নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আল্লাহ আমাকে একজন নারী হিসাবে সৃষ্টি করেছেন আর আল্লাহর সিন্ধান্তে আমি সন্তুষ্ঠ আছি।

ওমেরা

শালীনতাই সৌন্দর্য্য

ওমেরা › বিস্তারিত পোস্টঃ

****** এলো মেলো কিছু কথা *****( ছবিব্লগ )

০৫ ই মে, ২০১৮ রাত ১২:৩১



আমার ভাপু ( মলাসইলমুইনা ভাইয়া ) যার গুনের কোন শেষ নেই। উনি ভাল কবিতা লিখেন , ভাল গল্প লিখেন তবে আরো বেশী ভাল লিখে ন বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল।ভাপুর সেরা কমেন্টার এটা তো ব্লগের সবাই জানে । ছাত্র থাকাকালীন উনি ভাল ক্রিকেট ও খেলতেন।
আমার ভাপুর কন্ঠও খুব সুন্দর,যদিও উনি গান গায় না, তবে উনার কন্ঠের অপূর্ব সুন্দর আজান আমি শুনেছি । কয়েকদিন আগে ভাপুর আরো একটা গুনের পরিচয় জানলাম । ভাপু উনার নিজের হাতে আঁকা এই ছবিটা আমাকে গিফ্ট করেছেন ।
ভাপুর অনেক পছন্দ সমুদ্র পাহাড় আর সবুজ অরন্য তিনি সেটাই তার চিত্রে তুলে ধরেছেন । আমি আসলে একটা নাদান প্রশংসাটাও ঠিকমত করতে পারি না ।



যাক এবার আমার নিজের কিছু প্রশংসা করি ।আমি ছোট্ট বেলা থেকেই অনেক চঞ্চল ছিলাম ৫ মিনিটের বেশী স্থির হয়ে বসে থাকতে পারতাম না, এখনো সেই রকমই আছি। কোন কাজ পারি না তবে যা করি ঝটপট চটপট । যে কাজে ধৈর্য ও সময় লাগে সে কাজ আমি পারি না করতে চাইও না যেমন , সেলাই বা ছবি আঁকা। এগুলো আমার দ্বারা হবে না তাই কখনো চেষ্টাও করি নাই ।
এখানে ক্লাস সিক্সে প্রথম সেমিষ্টারে আর্টের কয়েকটা ক্লাস হল এবার পরিক্ষা, কি আর করব পাশ তো করতে হবে । চোখের পানি নাকের পানি এক করে কাকের ঠ্যাং বকের ঠ্যাং একেই ফেল্লাম ।



তবু টিচারের সে কি প্রশংসা । টিচারে এত প্রশংসা পেয়ে রং পেন্সিল আর কখনো হাতে না নিলেও, সেটাকে বাঁধাই করে রেখে দিয়েছি ভবিষ্যতে যাতে নাতি,পুতির কাছে গল্প করতে পারি ।
সিক্সেরই শেষ সেমিষ্টারে ছিল সেলাই । বিপদে পরলে নাকি বাঘে মহিষে একঘাটে জল খায় আমারও সেই অবস্থা ! সুই এর ভিতর কি ভাবে সূতা ভরতে হয় তাইতো জানি না কিন্ত এক সপ্তাহে সেলাই করে ফেল্লাম ।



এটা দেখে আমার সেলাই টিচার কি বলেছিল জানেন ? বলেছিল “ আমি মনে হয় এত সুন্দর করে সেলাই করতে পারতাম না । হি হি হি ।

কিছু ছবি আছে যা দেখলে আমার মন মূহুর্ভাতেই ভাল হয়ে যায় , যে গুলো দেখে আমি স্বপ্ন দেখি , সত্যি কি যে অপূর্ব সুন্দর লাগে এই ছবি গুলো ।






ইষ্টেফান বয়স ৯২ বছর ,ইংরিদ বয়স ৯১ বছর তাদের বিবাহীত জীবনের বয়স ৭১ বছর । বয়সের ভারে ইষ্টেফান হাঁটা চলা করতে পারে না আর ইংরিদ অন্ধ ।কিন্ত তারা কাউকে কেউ ছেরে যায় না, তারা একজনের চোখে দেখে আরেকজনের পায়ে হেঁটে পথ চলে ।



আর এই ছবিটা আমি চাঁদগাজী ভাইয়ে গিফ্ট করলাম যদিও ছবিটা ভাল তুলতে পারি নাই।


ষ্টকহোমের কুন্সতা গুর্ডেনে অনেক চেরি গাছ প্রতি বছর এপ্রিলের শেষ ও মের প্রথমে körsbärsblomning হয়। সে এক অপূর্ব দৃশ্য ।
সবাইকে চেরিফুলের শুভেচ্ছা ।


