নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীও একদিন হয়ে যাবে শেষ আমাদের প্রেম তবু হবে নাতো ক্ষয়

ইন্দ্রনীলা

ইন্দ্রনীলা › বিস্তারিত পোস্টঃ

তুমি শুধু তুমি

১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৭

চুপচাপ চাবি ঘুরিয়ে লক খুলে বাসায় ঢুকলো নাঈম। বেরডরুমের দরজায় উঁকি দিয়ে দেখলো কেউ নেই সেখানে। কিচেনেও উঁকি দিলো, সেখানেও নেই নীলা। ফের বেডরুমে ফিরে পা টিপে টিপে বেডরুমের লাগোয়া বারান্দায় উঁকি দিয়ে দেখলো, নীলা তার প্রিয় বারান্দা-বাগানের এক কোনে সবুজ হলুদ আর সাদায় মিলানো পাতাবাহার গাছটার পাশে দুই পা মেলে বসে। উদাস দৃষ্টিতে আকাশে চেয়ে কি এক মহা ভাবনায় নিমগ্ন। চুপিচুপি ওকে না বুঝতে দিয়ে ওর কাছে এগিয়ে গিয়ে ঝুপ করে ওর কোলে মাথা রেখে চিৎ পটাং শুয়ে পড়লো নাঈম।

নীলা চমকালো না। একটু অবাকও হলো না। ওর মুখে স্মিত হাসি ফুটে উঠলো। যেন ওর জন্যই মন খারাপ করে বসে ছিলো সে। তাই ওকে দেখেই হাসি ফুটলো তার মুখে। অন্য কোনো বউ হলে এইভাবে বাইরে থেকে ফিরেই অফিসের জামা কাপড় শুদ্ধ ধুপ করে কোলে শুয়ে পড়লে বিরক্তিতে চেঁচিয়ে উঠতো হয়ত। কিন্তু নীলা তো জানেই এই পাগলটাকে খুব ভালো করে। এমনই সে। কোনো কিছু বলে কাজ হবে না। অফিস থেকে ফিরেই তার নীলাকে চাই। যা মনে আসে তাই করবে, বাধা দিলেই ঝঞ্ঝাট। অযথা ঝামেলা বাড়াতে কার ভালো লাগে?

আর সত্যি বলতে এই পাগল পাগল ভালোবাসার এই পাগলটাকে এই কারণেই এত ভালোবাসে নীলা। এই সব নিয়ম না মানা আবোল তাবোল পাগলামী ভালোবাসার পাগল পাগল ছেলেটাকে। মুখ নিচু করে ওর কপালে চুমু খায় নীলা। মাথার চুলের ভাঁজে বিলি কেটে যাচ্ছিলো ওর আঙ্গুলগুলো। কপালের চুলগুলো মাথার উপর দিয়ে টেনে টেনে পেছনে ঠেলে দিলে নাঈমকে একদম অন্যরকম লাগে। নীলা খুব অবাক হয়ে খেয়াল করেছে একেক সময় নাঈমের চেহারা এক এক রকম বদলে যায়।

এই যে এখন চোখ বুজে বুকের উপর দুহাত রেখে শুয়ে আছে নাঈম। কপালের চুলগুলো ব্যাকব্রাশের মত করে উল্টে দিয়েছে নীলা ওর হাতের আঙ্গুল দিয়ে টেনে। মনে হচ্ছে যেন এমন শান্তির মুখ এই পৃথিবীতে একটাও নেই। এত বড়্ একটা শিশুর মত মানুষ যেন। শার্ট টাই জুতামোজা শুদ্ধ ঘুমিয়ে গেলো নাকি? নীলা আস্তে ডাকে,
- এ্যাই।
কোনো উত্তর নেই। নীলা জানে নাঈম মোটেও ঘুমিয়ে পড়েনি। ইচ্ছা করে চুপ করে আদর খাচ্ছে। ওর ঠোঁটে আঙ্গুল রাখে নীলা। আবার অস্ফুটে ডাকে।
-খাবে না? খিদু পায়নি বাবু?
- উহু। উলটে শোয় নাঈম। নীলার কোলটাকেই বালিশ বানিয়ে আরও আষ্ঠে পৃষ্ঠে দুহাতে জড়িয়ে চোখ বুঁজে পড়ে থাকে। নীলার হাসি পায়। জীবনেও কি বড় হবে না নাঈম? এখনও কি সেই জেদী আর আল্লাদী ২১ বছরের ছেলেটাই রয়ে যাবে? যাকগে সেসব কথা। কম কাঁঠখড় পোড়াতে হয়নি তাকে নাঈমের কাছে আসতে গিয়ে। ভাগ্যিস নাঈমের বাবা মা মেনে নিয়েছিলো। নইলে তো একূল ও কূল দুলকুল হারাতে হত।


