![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শালীনতাই সৌন্দর্য্য
ছবি নেট থেকে নেয়া।
কষ্ট নেবে কষ্ট
হরেক রকম কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট !
লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট
পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট,
আলোর মাঝে কালোর কষ্ট
‘মালটি-কালার’ কষ্ট আছে
কষ্ট নেবে কষ্ট । — — এগুলো আমার কথা নয় , কবি হেলাল হাফিজের কথা।
এবার আমার কথা।
কষ্ট মানে কি? আমরা সবাই জানি কষ্ট একটা অনুভুতি। এটা চোখে দেখা যায় না, হাত দিয়ে ধরা যায় না শুধু হৃদয়ে অনুভব করা যায়। সোজা কথা আমরা চাইনা এমন অপ্রাত্যাশিত কোন ঘটনা যখন আমাদের জীবনে ঘটে বা আসে ফলে যে অনুভুতি আমাদের মধ্যে সৃষ্টি হয় সেটাই কষ্ট।
কষ্ট কে আমরা ভয় পাই, আমরা কেউই কষ্ট চাই না, তবু মানুষের জীবনে কষ্টের কোন শেষ নেই। না চাইলেও এই কষ্ট নানা ভাবে নানা রূপে আমাদের জীবনে আসে ।সময়ের পরিক্রমায় অনেক কষ্ট আমরা ভুলে যাই আবার অনেক কষ্ট বুকে ধারন করে স্বাভাবিক জীবন চালিয়ে যেতেই হয়, আবার কিছু কষ্টের যন্ত্রনায় ছটফট করতে হয় মৃত্যু পর্যন্ত ।
এই কষ্ট ও আবার বিভিন্ন রকম আছে ছোট কষ্ট ,বড় কষ্ট,নিজের তৈরী কষ্ট ,না পাওয়ার কষ্ট,পাওয়ার কষ্ট, অহেতুক কষ্ট ইত্যাদি ইত্যাদি - - - -
বড় কষ্ট : দুনিয়াতে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে যখন কোন সন্তানের অল্প বয়সে মা, বাবা বা কোন পিতা,মাতার সামনে সন্তান মারা যান । সময়ের পরিক্রমায় বা জীবনের বাস্তবতায় এই বড় কষ্ট এক সময় হালকা হলেও বুকের ভিতর একটা কষ্ট থেকেই যায় মৃত্যু পর্যন্ত।
নিজের তৈরী কষ্ট : এমন কিছু কষ্ট যেগুলো আমরা আমাদের অসচেতনতা, অবহেলা বা গাফলতির কারনে পেয়ে থাকি, যেমন আমরা যখন পরিক্ষায় খারাপ করি তখন আমরা কষ্ট পাই । সময় থাকতে যদি আমরা সচেতন থাকি আমি যে রকম রেজাল্ট আশা করি বা যে রেজাল্টে আমি খুশী হব সে অনুযায়ী পড়াশুনা করতাম তাহলে আজকে আমাকে কষ্ট পেতে হত না। এই কষ্টের জন্য আমি নিজেই দায়ী ।
না পাওয়ার কষ্ট : আমরা জীবনে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় এমন অনেক কিছু চাই বা আশা করি কিন্ত যখন পাই না তখন কষ্ট পাই। না পাওয়ার কষ্ট নির্ভর করে বয়স, রুচি ও মেন্টালিটির উপর । একটা ছোট বাচ্চা একটা আইসক্রীম বা চকলেট চেয়ে না পেলে কষ্ট পায়। প্রেমিকা তার জন্মদিনে তার ভালবাসার মানুষ উইশ না করলে কষ্ট পায় , বৃদ্ধ বয়সে বাবা, মা সন্তানের সান্নিধ্য না পেয়ে কষ্ট পায় আবার কেউ দামী মোবাইল না পেলে কষ্ট পায় কেউ দামী বাড়ি না পেলে কষ্ট পায় , আবার কেউ শুধু একমুঠো ভাতের জন্য কষ্ট পায় ।
