১৭/১৮ বছর হবে।

নেটে কোথাও পাবে না।

কারণ এটা শুধু আমার কাছেই আছে।

চুয়াত্তরভাইয়াকে কথা দিয়েছিলাম এই মনিহারের ছবি তুলে আনবো।

কিন্তু চুয়াত্তরভাইয়া মনে হয় মাইন্ড করেছে আজকে ছবি আপুকে দেওয়া উত্তরের কারণে। :P

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৫

একলব্য২১ বলেছেন: এই মনিহার কি গত ১৭/১৮ বছরে পড়েছো। লাল ড্রেসটাও বেশ সুন্দর। ড্রেসের ব্যাপারটা তো জানি। এই মনিহার তোমার কাছে কিভাবে দিল। সেটাও বল।

তুমি উনাকে কোন গিফট দাওনি।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০২

ইন্দ্রনীলা বলেছেন: বলেছি তো।
তখনকার দিনের প্লাজা সেন্ট্রাল শপার্রস ওয়ার্ল্ডের লর্ড ক্লায়েন্ট ছিলো সে।


হা হা

আর আমি???


কত্ত!!!!!!! :P

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৩

একলব্য২১ বলেছেন: গল্পের এই অধ্যায় পর্যন্ত তোমাদের মুখামুখি দেখা হয়নি। ম্যাসেঞ্জার আর ফোন নির্ভর ছিল তোমাদের প্রেম ভালবাসা।

তোমাদের কি মুখামুখি দেখা হয়েছিল। হয়ে থাকলে সেটা কোথায় কিভাবে কেমন ছিল।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৪

ইন্দ্রনীলা বলেছেন: হা হা

সে কথা পরের অধ্যায়ে বলবো।

আপাতত রেস্টে যাচ্ছি মানে লেখা স্থগিত থাকলো কিন্তু সেই পার্ট ২ এর আগে আরও কিছু লেখালিখির প্লান আছে।


ও হ্যাঁ তুমি জানতে চেয়েছিলে ঐ নেকলেস পরেছি কিনা।

অনেক পরেছি।

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৮:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: অন্য অনেকের উপর মাইন্ড করলেও আপনার উপর আমি কোন দিনই মাইন্ড করবো না। আপনার সম্পর্কে আমি মন্তব্যে যা বলেছি আপনাকে অনেক ভালো জেনেই বলেছি। ঐ কথার মধ্যে কোন ভেজাল নাই। খুব পরিষ্কার কথা বলেছি, এটার অর্থের মধ্যে কোন ঘোরপ্যাঁচ নাই।

আপনার নেকলেসটা খুব সুন্দর। তবে আমি মেয়েদের এই সব জিনিস কম বুঝি। তবে দেখে খুব সুন্দর লাগছে। আপনার সপ্নের সওদাগরের পছন্দ অনেক উন্নত। উপহারের ক্ষেত্রে এতো কম বয়সে সে অনেক মানসিক পরিপক্বতার পরিচয় দিয়েছে।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫০

ইন্দ্রনীলা বলেছেন: আমি কিন্তু সত্যিই চিন্তায় পড়ছিলাম।

তবে এটাও ভাবলাম আমাকে এত কিছু বলার পর যদি আবার নিজেই মাইন্ড করে ভাইয়াটা!

তাইলে তার নিজেরই খবর আছে।
তখন বুঝাবো আমি গন্ডারনি না ষন্ডারনি।

ভাবিজীর পিছে লুকায়েও লাভ হবে না।

ভাবিজী তো জানেই ননদিনীরা রায় বাঘিনীই হয়। তবে এইবার দেখতো রায় গন্ডারনী। :)


ছাই। সে তো মনে হয় এখনও কিছুই কিনতে পারবেনা অন্যের হেল্প ছাড়া।
সকল রকম ছলাকলা এখন প্রকাশিত। সেই সব কিনতে পেরেছিলো দোকানী মেয়েদের সহায়তায়। হা হা

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার উপর আমি মাইন্ড করি নাই এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। তবে একটা কারণে আমি সতর্ক হয়েছি। এটার সাথে আপনার কোন সম্পর্ক নাই। বেশী কিছু এখানে বলা সম্ভব না। সো নো চিন্তা ডু ফুর্তি।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫১

ইন্দ্রনীলা বলেছেন: হা হা জানি আপনি বুদ্ধিমান। তবে আই ক্যান হ্যান্ডেল এনি সিচুয়েশন ইন দ্যা ওয়ার্ল্ড!

