![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শালীনতাই সৌন্দর্য্য
সুইডেন চার ঋতুর দেশ। ( ভোর, সামার, হোষ্ট, ভিনতার )। আমার মনে হয় সুইডিশ ঋতু গুলো বাংলা করলে ঠিক এভাবে বলতে হবে বসন্ত, গ্রীষ্ম,(হেমন্ত+শরৎ)ও শীত। যাইহোক চারটি ঋতুতেই চারটি ভিন্ন ভিন্ন রূপে অপরূপা সাজে দেখা যায় সুইডেনের প্রকৃতিকে । কোন ঋতুর চেয়ে কোনটা বেশী সুন্দর আমার পক্ষে বলা মুশকিল, যদিও আমার কাছে গ্রীষ্ম ও শীত এই দুইটা খুব বেশী ভালো লাগে অন্যদুটোও খারাপ লাগে না ।
মার্চ, এপ্রিল ও মে বসন্ত কাল, জুন,জুলাই ও আগষ্ট গ্রীষ্মকাল, সেপ্টেম্বর , অক্টোবর ও নভেম্বর হেমন্তকাল, এবং ডিসেম্বর , জানুয়ারী ও ফেব্রয়ারী শীতকাল। যদিও গ্রীষ্মকাল ছাড়া অন্য শীতই থাকে তবে গরম দেশ থেকে আসলে প্রখম এক,দুই বছর গ্রীষ্মকালও তারকাছে শীতই মনে হবে ।
মার্চ থেকে সুইডেনের মরা প্রকৃতি জেগে উঠতে শুরু করে , মরাগাছগুলো নতুন ,নতুন ডাল,পাতা নিয়ে নব জীবন শুরু করে মের শেষে রং বেরঙের মনোহারী ফুল আর নয়ন জুরানো সবুজে ভরে যায় সুইডেনের প্রকৃতি যা সহজেই যে কাউকে মুগ্ধ করবে।
যাক গা, ঋতু নিয়ে এত কথা এখন বলব না পরে কোন সময় বলব।এটা মুলত উইন্টার ছবিব্লগ। তবে আমার আগের ছবি ব্লগ থেকে দুইটা গাছের, চার ঋতুর চারটা ছবি থাকছে প্রথমে আপনাদের সুইডেনের প্রকৃতি সম্পর্কে ধারনা নেওয়ার জন্য।
উপরের ছবি দুটো মে থেকে আগষ্টের মাঝামাঝি পর্যন্ত সময়ের দৃশ্য।
এটা আগষ্টের শেষ থেকে সেপ্টেম্বর সময়ের দৃশ্য ।
এটা নভেম্বর ডিসেম্বর সময়ের ।
আর এটা তো বুঝতেই পারছেন ! তবে এটা কখনো ডিসেম্বর থেকে শুরু হয়ে মার্চ পর্যন্ত চলে।
গত সপ্তাহে আমাদের এখানে প্রচুর স্নো হয়েছে ,যদিও সুইডেনে স্নোর কারনে কখনো যাতায়াতে খুব বেশী সমস্যা হয় না, এটা এখানকার প্রতিবছরের দুর্যোগ প্রতিরোধ করার ক্ষমতা না থাকলেও খুব দ্রত সময়ের মধ্যেই অনন্ত গাড়ী চলাচলের রাস্তা গুলো পরিস্কার করে ফেলে ঠিক এরকম ।
এটা আমাদের বাসার সামনের হাঁটার রাস্তা ।
এটা একটা গাড়ি চলার রাস্তা।
মাকে জবে যেতে হবে তাই বাচ্চাকেউ ডে- কেয়ারে দিতে হবে কিন্ত এই স্নোতে বাচ্চার ট্রলি ঠেলে নেয়া কি কষ্ট সেই ভাল বুঝে আমার চেয়ে যার ছোট বাচ্চা আছে ( স্নোতে ট্রলির চাকা আটকে যায়) তাতে কি! এর জন্য আছে বিকল্প ব্যবস্থা ।
এটার নাম ফুলকা এটা দিয়ে সাধারনত স্নোর সময় বাচ্চারা উপর থেকে নীচে পিছলে পরে ,মায়ের ও উপকার হচ্ছে মন্দ না।
এখানে মা তার বাচ্চাদের নিয়ে হালকাই খেলছে ফুলকা দিয়ে।
ভোর বেলায় জানালা দিয়ে তাকিয়ে এমন দৃশ্য দেখে কারো মন ভালো না হয়ে পারেই না ।
।
কিন্ত গাড়ীর দিকে তাকালে যে মন খারাপ হয়েই যায়।
আসুন বাসার সামনের খোলা বারান্দায় বসে একমগ কফি খান। ওহ্ সরি এক প্লেট স্নো খান ।
বাহিরে ফুল পাতা কিছু নেই তাতে অসুবিধা নেই আমার ঘরের ফুল দিয়েই আপনাদের অনেক অনেক শুভেচ্ছা।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৯
ওমেরা বলেছেন: অনেক ধন্যবাদ প্রথম কমেন্টের জন্য ভাইয়া।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৮
স্রাঞ্জি সে বলেছেন: আপু ছবিব্লগটার প্রথম ছবিটার কারণে পানসে লাগতেছে। আপনার নিজস্ব ছবিগুলোই ভাল ছিল। এ একটা ছবি জন্য কেমন জানি মনে হচ্ছে।
আপনার ছবিগুলোতে ডাবল প্লাস ++।
একদম শেষ ছবির ফুলের নামটা বললে ভাল হতো।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৮
ওমেরা বলেছেন: আপনার কথায় ছবিটা পরিবর্তন করে আমার তোলাই ছবি দিলাম । আন্তরিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
এটা একজাতীয় ক্যাকটাস এটার নাম নভেম্বার ক্যাকটাস ।
আবারও অনেক ধন্যবাদ আপনাকে।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০২
আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার পোস্ট.....