অহেতুক কষ্ট : আমরা অনেক সময় আমাদের কাছের বা পরিচিত কোন মানুষের কোন কথা, কাজ বা কোন আচরনে কষ্ট পাই ।
প্রতিটা মানুষ আলাদা, তার আলাদা একটা সত্বা আছে ,ব্যাক্তিত্ব আছে ,তার নিজস্ব রুচি আছে। তার সব কথা ,কাজ বা আচরন আমার মনের মত হবে না, এটা কখনোই সম্ভব না! এটা ভুলে গিয়ে আমরা চাই আমার মনের মত হবে আর যখন সেটা হয় না আমরা নিজেরা কষ্টপাই এটা একেবারেই অহেতুক কষ্ট।
সমব্যাথী কষ্ট : যখন আমরা অন্য কোন মানুষের কোন বিপদের বা কষ্টের কথা শুনি তখন আমরা কষ্ট পাই। যদিও যার কষ্ট তার মতো করে কেউ উপলদ্ধি করা যায় না তবু আমরা কষ্ট পাই চোখে জল আসে ইচ্ছে করে তার কষ্টটুকু নিয়ে নেই। এটা সমব্যাথী কষ্ট আর এই কষ্টটা থাকা ভাল । মানুষ মানুষের জন্য তারা একে অন্যের কষ্টে কষ্ট পাবে এটাই স্বাভাবিক, এটাকে মানবিক কষ্টও বলা যায়।
পাওয়ার কষ্ট : ভাবছেন পাওয়ার আবার কষ্ট কি, কোন কিছু পেলে তো মানুষ খুশীই হয়, আছে,আছে পেয়েও কষ্ট আছে।
কোন পুরুষ বিয়ে করে একটা খারাপ স্ত্রী যখন পায় বা কোন নারী বিয়ে করে একটা খারাপ স্বামী পায় ।এই কষ্ট চরম কষ্ট এই কষ্টের কোন শেষ নেই । আমাদের দেশে এমনকিছু পরিবারের মেয়ে বা ছেলে আছে তারা যত কষ্টেই থাকুক সামাজিক মান -সন্মানের ভয়ে কোন সিন্ধান্ত নিতে পারে না ফলে এই কষ্টটা বয়ে নিয়ে যেতে হয় মৃত্যু পর্যন্ত ।
যখন কোন মা একটা অসুস্থ বাচ্চা জন্ম দেয় সন্তান পেয়েও এই বাবা মায়ের অনেক কষ্ট।
ভালবাসার কষ্ট : ভালবাসায় শুধু সুখ আছে এমন নয়, কষ্ট আছে অনেক, যখন ভালবাসার মানুষটা দুরে থাকে তার একটু পরশ পাবার জন্য মনটা আকুলি বিকুলি করে কিন্ত পায়না তখন কষ্ট হয়, আবার কোন কিছু নিয়ে ভালবাসার মানুষের সাথে যখন ভুল বুঝা বুঝি হয়, কথা বলা বন্ধ হয় তখনো খুব কষ্ট হয়, এটা খুব তীব্র কষ্ট। এই কষ্ট কাওকে বলা যায় না আবার সহ্য করাও কঠিন।
জীবন যতদিন থাকবে জীবনের সাথে কিছু কষ্টও থাকবে । জীবনে কষ্ট না থাকলে সুখকে আমরা সুখের মত করে অনুভব করতে পারতাম না। কিছু কষ্ট আছে যেগুলো আমাদের আগামী দিনের সঠিক সিন্ধান্ত নিতে সাহায্য করে জীবনে আলোর পথ দেখায় । কষ্ট আছে থাকবে, কষ্টে ভেঙ্গে পড়লে চলবে না জীবনকে এগিয়ে নিতে হবে জীবনের গতিতে।
০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৮
ওমেরা বলেছেন: হমমম মানে কি?
২| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৮
তারেক ফাহিম বলেছেন: সব রকম কষ্টেরই প্রকারভেদ জেনেছি
০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩১
ওমেরা বলেছেন: এবার কষ্টকে বরন করে নিন । অনেক ধন্যবাদ।
৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫
মোস্তফা সোহেল বলেছেন: মানুষের জীবনে কিছু দুঃখ কষ্ট থাকা ভাল।
০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯
ওমেরা বলেছেন: ভাল আর মন্দ যে ভাবেই নেই না কেন কিছু কষ্ট থাকবেই জীবনে। অনেক ধন্যবাদ সোহেল ভাইয়া।
৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮
নজসু বলেছেন:
কষ্ট যত প্রকারেরই হোক না কেন
সব কষ্টের রং এক।
কষ্টের অনুভূতি আলাদা হলেও
ব্যথার ধরন একই।
তবে হ্যাঁ কষ্ট না করলে কেষ্ট মেলেনা।
০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩
ওমেরা বলেছেন: জী,জী সত্য বলেছেন। অনেক অনেক ধন্যবাদ নিবেন।
৫| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৭
সনেট কবি বলেছেন: কষ্টগুলো কেউ নিয়ে গেলে ভালই হতো।
০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬
ওমেরা বলেছেন: কার কষ্ট কে নিবে যার যার কষ্ট নিয়েই হিমশিম খায়। আর চাইলেও কেউ কারো কষ্ট নিতে পারে পারে না। কমেন্টের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
৬| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৮
বিজন রয় বলেছেন: হুমমমম মানে একপ্রকার কষ্ট!!
০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮
ওমেরা বলেছেন: না হল না এটা কষ্টের বহিঃপ্রকাশ। অনেক ধন্যবাদ।
৭| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপু, অসাধারণ কষ্টের ব্যাখ্যা করলেন!
আসা করি আপনি সুখময় কষ্টেই আছেন!
০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০
ওমেরা বলেছেন: আলহামদুল্লিলাহ ! বড় একটা কষ্ট নিয়ে অনেক সুখেই আঁছি । আমি অল্প বয়সে আমার আম্মুকে হারিয়েছি।
অনেক ধন্যবাদ আপনাকে ।
৮| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আপনি তো কষ্টের প্রকারভেদ করে ফেললেন। ভালো
০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১
ওমেরা বলেছেন: জী, এর পর সুখের প্রকারভেদ করব । অনেক ধন্যবাদ।
৯| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২
আখেনাটেন বলেছেন: জীবন মানেই সুখ, দুখ, কষ্ট, অাশা, হতাশা। এগুলো নিয়ে যত কম ভাবা যায় ততই মঙ্গল। তবে নিজের সুখের জন্য ভেবে ভেবে কাহিহল হওয়ার চেয়ে যা আছে তাই নিয়ে জীবনটাকে উপভোগ করাই শ্রেয়। সাথে আশেপাশের লোকগুলোও যেন ভালো থাকে সেদিকে দৃষ্টি দেওয়াও মানব ধর্ম।
ভালো লাগল লেখা ওমেরা।
০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
ওমেরা বলেছেন: জী জীবনে সুখ - কষ্ট দুটোই আছে থাকবে । সুখকে পাওয়ার জন্য আমরা লালায়িত হই কষ্টকে দুরে রাখতে চাই । কষ্ট আসে আমাদের জীবনে সুখের আগমনী নিয়ে সেটা বুঝি না ।
অনেক ধন্যবাদ আপনাকে ।
১০| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪
হাবিব বলেছেন:
নজসু বলেছেন:
কষ্ট যত প্রকারেরই হোক না কেন
সব কষ্টের রং এক।
কষ্টের অনুভূতি আলাদা হলেও
ব্যথার ধরন একই।
তবে হ্যাঁ কষ্ট না করলে কেষ্ট মেলেনা।
কত যে কষ্ট চারিদিকে..........