:)

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৪৮

জুল ভার্ন বলেছেন: সম্পর্কের টানপোড়নের গল্প ভালো লেগেছে।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫০

ইন্দ্রনীলা বলেছেন: থ্যাংক ইউ সো মাচ!

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:০৩

আমারে স্যার ডাকবা বলেছেন: সরে এসে ভালো করেছেন। একবার বিশ্বাস ভেঙে গেলে আর জোড়া লাগে না :|

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫১

ইন্দ্রনীলা বলেছেন: হ্যাঁ তখন তাই মনে হয়েছিলো।

১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০২

মিরোরডডল বলেছেন:



আপু, ভালো লাগছে না কিছু ।
নতুন লেখা দাও ।
এবার একদম অন্য কিছু নিয়ে আসো ।
পাগলাটে এলোমেলো মাথা নষ্ট করা কিছু ।
সামথিং আনপ্রেডিক্টেবল !!!

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৬

ইন্দ্রনীলা বলেছেন: হা হা শুনো এরপরের পার্ট মানে আফটার এক যুগ পুরাটাই আনপ্রেডিক্টেবল। সেই কারণেই এই লেখার শুরু নইলে ২০ বছর আগের কোনো গাধাগাধীর গাধামী স্রেফ গাধামী ভেবেই খোঁয়াড়ে চাপা দিয়ে রাখা হত।

তবে হ্যাঁ সেই কাহিনী লিখতে গেলে আমার ঠান্ডা মাথা লাগবে কিন্তু কাজের চাপে মানে কর্মক্ষেত্রের কাজের চাপে সুস্থ্য মাথা ব্যস্থ রেখে কি এত ভাব অনুভুতি লেখা যায় বলো?

উইন্টার ভ্যাকেশনের আগে সে কপাল কি আর হবে?

কিন্তু উন্টারে তো রাগ করে আমার আবার ..... :(


:P

১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১২

মোহামমদ কামরুজজামান বলেছেন: হানিফ সংকেতের একটি নাটক দেখেছিলাম খুব সম্ভবতঃ " সন্দেহ মনদাহ" ।যে কোন সম্পর্কে বিশ্বাস গুরুত্বপূর্ণ । যখনই কোন সম্পর্কের মাঝে সন্দেহ বা টানাপোড়নের তৈরী হয় তখনই সম্পর্কের উল্টা দিকে চলতে থাকে।

গল্প সেইরম :(( ভালো লেগেছে তবে বেদনাদায়ক অভিজ্ঞতা । খালি বিরহ ,মিলন হলে কি এমন হত ? তারপরেও
গল্প +++।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৪

ইন্দ্রনীলা বলেছেন: বিরহ মিলন প্রেম ভালোবাসা মন্দবাসা সবই কেবলি যাতনাময়।

ভালোবাসা তারে কয়।

১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৩

মিরোরডডল বলেছেন:




Tonight is a very special night for me.
There will be massive change tomorrow.

Goodnight Neela.

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৭

ইন্দ্রনীলা বলেছেন: রিয়েলী!!!!!!!!!!

গুড লাক!

বেস্ট উইশেস!!!!!!!!


অনেক ভালোবাসা!

১৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫২

শুভ_ঢাকা বলেছেন: মিরোরডল,

তোমার জন্য আমার অন্তরের অন্তস্থল থেকে শুভ কামনা রইল। খুব খুব ভাল থেকো।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:০৩

ইন্দ্রনীলা বলেছেন: আমরা এবার নতুন গল্প শুনবো তাইনা?

১৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:১১

শুভ_ঢাকা বলেছেন: হুম।

এবার কিছু আনপ্রেডিক্টেবল লেখা দিবা। তুমিও খুব ভাল থাকো।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:১৯

ইন্দ্রনীলা বলেছেন: দেখো মিররডডল অলরেডি আনপ্রেডিক্টেবল কমেন্ট দিয়ে দিয়েছে।

আমার এবার পালা আনপ্রেডিক্টেবল লেখা দেবার?

তবে মিররডলের মতে পাগলাটে এলোমেলো মাথা নষ্ট করা কিছু দেবার ট্রাই করতে পারি।

পৃথিবীতে আনপ্রেডিক্টেবল কিছুই নাই। কত কিছু ঘটে এই বিচিত্র দুনিয়ায়।

১৭| ০১ লা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:০৮

মিরোরডডল বলেছেন:



আপুটা তুমি আর শুভ তোমরা দুটাই পাগল ।
তোমাদের লেখা পড়ে যা বুঝলাম তোমরা আমাকে বিয়ে দিয়ে দিয়েছো :P
আমি নাই বলে এই অবস্থা :|

তাহলে ওই পোষ্টে এই নিয়েই মিষ্টি খাওয়া হচ্ছে । :D

আরেহ নাহ আপুটা ।
Its nothing about man, relationship or marriage.
এর বাইরেও লাইফে কতো কিছু ঘটে তাইনা ?


০১ লা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩৩

ইন্দ্রনীলা বলেছেন: আরে কি বলো!!!!!!!

না!!!!


মানবোই না !!!!


মিষ্টি খাওয়াও এখন যে কারনই হোক। আর না বললে বুঝবো কেমনে? :(

১৮| ০১ লা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

মিরোরডডল বলেছেন:




গুড নিউজটা হচ্ছে আমি এর মাঝে একটা প্রপার্টি কিনলাম ।
এটা নিয়েই ব্যস্ত ছিলাম । আমাদের এখানে অনেকদিন লকডাউন চলছে ।
তাই ফ্রেন্ডস কারো সাথেই কোনও কন্টাক্ট না থাকায় শুরু থেকে শেষ অবধি সব কাজ একাই করতে হয়েছে ।
ইন্সপেকশন, সিলেকশন, ফাইন্যান্স, সলিসিটর, প্রপার্টি লইয়ার, রিমুভাল, প্যাকিং আনপ্যাকিং সমস্ত কাজ একা হাতে করেছি আপু । পারচেইজ মানেই অনেক কাজ, তারপর শিফটিং দুটো মিলিয়ে আমি অনেক বিজি ছিলাম তাই আসতে পারিনি লাস্ট ফিউ উইক্স ।

একটু মন খারাপ ছিলো সুইট হোম ছেড়ে আসা । কতো মেমরিজ ওখানে ।
একই এরিয়াতে হলেও এখন ডিফারেন্ট স্ট্রিট, ডিফারেন্ট নেইবারহুড, ইভেন ভিউটাও এখন ডিফারেন্ট ।
এইতো এগুলো নিয়েই আছি ।

০১ লা অক্টোবর, ২০২১ রাত ৮:০৬

ইন্দ্রনীলা বলেছেন: ওহ!!! :-<

বাট নো প্রবলেম!!!!!!