এটি একটি গল্পের সূচনা- মিররডল ফিরে আসলে বাকীটা প্রকাশিত হবে। :)

মন্তব্য ৫৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৮

অপু তানভীর বলেছেন: এই নীলাদের কই পাওয়া যায়? আমাদের কপালে জোটে ক্যান? :((

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০০

ইন্দ্রনীলা বলেছেন: গল্পে পাওয়া যায়।

সত্যিকারেও যায় কিন্তু।
একটু চেষ্টা করলেই। :P

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০১

অপু তানভীর বলেছেন: *"জোটে না ক্যান" হবে। :|

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০২

ইন্দ্রনীলা বলেছেন: জানি জানি!

তোমার জন্য একটা নীলা খুঁজবো নাকি!

নাকি হীরা খুঁজবো?

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০১

ঢুকিচেপা বলেছেন: গল্পের সূচনা দেখে মনে হচ্ছে জমবে ভালো।
তা মিররডডল আপু কি আপনার কলম/কীবোর্ড নিয়ে গেছেন ?

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০৩

ইন্দ্রনীলা বলেছেন: আরে সুখবর তো জানোই না!

মিররডল আপুর একটা সুখবর আছে। ফিরতে দেরী হবে। :)

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০৪

অপু তানভীর বলেছেন: নাহ। জীবনে আর নীলা হীরার দরকার নাই। গরীবের কপালে এতো সুখ সহ্য হবে না। :D

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০৭

ইন্দ্রনীলা বলেছেন: তাইলে কি ইমিটেশন পেতল?

মানে পিতলী বেগম।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:১১

ঢুকিচেপা বলেছেন: সুখবরটা কি ? সুখবরের মিষ্টি কোথায় ?

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:১৫

ইন্দ্রনীলা বলেছেন: সুখবরটা সুখবর।

নিজে এসেই বলুক।

মিষ্টি কি আমি খাওয়াবো নাকি সে ?

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩২

একলব্য২১ বলেছেন: এটা কি একটা নতুন সিরিজ হতে যাচ্ছে। আগের সিরিজের কোন continuation নাকি একদম নতুন মিরোরডলের ফরমায়েশ মত unpredictable সিরিজ।

তোমার লেখার যে বেঞ্চমার্ক তুমি সেট করছো এখানেও তার ব্যত্যয় হয়নি।

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৬

ইন্দ্রনীলা বলেছেন: হা হা না এটা মিররডডলের ফরমায়েস মত হলেও একটা স্বপ্নের গল্প ছিলো।
কনটিনিউয়েশন অব এন এন হা হা ।

থ্যাংক ইউ লাস্ট লাইনের জন্য।

আসলে আজকেই দিতে চাইনি।

ইনকমপ্লিট লেখাটা। একটা কারণে দিলাম হা হা

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৩

ঢুকিচেপা বলেছেন: “মিষ্টি কি আমি খাওয়াবো নাকি সে ?”
ওনার পক্ষ থেকে আপনিই খাওয়ান যেহেতু খবরটা দিলেন। আর উনি যখন খাওয়াবেন তখন আপনার ভাগ একটু বেশিই থাকবে অসুবিধা নাই।

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩৮

ইন্দ্রনীলা বলেছেন: আমি খাওয়াবো?

তার তো সব অস্ট্রেলিয়ান মিষ্টি।

আমাদের দেশী মিষ্টিতে চলবে?

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪২

ঢুকিচেপা বলেছেন: চলিবেক, চলিবেক খুব চলিবেক।
অস্টেলিয়ান মিষ্টি আপনার জন্য থাকলো, আমার দেশী হলেই চলিবেক।

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪৮

ইন্দ্রনীলা বলেছেন: ওক্কে তো এই রাত দুপুরে কই পাই?