নেট থেকে নেওয়া ছবি না দিয়ে প্রথমে একটা নিজের তোলা ছবি দিলে ভালো হতো.....
আমার ব্লগে কমেন্ট চাই আপু
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৯
ওমেরা বলেছেন: জী, পরিবর্তন করে আমার তোলা ছবি দিয়েছি এবার । অনেক ধন্যবাদ নিবেন।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৮
নতুন নকিব বলেছেন:
দূরের দেশকে কাছে নিয়ে এলো চমৎকার এই ছবি ব্লগ। ধন্যবাদ এবং +++
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২০
ওমেরা বলেছেন: অনেক ধন্যবাদ নিবেন ভাইয়া।
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৯
নজসু বলেছেন:
দারুণ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৪
ওমেরা বলেছেন: ধন্যবাদ ।
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৮
সনেট কবি বলেছেন: চমৎকার পোস্ট
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২২
ওমেরা বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৪
রোকনুজ্জামান খান বলেছেন: আহারে ছবি গুলা এতই সুন্দর যে ,, নিজের চোখে না দেখে বিলিভ করা যাচ্ছে না <
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৮
ওমেরা বলেছেন: তাহলে একবার আসেন আমাদের এখানে , না,না একবার না দুইবার আস্তে হবে একবার আলোর সময় একবার অন্ধকারের সময় ।
আপনার দাওয়াত রইল সুইডেন।
অনেক ধন্যবাদ আপনাকে।
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০১
আখেনাটেন বলেছেন: সুন্দর ছবি...
ছবিগুলোর রেজ্যুলেশন আরো বেশি হলে ভালো হত মনে হয়। বড় করায় পিক্সেলের গড়মিল ঘটে গেছে কি?
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৩
ওমেরা বলেছেন: এই ভাইয়া, আমি কি ফটোগ্রাফার নাকি, হাতে একটা মোবাইল থাকে তাতে একটা ক্যামেরা আছে যখন মন চায় উল্টা পাল্টা ক্লিক করি এই আর কি!
তবু চেষ্টা করব আগামীতে যেন আরো একটু ভালো হয় ।
অনেক ধন্যবাদ ভাইয়া।
৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৩
চাঁদগাজী বলেছেন:
আপনার ব্যস্ততা বেড়েছে, মনে হয়!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪২
ওমেরা বলেছেন: আপনি ভাল আছেন নিশ্চয় ভাইয়া। ব্যাস্ততা এখনো আছে তবু এই পোষ্ট দিলাম এটা তো অন্য সময় দেয়া যাবে না। অনেক ধন্যবাদ ভাইয়া।
১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৭
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ! ছবি ব্লগ । আমি আবার প্রিয় আখেনাটেনভায়ের মত ছবি ভালো বুঝিনা ; যে কারণে আমার খুব ভাল লাগলো । সুইডেনের ঋতু ও সঙ্গে ক্যাপশনগুলি মিলিয়ে মুগ্ধকর লাগলো।
অনেকদিন পরে ব্লগে দেখে আনন্দ পেলাম। আশাকরি আপু আপনার ব্যস্ততার অবসান ঘটেছে।
শুভকামনা ও ভালোবাসা জানবেন।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৫
ওমেরা বলেছেন: আপনি কেমন আছেন ভাইয়া? ব্যাস্ততা মরার আগে মনে হয় কমবেনা। এমনি করেই চলতে হবে। সুন্দর কমেন্টের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫০
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আপনি এতোদিন কোথায় ছিলেন?