০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০২
ওমেরা বলেছেন: হতে পারে সব কষ্টের রং একই তবে ছোট কষ্ট বড় কষ্ট আছে। অনেক ধন্যবাদ আপনাকে।
১১| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩
আরোগ্য বলেছেন: ক্লাস ফোরে বাবাকে হারিয়ে বড় কষ্ট পাই।যার ফলে সমব্যথী কষ্ট খুব ভাল অনুভব করতে পারি।
০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৩
ওমেরা বলেছেন: আল্লাহ আপনার আব্বুর খারাপ আমল গুলো মাফ করুন নেক আমল গুলো কবুল করুন, উনাকে সৎকর্মশীলদের সাথে রাখুন।আমীন।
অনেক ধন্যবাদ আর শুভ কামনা আপনার জন্য।
১২| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১
সূর্যালোক । বলেছেন: অনেক প্রকার কষ্ট হারানোর কষ্ট,অবহেলার কষ্ট..। হেলাল হাফিজের কবিতাটি আবেগ সৃষ্টিকারী।
০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২
ওমেরা বলেছেন: অনেক ধন্যবাদ নিবেন।
১৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০১
করুণাধারা বলেছেন: কষ্ট নিয়ে লেখা ভালো লাগলো ওমেরা, কিন্তু এক নাম্বারে আমি মনে করি শুধু অল্প বয়সে পিতা-মাতা হারানোর কষ্ট টাই বড় কষ্ট নয়, পিতা মাতা যখন সন্তান হারান তখন সেটাও অনেক বড় কষ্ট। বাকি সবগুলোতেই একমত। পোস্টে ভালোলাগা।
০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭
ওমেরা বলেছেন: আপু আপনি হয়ত খেয়াল করেন নাই আমি তো এক নাম্বারে এটাও বলেছি, পৃথিবীতে এই দুটোই সব চেয়ে বড় কষ্ট । অবশ্য অনেক কষ্ট অনেক বড় মনে যখন যেই কষ্ট টা আমাদের জীবনে আসে।
অনেক ধন্যবাদ আপু ।
১৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬
কথাকথিকেথিকথন বলেছেন:
কষ্টের প্রকারভেদ ! অহেতুক কষ্টের সংখ্যাই বেশি ।
সুন্দর বিশ্লেষণ ।
০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮
ওমেরা বলেছেন: খুব সত্য কথা অহেতুক কষ্টই আমরা বেশী পাই । অনেক অনেক ধন্যবাদ।
১৫| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮
রাজীব নুর বলেছেন: মানুষদের কষ্টের শেষ নাই।
০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০
ওমেরা বলেছেন: আপনার কি অনেক কষ্ট? তাহলে ব্লগে দেন আমরা সবাই ভাগাভাগি করে নেব। ধন্যবাদ নিবেন।
১৬| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪
ব্লগার_প্রান্ত বলেছেন: কষ্টময় পোষ্টে বিনাকষ্টে কষ্টহীন লাইক দেয়ায়, কষ্ট কষ্টের বাড়ি, কষ্টপুরে কষ্ট পেয়ে চলে গেলো।
০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৪
ওমেরা বলেছেন: ধন্যবাদ প্রান্ত।
১৭| ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনার লোকান্তরিত আম্মাজানকে আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা জান্নাতের উঁচু প্রাসাদ দান করুন, আমীন ইয়া রাব্বাল আলামীন। (আপনিও আমীন বলুন!)
আপু, কিছুদিন আগে আমার আব্বাজানও লোকান্তরিত হয়েছেন (আল্লাহ উনাকে জান্নাত দান করুন, আমীন)। বাবার লোকান্তরিত হওয়ার পর আমি অনেক কিছু শিখে গেছি, সব চেয়ে বেশি শিখেছি কষ্টভুলার অভিনয়।
আপনি ভাল আছেন তো?
০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৮
ওমেরা বলেছেন: আল্লাহ আপনার আব্বা আমার আম্মুকে সহ যত বাবা,মা মারা গিয়েছেন সবাইকে কবরে আরামে রাখুন, শেষ বিচারের দিন উনারা যেন আমল নামা ডান হাতে পান । আমীন।
আলহামদুল্লিলাহ! ভাইয়া আমি ভালো আছি।
অনেক ধন্যবাদ।
১৮| ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
আর্কিওপটেরিক্স বলেছেন: আমি কষ্ট পেতে ভালোবাসি
আইয়ুব বাচ্চুর গান
০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৮
ওমেরা বলেছেন: ধন্যবাদ।
১৯| ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
মলাসইলমুইনা বলেছেন: এই যে সুখী দেশের মানুষ (২০১৮ সালের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী সুইডেন প্রথম দশটা সুখী দেশের একটা)
কষ্টের পসরা সাজিয়ে কোথা থেকে ? কেন ? আপনাদের ওখানেও কি সৃজনশীল প্রশ্নপত্রে কষ্ট কতো প্রকার যাহা জানো লিখো ধরণের প্রশ্ন আসে নাকি পরীক্ষায় ? হাহাহা । এই লেখায়তো অনেকদিন চাপা দিয়ে রাখা মনের কতগুলো কষ্ট জাগিয়ে দিলেন !
লেখায় ভালো লাগা ।
০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬
ওমেরা বলেছেন: ভাপু ————————————— আমার দেশ সুইডেন প্রথম দশ দেশের একটা আর আমি এখন পৃথিবীর সব সুখী মানুষের মাঝে প্রথমে আছি।আলহামদুল্লিলাহ!
