নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আল্লাহ আমাকে একজন নারী হিসাবে সৃষ্টি করেছেন আর আল্লাহর সিন্ধান্তে আমি সন্তুষ্ঠ আছি।

ওমেরা

শালীনতাই সৌন্দর্য্য

ওমেরা › বিস্তারিত পোস্টঃ

বিলেডেট শুভ জন্মদিন ও ব্লগ বর্ষপূর্তিতে শুভেচ্ছা মলাসইলমুইনা ভাইয়াকে ( আমার ভাপু)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬







আমার ভাপু ( মলাসইলমুইনা ভাইয়া ) উনার সাথে পরিচয় প্রায় পাঁচ বছর আগে। আমার আগের ব্লগে উনার সাথে আমার ব্লগীয় সম্পর্ক বেশ ভাল ছিল। যদিও ব্লগে আমি দুষ্টামীই করতাম সবার সাথে, কিন্ত ভাপুর সাথে আমার সেরকম সম্পর্ক ছিল না। ভাপুর জ্ঞানগর্ভ লিখা ও চমৎকার সব কমেন্ট পড়ে ভাপুর প্রতি আমার মনে জন্ম নিয়েছিল অনেক সন্মান আর শ্রদ্ধা।

সেই ব্লগ থেকে চলে আসলাম, এখানে লিখা শুরু করলাম, আমার একটু ভুলের কারনে সমস্যার মুখামুখি হলাম। সমস্য জরজর্রিত সেই মূহুর্তে আমি ব্লগ না ছাড়লে কি যে আতংকে সময় পার করেছি সেটা একমাত্র আমি আর আমার আল্লাহ জানেন। যখনই ব্লগ উপেন করে নতুন কোন কমেন্টের নোটিফিকেশন পেতাম কি যে ভয় লাগত কমেন্ট দেখার আগেই ভাবতাম না জানি কে কোন অভিযোগ নিয়ে এসেছে। ঠিক সেই মূহুর্তে একদিন একটা নোটিফিকেশন পেলাম — মলাসইলমুইনা আপনার হিপ হিপ হুররে পোষ্টে কমেন্ট করেছেন । সেটা ছিল সেপ্টেম্বর এর ছয় তারিখ।

কি অদ্ভুত নাম আমি তো উচ্চারণই করতে পারি না! পোষ্টে গেলাম কমেন্ট দেখে আরো একটু ঘাবরে গেলাম, উনার কমেন্টের ধরন দেখে মনে হচ্ছিল উনি আমার সম্পর্কে জানেন। উনার ব্লগে গেলাম তখন দেখলাম মাত্র কয়েক মিনিট আগেই উনার নিকটা উপেন করেছেন ভয়টা আরো বাড়ল।
যাই হোক আস্তে আস্তে উনার সাথে কমেন্টে ইন্টারএকশন বৃদ্ধি হল কিন্ত তখনো আমি জানিনা উনি কে, এর কিছু দিনপর এক ব্লগার আমাকে নিয়ে পোষ্ট দিল উনি সেখানে প্রতিবাদ করলেন, আমি তখন উনাকে বলেছিলাম “ ভাপু আপনাকে আমার জন্য কাউকে কিছু বলতে হবে না আপনি শুধু আমাকে বিস্বাস করেন আমি কারো লিখা চুরি করি নাই। ভাপু তখন বলেছিল আমি তো জানি আপনি লিখতে পারেন আপনি কেন অন্যের লিখা চুরি করবেন,তখন ভাপু উনার পূর্ব নাম বলে, বলেন আমি আপনার সেই ভাইয়া।