ডিমের হালুয়া সুজির হালুয়া বানায় আনি?

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪৫

একলব্য২১ বলেছেন: প্রচ্ছদ সম্পর্কে বল। ছবিটি কবে আঁকা।

স্বপ্নের গল্প। মানে কাল্পনিক!!

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৫০

ইন্দ্রনীলা বলেছেন: কবে আঁকা জানিনা।

কে এঁকেছে তাও জানিনা।

এটা স্বপ্নের গল্প। মানে স্বপ্নে তার সাথে হয় দেখা। তাই নিয়ে

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৫৩

ঢুকিচেপা বলেছেন: ঠিক আছে ডিমের হালুয়া সুজির হালুয়া খেয়ে আপাতত পেট ঠান্ডা করি, পরে দিনের আলোয় মিষ্টি খাবো।

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৫৯

ইন্দ্রনীলা বলেছেন: তাইলে বানাতে যাই?

যাবো ?

১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:০৫

ইন্দ্রনীলা বলেছেন:

এই নাও সাদা মিষ্টি।:)

১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:০৬

ইন্দ্রনীলা বলেছেন:

এই নাও কালো মিষ্টি!!

১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:০৭

ইন্দ্রনীলা বলেছেন:

এই যে দই।

১৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:০৭

ইন্দ্রনীলা বলেছেন:
এবং কই :)

১৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:০৮

ঢুকিচেপা বলেছেন: Click This Link
কালো মিষ্টি খাওয়া কেন ?

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:১০

ইন্দ্রনীলা বলেছেন: আধা
খেয়ে ফেলছে এক গাধা।
সেটার আবার ফটো তুলেছে এক হাঁদা
হাঁদাটার দাঁত সাদা।

১৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:২৬

একলব্য২১ বলেছেন: ওয়াও! মিষ্টি ও দই দেখে খেতে ইচ্ছা করছে। যদিও কদাচিৎই মিষ্টি খাই। ওজন বেড়ে যাবে বলে মিষ্টি খাই না। এমনিতেই ওয়েট অনেক বেশী। ৮৯ কেজি। হা হা হা ...

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৪৯

ইন্দ্রনীলা বলেছেন: ৮৯ কেজি?
সত্যি!

আমি তো ভেবেছিলাম হ্যাংলা পাতলা ছেলে তুমি আমাদের অপু ভাইয়ার মত।

বগুাড়ার দই স্পেশাল খাওয়াবে মোদের বগুড়ার ছৈল।

কে বলোতো দেখি।

১৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১:৫৮

একলব্য২১ বলেছেন: সত্যিই ৮৯ কেজি। হাইট অনুযায়ী ওয়েট হওয়া উচিত ৭৬/৭৭ কেজি। ১০/১২ কেজি ওয়েট কমানো উচিত। :D

কে বগুড়ার ছেলে চিনি না।

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ২:০১

ইন্দ্রনীলা বলেছেন: বগুড়ার ছৈল দই খাওয়াবার ভয়ে চুপ আছে। হা হা

১৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ২:২৪

একলব্য২১ বলেছেন: তা হলে এই সিরিজটা হবে তোমার স্বপ্নের গল্প। তাই তো।

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ২:৩০

ইন্দ্রনীলা বলেছেন: হা হা স্বপ্ন স্বপ্ন গল্প বা গল্প গল্প সত্যি।

এত কিছু তো বলা যাবে না আগে গল্প আসুক!

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ২:৩৩

ইন্দ্রনীলা বলেছেন: আমার আছো তুমি শুধু তুমি

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ২:৪০

ইন্দ্রনীলা বলেছেন: আমার স্বপ্ন তুমি

১৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ ভোর ৫:০৩

নেওয়াজ আলি বলেছেন: ছবিতে নাঈমের চোখ বন্ধ আর নীলার চোখ খোলা। :D

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫১

ইন্দ্রনীলা বলেছেন: হ্যাঁ সে কানা ছিলো।

অন্ধ ভালোবাসায়। :(

২০| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৭:২৬

হাবিব বলেছেন: ছবিটা কি আপনার আঁকা?

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫২

ইন্দ্রনীলা বলেছেন: বলবো না!!

