নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীও একদিন হয়ে যাবে শেষ আমাদের প্রেম তবু হবে নাতো ক্ষয়

ইন্দ্রনীলা

ইন্দ্রনীলা › বিস্তারিত পোস্টঃ

মিতি তোর স্বর্নপিঞ্জরে এক বন্দি পাখির গান...

২২ শে মার্চ, ২০২২ সকাল ১০:৫৯



মিতি,
তোকে ভালোবেসেই আমি শিখেছিলাম ভালোবাসার মানে,
ভালোবাসার নিখাঁদ কোমল রূপ তুইই আমাকে শিখিয়েছিলি,
তোর কারনেই আমি শিখেছিলাম সখী ভালোবাসা কারে কয়!

মিতি,
ভালোবাসা এক ঘোর,
ভালোবাসার প্রতিশব্দ "ঘোর" হওয়া উচিৎ ছিলো তাই নারে?
উফফ, সেই ঘোর আর বিভোরের দোলাচলে আজও বন্দি রইলাম আমি।

মিতি,
তুই হিসেবী!
তুই নিষ্ঠুর!
তুই হৃদয়হীনা!
তুই ভাঙ্গচুর!
তবুও তোর উপরে আমার একটুও রাগ নেই,
তোর জায়গায় অন্য কেউ হলে আমি তাকে ছিড়ে খুঁড়ে ভস্ম করে ফেলতাম।
কিন্তু তোর কাছে আসলে আমি শিশু হয়ে যাই।
এক শান্ত শিষ্ট অতি বাধ্য অবোধ অবুঝ শিশু।
আমার রাগ ক্ষোভ হিংস্রতা সব গলে হয় জল।

মিতি,
তুই আমার বুকের এক সমুদ্র শূন্যতা।
শুন্য করে দিয়ে চলে গেছিস বহুদূরে।
সেই অপূরণীয় ক্ষতি আর পূরণ হবে না।

মিতি,
তুই আমার হৃদয়ের একমাত্র ভালোবাসা।
তুই আমার জীবনের এক অমূল্য প্রাপ্তি।
আমি তোর উপর রাগ করতে পারি না।
তোর উপর আমার কোনো অভিমানও নেই।
কারণ, দ্বিধাহীনভাবে আমি জানি,
কে আমাকে এই পৃথিবীতে তার সবটুকু উজাড় করে ভালোবেসেছিলো।
আজও বাসছে, কার হৃদয়ের মনিকোঠায় আজও স্বেচ্ছাবন্দি আমি।
এই সোনার পিঞ্জর কেটে উড়ে যাওয়া যায় না।
এই বন্দিত্ব থেকে মুক্তিও চাইনা আমি আর।
এ দুঃসাধ্য, এ সুকঠিন.....
তোর হৃদয়ের জেইলখানার যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী আমি।

মিতি,
বহুদিন দূরে ছিলি তুই,
তোর জন্য আমার অনেক জমানো কথা ছিলো।
অনেক বেদনা বলার ছিলো।
তোর সেই আকস্মিক অন্তর্ধান এবং আকস্মিক প্রত্যাবর্তন,
দুইই আমার জন্য একই রকম বাঁধভাঙ্গা বেদনা এবং আনন্দের বাণ।

মিতি,
আজ আমার আর চাইবার কিছু নেই,
শুধু তোকে না দেখার কষ্টটাই কুরে কুরে খেয়েছে আমাকে।
আচ্ছা তুই নাই বা এলি আমার জীবনে
তাই বলে এমনি ভাবে হারিয়ে যেতে হয়!
তোকে আমি দেখবোনা,
মিতি বলে ডাকবোনা,
ভালোবাসি বলতে পারবোনা,
তুই কেমন আছিস জানবোনা,
এই কি হয় বল?
অনেক তো পেলাম জীবনে,
শুধু একটাই না পাওয়া সব পাওয়াকে ম্লান করে দিলো।