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৮
ওমেরা বলেছেন: আমি বাসায়ই ছিলাম অনেক কিছু নিয়ে একটু ব্যাস্ত ছিলাম এই আর কি।
১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
জানেন, আপনারে নিয়ে আমি একটা লেখাও রেডি করা শুরু করে দিয়েছিলাম(!)
যাক রক্ষা করলেন। লম্বা বিরতির পর ফিরে আসায় অনেক অনেক ধন্যবাদ।
ছবিগুলো অসাধারণ। হয়ত আসবো নয়ত কল্পনায় নিজেকে ভাসাবো।
প্লাস++++
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫১
ওমেরা বলেছেন: যাক আল্লাহ আমাকে বাচাইছে, আপনি এমন পোষ্ট দিলে আমি খুবই লজ্জা পেতাম।আবার অনেক খুশীও লাগল মনে এটা ভেবে আমার মত একজন নগন্য মানুষকে আপনারা মনে করেন । অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫১
রাকু হাসান বলেছেন:
তাহলে দেখছি আমাদের ঋতুর সাথে সুইডেনের কিছুটা হলেও মিল । মার্চ থেকে তাহলে নব পাতার মেলা বসবে সুইডেনে । সুন্দর ছবি ব্লগ । ওমেরা আপু সাথে অনেক দিন পর দেখা । তারপর কেমন আছেন ?
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০১
ওমেরা বলেছেন: কিছু মিল তো থাকবেই সারা দুনিয়ার সাথেই । জী ভাইয়া আমার জন্য এটা অনেক দিনই অনেক কষ্টকর সময়েও আমি ব্লগ ছেরে এতদিন থাকি নাই ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০২
ওমেরা বলেছেন: ওহ্ সরি, আপনাকে তো ধন্যবাদই বলা হল না । অনেক ধন্যবাদ ভাইয়া।
১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৫
সুমন কর বলেছেন: পোস্টটি কি আগে দেখেছিলাম?
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৫
ওমেরা বলেছেন: না সুমন ভাইয়া এই পোষ্ট আগে দেখেন না তবে উপরের কয়েকটা ছবি আমার আগের ছবিব্লগও ছিল সেটা তো লিখাই আছে আর বাকী ছবি গুলো গত শনি,রবিবারে তোলা। ধন্যবাদ ভাইয়া।
১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর। মায়াময়।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৬
ওমেরা বলেছেন: অনেক ধন্যবাদ।
১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৪
ঠাকুরমাহমুদ বলেছেন: বিদেশের সবই সুন্দর, তবে বাংলাদেশের খাবার সেখানে নেই, কাঁচা জলপাই দিয়ে টেংরা মাছের ঝোল না খেয়ে বিদেশে থাকবো - কিভাবে সম্ভব। আর বিদেশে বাংলাদেশীদের মন মানসিকতা বাংলাদেশের চাইতেও খারাপ । কখনো কখনো মনে হয় বাংলাদেশের সব বাজে পরিবারগুলো হয়তো জাপান, ইউরোপ, কানাডা, আমেরিকা চলে গেছে - এক পরিবার আরেক পরিবারের যেই ভাবে বদনাম করে তা শুনতেও বিষাক্ত লাগে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৮
ওমেরা বলেছেন: ছোট হয়ে আসছে পৃথিবী, এই এ্যাড শুনেছি সেই ছোট বেলায় তাই এখন পৃথিবী অনেকটাই ছোট হয়ে গিয়েছে ভাইয়া । বাংলাদেশী খাবার সব পাওয়া না গেলেও মোটামুটি সবই পাওয়া যায় ।
আহা! ভাইয়া তাহলে তো বাংলাদেশে সব ভালো মানুষগুলো রয়ে গিয়েছে !! হি হি হি —— তবে আপনার কথা একেবারেই মিথ্যা না ।
অনেক ধন্যবাদ ভাইয়া।
১৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১২
শায়মা বলেছেন: কদিন ধরে আমিও ভাবছিলাম কোথায় গেলো মেয়েটা!
আজ দেখে বুঝলাম হারিয়ে যাওনি।
আপুনি মলাভাইয়াকে ব্লগে আসতে বলো!