আমি তখন বলি ভাইয়া আমি আফরা। ভাপু তখন বলেন,” আমি জানি আপনি আফরা, আপনাকে অনেক ব্লগ ফেসবুকে খুঁজতেই খুঁজতেই এই ব্লগে এসে পেয়েছি। আমি জেনেই আপনার পোষ্টে কমেন্ট করেছিলাম। আমি তো আপনার জন্যই এখানে এসেছি।
ভাপুর কথা শুনে সেদিন খুব অবাক যেমন হয়েছিলাম খুশী হয়েছিলাম তার চেয়েও অনেক অনেক বেশী। উনার মত একজন হাই এডুকেডেট,সন্মানিত লোক আমাকে খুজে বের করছেন ।
এর পর ভাপু আমার জন্য যা কিছু করেছেন তা সবই ব্লগের সবারই জানা।
উনার পরিচয় জানার পর আমি উনাকে ভাইয়াই বলতে চেয়েছি কিন্ত আমার কাছেও আর উনিও আমার ভাপু ডাকটাই পছন্দ করেন তাই উনি আমার ভাপু হয়েই থাকবেন সবসময় ।
পাঁচ বছর আগে ভাপুর প্রতি গড়ে উঠা সন্মান, শ্রদ্ধা একটু কমেনি বরং সেটা ডাল পালা গজিয়ে অনেক অনেক প্রসারিত হয়েছে যেমন ব্লগীয় সম্পর্ক ছারিয়ে আমাদের সম্পর্ক এখন ব্যক্তিগত ভাবে ।

আসলে ভাপু এত জ্ঞানি, গুনি , বিচক্ষন একজন লোক তাকে নিয়ে বলার বা লিখার যোগ্যতা আমার নেই ।

পহেলা সেপ্টম্বর ছিল ভাপুর বার্থডে আর ছয়ই সেপ্টেম্বর ভাপুর ব্লগে একবছর পূর্ন হয়েছে তার জন্য আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য আমার বানানো গরম গরম জিলাপি ।



ভাপু বিলেডেট জন্মদিনে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা , আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন ও আপনার আগামী দিন গুলো হোক সুন্দর ।

মন্তব্য ৮০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭

কোয়েজার বলেছেন: জিলেপিগুলো ভাল হইছে ! :)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

ওমেরা বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

পদ্মপুকুর বলেছেন: ইনিরে আমি ভালা পাই।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

ওমেরা বলেছেন: আপনিও ভাল ভাইয়া । অনেক ধন্যবাদ ভাইয়া ।

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:

নাইমুলইসলাম

ব্লগার মলাসইলমুইনাকে জন্মদিনের শুভেচ্ছা।
পোষ্টের শেষ লাইনটাতে সিমানটিক ভুল আছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

ওমেরা বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাইয়া ।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগলো আপনাদের কেমিষ্ট্রি । শুভ জন্মদিন মলাসইলমুইনা ভাই।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

ওমেরা বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

তারেক ফাহিম বলেছেন: শুভ জন্মদিন মলসাইলমুইনা ভাইয়া ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

ওমেরা বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

মলাসইলমুইনা বলেছেন: আমাকে একবছর বেশি বুড়ো বানিয়ে দেবার দেশি বিদেশী চক্রান্ত মানি না, মানব না !!!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

ওমেরা বলেছেন: শুভ জন্মদিন ও বর্ষপুর্তিতে অভিনন্দন ভাপু।

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভাপু কি?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

ওমেরা বলেছেন: ভাইয়া যেমন একটা ডাক তেমনি ভাপু।

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

স্রাঞ্জি সে বলেছেন:
এই জিলাপি ঠাণ্ডা হয়ে গেছে।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

ওমেরা বলেছেন: কে বলেছে ঠাণ্ডা হয়ে গেছে! এখনো এত গরম জিহ্বা পুড়ে যাবে ।

অনেক ধন্যবাদ ।

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইলো

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

ওমেরা বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

কাওসার চৌধুরী বলেছেন:



ব্লগার মলাসইলমুইনাকে জন্মদিনের শুভেচ্ছা।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

ওমেরা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ।

১১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

করুণাধারা বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা, মলাসইলমুইনা।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

ওমেরা বলেছেন: ধন্যবাদ আপু।

১২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: শুভেচ্ছা রইল।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

ওমেরা বলেছেন: আপনাকে ধন্যবাদ ।

১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫২

সনেট কবি বলেছেন: তাঁর জন্য অনেক শুভ কামনা।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৬

ওমেরা বলেছেন: অনেক ধন্যবাদ সনেট কবি ভাইয়া।

১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৫

ওমেরা বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৯

রাজীব নুর বলেছেন: আপনাদের দুজনের জন্য শুভ কামনা।
ভালো থাকুন। সুস্থ থাকুন।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৫

