![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের বাংলা শব্দের ভান্ডার খুবই বিশাল। কিন্তু কিছু কিছু ব্যাপার খেয়াল করলে এতোই হাসি পায়, যে থামতেই চায় না...
কিছু উদহারণ দেওয়া যাক।
আমি যে ভাদাইম্যা প্রজাতির পোলা, সেটা সবাই জানে।
আমার একমাত্র কাজ-ই হল ফেইসবুক গুতানো। সারাদিন মোবাইল নিয়েই পড়ে থাকি!
আমার এই অবস্থা দেখে একদিন মুরুব্বি প্রজাতি’র একজন হাক দিয়ে বলে উঠলো “তোর কি কাজ কাম নাই?”
এবার আসা যাক বিশ্লেষনে। উনি আমাকে জিজ্ঞাসা করলেন, আমার কি কোন কাজ কাম আছে কিনা।
আমরা সবাই কাজ মানে জানি। কিন্তু, ‘কাম’?
আমি ‘কাম’ এর ইংরেজি মানে যতদুর জানি, তা হল এর মানে “সেক্স”!! কাজ এর সাথে তাহলে এই ‘কাম’ এর কি সম্পর্ক?
দু’টো শব্দ একসাথে বলাটা একটা রীতি হয়ে গিয়েছে। যাক, এটা নিয়ে আর কিছু না বলি...
বাংলা ভাষার আরেকটি বহুল ব্যবহৃত শব্দ “মহিলা”।
“মহিলা” শব্দ এর একটা অংশ হল ‘মহি’, আর এই ‘মহি’ মানে হল ‘মৃগিরোগী’।
অর্থাৎ মহিলা হইলো সেই প্রজাতি, যারা কিছুক্ষন পর পর-ই মৃগি উঠবে এবং অজ্ঞান হবে।
রাস্তা দিয়ে যাবার সময় দেখি এক ছেলে তার সাথে থাকা মেয়েটিকে বলছেঃ
“ও রমনী, তুমি করেছো আমায় বশ
সিঙ্গারা’র সাথে তুমি কি খাবে সস?”
আচ্ছা, তোমরা কি “রমনী” শব্দটি’র সাথে পরিচিত? না বলবে, এমন কাওকে আমি খুজে পাবো না অবশ্যই!
এখন আসি বিশ্লেষনে...
রমনী এর ব্যাস বাক্য হলঃ রমন কার্যে পারদর্শী যে।
তুমি কি ‘রমন’ মানে জান? আশা করি জান না
রমন মানে শারীরিক সম্পর্ক স্থাপন করা।
হাঃ হাঃ হাঃ
কোন ব্যাটায় যে এইগুলান বানাইসে... :p :p
ছোটবেলায় বাক্য গঠন পড়তাম “লাঙ্গল কাঁধে, কৃষক চলে”
এই লাঙ্গল শব্দের উৎপত্তি কিন্তু ‘লিঙ্গ’ শব্দ থেকে।
নতুন ফসল জন্মদানে সহায়ক বিধায় এর নাম হল ‘লাঙ্গল’।
হাসতে হাসতে গড়াগড়ি খাই, যখন দেখি আমাদের এরশাদ আঙ্গেল এত মার্কা রেখে এই ‘লাঙ্গল’ মার্কা-ই তার দলের প্রতিক হিসাবে ব্যবহার করে
ভুল-ত্রুটি হলে, আপন গুনে ক্ষমা করে দিবে।
ক্ষমা না করলে বুঝবো, আপনার সেই গুন নাই।
১৭ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৬
অক্ষরসৈনিক বলেছেন: ধইন্যা...
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১২ রাত ৯:০৮
সাত সাগেরর মাঝি বলেছেন: Valo laglo. Thanks