![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন একদিন হুট করে আপনি তার কাছে জানতে চাইলেন সে আপনাকে কেন ভালোবাসে? সে সাথে সাথে টপ টপ করে কবিদের মত করে অনেক গুলো কারন বলে আপনার চোখ দিয়ে পানি নিয়ে আসতে পারে। তার উত্তর গুলো শুনে তাকে হয়তো আপনি জড়িয়ে ও ধরতে পারেন। আচ্ছা এইবার একটু অন্যভাবে চিন্তা করেন তো। এই মানুষ টা আপনার মধ্যে থাকা যেইসব কারন গুলোর জন্য আপনাকে ভালোবাসে, এইসব গুন গুলা যদি আপনার মধ্যে না থাকতো তাহলে কি সে আপনাকে ভালোবাসতো নাহ? যেই সব কারন গুলো দেখে সে আপনাকে ভালোবেসেছে এই সব কারন গুলো যদি হুট করে আপনার মধ্য থেকে চলে যায় তবে কি আপনার প্রতি তার ভালোবাসা ও হুট করে চলে যাবে? কি সাংঘাতিক ব্যাপার তাই নাহ? আচ্ছা সত্যি কি ভালোবাসতে হলে কোন কারনের দরকার হয়? সে দেখতে স্মার্ট, এক রকস্টার এর সাথে তার পরিচয় আছে। তার ঠোঁটের নিচের দিকে একটা তিল আছে, সে খুব সুন্দর করে কথা বলে তাই তাকে ভালো লাগে এইগুলা সব ফালতু কথা। যুক্তি বা কারন দেখিয়ে কখনো ভালোবাসা যায় না। একজন মানুষকে কয়েক সেকেন্ড দেখার পর সারাজীবন তার সাথে কাটিয়ে দেওয়ার কথা মাথায় চলে আসে কেন আসে তার কোন উত্তর নেই, তাকে কেন ভালোলাগে জানি না। তাকে ভালোলাগে বলেই ভালোলাগে এই জন্য তার ঠোঁটের নিচে তিল থাকার প্রয়োজন নেই। তুমি আমাকে কেন ভালোবাসো এই প্রশ্ন শুনে যেই মানুষটা কোন উত্তর খুজে না পেয়ে ভ্যাবাচেকা খেয়ে আপনার দিকে তাকিয়ে থাকবে বুঝবেন সেই মানুষ আপনাকে ভালোবেসেছে একদম আপনাকে। এই নিয়ে সুনীল এর একটা কথা আছে ' আমি তোমাকে ভালেবাসি তোমার কোন রুপের জন্য না কোন গুনের জন্য না, তোমাকে ভালো না বেসে থাকতে পারি না বলে ভালোবাসি'।
©somewhere in net ltd.