ওমেরা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকেও।

১৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০৬

মলাসইলমুইনা বলেছেন: প্রিয় ওমেরা,
আপনার এই জিলিপি পোস্ট পরে বিলেটেড লজ্জ্বা পেলাম আর অনেক কিছু শিখলাম I আমার মতো বারোভাজা ব্লগারের ব্লগে এক বছর পূর্তি আর এক বছর বেশি বুড়ো হওয়া নিয়েও যে একটা ব্লগ পোস্ট কেউ লিখতে পারে সেটা না দেখলে সত্যি বিশ্বাস্য মনে হত না I যাক, নিজের পড়াশোনার আর আরো হরেক ব্যস্ততার মাঝে আমার ব্লগ আর বয়স সংক্রান্ত বহুবিধ তথ্যাবলী মনে করার জন্য I

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৫

ওমেরা বলেছেন: যত ব্যাস্ততাই থাকুন জীবনের কিছু কিছু কথা কখনো ভুলা যায় না ভাপু । অনেক ধন্যবাদ ভাপু।

১৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১২

সূর্যালোক । বলেছেন: আমার তো আগে জানানোর সুযোগ হয়নি । এখন জানাচ্ছি । শুভ জন্ম দিন । আপনারা ভাল থাকুন ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪০

ওমেরা বলেছেন: আল্লাহ আপনাকেও ভাল রাখুন ।

ধন্যবাদ আপনাকে ।

১৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২২

কিশোর মাইনু বলেছেন: শুভ জন্মদিন মলাসইলমুইনা ভাইকে।

আর ওমেরাপুর জন্য আমার ব্লগবাড়িতে বেড়াতে আসার আমন্ত্রণ রইল।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৭

ওমেরা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৩

মনিরা সুলতানা বলেছেন: বাহ!! দারুণ দারুণ !
অনেক অনেক শুভেচ্ছা মলা ভাইয়া, শুভ জন্মদিন :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৭

ওমেরা বলেছেন: ধন্যবাদ আপুনি।

২০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল আপু,

আপনার ভাপুকে অভিনন্দন।
যে মিথোস্ক্রিয়া আপনার ও আপনার ভাপুর মধ্যে বর্তমান তা বয়ে চলুক জীবনভর।
দুজনকেই অফুরান শুভেচ্ছা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯

ওমেরা বলেছেন: আনেক আনেক ধন্যবাদ ভাইয়া।

২১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫৮

মলাসইলমুইনা বলেছেন: প্রিয় ওমেরা,
আমার মতো রসকষহীন ব্লগলেখকের বর্ষপূর্তিতে আপনার জিলাপি পোস্টে শুভেচ্ছা জানানো সবাইকে আমার পক্ষ থেকে রসালো ও সহৃদয় শুভেচ্ছা জানিয়ে দেবেন I আমার পক্ষ থেকে সবাইকে আরো জানিয়ে দেবেন প্লিজ যে সহব্লগারদের এই আন্তরিকতাতেই ব্লগলেখার জীবনটা স্বর্গীয় হয়ে আছে আমার কাছে I আপনাকে আলাদা করে আর শুভেচ্ছা জানালাম না I আপনার জন্য সব সময়ই আছে সেটা অনেক অনেক |

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৪

ওমেরা বলেছেন: আমি জানি তো সেটা আমার জন্য সব সময়ই আছে ভাপু।

২২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২২

মেহেদী হাসান হাসিব বলেছেন: জন্মদিন পার হয়ে গেছে, এখন কী শুভেচ্ছা জানানো যাব? যাক বা না যাক, শুভ জন্মদিন মলাসইলমুহনা!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১০

ওমেরা বলেছেন: ধন্যবাদ অনেক।

২৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

জাহিদ অনিক বলেছেন: মলাসইলমুইনাকে জন্মদিনের শুভেচ্ছা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১০

ওমেরা বলেছেন: ধন্যবাদ।

২৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

উম্মে সায়মা বলেছেন: মলাসইলমুইনা ভাইকে জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১১

ওমেরা বলেছেন: ধন্যবাদ।

২৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৮

মলাসইলমুইনা বলেছেন: এই যে জিলিপি পোস্টের লেখিকা, ডেজার্ট না আসল খাবার দাবারের আয়োজন করুন মানে নতুন লেখা চাই এবং তাড়াতাড়ি I যে শ্রীরই হোক না কেন আপনার রিকোয়েস্ট আমি রেখেছি কিন্তু লেখা পোস্ট করে !