মন্তব্য ৬৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৮ রাত ১২:৪২

শামচুল হক বলেছেন: চাঁদগাজী ভাইয়ের জন্য পেঁচা-- খিক খিক -- -

০৫ ই মে, ২০১৮ রাত ১:০৬

ওমেরা বলেছেন: জী , তাই এত খিক ,খিক করার কি হল ! চাঁদ গাজী ভাইয়ার এটা পছন্দ তো ।

আপনার জন্য ধন্যবাদ ভাইয়া।

২| ০৫ ই মে, ২০১৮ রাত ১২:৪৭

শায়মা বলেছেন: আরে আমিও আজকে মলাসঈলমুইনাভাইয়ার কথাই ভাবছিলাম। কোথায় গেলো ভাইয়াটা???


ভাইয়াকে বলো তো আমি ভাইয়াকে মিস করছি!!!!! :(


এত জ্ঞানী গুনী ভাইয়াকে আমরা হারাতে চাইনা! :(

০৫ ই মে, ২০১৮ রাত ১:০৮

ওমেরা বলেছেন: ভাপু খুব শীঘ্র ব্লগে সবার মাঝে ফিরে আসবে আপু। অনেক অনেক ধন্যবাদ ।

৩| ০৫ ই মে, ২০১৮ রাত ১:১৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এই যাহ্! আপনার এই পোস্টটাতো আমার চোখেই পড়েনি! তার মানে আপনার ভাপু আবার ফিরে আসছেন?

০৫ ই মে, ২০১৮ রাত ১:১৬

ওমেরা বলেছেন: ইনশা আল্লাহ! আসবে আমার ভাপু।আপনাকে অনেক ধন্যবাদ।

৪| ০৫ ই মে, ২০১৮ রাত ১:১৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খবরটা জানানোর জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ! শুভকামনা! ভালো থাকুন।

০৫ ই মে, ২০১৮ রাত ১:২৫

ওমেরা বলেছেন: আপনাকে আবারও অনেক ধন্যবাদ সম্রাট।

৫| ০৫ ই মে, ২০১৮ রাত ১:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পোস্ট পড়লাম, কমেন্ট না করে পালিয়ে গেলে কেমন হয়!!!:(

আমি আর কারো সাথে ঝামেলা করবো না!!!:(

#ছোট বাচ্চার ঘটনা বুঝি নি??
#körsbärsblomning" কোন ভাষার শব্দ??

০৫ ই মে, ২০১৮ রাত ১:৩০

ওমেরা বলেছেন: একা একা তো আর ঝামেলা করা যায় না ।

ছোট্ট বাচ্চার ছবি আমার পছন্দ ।
Körsbär চেরি blommor ফুল।

সুইডিশ ভাষা ।

ধন্যবাদ।

৬| ০৫ ই মে, ২০১৮ রাত ১:২৩

মাআইপা বলেছেন: ছবিব্লগের ছবিগুলো খুব সুন্দর হয়েছে। আপনার দুটিও খুব ভাল হয়েছে।
আপনার ভাপু’কে খুব মিস করি।
শুভ কামনা রইল।

০৫ ই মে, ২০১৮ রাত ১:৩২

ওমেরা বলেছেন: আমার ভাপু খুব শীঘ্রই আপনাদের মাঝে ফিরে আসবে । অনেক ধন্যবাদ মাআইপা।

৭| ০৫ ই মে, ২০১৮ রাত ১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: ছবি গুলো সুন্দর ।+

০৫ ই মে, ২০১৮ রাত ১:৩২

ওমেরা বলেছেন: ধন্যবাদ সেলিম ভাইয়া।

৮| ০৫ ই মে, ২০১৮ রাত ১:৪৯

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ পেঁচার ছবির জন্য।
বাংলা নববর্ষের প্যারেডে পেঁচার প্লাকার্ড থাকায় বাংগালীরা পেঁচা-বিরোধী হয়ে গেছে।

মাঠের একপ্রান্তে, একটা নির্জন বাড়ীতে আমাদের গরু ছাগল থাকতো, আমি ওখানে থাকতাম; নির্জনতার কারণে কিছু পেঁচা থাকতো সেই বাড়ীর বনে; সন্ধ্যার আগে বেরিয়ে আসতো; আমাকে ভয় পেতো না; তখন থেকে পেঁচার প্রতি আমার একটা টান আছে।

