![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিতি,
আমি চলে যাচ্ছি...
তোর থেকে অনেক দূরে...
নাহ, না ফেরার দেশে নয়, শুধুই বহু দূরে......
যেখান থেকে চাইলেই হয়ত ফেরা যায় কিন্তু আমি আর ফিরবো না।
এ আমার কোনো অভিমান নয়...
নয় কোনো ক্ষোভ, ক্রোধ বা দুঃখও...
এ শুধু চলে যাওয়া, তোর থেকে বহুদূরে....
এ শুধু প্রস্থানের পরে আমার ফিরে যাওয়া আমার বর্তমানে।
মিতি,
বহুদিন খুঁজেছি তোকে...
পথে, মাঠে, ময়দানে, রেস্তোরা বা শপিং মলে.....
কোথাও তোর ছায়াটাও মিলাতে পারিনি আমি.....
আচ্ছা নিজেকে কি করে এমন আচ্ছাদনে ঢেকে রাখতে পারলি তুই!
এ আমার এক বিশাল বিস্ময়!
অবশ্য তুই নিজেই এক বিস্ময়!
সেই ২০ বছর আগের তুই এক বিস্ময় হয়ে হঠাৎ এলি!
আবার একই বিস্ময় নিয়ে হারিয়েও গেলি!
যেন এক ভোজবাজী কিংবা অলীক মায়া!
ভাবতে আমার সব তালগোল পেঁকে যায়!
মিতি,
তুই চলে যাবার পর আমি নিঃস্ব হয়ে গেছিলাম...
আমার দিন, রাত্রী, সকাল দুপুর সবই একাকার হয়ে গিয়েছিলো...
আমি কাউকে বলতাম না সেসব কথা...
লুকিয়ে রাখতাম, নিজের ভেতরে।
মনে মনে সারাক্ষন তোরই সাথে চলতো আমার অবিরাম আলাপন।
একটা সময় জীবনের বাঁক বদল হলো...
তোকে পাবার আশা হারিয়ে গেলো...
কিন্তু তোকে খুঁজে পাবার আশা আমি কখনই ছাড়িনি।
আমি জানতাম, এই গ্রহে উপগ্রহে অন্তরীক্ষে তোকে আমি খুঁজে পাবোই।
আমার ভালোবাসার টানে তোকে আসতেই হবে ঠিক একদিন।
এতগুলো দিন পর, হঠাৎ দেখা তোর সাথে!
মাঝে কতগুলো দিন মাস বছর গেছে বলতো?
এত দিনের পরিবর্তনটাও ঠিক কম নয়,
তবুও এক নিমিষেই চিনে নিলাম তোকে।
শুকনো ছিপছিপে সেই আদল বদলে আজ এ এক অন্য তুই।
কথায় বার্তায় মননে মানসিকতায় পরিপক্ক পেশাদারিত্বের ছাপ।
চমকালাম থমকালামও!
এই কি সেই তুই!
হ্যাঁ এই সেই তুইই,
শুধু এতগুলো বছরের ফাঁকে হয়ে উঠেছিস আমার যোজন অচেনা একজন!
তবুও তোকে চিনবোনা? তাই কি হয়? তাই কি হতে পারে?
আমি ভুলে গেলাম আমার অবস্থান পারিপার্শ্বিকতা উচিৎ এবং অনুচিৎ,
আমি তখন ন্যায় অন্যায় জানিনে জানিনে জানিনে শুধু তোকেই জানি।
আমাকে সামনে দেখে খুব অবাক হয়েছিলি তাইনা?
হা হা হা দেখ আমার ভালোবাসা কতটাই খাঁটি ছিলো
আমি আর কিছুই ভাবিনি শুধুই তোকে ছাড়া।
অথচ হিসেবী তুই ঠিকই মাপজোকের খেলায় লেগে গেলি।
এই কি তুই!
যেই তুই এর উপর আমি ছাড়া আর কারো
চোখ তুলে চাইবার অধিকার ছিলোনা?
যেই তুই এর সকাল সন্ধা দিন রাত্রীর জুড়ে শুধু ছিলো একটাই নাম
আমার নাম।
সেই তুই এর চোখ তখন ভীষন যোগ বিয়োগ গুন ভাগে মত্ত।
আমি সামলালাম।
নিজেকে সামলালাম বড় কষ্টে।
বললাম, আমাকে ভুলে গেছিস নিশ্চয়!
তুই হেসে বললি তোমাকে ভুলতে পারি!