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩১

ওমেরা বলেছেন: ভাপু তার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ ভাপু। আমি তো আপনার মত লিখতে পারি না ভাপু তবু লিখব।

২৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: দুজনকে ই অভিনন্দন। জন্ম দিন এবং বর্ষপূর্তি দুটো ই সাফল্য লাভ করুক। এমন একটি পোস্ট করে আপনি দারুন উদারমনা হিসেবে বিবেচিত হয়ে থাকবেন। এমন ই হওয়া উচিত।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৯

ওমেরা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

২৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

জুন বলেছেন: .শুভ জন্মদিন প্রিয় ব্লগার মলাসইলমুনা। ওনার সাথে সাথে আপনাকেও ফুলেল শুভেচ্ছা ওমেরা।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১২

ওমেরা বলেছেন: কি সুন্দর ফুল ! অনেক ধন্যবাদ আপু ফুলের জন্য।

২৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৮

রাকু হাসান বলেছেন: জন্ম দিনের অনেক অনেক শুভেচ্ছা মলাসইলমুইনা :) ভাইয়া ,সাথে আপনাকেও শুভেচ্ছা । আপনি পোস্ট না দিলে জানাই হতো না :-B দীর্ঘদিন পদচারণা হোক ব্লগে আপনাদের ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২১

ওমেরা বলেছেন: আপনার শুভেচ্ছায় আমরা আনন্দিত । অনেক ধন্যবাদ আপনাকে।

২৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৩

রাকু হাসান বলেছেন: পোস্টটি লাইক দিয়েছেন
রাকু হাসান
Mehedi Hasan Hasib
মলাসইলমুইনা
কাওসার চৌধুরী
কাউয়ার জাত ,ইহা কি ? :( :(
স্রাঞ্জি সে

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৭

ওমেরা বলেছেন: ইহাকে তো আপনারই ভাল জানার কথা। আপানাকে পঞ্চান্ন বছরের রিমান্ড দেওয়া
হবুচন্দ্র রাজার গবুচন্দ্র সেনাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) কাউয়ার জাত ।


অনেক ধন্যবাদ।

৩০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

রাকু হাসান বলেছেন: হাহহাহা দেখেছেন তাহলে B-) B-) :) । জিলাপি গুলো আরেকটু ভালো হলে ভালো হত । B-)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২০

ওমেরা বলেছেন: আবার হা হা হা হা ( ভাগ্য ভাল ইহা মনে হয় বন্ধী না হলে) আপনার রিমান্ড আরো ছাব্বিশ বছর বাড়ানো হত ।

এর চেয়ে ভাল কি ভাবে করব আমি তো আমার যোগ্যাতা সবটুকু ঢেলেই এরকম বানিয়েছি ।

৩১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আফরা - ভাপু সাতকাহন জানলাম
একজনের জন্মদিন জানলাম কিন্তু আরেক জনেরটা জানা হলো না

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
জিলাপি গুলো দেখতে সুন্দর কিন্তু চিনি দেওয়া , অনেকেই খেতে পারবেনা ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১৫

ওমেরা বলেছেন: দুই জনেই কন্যারাশি এটুকুই জানেন। চিনি ছাড়া জিলাপি হয় নাকি !

অনেক ধন্যবাদ জানবেন।

৩২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১০

স্রাঞ্জি সে বলেছেন:

কেমন আছেন...... নতুন পোস্ট দেন।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১৮

ওমেরা বলেছেন: আলহামদুল্লিলাহ ! ভাল । আপনি কেমন আছেন ?

