![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শালীনতাই সৌন্দর্য্য
ছবি : নেট থেকে।
মায়া নিজের বেড রুমে জানালার পাশে রকিং চেয়ারে বসে চোখ বন্ধ করে মৃদু মৃদু দোল খাচ্ছে। সদ্য ফোটা গোলাপের মত মুখটা শ্রাবণের আকাশের মত কালো হয়ে আছে কারো আগমনে শ্রাবনী টপ টপ করে ঝরবে।
মায়া মনে মনে ভাবছে আয়ান কেমন করে বলতে পারল!! আমি হিংসুটে রাগী মেয়ে!! অথচ ছোট্ট বেলায় থেকেই শুনে আসছি আমার মনটা সাদা কাগজের মত পরিস্কার ও কুসুমের মত কোমল।একমাত্র লিখা পড়া ছাড়া আমি কখনো কারো সাথে কোন হিংসা করি নাই, আমি চাইতাম আমার ক্লাসে আমিই সব সময় ফাষ্ট হবো, এ ছারা তো কখনো ক্লাসের মেয়েদের সুন্দর ড্রেস বা জুতো দেখে কখনো আমার মনে লোভ বা হিংসা আসেনি, অন্যদের ভালো টিফিন দেখেও কখনো আম্মুর কাছে বায়না করিনি। আমার সম বয়সীদের সুন্দর খেলনা দেখেও কখনো কিনতে চাইনি,এ জন্য আম্মু সব সময় আমাকে বলত আমার লক্ষী সোনা মেয়ে।
কলেজ, ইউনির্ভাসিটিতে পড়ার সময়ও ক্লাসমেটরা বয়ফ্রেন্ড- গার্লফ্রেন্ড নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে, রোষ্টুরেন্টে খেতে , মুভি দেখতে যেত আরো কত রকমের আনন্দ করত কই এসব দেখে তো কখনো এতটুকু হিংসা আসেনি আমার মনে।
আমার সমবয়সী কাজিনদের কত জাক জমক করে বিয়ে হয়েছে সেই হিসাবে আমাদের বিয়েটা খুবই সাদা মাটা ভাবে হল এতে ও তো আমার মনে কোন কষ্ট বা আফসোস নেই। আয়ানকে আমি পছন্দ করেছি তাকে নিজের করে পেয়েছি এতেই আমি খুশী।
আমি না হয় ভাল রান্না পারি না তাই বলে কি আয়ান অন্যদের খাবার খেয়ে এত প্রশংসা করবে!! কালকে সে বাসায় তো ইনিয়ে বিনিয়ে কত প্রসংশা করেছেই আবার বাসায় এসেও বল্ল, অনেকদিন পর পেটভরে টেষ্টি খাবার খেলাম!! তাই তো আমি রাগ করে মাঝ খানে কোল বালিশ দিয়ে অন্য দিকে ঘুরে শুয়েছি, আয়ান আমার গায়ে হাত রেখেছিল আমি ঝামটা দিয়ে সরিয়ে দিয়েছি, তাই ও আমাকে রাগ কুমারী, হিংসুটে মেয়ে বল্ল!!
রান্না করতে আমার কত কষ্ট হয়। মাছ, গোস্ত, কাটতে গিয়ে প্রায়ই আমার হাত কেটে যায়, গরম পাতিলের ছ্যাঁকা লেগে কতদিন আমার হাত পুড়ে গিয়েছে, পিয়াজ কাটতে আমার চোখের পানি নাকের পানি এক হয়ে যায় তবু আমি আমার সবটুকু সামর্থ্য দিয়ে চেষ্টা করি সেরা রান্নাটাই ওর জন্য করতে। আয়ান কেন এটা বুঝে না, আমার রান্না টেষ্টি না হোক এই খাবারের মাঝে আমার আন্তরিকতা, মায়া মমতা জড়ানে আছে, আছে আমার ভালবাসা মাখানো।
আমি জানি আমার আয়ান আমাকেই ভালবাসে শুধু আমাকেই, কিন্ত ওর মুখে অন্য কারো সামান্য প্রশংসা শুনলে আমার অন্তর পুড়ে যায় আমার মাথায় খুন চেপে যায় ইচ্ছে করে কালবৈশাখি ঝড় হয়ে সব লন্ড ভন্ড করে দেই।
আয়ান বাহির থেকে দরজা খুলে বাসায় ঢুকে বেড রুমে উকি দিয়ে দেখে মায়া চোখ বন্ধ করে আছে সে চুপি চুপি মায়ার কাছে যেয়ে মায়ার কপালে ছোট্ট একটু চুমু দিয়ে,আমার রাগ কুমারী পূর্ণিমা চাঁদের মত মুখটা আমাবস্যা করে কি ভাবছে ?
