![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল অর্জনই বিফলে যাবে, যদি তা কোন মানব কল্যাণে না আসে ।আমার অস্তিত্বও সময়ের স্রোতে বিলীন হয়ে যাবে, যদি এ মুখখানা মানুষের নয়নে না ভাসে ।মানুষ হাজার বছর বাঁচে না, বাঁচে তার কর্ম ।বড় সাধ হয়, যদি কপালে সয়...ফেসবুক: http://www.facebook.com/ThisIsSohan
সেদিন ক্লাস শেষে ফিরছি যখন, চারিদিকে তুমুল বৃষ্টি । একটা দর্শনীয় স্থান অতিক্রম করার সময় লক্ষ্য করলাম, ছেলেমেয়েরা নানান স্টাইলে লুতুপুতু ভালবাসা প্রদর্শনে মত্ত ।
☺ এক মেয়েকে দেখলাম ছাতার নিচে জড়িয়ে ধরে বসে আছে ।
☺ আরেকজনকে দেখলাম কয়েকজন সুদর্শন তরুণের হাতে ক্যামেরা দিয়ে এক তরুণের বুকে মাথা রেখে ছবি তুলছে । ইউনিফর্ম পরিধান করা ছিল । সেই ছেলে, মেয়ের কী হতে পারে পাঠক নিজ দায়িত্বে বুঝে নিবেন ।
☺ আরেক মেয়েকে দেখলাম আঁচল দিয়ে ঢেকে রেখেছে...
বয়ফ্রেন্ডকে!
সামনে দিয়ে তিনটা♥মেয়ে যাচ্ছিল । আমি ভাবলাম ‘বাহ্ সিঙ্গেল।’
কিছু একটা বলে দৃষ্টি আকর্ষন করবো যখন ভাবছিলাম,
দেখলাম আমার আগেই একছেলে ফাতরামি করতে গিয়ে ‘stupid’ আখ্যা পেল!
বিপদ সংকেত শুনে ওভারটেক করে নিরাপদ দূরত্বে থেকে বাকি পথ এলাম...হাহ্!
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
আপনের লগে কেউ আছিলো না?
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৪
ওমর এন সোহান বলেছেন: জি ইরফান ভাই,
আমার সাথেও একজন মানুষ ছিল তো,
আমার ক্লাসের বন্ধু জাহিদ!!
৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৭
আমাবর্ষার চাঁদ বলেছেন: আরে ভাই এখনো টাঙ্কি মাইরা বেড়ান!!!.............
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৬
ওমর এন সোহান বলেছেন: ছিঃ! কি যে বলেন না!
বয়স হয়েছে না?! এখন আর এসব করলে মানাবে নাকি...!
৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৮
অর্থনীতিবিদ বলেছেন: ব্যাপারগুলো দুঃখজনক। সামাজিক বিধি নিষেধগুলো এখন অনেক হালকা হয়ে গেছে। যার ফলে ছেলে মেয়েরা এখন খুব সহজেই সম্পর্কে জড়িয়ে পড়ে এবং শরীর কেন্দ্রীক ভালোবাসায় মত্ত হয়ে উঠে। একটি মুসলিম প্রধান দেশের জন্য এ ধরণের ঘটনা অশনি সংকেত বৈকি।
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৩
ওমর এন সোহান বলেছেন: সঙ্কেত দিয়ে এখন আর কাজ হয়না,
এই জেনারেশনের অনেক ছেলেমেয়ের নেটওয়ার্ক "আইসি" দুর্বল...!
অভিভাবক ভাল সঙ্কেত দিলেও গ্রহণ করতে পারেনা!!
৫| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৪৫
পরোবাশি২০১৩ বলেছেন: They are free to do what they like...who cares!!!
০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫২
ওমর এন সোহান বলেছেন: True.
৬| ২৩ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫২
ইকরাম বাপ্পী বলেছেন: কি তুরু তুরু করে নাকি?
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৩
সদয় খান বলেছেন: :-D