পোষ্ট দিব লিখা হলেই।

৩৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২১

স্রাঞ্জি সে বলেছেন:
হু... উপরওয়ালা ভাল রাখছেন।


হা হা [পোষ্ট দিব লিখা হলেই। আপনি এখনো লিখাও শুরু করেননি।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫

ওমেরা বলেছেন: শুরু তো করেছি অনেক গুলো কিন্ত শেষ করতে তো পারছি না।

৩৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪

প্রামানিক বলেছেন: শুভ জন্মদিন।শুভ জন্মদিন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১২

ওমেরা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

৩৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৮

আখেনাটেন বলেছেন: শুভেচ্ছা ব্লগার মলাসইলমুইনাকে। সাথে আপনাকেও একজন গুণী ব্লগারকে স্মরণ করার জন্য।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৯

ওমেরা বলেছেন: আখেনাটেন ভাইয়া আমি বুঝি গুনি না !!

দুষ্টুমনি করলাম, আমার ভাপুর তুলনায় আমি কিছু ই না সেটা আমি জানি ।

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

৩৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২২

শামচুল হক বলেছেন: একজনের জন্মদিন আরেকজনের পোষ্ট, এখন কাকে কি উপহার দেব খুঁজে পাই না।একজনের জন্মদিন আরেকজনের পোষ্ট, এখন কাকে কি উপহার দেব খুঁজে পাই না।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৫

ওমেরা বলেছেন: দিয়েছেন তো দুইটা চমচম দুজনেই খেতে পারব ভাইয়া কিন্ত আমরা দুইজনেই মিষ্টি খুব পছন্দ করি না তাও আপনি দিয়েন খুশী হয়ে তাই আমরাও খুশী মনে গ্রহন করলাম।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

৩৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৫

নীল-দর্পণ বলেছেন: বিলেটেড ও ওভার লেটেড হয়ে গেছে তাই এখন অগ্রীম শুভেচ্ছা জানিয়ে গেলাম!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৮

ওমেরা বলেছেন: আপু নিউইয়র্ক বেড়াতে গিয়েছেন ফিরে আসলে আপনার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে দিব আপুমনি।

আপনার জন্যও আমার অনেক শুভেচ্ছা আপুমনি।

৩৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাবাহ এই নামটা এমন কেন? :-B
তবে জিলাপিগুলো দেখে খেতে ইচ্ছে করছে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২০

ওমেরা বলেছেন: এখন আর আমার কাছে কঠিন লাগে না তবে প্রথম দিন কি যে বিদঘুটে মনে হয়েছিল নামটা। ধন্যবাদ আপু।

৩৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

মিথী_মারজান বলেছেন: যত দেরীই করে ফেলিনা কেন আমার পক্ষ থেকেও আমার প্রিয় নদীতো আত্মীয়কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
আপনাকে ধন্যবাদ ওমেরা ব্যাপারটা আমাদের সাথে শেয়ার করার জন্য।
আরেকটা এক্সট্রা ধন্যবাদ আপনাকে খুঁজতে খুঁজতে তিনি সামুতে এসেছেন জন্য আমরাও তাকে পেলাম।
আপনাদের সুসম্পর্ক আজীবন এমন দৃঢ় থাকুক।
জিলাপিগুলো দেখতে দারুন ইয়াম্মী লাগছে।:)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৯

ওমেরা বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ আপু।

৪০| ২১ শে আগস্ট, ২০২২ রাত ১০:১৫

খায়রুল আহসান বলেছেন: শিরোনামটি সম্পাদনা করে 'বি্লেডেট' ভুল বানানটিকে শুদ্ধ করে লিখুন। শিরোনামে ভুল বানান থাকলে আর নীচে নামতে ইচ্ছে হয় না।

৪১| ২১ শে আগস্ট, ২০২২ রাত ১০:২৮

খায়রুল আহসান বলেছেন: বিলেটেড নয়, দশ দিনের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে গেলাম প্রিয় ব্লগার মলাসইলমুইনাকে। আশাকরি শীঘ্রই তিনি আপনাকে নিয়ে ব্লগে প্রত্যাবর্তন করবেন। আপনারা দু'জনই হঠাৎ করে উধাও হয়ে গেছেন ব্লগ থেকে।

মলাসইলমুইনাকে ফুলেল শুভেচ্ছা! ছবিটি আমার আইফোনে তোলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.