মায়ার চোখ বেয়ে এবার সত্যি শ্রাবণের ধারা নেমে আসে। আয়ান মায়ার চোখের পানি মুছিয়ে দিয়ে এই পাগলী মেয়ে কি হচ্ছে এসব!! তুমি জান না তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না।
মায়া আয়ানের হাত শক্ত করে ধরে, আয়ান আমি রাগী না এটা আমার কষ্ট আমি অন্যদের মত ভাল রাধতে পারি না, তুমি পেট ভরে খেতে পারো না এটাই আমার কষ্ট, তবে আমি হিংসুক, হ্যা! আমি সত্যি হিংসুক সেটা শুধু তোমার ভালবাসার জন্য, এ হিংসা আমার ভালবাসার হিংসা।
হা - হা - হা আয়ান উচ্চ শব্দে হেসে মায়ার মাথা নিজের বুকে চেপে ধরে পাগলী মেয়ে আমার ফর্মালিটিস ও বুঝে না! আমার দুষ্টমিও বুঝে না! !
অপটপিক : তিনদিন আগে আমার ভাবী রান্না করাব সময় মোবাইলে কথা বলতে বলতে তরকারীতে লবন দেওয়ার কথা ভুলে যায়, ভাইয়া ভাবীকে কিছু বলেনি শুধু ভাত না খেয়ে উঠে গিয়েছে তাতে দেখলাম ভাবীর মন খারাপ করে বসে আছে।
১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৭
ওমেরা বলেছেন: প্রথম মন্তব্য ও লাইকে আমি আবেগে আপ্লুত হয়েছি আপু । আপনাকে আমার অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ আপু।
২| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৯
Monthu বলেছেন: ভালো লিখেন আপনি।।। আমি এখনো প্রথম পাতায় অনুমতি পাইনি
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
ওমেরা বলেছেন: ওমা গো এত প্রসংশা রাখি কোথায় । পাননি তাতে কি পেয়ে যাবেন একটু সবুর করেন আমার তিন মাসেরও বেশী সময় লেগেছিল প্রথম পাতায় আসতে । অনেক ধন্যবাদ আপনাকে।
৩| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০১
আতোয়ার রহমান বাংলা বলেছেন: রোমান্টিক গল্প। পড়ে অনেক ভালো লাগলো
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮
ওমেরা বলেছেন: ধন্যবাদ।
৪| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১০
আর্কিওপটেরিক্স বলেছেন: আয়ান আবার রোহান
কেমনে কি
সুন্দরী মেয়েরা দারুণ রান্না করে
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২২
ওমেরা বলেছেন: আমি গল্পটা লিখার সময় রোহান নামে লিখেছিলাম কিন্ত পরে নামটা আমার পছন্দ লাগছিল না তাই আয়ান নামটা সিলেক্ট করি এডিট করি । তাই চোখের আগোচরে থেকে গিয়েছে হয়ত।
ধন্যবাদ আমার লিখা মনোযোগের সাথে পড়ার জন্য।
৫| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
কথার ফুলঝুরি! বলেছেন: ভালোবাসার এমন ছোট ছোট হিংসা আর খুনসুটির কারনেই তো সম্পর্ক গুলো মধুর হয়
গল্পটি খুবই ভালো লেগেছে ওমেরা আপু ।
রোহান আর আয়ানের বিষয়টি ঠিক করে নিন ।
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
ওমেরা বলেছেন: জী ভালবাসা , থাকলে টুকটাক খুনসুটি ও থাকবে না হলে তো জীবন একগুয়ে হয়ে যাবে তাই না আপু। অনেক অনেক ধন্যবাদ আপুনি।
৬| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
মনিরা সুলতানা বলেছেন: নিজের বউ এর রান্নার প্রশংসা খুব কম ছেলেই করে
ভালো লিখেছ।
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
ওমেরা বলেছেন: আচ্ছা একটু প্রসংশা করলে কি হয় ! পুরুষ মানুষ এত কিপটুস কেন হয়!! ধন্যবাদ আপনি।
৭| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২১
আবু হাসান লাবলু বলেছেন: অনেক ভালবাসাময় একটি ঘটনা বাস্তবেও এমন অনেক হয়।
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
ওমেরা বলেছেন: গল্প তো জীবন থেকেই হয় , হয়ত সব না তবে অনেক মিলে যায়।
৮| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২১
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয়া আপুনি,
গল্প ভালো লেগেছে। অত্যন্ত সুন্দর দুটি মনের বন্ধন ফুঁটে উঠেছে। সাংসারিক কর্তব্যের মধ্যে হয়তো অনেক সময় ছেলেদের আলাদাভাবে দেখানো সম্ভব হয়ে ওঠেনা তবে হৃদয়ের বন্ধন অটুট থাকে। গল্পে আয়ান ও মায়ার কেমিস্ট আরও দৃঢ় হোক।
আপু কয়েকটি স্থানে টাইপো আছে। এক জায়গায় আবার আয়ানের স্থলে রোহান দেখলাম। পারলে একটু ঠিক করে নিন।