মিতি,
আজ শুধু একটা কথাই বলবো,
তুই আমাকে বড় ভুল বুঝেছিলি,
আমার ভালোবাসাকে তুই খাঁটি ভাবিসনি সেদিন।
আজ তোর চোখে জল, তুই সেই ভুলগুলো শুধরে নিতে চাস।
কিন্তু সব ভুল শোধরানো যায় না,
তুই আজ অবুঝ,
তুমি মানতেই চাসনা আমাদের যে দিন ভেসে গেছে,
সেই দিনগুলোতে ফিরে যাবার কোনো তরী নেই আজ।
তোর বুক ভাঙ্গা কান্না আমাকে কষ্ট দেয়।
আমি যত দুঃখ পাই, কষ্ট পাই-
আমি তোর কষ্ট কিছুতেই সইতে পারি না।

মিতি,
এতগুলো দিন পরে আমার অন্তত একটা শান্তি হয়েছে,
তুই আমাকে এখন আমার চাইতেই বেশি বিশ্বাস করতে পারিস।
তোর পাগলামী তোর উতলতা, তোর নিস্ফল আক্রোশ, তোর দুঃখ,
সবই তোর অনুশোচনার বহিঃপ্রকাশ।
আমার ইচ্ছে করে আমার বুক দিয়ে শুষে নেই তোর সব কষ্ট,
কিন্তু দিন দিন তুই দানবী হয়ে উঠছিস।


মিতি,
আবারও বলছি, সব ভুল শোধরানো যায় নারে।
ঠিক যেই ভুলে তোর স্বর্ণপিঞ্জরে বন্দি রইলাম আমি
ঠিক একই ভুলে তোর অনুশোচনায় বন্দি থাকবি তুই।
না এ আমার অভিশাপ নয়।
এ আমার দায়িত্ব।
আজ থেকে ২০ বছর আগে যে পথ ছিলো সুগম ও সরল,
সেই সরলরেখা আজ বক্ররেখায় পরিনত।
সব কিছু আর সহজসাধ্য নয় ঠিক সেই আগের মত।


মিতি,
নিজের যা ক্ষতি হলো মেনে নিয়েছি আমি।
তোর কোনো ক্ষতি আমি মানতে রাজী নই।
তোর সাজানো সংসার, তোর পারিপার্শ্বিকতা,
তোর আনন্দ উচ্ছলতা কোথাও এক রতি, এক চুল বৈষম্য,
এ আমার সইবে না ......
তাই চলে যাচ্ছি আমি, তোর থেকে বহুদূর,
আজকের এই উতলা রাধিকা তোকে ভোলা হবে না আমার,
কিন্তু তুই ভুলে যাস আমাকে।
তোর সোনার রাজ্যপাটে রাণী হয়ে থাক তুই,
ঠিক যেমন ছিলি আমাকে ছাড়া এতদিন.....

ছবি- হেড অব লেডা - লিওনার্দো দ্যা ভিঞ্চি

মন্তব্য ৩২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০২২ সকাল ১১:০৬

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর লেখা! +

২২ শে মার্চ, ২০২২ সকাল ১১:০৯

ইন্দ্রনীলা বলেছেন: অনেক ধন্যবাদ! :)

২| ২২ শে মার্চ, ২০২২ সকাল ১১:৩৭

ফয়সাল রকি বলেছেন: মিতি বিষয়ক মানপত্র B:-)

২২ শে মার্চ, ২০২২ সকাল ১১:৫০

ইন্দ্রনীলা বলেছেন: হ্যাঁ ইহা মিতি উপাখ্যান ২য় পাঠ।
১ম পাঠ এর পূর্ববর্তী পোস্টটি।

৩| ২২ শে মার্চ, ২০২২ দুপুর ১২:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: নিঝুম,
ভালোবেসে দূরে গেলি ক্যান্? এটাই কী ভালোবাসার মানে?
নিখাঁদ ভালোবাসা কারে কয়? তুই তো রইলো কাছে আমার টানে?
ভালোবেসে তুই'ই শিখিয়েছিস ভালোবাসা যে যাতনাময়,
আমি নীল বিরহে পুড়ি, বিষণ্ণতায় ভাসি, করিনি লাভ অনাময়।

