নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাঁচতে চাই, অর্জন করতে চাই।

ওমর এন সোহান

সকল অর্জনই বিফলে যাবে, যদি তা কোন মানব কল্যাণে না আসে ।আমার অস্তিত্বও সময়ের স্রোতে বিলীন হয়ে যাবে, যদি এ মুখখানা মানুষের নয়নে না ভাসে ।মানুষ হাজার বছর বাঁচে না, বাঁচে তার কর্ম ।বড় সাধ হয়, যদি কপালে সয়...ফেসবুক: http://www.facebook.com/ThisIsSohan

ওমর এন সোহান › বিস্তারিত পোস্টঃ

ট্রাংক খুলতেই মিলল জীবন্ত স্কুল ছাত্রী!

১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৭

বাংলাদেশ প্রতিদিন-এ "ট্রাংক খুলতেই মিলল জীবন্ত স্কুল ছাত্রী" শিরোনামে লেখাটি না পড়লে, সত্যিকারের প্রেমের টান ক্যামন হয় বোঝাই যাবে না! O.O



বাসে করে নিয়ে যাওয়ার পথে যাত্রীদের সন্দেহে ট্রাংক খুলে মেয়েটিকে উদ্ধার করা হয় ।



অপহরণকারী মনির (১৮) জানায়,

.....মেয়েটিকে তার পছন্দ হয়েছিল, তারপর পরিকল্পনা মাফিক ভাই মোর্শেদকে (১২) সাথে নিয়ে মেয়েটিকে তার বাসা থেকে অপহরণ করে । তাদের বোন আগে সে বাসায় ভাড়া থাকতো, সে সুত্রে আগে যাতায়াত ছিল ঐ বাড়িতে।

সেসময় থেকেই পছন্দ....।

ছেলে কিন্তু মেধাহীন নয়! ! অক্করে ১৮বছর হাওয়ার পরই প্রেম-বাসনা পূরণ করতে যাচ্ছিল।



ইতিহাস হয়ে রইবে!



*মেয়েটার ক্ষতি হয় নি জেনে এই লেখাটি পোস্ট করা হল। তবে অপরিণত মানসিকতা সমাজে কী ধরণের অভিনব সমস্যার সূত্রপাত ঘটাতে পারে, তার আরো একটা নমুনা দেখলাম।



বেশ কিছুদিন আগে ফেসবুকে পছন্দের মেয়ের সাথে সখ্যতা গড়ে ওঠায় নিজের সহপাঠীকে মেরে ফেলার মতো ঘটনাও ঘটিয়েছিল ফাইভ সিক্সে পড়ুয়া এক ছেলে ।



উপরওয়ালা কী আমার মনে প্রেম দেয়নাই? :(

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৬

ফিলিংস বলেছেন: তোমার নেশায় উদ্বেলিত দেহের সকল গ্রন্থি,

ক্ষিপ্ত হব, দৃপ্ত হব, হব চরমপন্থি।

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৬

ওমর এন সোহান বলেছেন: বিরল প্রতিভা! দারুণ মন্তব্য করেছেন। ;)

২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪

ডরোথী সুমী বলেছেন: কী যে সব হচ্ছে!

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৮

ওমর এন সোহান বলেছেন: কী আর হবে...। দেশটা রসাতলে যেতে আর দেরী নেই, বুঝলেন?! :(

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৮

শায়মা বলেছেন: পাগল মানে বদ্ধ পাগল হবার লক্ষন আছে এই ছেলের মাঝে। কারাগারে রাখা হৌক!:(

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৭

ওমর এন সোহান বলেছেন: কারাগার থেকে আবার কারে বস্তাবন্দী করে নিয়ে পালায়...। O.O
অভিনব যত কায়দাকসরত, এই ছেলের ভাল জানা আছে মনে হচ্ছে...!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.