শুভেচ্ছা নিয়েন।
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
ওমেরা বলেছেন: ভাইয়া লিখাটা ছোটই আপনি কি আরেকবার পড়ে দেখবেন আরো টাইপো আছে নাকি যদি থাকে একটু উল্লেখ করে দিবেন কষ্ট করে কারন আমি আসলে জানিই সঠিক বানানটা । আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
৯| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভালবাসার গল্প । সুন্দর গল্প।
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
ওমেরা বলেছেন: Thank you very much ভাইয়া অনেক খুশী হয়েছি।
১০| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
কাওসার চৌধুরী বলেছেন:
টুনাটুনির সংসার। ভাল লাগলো। টাইপো একটু দেখবেন।
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
ওমেরা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া । টাইপো গুলো মনে হয় এবার ঠিক হয়েছে।
১১| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সংসার জীবন তো এমনই।
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
ওমেরা বলেছেন: জী সংসার জীবন এমনই, যাদের সংসার আছে তাদের বাস্তব অভিজ্ঞতা আছে যাদের সংসার নেই তারা অন্যদের টা দেখে শিখে।
১২| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি কিন্তু লবণ না দিলেও হাসিমুখে খেয়ে ফেলি।
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
ওমেরা বলেছেন: আমার ভাইয়াও খুবই নরম কিন্ত একেবারে লবন ছারা তো খাওয়া যায় না । আপনি তাহলে আামার ভাইয়ার চেয়েও নরম আর ভাল মানুষ আর ভাবী খুব ভাগ্যবতী এমন স্বামী পেয়ে।অনেক ধন্যবাদ ভাইয়া।
১৩| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
আরোগ্য বলেছেন: মনিরা আপা ভালো বলেছেন। আসলে ভালোবাসা যতই থাক রান্নার ঊনিশ বিশে সাধারণত মাথা ঠিক থাকে না।
১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
ওমেরা বলেছেন: তাই নাকি তাহলে তো আপনার মাথাই কেটে ফেলা দরকার,আর না হলে নিজের রান্না নিজে করে খাবেন। কত কষ্ট করে রান্না করে একটু উনিশ/ বিশ হলেই মাথা গরম করবেন না আর কখনো।
অনেক অনেক ধন্যবাদ নিবেন ।
১৪| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
অভিমানী লেখা।
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৫৯
ওমেরা বলেছেন: জী ঠিক বলেছেন , অনেক ধন্যবাদ।
১৫| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
রূপক বিধৌত সাধু বলেছেন: সংসারে ছোটখাটো মান-অভিমান মনে হয় খারাপ না।
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩১
ওমেরা বলেছেন: মনে হয় খারাপ না যদি ছোট খাটোর মাঝেই সীমাবদ্ধ থাকে। অনেক ধন্যবাদ লিখা পড়ে কমেন্টের জন্য।
১৬| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
রাকু হাসান বলেছেন:
আয়ান তো খুব ভালো । সবাই যদি আয়ানের মত বুঝতো । গল্প ভালো হয়েছে । +
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪২
ওমেরা বলেছেন: তাহলে শ্লোগান ধরেন আমরা সবাই আয়ান হব, সুখের সাগর পাড়ি দেব। প্লাসে অনেক অনুপ্রানিত হয়েছি । অনেক ধন্যবাদ নিবেন।
১৭| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
মেহেদী হাসান হাসিব বলেছেন: রান্না করার জন্য একসাথে পরিশ্রম ও বুদ্ধিমত্তা দুইটাই লাগে। কতটুক পরিমাণ মশলা, হলুদ, মরিচ, লবণ লাগে খুব ভেবে চিন্তে ব্যবহার করতে হয়।
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১০
ওমেরা বলেছেন: সেটা যদি আমার ভাইয়ারা বুঝত কতই না ভাল হত! কিন্ত তারা আরো মনে করে রান্না কোন কাজ হল!!
অনেক ধন্যবাদ আপনাকে।
১৮| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
চাঁদগাজী বলেছেন:
হালাল গল্প?
১৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৩
ওমেরা বলেছেন: আপনার কাছে কি মনে হচ্ছে ভাইয়া? ধন্যবাদ ভাইয়া।
১৯| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৬
সুমন কর বলেছেন: এটা মনে হয় ঈর্ষা, হিংসা নয়......