নিঝুম,
কী ঘোর লাগা স্বপ্নগুলো আমার চোখে দিয়ে তুই হলি উধাও;
মোহে বিভোর আমি, তুই পালালি! আছিস আজ কোথায়?
আমায় বিষাদের জালে করে বন্দি
তুই পালানোর আঁটলি ফন্দি।

নিঝুম,
আমায় হিসেবী না বলে বলতে পারিস বেহিসেবী
তোর স্বপ্নে কেটে গেল অজস্র প্রহর, সে সময়ের মূল্য আমায় দিবি?
তুই আমায় বলতেই পারিস নিষ্ঠুর, অথচ নিজের মন দেখিস নি খুলে?
কোন সে মোহ মায়ার টানে দূরে গিল, আমায় ভুলে?
মন আমার কাঁচ ভাঙ্গা চুড়ি,
আর তুই তো স্বাধীন নাটাই ছেঁড়া ঘুড়ি;
তোর উপরও আর রেগে নেই আমি, শুধু হয়েছি অভিমানি
সব ভুলে আজ আমি অমাণী।

নিঝুম,
আমি তোর শূন্যতা ছিলাম না, তুই শূন্য করে দিলি বুক,
তোর প্রতিক্ষায় আজও হয়ে আছি অপেক্ষায় উন্মুখ;
দুজনায় হলে অভিমানি, কে খুঁজবে কার মন বল্ না তুই,
মনে আছে নিঝুম? তোকে আদর করে ডাকতাম বেলী বকুল জুঁই?

নিঝুম,
ভালোবাসা হারায়নি বুকের, তুইই আছিস এ হৃদয় জুড়ে
কাছেই আছিস, থাকিস যতই দূরে;
তুই আমার জীবনে মোহ মায়া, তোকে ছুঁয়ে পাই অনন্ত সুখ,
জানি, একদিন এসে দাঁড়াবিই আমার সম্মুখ।

নিঝুম,
দুজনই জানি দুজনার মনের অবস্থান, আমাদের দ্বিধাহীন ভালোবাসা;
সমঝোতায় আসতে পারিনি বলেই সময় হলো সর্বনাশা;
স্বেচ্ছায় দূরে গিয়েও কী থাকতে পারছিস আমায় ছেড়ে,
মনের সাথে যুদ্ধ করে উঠতে পারছিস পেড়ে?

নিঝুম,
তোর মনে আমি, আমার মনে তুই বন্দি আজীবনকাল;
না কখনো না, মন উঠোনে পড়বে না প্রেমের অকাল;
থাকি না হয় দূরে, তবুও কাছে আছি জেনে রাখিস
আমায় নিয়েই তুই মন ক্যানভাসে আমায় নিয়ে স্বপ্ন আঁকিস।

নিঝুম,
মন ছাড়া আর কিছুই চাই নারে, চাই শুধু তোকে
একদিন তুই সব অভিমান ভুলে ঠিক লুকাবি আমার বুকে;
বিরহ কষ্ট কেটে যাবে একদিন
হৃদয় তারে বেজে উঠবে সুখবীণ;
ভুল বুঝাবুঝির হোক ত্বরা অবসান;
ভালোবাসা ছাড়া জীবনের পুরোটাই ম্লান।

নিঝুম,
ভুলগুলো শুধরে নিলেই হয়, মানুষ তো নয় ভুলের উর্ধ্বে
আয় না আবার স্নান সাড়ি দুজন প্রেমের রোদে,
জীবন যে একটাই, তবুও কী ভুল বুঝে থাকবি দূরে?
মনের তারে তুই আজও বাজিস সুখ সুরে।

২২ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৩৫

ইন্দ্রনীলা বলেছেন: বাহ বাহ!
মিতি উপাখ্যানের আরও দুই পর্বের এক পর্বে মিররডল আরেক পর্বে তুমি থেকে গেলে ছবি আপু। :)

৪| ২২ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৫৬

আহমেদ জী এস বলেছেন: ইন্দ্রনীলা,



দীর্ঘ এই আফসোসের কবিতাটি পড়ে মনে হলো, কবি যাকে ভালোবাসেন, সে; আর যে কবিকে ভালোবাসে তারা জীবনে কখনই এক নয়!