সুখে আছি বলেই তো কষ্টকে নিয়ে ভাবতে হয় ওযে ধারে কাছেই ওৎ পেতে আছে যে কোন সময় হানা দিতে পারে। আল্লাহ মাফ করুন।
অনেক অনেক ধন্যবাদ ভাপু।
২০| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২২
পদ্মপুকুর বলেছেন: আপনার পোস্টটা পড়তে এত কষ্ট হচ্ছিল, কি বলবো... এইটা কি নিজের তৈরী কষ্ট না অহেতুক কষ্ট?
০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪০
ওমেরা বলেছেন: হায় আল্লাহ!! বলেন কি, আমার সোজা সরল লিখা পড়তে আপনার কষ্ট হল।
কারন বল্লে না হয় বলতে পারতাম এটা কোন জাতীয় কষ্ট ।
অনেক ধন্যবাদ দিলাম যদি আপনার কষ্ট একটু কমে তাতে।
২১| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৫
অব্যক্ত কাব্য বলেছেন: সচেতনতা বৃদ্ধি পাক, লেখকের কষ্ট দূর হয়ে যাক
০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২১
ওমেরা বলেছেন: আল্লাহ আমাদের কষ্ট দুর করে দিন । অনেক ধন্যবাদ আপনাকে।
২২| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১০
পদাতিক চৌধুরি বলেছেন: আমি আগে একটা কমেন্ট করেছিলাম। কি হয় মাঝে মাঝে ,এখন দেখছি কমেন্ট টি নেই। এখন আবার কষ্ট করে কষ্টের সংবাদ পড়ে কষ্ট নিয়ে বাড়ি ফিরলাম।
শুভকামনা প্রিয় আপুকে।
০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫
ওমেরা বলেছেন: আমি কিন্ত কিছু করি নাই ভাইয়া , আমার চোখে একটু সমস্যা তাই চশমা পরি। কিন্ত চশমা পরেও আমি আপনার কমেন্ট দেখি নাই এটার আগে।
কষ্ট নিয়ে যেয়েন না ভাইয়া খুশী মনেই যান তবু।
অনেক ধন্যবাদ।
২৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪২
শিখা রহমান বলেছেন: ওমেরা মনি তোমার লেখার শিরোনাম দেখে হেলাল হাফিজের এই কবিতাটার কথাই মনে পড়েছিলো। কষ্ট তো জীবনের অংশ। তবে কষ্ট নিয়ে এমন লেখা আগে পড়িনি। ভালো লেগেছে কষ্টের প্রকারভেদ।
হেলাল হাফিজের আরেকটা কবিতা তোমাকে দিলাম। কষ্টেরা ভালোই থাকে। তাদের নিয়ে তুমিও ভালো থেকো মিষ্টি মেয়ে।
"আমার কষ্টেরা বেশ ভালোই আছেন,
প্রাত্যহিক সব কাজ ঠিক-ঠাক করে চলেছেন
খাচ্ছেন-দাচ্ছেন, অফিসে যাচ্ছেন,
প্রেসক্লাবে আড্ডাও দিচ্ছেন।
মাঝে মাঝে কষ্টেরা আমার
সারাটা বিকেল বসে দেখেন মৌসুমী খেলা,
গোল স্টেডিয়াম যেন হয়ে যায় নিজেই কবিতা।
আজকাল আমার কষ্টেরা বেশ ভালোই থাকেন,
অঙ্কুরোদ্গম প্রিয় এলোমেলো যুবকের
অতৃপ্ত মানুষের শুশ্রূষা করেন। বিরোধী দলের ভুল
মিছিলের শোভা দেখে হাসেন তুমুল,
ক্লান্তিতে গভীর রাতে ঘরহীন ঘরেও ফেরেন,
নির্জন নগরে তারা কতিপয় নাগরিক যেন
কতো কথোপকথনে কাটান বাকিটা রাত,
অবশেষে কিশোরীর বুকের মতন সাদা ভোরবেলা
অধিক ক্লান্তিতে সব ঘুমিয়ে পড়েন।
আমার কষ্টেরা বেশ ভালোই আছেন, মোটামুটি সুখেই আছেন।
প্রিয় দেশবাসী;
আপনারা কেমন আছেন?"