০৬ ই মে, ২০১৮ রাত ১১:৪৬

ওমেরা বলেছেন: অনেক অমিলের মাঝে আপনার সাথে আমার একটা জিনিস মিলেই গেল, পেঁচা পাখি আমি বাস্তবে কখনো দেখি নাই বাধাই করা এই পেঁচার ছবিটা খুব পছন্দ করেই কিনে ছিলাম কয়েক বছর আগে যদি বাসার সবার কাছে কিছু বকাও শুনেছিলাম কিন্ত এখনো এটাকে আমি আমার ঘরে যত্ন করেই রেখেছি । অনেক ধন্যবাদ ভাইয়া।

৯| ০৫ ই মে, ২০১৮ রাত ১:৫৭

শুভ_ঢাকা বলেছেন: হাই ওমেরা। কেমন আছেন। আপনার ভাপুতো নিশ্চয়ই আসবে।আর বরাবরের মতো শুভ ভাইয়াও আপনার লেখা পড়ে যাবে নিরবে নিভৃতে। অনেক অনেক শুভ কামনা রইলো।গড ব্লেস ইউ। এখন ব্যস্ত পরে এসে লেখা পড়ে যাবো।

০৬ ই মে, ২০১৮ রাত ১১:৪৭

ওমেরা বলেছেন: অনেক ধন্যবাদ।

১০| ০৫ ই মে, ২০১৮ সকাল ৯:০৩

তারেক_মাহমুদ বলেছেন: কিছু সুন্দর ছবি দেখা হল, পাশাপাশি আপনার ভাপুর খবরও জানা গেল, উনাকে ব্লগের অনেকই মিস করছেন, সেই কবে ডুব দিয়েছেন আর দেখা নেই।

০৬ ই মে, ২০১৮ রাত ১১:৪৯

ওমেরা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

১১| ০৫ ই মে, ২০১৮ সকাল ৯:৫৫

রাজীব নুর বলেছেন: চেরি ফুল অনেক সুন্দর।
আচ্ছা, এই ফুলের কি গন্ধ আছে?

০৬ ই মে, ২০১৮ রাত ১১:৫১

ওমেরা বলেছেন: ঠান্ডার দেশ তো এদেশের কোন কিছুতেই গন্ধ তেমন নেই , ফুলেরও নেই। অনেক ধন্যবাদ আপনাকে।

১২| ০৫ ই মে, ২০১৮ সকাল ১০:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তুমি ছবি আঁকতে পারো না, সেলাই করতে পারো না- এসব কথা তো ঠিক মনে হচ্ছে না। এই পোস্টে যে দুটো নমুনা দিয়েছ, তাতে কারো কাছেই ঠিক মনে হবে না। তোমার সেলাইয়ের কাজটা তো ফ্যান্টাসটিক।

ভালো থেকো ওমেরা বুবু। শুভকামনা রইল।

০৭ ই মে, ২০১৮ রাত ১২:০৯

ওমেরা বলেছেন: দাদু ভাইয়া কেমন আছেন ? ছোট্ট বোন নয়ন তারা কেমন আছে ? দাদু এগুলো অনেক কষ্ট করেই করে ছিলাম আর কখনো চেষ্টও করা হয়নি।

অনেক ধন্যবাদ দাদু ভাইয়া?

১৩| ০৫ ই মে, ২০১৮ বিকাল ৪:৩১

মনিরুল ইসলাম বাবু বলেছেন: আপনার আকা ছবি আর সেলাই দারুণ !

০৭ ই মে, ২০১৮ রাত ১২:১০

ওমেরা বলেছেন: যতই সুন্দর বলেন আমার পক্ষে আর সেলাই করা সম্ভব না ভাইয়া । অনেক ধন্যবাদ ভাইয়া।

১৪| ০৬ ই মে, ২০১৮ রাত ১:৪৫

সুমন কর বলেছেন: সব মিলিয়ে পোস্ট ভালো লাগল।

০৭ ই মে, ২০১৮ রাত ১২:১১

ওমেরা বলেছেন: আপনার ভাল লাগায় আমি খুশী হয়েছি ভাইয়া । অনেক ধন্যবাদ ভাইয়া।

১৫| ০৮ ই মে, ২০১৮ সকাল ৮:৩৩

নীল-দর্পণ বলেছেন: কী সুন্দর সেলাই ! আর কী সুন্দর ছবি! মানুষের এত্ত এত্ত গুণ বলেই আমার কোন গুণ নাই। যাই হোক অন্যের গুণ দেখেই চোখ পুড়াই থুক্কু জুড়াই । :P আপনার ভাপুকে বলবেন সাবধানে থাকতে, আমি যেকোন সময় উনার আঁকা ছবি চেয়ে বসতে পারি ছোঁচার মত।