তাই কি হয়!
আমার বুকের উপর পাথর সরে গেলো।
হিমাচল ভেঙ্গে তখন বরফ শীতল স্রোতধারা।
এতদিনের বুকের ভেতরে জমা তীব্র শূন্যতা,
ভরে গেলো এক মুঠো বিশুদ্ধ বাতাসে।
মিতি আমাকে ভুলে যায়নি,
মিতি কি আমাকে ভুলতে পারে?
আমাকে ভুলে যাওয়া তো তার নিজেকেই ভুলে যাওয়া।
আহ আবার আমি শান্ত হবো।
আবার আমি পরিপূর্ণ হবো।
আমার মিতি আছে।
আমার আর কিছুই লাগবে না।
কিন্তু হায়- মানুষ ভাবে এক হয় আরেক
তারপর ???
(চলবে মিতি উপাখ্যান)
ছবি-https://artsandculture.google.com/asset/head-of-leda-leonardo-da-vinci/SwGU4hBCeg4FKw
১৯ শে মার্চ, ২০২২ রাত ১০:৩১
ইন্দ্রনীলা বলেছেন: মানে ইহা হলো নায়কের হঠাৎ দেখা হওয়া পর্যন্ত মনের কথা।
তারপর কি হলো উহা আসিবেক।
কিন্তু এত বড় লেখা লিখতে লিখতে আমি টায়ার্ড হয়ে গেলাম তাই থামলাম।
ইহা এক খানা গল্প কবিতা।
যেমন হয় গীতিনাট্য বা নৃত্যনাট্য।
২| ১৯ শে মার্চ, ২০২২ রাত ১০:৫৭
মিরোরডডল বলেছেন:
সত্যিই বিস্ময় !
আমিও ভেবেছি অনেক ।
একই শহরে ছিলো তোর আমার বসবাস ।
কিন্তু কোথাও হয়নি দেখা তোর সাথে আমার
পথে ঘাটে বা প্রান্তরে
সেই ভালো , আমি চাইনা তোর সাথে আমার আর কখনও দেখা হোক ।
যেন নয়, আসলেই সেটা ছিলো এক অলীক মায়া ।
আমরা কি ছিলাম দুজন দুজনার ক্ষণিকের অতিথি !
তুই চলে গেলি
বুকের মাঝে দিয়ে গেলি এক বিশাল ক্ষত
ভালোবাসা যত তীব্র ছিলো
ক্ষতটাও ঠিক ততই গভীর
দহনে জ্বলে পুড়ে অঙ্গার !
জীবন যেন থেমে গেলো ।
সময় পেরিয়ে বুঝলাম
আমাদের দুজনের পথ দুদিকে চলে গেছে
সেই ভালো, তুই আর কখনও ভুল করেও এ পথে আসিস না
আমি জানি একদিন তুই আমাকে খুঁজবি
সেদিন আমাকে আর পাবি না
আমি চলে গেছি বহুদূরে
আমাকে খুঁজে খুঁজে তুই ক্লান্ত হবি
শ্রান্ত হবি
তোর জ্বালানো আগুনে তুই জ্বলে পুড়ে অঙ্গার হবি
রিক্ত হবি, নিঃস্ব হবি
একটু একটু করে তুই মৃত্যুপথের পথিক হবি !
তাও দেখিস, আমাকে তুই আর পাবিনা
আমি চলে যাবো আরও দূরে
বহুদূরে ...........
১৯ শে মার্চ, ২০২২ রাত ১১:৩৩
ইন্দ্রনীলা বলেছেন: হা হা মিররমনি!!
তুমি দেখছি ছাই চাপা কবি!!!!!!!!
এতদিন কাব্য লেখোনি কেনো???
আমার মত এন্টার চাপা কাব্য তো লিখতে পারতে!!