০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮
ওমেরা বলেছেন: খুব সুন্দর কবিতা আপনার কমেন্টও আপু। অনেক ধন্যবাদ আপু।
২৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৫
মনিরা সুলতানা বলেছেন: বাহ বাহ
ভালো লেগছে ওমেরা ; কস্টের সাতকাহন।
সুন্দর লিখেছ।
০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭
ওমেরা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপুনি।
২৫| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৯
শাহারিয়ার ইমন বলেছেন: রোগ শোকের কষ্ট , প্রেমে ছ্যাঁকা খাওয়ার কষ্ট বাদ দিয়েছেন ?
১০ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮
ওমেরা বলেছেন: আসলেই তো !! অনেক ধন্যবাদ আপনাকে ।
২৬| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৫৫
কাওসার চৌধুরী বলেছেন:
জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনও মিলেনা, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায়না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায়না। কষ্টের আছে হাজারো বর্ণ, শত শত বাঁক। তবুও কষ্ট মানুষকে পুড়িয়ে পুড়িয়ে সত্যকে উপলব্ধি করতে সাহায্য করে।
চমৎকার লিখেছেন, আপু।
১০ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
ওমেরা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটা কমেন্টের জন্য ।
২৭| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১২
ঠাকুরমাহমুদ বলেছেন: মানুষের কষ্ট মাপার কোনো যন্ত্র আজো আবিস্কার হয়নি, হওয়ার সম্ভবনাও কম ।
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০১
ওমেরা বলেছেন: জী ভাইয়া কষ্ট মাপার যন্ত্র নেই তবে ছোট কষ্ট বড় কষ্ট আমরা ধারনা করতে পারি নিশ্চয়। অনেক ধন্যবাদ ভাইয়া।
২৮| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৮
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
সুন্দর পোস্ট। আমার ভালো লেগেছে।
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০২
ওমেরা বলেছেন: আপনার ভাল লাগায় আমি খুশী হয়েছি অনেক । ধন্যবাদ অনেক।
২৯| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: খুব সুন্দর একটি পোষ্ট দিয়েছেন। বুঝতে পারলে জীবন সার্থক।
কেমন আছেন প্রিয় বোন?
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৪
ওমেরা বলেছেন: আলহামদুল্লিলাহ! আমি ভাল আছি আপু। আপনি কেমন আছেন আপু? অনেক অনেক ধন্যবাদ আপু।
৩০| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৪
নীল-দর্পণ বলেছেন: কষ্ট কষ্ট কষ্ট……কেমন আছেন আপু?
১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৫
ওমেরা বলেছেন: আলহামদুল্লিলাহ আপুমনি ! আপনি তো একেবারে আমাদের ভুলেই গিয়েছেন আপুমনি!! আপনি কেমন আছেন আপুমনি?
৩১| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯
অলিউর রহমান খান বলেছেন: এসব কষ্টের জন্যই মাঝে মাঝে ইচ্ছে করে জঙ্গলে চলে যাই। তবে আপনি চমৎকার ভাবে পোষ্টি তুলে ধরেছেন।
১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৭
ওমেরা বলেছেন: জংগলেও সুখ নাই , বাঘ,ভাল্লুকের ভয়ে সুখ কেড়ে নিবে । অনেক ধন্যবাদ।
৩২| ২২ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
নীল-দর্পণ বলেছেন: আলহামদুলিল্লাহ্ ভালো আছি আপু। নতুন পোস্ট দিয়েছি।
০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৭
ওমেরা বলেছেন: জী আপুমনি আপনার লিখাটা দেখেছি, পড়েছিও কিন্তু সময়মত কমেন্ট করতে পারি নাই বলে দুঃখিত।
৩৩| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
ফয়সাল সোহাগ বলেছেন: আমার কিছু কষ্ট বেঁচবো। আছে কি কেউ নেওয়ার। ৯০% ডিসকাউন্ট! সময় সীমিত!
০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৩
ওমেরা বলেছেন: আমার অনেক কষ্ট আছে তবু না নিব, বাজার দরেই নিব, ডিসকাউন্ট লাগবে না তাতে যদি আপনার কষ্ট একটুও কমে।
অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৫
বিজন রয় বলেছেন: হুমমম!