কবিতার সারাৎসার মনে হয় এমন -
মিতি কবিকে শিখিয়েছিলো কি করে ভালোবাসতে হয় । শিখিয়েছিলো কি করে বেঁচে থাকতে হয় । কি করে হাসতে হয় শিখিয়েছিলো তাও । শিখিয়েছিলো কি করেই বা কাঁদতে হয় ।
কিন্তু মিতি চলে যাবার আগে শিখিয়ে যায়নি কি করে ভুলতে হয় মিতিকে ।

এতো কিছুর পরেও কবির স্বগতোক্তি - যদি ভেঙেই দিতাম তবে এই সম্পর্ক আমি গড়ে তুলতাম না । আশা না থাকলে এই স্বপ্নও আমি সাজাতাম না । বিশ্বাস রেখেছি আমি তোমার বিশ্বস্ততায় । যদি ভরসা না-ই করতাম তবে আমার হৃদয়ের অংশ করে তুলতাম না তোমায় ।

ঠিক কিনা ?

২২ শে মার্চ, ২০২২ দুপুর ১:০৫

ইন্দ্রনীলা বলেছেন: কিন্তু মিতি চলে যাবার আগে শিখিয়ে যায়নি কি করে ভুলতে হয় মিতিকে

মিতি ভুল বুঝেছিলো। কবি ভুলবে কি ভুলবে না সেসব ভেবেও দেখেনি। এতটাই ভুল যে ভেবেছিলো যে টার মনে হয়েছিলো কবির জন্য ভুলে যাওয়া বা নতুন নিয়ে মেতে ওঠা তার জন্য কোনো ব্যপারই না।

কিন্তু মিতি ভুল ছিলো।

কবি না ফিরে এলে এ কথাও মিতির জানা হত না।


আর কবি আসলে খুব একাকী একজন। এই পার্থীব জগতের মানুষজন ঘেরা পৃথিবীতে থেকেও সে সবার মাঝে একা। সে ভাবে বা মিতিই ভাবে কবি শুধু তাহার সঙ্গেই বেঁধেছিলো তার প্রাণ সূরের বাঁধনে। মিতি জানে নাই শুধু জানেনাই সে কি পেয়েছিলো অজানা সাধনে।

৫| ২২ শে মার্চ, ২০২২ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়েছে।
মিতি নামটা মন্দ নয়।

২২ শে মার্চ, ২০২২ রাত ৯:০১

ইন্দ্রনীলা বলেছেন: ধন্যবাদ রাজীবন ভাই।

মিতি মন্দ নয় কিন্তু তিমি নামটা কেমন যেন।
বাকপ্রবাস ভাই এই নাম দিলেন মিতিকে তো এখন ভুটকু মনে হচ্ছে তিমির মত।

৬| ২২ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
২য় পর্বের উপাখ্যানও ভাল হয়েছে।+++