যাইহোক নেক্সট পোস্ট যেন কাব্য হয় অবশ্যই।
৩| ১৯ শে মার্চ, ২০২২ রাত ১১:১৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার গীতিনাট্যের চেয়ে মিরোরডলেরটা ভালো হয়েছে।
তবে ওনারটায় জ্বালানো, পোড়ান, দহন, অঙ্গার, মৃত্যু এগুলি পড়ার পর একটু ভয় পেয়েছি।
আপনারটা একটু কোমল টাইপের আর ডলেরটার মধ্যে মায়া দয়ার একটু অভাব দেখলাম।
দুইজনকেই দুইটা ক'রে প্লাস দিলাম। আশা করি পরের বার আপনারটা ডলের চেয়ে ভালো হবে।
১৯ শে মার্চ, ২০২২ রাত ১১:৩৬
ইন্দ্রনীলা বলেছেন: কসম ভাইয়া আমিও মিররের কাব্য পড়ে এটাই ভাবছিলাম। তারটা আমার চাইতেও ভালো হয়েছে।
কিন্তু আমার কাব্যের গল্প তো মিরর জানেনা তাই একটু দহন পোড়ন জ্বলন জ্বালিয়েছে।
হা হা তোমার আশা নিরাশা নিয়ে তুমি বসে থাকো জানোই আমি অপকট কবি।
আমি ভুই করবো না ভুই কব্বো না।
সত্য কথন বলতে গিয়ে গীতিনাট্য খাট্য হলেও দমবো না!
৪| ১৯ শে মার্চ, ২০২২ রাত ১১:১৯
খায়রুল আহসান বলেছেন: বেশ দীর্ঘ উপাখ্যান, তবে আদ্যোপান্ত ভালো লেগেছে।
লিঙ্কটা মন্তব্যের ঘরে আবার দেবেন, কেননা পোস্ট থেকে কোন কিছু কপি-পেস্ট করা যায় না।
১৯ শে মার্চ, ২০২২ রাত ১১:৩৭
ইন্দ্রনীলা বলেছেন: একটু বেশি দীর্ঘ হয়ে গেলো তাই মাঝপথেই থামলাম ভাইয়া।
আর লিংকটা ছবিটার।
মানে লিওনার্দো দ্যা ভিঞ্চির আঁকা হেড অব লেডার সূত্র।
৫| ১৯ শে মার্চ, ২০২২ রাত ১১:৪০
মিরোরডডল বলেছেন:
আরে নাহ আপু ।
কাব্যতো দুরের কথা, আমি কিছু লিখিও না, লিখতে পারিওনা ।
তোমার লেখাটা এতো সুন্দর আর পড়তে এতো ভালো লেগেছে,
তাই তার সাথে কোররিলেট করে কিছু ট্রাই করলাম
১৯ শে মার্চ, ২০২২ রাত ১১:৫২
ইন্দ্রনীলা বলেছেন: একদম নো ঢং।
আর কিছু জানিনা নেক্সট টাইম কাব্য চাই।
মনে রেখো!!!
এইসব বলে লাভ নাই।
তুমি অবশ্যই লিখিবে।
কোনো অজুহাত চলিবেক লাই।
৬| ১৯ শে মার্চ, ২০২২ রাত ১১:৪৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: না, আপনারটাও সত্যিই অনেক সুন্দর হয়েছে। আপনার কাব্য থেকে অনুপ্রাণিত হয়েই মিরোরডল তার কাব্য রচনা করেছে।
তারপর??? এরপরে মনে হয় কাবাবে হাড্ডি পাওয়া যাবে।
মিরোরডল জ্বালানো পোড়ান নিয়ে একটা গানও লিখেছে। যে গান কম্পোজ করেছে এবং গেয়েছে আমাদের প্রিয় সোনাবীজ ভাই।
এই লিঙ্কে ডলের অসাধারণ গানটা পাবেন;
অথবা https://www.youtube.com/watch?v=1PYivD6lXt4 এই লিঙ্ক কপি করে দেখতে হবে।
ডলকে বলবেন গানটা নিজের গলায় গাইতে।
১৯ শে মার্চ, ২০২২ রাত ১১:৫৪
ইন্দ্রনীলা বলেছেন: সেইতো প্রথমে গান তারপর কবিতা!!!
কাজেই ছাই চাপা আগুন বের হচ্ছে এখন!!!!
মিররমনি নেক্সট টাইম গান শুনাবে। ওক্কে!!!!
৭| ২০ শে মার্চ, ২০২২ রাত ১২:০৬
মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হয়েছে।
২০ শে মার্চ, ২০২২ রাত ১২:১৪
ইন্দ্রনীলা বলেছেন: থ্যাংক ইউ!
৮| ২০ শে মার্চ, ২০২২ রাত ১২:১০
রাজীব নুর বলেছেন: মিতি উপখ্যান চলুক। পড়ে ভালো লেগেছে।
২০ শে মার্চ, ২০২২ রাত ১২:১৬
ইন্দ্রনীলা বলেছেন: থ্যাংক ইউ।
এটা কবিতা গল্প!!