তবুও মিষ্টি চাই।

১৯| ০১ লা অক্টোবর, ২০২১ রাত ৮:৩০

মিরোরডডল বলেছেন:

চলে এসো, শুধু মিষ্টি কেনো যা খেতে চাও তাই হবে :)

২০| ০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ১:২৪

একলব্য২১ বলেছেন: মিরোরডল,

বাড়ি গাড়ী নারী থুক্কু পুরুষ। বাড়ি গাড়ী যখন হয়েছে তখন ক্রন্যালজিকলি পুরুষও হবে। এত কিছু শুনতে চাই না। পার্টি চাই। নাচা গানা চাই। আর সাথে ব্যাপক খানাপিনা। কব্জি ডুবিয়ে খাবো। আর পানীয়র ব্যবস্থাও রেখো। মাথাটা কিছুক্ষণের জন্য নিস্তেজ রাখতে চাই। হে হে...

view this link

২১| ০৬ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:২৩

মিরোরডডল বলেছেন:



বাড়ি গাড়ী যখন হয়েছে তখন ক্রন্যালজিকলি পুরুষও হবে।

ওহ মাই গুডনেস !!!
শুভটা এমনভাবে বললো যেন আই’ম আফটার ম্যান :P
তাই মনে হয় ? পাগল একটা......

ওরে বাবা পার্টি, নাচগান ? আবার পানীয় ?
কিন্তু শুভ আই’ম নট এ পার্টি এনিম্যাল এট অল ।
গান এবং খানাপিনা ঠিক আছে, নো প্রবলেমো :)
কিন্তু পানীয় যে আমার সাথে যায়না ।
আমারতো নেশা হয় গজলে, তাই সেটাই দিচ্ছি ।






২২| ০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১:১৫

একলব্য২১ বলেছেন: আই’ম নট এ পার্টি এনিম্যাল এট অল ।

সো ডু আই।

তুমি নিশ্চয়ই জানো আমি নিছকই মজা করার জন্য উপরের কমেন্টটি করেছি। তুমি বাড়ী কিনেছ এটা যে কত আনন্দের। সেই আনন্দের বহিঃপ্রকাশ স্বরূপ উক্ত কমেন্ট। :D

তোমার জন্য একটা নেশার গজল view this link

আমি এখন গজল শুনার মুডে নাই। এখন আমি আমার ছোটবেলায় শুনার ইংরেজী গান শুনা নিয়ে মশগুল।

view this link

view this link

বাই দ্যা ওয়ে নীলার খবর কি। আজকাল খুব একটা দেখা যাচ্ছে না তাকে এই তল্লাটে। সে নাকি আবার হিন্দি গানও শুনে।

view this link

২৩| ১২ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

মিরোরডডল বলেছেন:




আমি জানি শুভ মজা করে বলেছে ।
সো ডু আই :)

শুভকে থ্যাংকস এতোগুলো গান শেয়ার করার জন্য ।
পুরনো গান আমিও শুনি । ইদানিং নতুনদের কণ্ঠে প্রিয় গানগুলোর কাভার শোনা হয় ।



আপু বিজি । পূজার পর নতুন লেখা দিবে ।
আপু না থাকলে সামুটা যেনো কেমন ম্লান হয়ে যায় :(

২৪| ১৩ ই অক্টোবর, ২০২১ রাত ৯:১৬

একলব্য২১ বলেছেন: আপু না থাকলে সামুটা যেনো কেমন ম্লান হয়ে যায়

একদম অন্তরের কথা। আমি তো হাতেগোনা দুচার জনের লেখা পড়ি। এখন তো আর আগের মত অত ব্লগার অনলাইন হন না। আপুকে অনলাইনে দেখলেই কেমন যেন শান্তি শান্তি লাগে। মনে হয় কোন আপনজন মানুষ সামুতে অনলাইনে আছে। প্লাস এটাও মনে হয় আপু ভাল আছেন আনন্দে আছেন তাই তো অনলাইনে।

পুরনো গান আমিও শুনি । ইদানীং নতুনদের কণ্ঠে প্রিয় গানগুলোর কাভার শোনা হয় ।


হুম। অনেক সময় পুরানো গায়ক/গায়িকার থেকে নতুনদের গান বেশী ভাল লাগে। যদিও সেটা কদাচিৎ।

Leo Sayer এর when I need You ...গানটা ফিমেইল ভার্সন আমার কাছে বেশ ভালই লাগলো।

view this link

view this link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.