![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজাত কবি - একটি ছদ্ম নাম । যেখানে কবি তার সমাজের অসঙ্গতি তুলে ধরতেই পছন্দ করেন।
আয়নাকথন: ১৩
ভুতুড়ে সব দেয়ালগুলো
নতুন করে রং মাখা,
নতুন দিনের নতুন গানে
ঘুরবে পুরান সেই চাকা!
খুঁজে খুঁজে পাবি না রে
হুতুমপেচাঁর চোখদুটো!
সাহস নিয়ে রাত্রি চলিস
শক্ত করে ধর মুঠো!
খুব সহজে ভাঙ্গবে শিকল
শক্ত করে মার লাথি;
সুচের গুতোয় কাত হবে ঠিক
মোটা-তাজা ঐ হাতি।
-অজাত কবি
২৯ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৩২
অজাত কবি বলেছেন: ধন্যবাদ
২| ১৯ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৫১
রাজীব নুর বলেছেন: ভালো।
২৯ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৩৩
অজাত কবি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০২৩ রাত ৮:১৮
বাকপ্রবাস বলেছেন: সুন্দর