১১ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৫

ওমেরা বলেছেন: আপু মনি আপনি ব্লগে আসেন না কেন ? যাও আসেন চুপি চুপি । ভাপু ও নাকি আর আসবে না আপুমনি ।অনেক ধন্যবাদ আপুমনি ।

১৬| ০৯ ই মে, ২০১৮ রাত ১২:৩১

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার পোস্ট।

১১ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৫

ওমেরা বলেছেন: ধন্যবাদ ভাইয়া !

১৭| ০৯ ই মে, ২০১৮ রাত ১:২৭

প্রামানিক বলেছেন: কাকের ঠ্যাং বকের ঠ্যাংও তো কম মন্দ হয় নাই। ভালই লাগল। ধন্যবাদ

১১ ই মে, ২০১৮ বিকাল ৩:৩৮

ওমেরা বলেছেন: ইয়া আল্লাহ !! ভাইয়া তাহলে কি অনেক মন্দ হয়েছে :((

:D অনেক ধন্যবাদ ভাইয়া।

১৮| ১২ ই মে, ২০১৮ রাত ১:০৬

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ছবিগুলো খুব সুন্দর লাগল

১২ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৬

ওমেরা বলেছেন: তাই !! তাহলে গতকাল রাত ৯ টায় তোলা একটা ছবি আপনাকে দিলাম ।

১৯| ১২ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

জুন বলেছেন: ওমেরা আপনার লেখাটি যেমন সহজ সরল আন্তরিক তেমনি ছবিগুলোও পছন্দ করেছেন । অদ্ভুত মায়াময়। আর আপনার গুনের পরিচয়ে মুগ্ধ হোলাম। চেরী ফুলের ছবিটি বাধিয়ে রাখার মতই।
শায়মার মত বলতে চাই আমিও পোষ্ট লিখলে সহব্লগার মলাসইলমুনার বুদ্ধিদীপ্ত এবং প্রজ্ঞাসম্পন্ন মন্তব্যগুলো ভীষন মিস করি। উনি কোথায় এখন জানেন কি ?

১৩ ই মে, ২০১৮ রাত ১:২৬

ওমেরা বলেছেন: আপু কেমন আছেন ? অনেক খুশী হয়েছি আপনার মন্তব্যে , আমার আন্তরিক ধন্যবাদ নিবেন আপু ।

আপু মলাসইলমুইনা ভাইয়া যেখানে ছিলেন সেখানেই আছেন , ভাল আছেন ! ভাপুর সাথে মাঝে মাঝে কথা হয় উনাকে ব্লগে আসতে অনেক অনুরোধ করেছি কিন্ত উনার Height অনেক বেশী তো আমার মত ছোট মানুষের কথায় পাত্তাই দেয় না !
আবারও অনেক ধন্যবাদ আপু ।


২০| ১৩ ই মে, ২০১৮ রাত ১:৩৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার ভাপু তো মনে হয় অভিমান করেছেন।

১৩ ই মে, ২০১৮ রাত ২:০৬

ওমেরা বলেছেন: তা তো জানি না।

২১| ১৩ ই মে, ২০১৮ সকাল ১১:৪৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনারই তো ভালো জানার কথা!

১৬ ই মে, ২০১৮ সকাল ১১:১৪

ওমেরা বলেছেন: আমার যতটুকু জানার কথা ততটুকু আমি জানি, খুব বেশী জানতে চাইনি, জানিও না। ধন্যবাদ।

২২| ১৬ ই মে, ২০১৮ দুপুর ২:২৭

জাহিদ অনিক বলেছেন:


কেমন আছো ওমেরা ?
মলাসঈলমুইনা ভদ্রলোক গেলেন কোথায় ?

১৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৪

ওমেরা বলেছেন: আলহামদুল্লিলাহ । আমি ভাল আছি অনিক ।আপনি কেমন আছেন?