আমার লইজ্জা লাগে।

২১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৭:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই সিরিজে এই দম্পতির অন্তত আট দশটা বাচ্চা চাই। স্বপ্নের গল্প যেহেতু, সবই সম্ভব। আপনার সব গল্পেই শুধু টোনাটুনি। বাচ্চা-কাচ্চা থাকলে দাম্পত্য জীবন আরও সুখের হয় এটা নীলা আর নাইমকে বলে দিয়েন।

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫৩

ইন্দ্রনীলা বলেছেন: ৮/১০ বাচ্চা!

কি যে বলান?

আপনার মত নাকি!

না না নো বাচ্চা নো কাচ্চা! :(

টোনাটুনি টুন টুন
[native code]
}

২২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪৫

জুল ভার্ন বলেছেন: শুরুটা খুবই ভালো হয়েছে।
ধারাবাহিক অনেক সময় ঝুলে যায়-সেদিকটায় খেয়াল রাখতে হবে।

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫৪

ইন্দ্রনীলা বলেছেন: ভাইয়া
এত খেয়াল রাখতে পারবো কিনা জানিনা।

স্বপ্ন স্বপ্ন গল্প তো কইযে কখন চলে যায় আঁকা বাকা!

২৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০২

একলব্য২১ বলেছেন: দুর্দান্ত গান। অনেকবার শুনা। অনেক দিন বাদে আবার শুনলাম। বিশেষ করে আরতি মুখোপাধ্যায়ের গানটা। বেশ কয়েকবার শুনলাম। মাইন্ড ব্লোয়িং।

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:৫৫

ইন্দ্রনীলা বলেছেন: আমরা গাই এই গানগুলা।

নাঈম বেশি গায়।

রেকর্ডিং ও আছে।

এইখানে শেয়ার দিলে মারবে।

যা হিংসুটে। কাউকেই শুনাবে না।:(

২৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৭

ফুয়াদের বাপ বলেছেন: আহা! এটা যদি হয় গল্পপৃষ্ঠের পটভূমি তাহলে পরবর্তী বিস্তর লেখনী নিশ্চই আকর্ষনীয় হবে-আশাবাদ।

২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৪০

ইন্দ্রনীলা বলেছেন: আমারও এমনই আশাবাদ।

তবে টাইম নাই ভাই। :(

২৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৩

রাজীব নুর বলেছেন: সুন্দর লেখা।
তবে দই মিষ্টি ছড়াছড়ি কেন?
বার্গার আর কোক নেই?

২৪ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৪১

ইন্দ্রনীলা বলেছেন: রাজীবভাই ধন্যবাদ।

তবে বিয়েবাড়িতে আজও বার্গার কোক খাওয়ার প্রচলন হয় নাই। কি আর করা কন?

২৬| ০১ লা অক্টোবর, ২০২১ বিকাল ৫:৪৮

মিরোরডডল বলেছেন:




আচ্ছা কি নিয়ে মিষ্টি খাওয়া হচ্ছে একটু শুনি ।
আর আমার ভাগ কোথায় ?
আমাকে না দিয়ে তোমরা খাবে এটা কি করে সম্ভব !
চোখ লাগবে বলে দিচ্ছি ।

০১ লা অক্টোবর, ২০২১ বিকাল ৫:৫৯

ইন্দ্রনীলা বলেছেন: তুমি কবে আসো না আসো তাই আমাকেই খাওয়াতেড হলো মিররডল।
এখন এসে গেছো নিজেই খাওয়াও।

২৭| ০১ লা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:১৯

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: সুখবরটা সুখবর।


একটা সুখবর আছে কিন্তু এটাতো সামুর কারো জানার কথা না ।
তুমি কি করে জানলে #:-S


০১ লা অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৫৫

ইন্দ্রনীলা বলেছেন: আমি তো সবজান্তা!!! :)

২৮| ৩০ শে অক্টোবর, ২০২১ রাত ১০:৪৬

ঢুকিচেপা বলেছেন: এটার পরবর্তী পর্ব কই ?

৩০ শে অক্টোবর, ২০২১ রাত ১০:৫৪

ইন্দ্রনীলা বলেছেন: আপাতত বন্ধ আছে।

ইনশাল্লাহ আসবে।

সব ঠিক ঠাক থাকুক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.