২২ শে মার্চ, ২০২২ রাত ৯:০২

ইন্দ্রনীলা বলেছেন: ধন্যবাদ মাইদুলভাই।

৭| ২২ শে মার্চ, ২০২২ বিকাল ৪:০৯

জটিল ভাই বলেছেন:
মিতি,
তুমি সব স্মৃতি।
তোমাতেই শুরু,
তোমাতেই ইতি।

২২ শে মার্চ, ২০২২ রাত ৯:০২

ইন্দ্রনীলা বলেছেন: মিতি
স্মৃতি
এখন ইতি।

৮| ২২ শে মার্চ, ২০২২ রাত ৮:৪৫

বাকপ্রবাস বলেছেন: মিতি, তিমি পরিমাণ ভালবাসা ভেসে যায় আটলান্টিক জলে

২২ শে মার্চ, ২০২২ রাত ৯:০৩

ইন্দ্রনীলা বলেছেন: মিতি এখন আটলান্টিকের তিমি।

সাগরে ভাসছে।

৯| ২৩ শে মার্চ, ২০২২ রাত ১২:০৫

রাজীব নুর বলেছেন: মিতি কে উলটো করে লিখলে তিমি হয়। সেটা আমি দেখেছি।
মিতি মানুষের নাম। তিমি হলো মাছের নাম। মানুষের নাম তিমিহয় না। আমি আজ পর্যন্ত দেখিনি। আপনি দেখেছেন?

২৩ শে মার্চ, ২০২২ রাত ১২:০৮

ইন্দ্রনীলা বলেছেন: না দেখিনি এমনকি ইলিশ রুই চিতল বোয়াল হতেও দেখিনি। তবে ফলের নাম সব্জীর নাম দেখেছি।

লেবু পটল বেদানা পেয়ারা

আনারস আম জাম এসব দেখিনি এমনকি কুমড়ো ঢেড়সও না। :)

১০| ২৩ শে মার্চ, ২০২২ রাত ৩:০৬

নেওয়াজ আলি বলেছেন: অনেক সুন্দর!
খুব ভালো লাগলো।

২৩ শে মার্চ, ২০২২ রাত ১০:০০

ইন্দ্রনীলা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

১১| ২৩ শে মার্চ, ২০২২ সকাল ৯:২০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নিখাদ ভালোবাসার কবিতা।

২৩ শে মার্চ, ২০২২ রাত ১০:০১

ইন্দ্রনীলা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া।

১২| ২৩ শে মার্চ, ২০২২ সকাল ১০:৫১

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে।

২৩ শে মার্চ, ২০২২ রাত ১০:০১

ইন্দ্রনীলা বলেছেন: অনেক ধন্যবাদ।

১৩| ২৩ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হয়েছে।

২৩ শে মার্চ, ২০২২ রাত ১০:০৩

ইন্দ্রনীলা বলেছেন: অনেক ধন্যাবাদ।

১৪| ২৩ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:৪৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব ভালো হয়েছে কবিতা। ছবি আপুরটাও অনেক ভালো হয়েছে।

২৩ শে মার্চ, ২০২২ রাত ১০:০৩

ইন্দ্রনীলা বলেছেন: থ্যাংক ইউ সো মাচ।

১৫| ২৬ শে মার্চ, ২০২২ সকাল ১১:৫৭

মিরোরডডল বলেছেন:




তুমি এবং ছবিপু দুজনের কবিতা ভালো লেগেছে ।
বাহ ! বিষয়টা চমৎকার !
তোমার নেক্সট লেখায় কে কবিতা লিখবে তাই ভাবছি, এটা কনটিনিউ হলে অন্যরকম মজা হবে :)






১৮ ই জুলাই, ২০২২ রাত ৩:০৫

ইন্দ্রনীলা বলেছেন: কেউ তো আর লিখলো না! :(
আমরাই লিখতাম না হয়।

১৬| ১৬ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:২২

খায়রুল আহসান বলেছেন: মিতি উপাখ্যান ভালো লাগছে।
মানুষের জীবনটা ভুলে ভরা। এক সময় শ্রান্তি এসে ভ্রান্তির ভার লাঘব করে দিয়ে যায়। মানুষ ঘুমিয়ে পড়ে, নতুন করে ভুল স্বপ্ন দেখে।
পোস্টে প্লাস। + +

১৮ ই জুলাই, ২০২২ রাত ৩:০৬

ইন্দ্রনীলা বলেছেন: ভুল ভ্রান্তি আর অলিক মায়া নিয়েই ছুটে চলে মানুষ এক মরিচিকার পিছে।

এরই নাম জীবন।

অলিকের পিছে ছুটে চলাতেই আসলে হয়তি জীবনের আনন্দ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.