যাবেন আর কোথায় হয়ত আসবে আবার ফিরে কখনো আমার ধারনা।

অনেক ধন্যবাদ অনিক।

২৩| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৩:২৬

মোস্তফা সোহেল বলেছেন: দরুন ছবি ব্লগ!ধন্যবাদ ওমেরা।

১৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৪

ওমেরা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ সোহেল ভাইয়া।

২৪| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:২৮

মনিরা সুলতানা বলেছেন: ওমেরা আর ওমেরার ভাপু'র গুনের পরিচয়ে মুগ্ধ হলাম :)
চমৎকার পোষ্ট।

১৭ ই মে, ২০১৮ রাত ৩:০২

ওমেরা বলেছেন: আপুনি আমি এখনো ভাপু ও আপনাদের মত গুনী হইনি। আমার ওগুলো বিপদে পড়সে বাঘেও ঘাস খায় এর মত। দোওয়া করবেন আপুনি আমার জন্য এই রমজানে। অনেক ধন্যবাদ আপুনি।

২৫| ১৬ ই মে, ২০১৮ রাত ১১:২৩

Mysterious Mystery বলেছেন: এলোমেলো কথা পড়ে এবং কিছু ছবি দেখে,, নিজের এলোমেলো চিন্তা ও মন দুটোই ভালো হয়ে গেলো, ধন্যবাদ নেবেন প্রিয় লেখিকা।

১৭ ই মে, ২০১৮ রাত ৩:০৩

ওমেরা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

২৬| ১৭ ই মে, ২০১৮ রাত ২:০০

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: আপনার গিফট গ্রহণ করলাম কিন্তু রাত নয়টায় সুর্য অস্ত যাবার ছবি বিষয়টা বুঝলাম না আপু।

১৭ ই মে, ২০১৮ রাত ৩:০৭

ওমেরা বলেছেন: আমাদের এখানে এখন দিন অনেক বড় যেমন আজকে সূর্যউদয় হয়েছে রাত ২:৪১ ও সূর্য অস্ত গিয়েছে রাত ৯:২১ এ ।
ধন্যবাদ।

২৭| ১৭ ই মে, ২০১৮ সকাল ৭:৫২

সোহাগ তানভীর সাকিব বলেছেন: ছবির পাশাপাশি তথ্যগুলিও ভালো লেগেছে।

১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৯

ওমেরা বলেছেন: ধন্যবাদ।

২৮| ১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৫৪

মিরোরডডল বলেছেন: চেরি ফুল আমার খুব প্রিয়
চমৎকার ছবিগুলো

১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:৫১

ওমেরা বলেছেন: সুন্দর ফুল সবারই প্রিয় হয় । অনেক ধন্যবাদ।

২৯| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:১৬

মিথী_মারজান বলেছেন: প্রথম ছবিটা খুবই সুন্দর!
আপনার ড্রইং আর সেলাইও খুব সুন্দর।
মলাসইলমুইনা ভাইয়ার পেইন্টিংটা দেখতে বি টি ভির ওয়েদার নিউজের ছবির মত হয়েছে। মনেহচ্ছে ওটাতে স্টিক রেখে নিউজ প্রেজেন্টার আমাদের উচ্চচাপ নিম্নচাপের জায়গাগুলো চিনিয়ে দিবেন। হা হা।
কেমন আছেন আমাদের প্রিয় ভাইয়াটা?
একদিন জোর করে বেঁধে উনাকে ফিরিয়ে আনুন তো!

পোস্টে ভালোলাগা ওমেরা আপু।:)

১৭ ই মে, ২০১৮ রাত ১০:৪৮

ওমেরা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু আমার সেলাই আর ড্রয়িং এর প্রশংসা করার জন্য ।
আলহাদুল্লিলাহ! ভাপু ভাল আছে।

আবারও অনেক ধন্যবাদ আপু।

৩০| ৩০ শে মে, ২০১৮ রাত ১১:১৯

সোহানী বলেছেন: হাঁ উনি অনেকদিন থেকেই মিসিং....... উনার বিরহে আমরা কাতর....................

৩১ শে মে, ২০১৮ রাত ১২:০৯

ওমেরা বলেছেন: ভাপু ও আপনাদের মিস করছে আপু আমার বিস্বাস উনি শীঘ্রই ফিরে আসবে । ধন্যবাদ আপু।

৩১| ১৫ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক সুন্দর। অনেক সুন্দর।

১৬ ই জুন, ২০১৮ রাত ১:০১

ওমেরা বলেছেন: ইদ মোবারক ভাইয়া।

৩২| ১৮ ই আগস্ট, ২০২২ রাত ১১:৩৭

খায়রুল আহসান বলেছেন: ভাপু'র আঁকা ছবিটা অত্যন্ত চমৎকার ও দৃষ্টিনন্দন হয়েছে। আপনার আঁকা ছবিটাও এবং সূচীকর্মটাও।
পোস্টে দশম প্লাস। + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.