ভালো রান্না করা আসলেই অনেক কঠিন কাজ। আমার মা'র মতো রান্না কোথাও পাইনি।
+।
১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩২
ওমেরা বলেছেন: ঈর্ষা আর হিংসা যে আলাদা তাই তো জানলাম এখন, আমি তো মনে করেছিলাম ঈর্ষাই হিংসা , হিংসাই ঈর্ষা । সব সন্তানের কাছেই মায়ের হাতের রান্না সেরা।
অনেক ধন্যবাদ ভাইয়া।
২০| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৬
ব্লগার_প্রান্ত বলেছেন: আমার খাওয়া দাওয়া নিয়ে কোন অভিযোগ নাই
আপু কেমন আছেন?
১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৪
ওমেরা বলেছেন: আপনার মুখে অনেক রুচি আছে তাই যা খান তাই ভাল লাগে । আলহামদুল্লিলাহ ! ভালো আছি।
অনেক ধন্যবাদ ।
২১| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৬
আফসানা মারিয়া বলেছেন: রান্না না পারাটাকে একটা সাহিত্যিক রূপ দেয়াটা সুন্দর।
১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৬
ওমেরা বলেছেন: রান্না পারি না তাতে হার মানব না কারো কাছে , অনেক অনেক ধন্যবাদ আপু।
২২| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দুর্বল প্লট...
১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৮
ওমেরা বলেছেন: জী, আপনি একটা শক্ত প্লটের গল্প লিখুন ভাইয়া । ধন্যবাদ
২৩| ১৫ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:১৬
সাদা মনের মানুষ বলেছেন: বেশ ভালো লাগলো ভালোবাসার গল্প, সংসারে এমন খুনসুটি না থাকলে কি ভালো লাগে?
১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৪
ওমেরা বলেছেন: মনে হয় লাগে না তবে সাবধান ছোট ছোট ঢেউ এর পরই বড় ঢেউ এসে সব ভাসিয়ে নিয়ে যায় তেমন যেন না হয় । অনেক ধন্যবাদ ভাইয়া।
২৪| ১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩১
নীল আকাশ বলেছেন: ভালোবাসার মাঝে এমন ছোট খাটো হিংসা, ঝগড়া আর খুনসুটি না হলে চলে নাকি! ইচ্ছে করেই তো মাঝে মাঝে খেপানো দরকার!
পরের কয়েক দিন রান্নাটি যদি আরেক টু ভালো হয়!
ওমের আপু, কয়েক টা জায়গায় টাইপো মিসটেক হয়েছে......ঠিক করে দিলে ভালো লাগবে পড়তে.....
ধন্যবাদ ও শুভ কামনা রইল!
১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২১
ওমেরা বলেছেন: আর পরের কয়েকদিন যদি বাসায় রান্নায় না হয় তাহলে তো আরো ভাল !! অনেক ধন্যবাদ।
২৫| ১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অল্প কথায় সুন্দর জীবনের খুনশুটি তুলে ধরেছেন।
আপনার জীবনেও এরকম একজন মানুষ আসুক।
++++++
১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২২
ওমেরা বলেছেন: জী আসি আসি করিতেছে আসবে তো অবশ্যই । অনেক ধন্যবাদ ।
২৬| ১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩২
মিথী_মারজান বলেছেন: ভালোবাসার খুনসুঁটি।
সহজ, সরল, সুন্দর গল্প।
১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৩
ওমেরা বলেছেন: অনেক ধন্যবাদ আপু আমার পোলাপাইনা গল্প পড়ার জন্য ।
২৭| ১৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
তারেক ফাহিম বলেছেন: ঝগড়ার মাঝেই প্রকৃত ভালোবাসা প্রকাশ পায়।
১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৫
ওমেরা বলেছেন: না ঝগরা কোন ভালবাসা না নষ্টবাসা । অনেক ধন্যবাদ ।
২৮| ১৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৬
নজসু বলেছেন: মায়া আসলেই একটা পাগলী।
এরকম পাগলী যার আছে সে ভাগ্যবান।
ভালো লাগা।
১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৯
ওমেরা বলেছেন: প্রথম প্রথম সব মেয়েই মায়ার মত থাকে পরে কায়া হয়ে যায় । অনেক ধন্যবাদ।
২৯| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৬
আখেনাটেন বলেছেন: নতুন সংসারের দুষ্টু-মিষ্টি গল্প। ভালো।
১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩১
ওমেরা বলেছেন: কেন পুরানো সংসারে এসব থাকে না বুঝি। আমার সংসার যত পুরানো হবে আরো বেশী বেশী এসব হবে । ইনশা আল্লাহ।
অনেক অনেক ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪২
লাবণ্য ২ বলেছেন: ভালো লাগল।