৯| ২০ শে মার্চ, ২০২২ রাত ১২:২৩
অপু তানভীর বলেছেন: ভালোবাসার টানে কি মানুষ সত্যিই আসে?
তাহলে হয়তো তারও একদিন আসতে হবে !
মিতি উপাখ্যান চলুক ....
২০ শে মার্চ, ২০২২ রাত ১২:২৭
ইন্দ্রনীলা বলেছেন: হ্যাঁ মনে হয় আসে।
আসে এই ভুলটাই ভাঙ্গিয়ে দিতে যে হারানো কিছুই ঠিক আগের মতন থাকেনা.....
১০| ২০ শে মার্চ, ২০২২ রাত ১:০১
কালো যাদুকর বলেছেন: ভাল হয়েছে ৷ একটি গল্প বলতে গেলে তো বড় হবেই। চলুক।
২০ শে মার্চ, ২০২২ সকাল ১০:৫৭
ইন্দ্রনীলা বলেছেন: হা হা হ্যাঁ কবিতা স্টাইল গল্প।
মানে এন্টার চেপেই গল্পটাকে কবিতার আদল দেওয়া।
১১| ২০ শে মার্চ, ২০২২ সকাল ৮:২৫
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ সৌন্দর্যমন্ডিত সৃজন।
২০ শে মার্চ, ২০২২ সকাল ১০:৫৭
ইন্দ্রনীলা বলেছেন: অনেক ধন্যবাদ নেওয়াজ আলী ভাই।
১২| ২০ শে মার্চ, ২০২২ সকাল ১১:২৯
ফয়সাল রকি বলেছেন: প্রস্থানের পরেও তারপরের অপেক্ষায় রইলাম।
২০ শে মার্চ, ২০২২ সকাল ১১:৩৩
ইন্দ্রনীলা বলেছেন: হা হা ওকে তারপরের তারপরের শেষ কবে জানা নেই।
হয়ত আমৃত্যু বা মরনের পরেও।
তবে তার আগের কথাগুলির গল্প কবিতা লিখছি।
১৩| ২০ শে মার্চ, ২০২২ সকাল ১১:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
চলতে থাকুক এই উপাখ্যান, আপনি প্রস্থানের পর আবার ফিরলেন ভালোভাবে।
২০ শে মার্চ, ২০২২ দুপুর ১২:০৭
ইন্দ্রনীলা বলেছেন: আসা যাওয়ার পথের ধারে
কেটেছে দিন গান গেয়ে মোর
যাবার বেলায় দেবো কারে
বুকের কাছে বাঁজলো যে বীণ!!
১৪| ২০ শে মার্চ, ২০২২ বিকাল ৫:১৮
মিরোরডডল বলেছেন:
প্রোফাইল পিকটা অদ্ভুত সুন্দর লেগেছে !
অন্যরকম এক ভালো লাগা ।
২০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৩৯
ইন্দ্রনীলা বলেছেন: দলীয় নৃত্যে বর্ষবরণের ছবি সাদায় আর লালে .....
১৫| ২০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৫৩
মিরোরডডল বলেছেন:
নাহ আপু, তোমার প্রোফাইল পিক আগেই দেখেছি । সুন্দর ।
আমি বলতে চেয়েছি এই পোষ্টের যে ছবিটা, ভিঞ্চির আঁকা সেটা
২০ শে মার্চ, ২০২২ রাত ৮:১৭
ইন্দ্রনীলা বলেছেন: ওহ হ্যাঁ এটা হেড অব লেডা।
মানে আমার বড় দুই বোনের যে প্রোপিক সেই প্রোপিকটাই যখন ভিঞ্চিভাইয়া আঁকছিলেন তার পূর্বপুরুষ মানে পূর্বমহিলা মানে পূর্ব অঙ্কন।
২০ শে মার্চ, ২০২২ রাত ৮:২৩
ইন্দ্রনীলা বলেছেন: তুমি কি কেবলি ছবি.....শুধু পটে লিখা.... আমার প্রিয় লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ছবিগুলি
এই যে এটা!
১৬| ২০ শে মার্চ, ২০২২ রাত ৮:২২
ইন্দ্রনীলা বলেছেন: তুমি কি কেবলি ছবি.....শুধু পটে লিখা.... আমার প্রিয় লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ছবিগুলি
আমার বড় বইনের এই লেখাটা পড়ো।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০২২ রাত ১০:২২
একলব্য২১ বলেছেন: চলবে মিতি উপাখ্যান
এই বাক্যটির একটু ভাবসম্প্রসারণ করা যায়।