অনেক পড়ালেখা হয়েছে এখন ব্লগে আসুক সে!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১৩
ওমেরা বলেছেন: আপু হারিয়ে যাব কেন যখন যাওয়ার কথা ছিল তখনই যাইনি । আপু, ভাপুর ব্যাপারে আমি কোন সুখবর দিতে পারছি না, ব্লগ আসা নিয়ে প্রায় প্রতিদিন ভাপুর সাথে কথা হয় কিন্ত ভাপু আরো কিছুদিন হয়ত আরো কয়েক মাস ব্লগে আসবে না। তবে আমার পোষ্টে কমেন্ট করতেও পারে না হলে তো আমি ঝগরা করব কারন ভাপুই আমাকে জোর করে ব্লগে পাঠিয়েছে।
অনেক অনেক ধন্যবাদ আপু।
১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৪
হাবিব বলেছেন: আপনি তাহলে আছেন, আমি তো ভাবছিলাম হারিয়ে গেছেন! হরানো বিজ্ঞপ্তি দিতাম কয়েকদিন পর
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১৫
ওমেরা বলেছেন: হারিয়ে যাব কই? মোল্লার দৌড় নাকি মসজিদ পর্যন্ত আর আমার দৌড় এই ব্লগ পর্যন্ত।
১৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৬
সোহানী বলেছেন: চমৎকার ছবি ব্লগ ওমেরা.......। সব শীতের দেশের ছবি মোটামুটি এক।
তোমাদের ওখানে এখন তাপমাত্রা কত? আমাদেরতো মাইনাস ৪৫ ছাড়িয়ে গেছে এবার। কঠিন অবস্থা...........
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৫
ওমেরা বলেছেন: জী আপু সব দেশের শীতই ঠান্ডা ! হি হি হি————— নাহ্ আপু আমাদের এবার তেমন শীত ই হয়নি এখন আমাদের + ৩ আছে।
ধন্যবাদ আপু।
২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বুবু তাহলে ব্লগ ভুলে যায়নি। কেমন আছো বুবু? জানা হল বুবুর থাকার যায়গাটার হাল অবস্থা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৭
ওমেরা বলেছেন: না ভাইয়া ব্লগ ভুলে যাইনি। আপনাদেরও ভুলি নাই ।
আলহামদুল্লিলাহ ! ভালো আছি ভাইয়া।
অনেক ধন্যবাদ ভাইয়া ।
২১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫১
কাতিআশা বলেছেন: খুব সুন্দর লাগলো ওমেরা মনি তোমার তোলা ছবিগুলো!..বহুদিন পরে এলে ব্লগে!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৫
ওমেরা বলেছেন: জী আপু মনে হয় দেড় মাস পর ব্লগে আসা হল । আপনি কেমন আছেন আপু ? অনেক ধন্যবাদ আপু।
২২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:০২
ল বলেছেন: সুইডিশ বাঙালী রমনীর চোখে সুইডেন দেখা +++
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১১
ওমেরা বলেছেন: সরি ,সরি, অনেক সরি।আপনার ছোট্ট নামের সাথে ছোট্ট মিষ্টি কমেন্ট আমি খেয়ালই করতে পারি নাই ।
আমি যখন খুব ছোট আমার এক খালামনি আর খালু এসেছিল ইংল্যান্ড। তখন গল্প শুনতাম ওখানে খুব শীত এক গ্লাস পানি বাহিরে রেখে দিলে জমে বরফ হয়ে যায় ।
সুইডেন আসার পর শুনি ওখানে তেমন শীতই নেই, তবে আমার আমি মাঝে সাজে যাই আমার কাছে একই রকম লাগে তবে ওখানে কখনো স্নো দেখিনি ।
আপনার দাওয়ার রইল এখানে এসে নিজের চোখে স্নো দেখার ।
অনেক ধন্যবাদ , আর আবারও সরি, আপনাকে ওভারটেক করার জন্য।
২৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:০৯
মলাসইলমুইনা বলেছেন: ওমেরা,
আপনার বিরুদ্ধে অভিযোগ আছে -আপনার এই লেখার সাথে সাথেই মনে হয় এক সপ্তাহ ধরে থেমে থাকা স্নো ফল আবার শুরু হলো আমাদের এখানে ।ও আর সেই সাথে টেম্পারেচারও যথারীতি মাইনাসে চলে গেছে। ঠিক এই মুহূর্তে আমাদের মাইনাস টু ডিগ্রি ফারেনহাইট । আপনাদের হিসেবে প্রায় মাইনাস ১৯ ডিগ্রি সেলসিয়াস । স্নো ফটোগুলো সুন্দর হয়েছে সব সময় যেমন হয় আপনার স্নো ব্লগ । আটলান্টিকের এপার থেকে আমাদের উইন্টারি পাঠালাম আপনাকে ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩২
ওমেরা বলেছেন: ভাপু আপনি বড় দেশের বড় মানুষ তাই আপনাদের শীত বড় আমার বিরুদ্ধে অভিযোগ করে লাভ নেই । আমাদের এখন বৃষ্টি হচ্ছে তাতে স্নো গলে রাস্তা স্নো কাদা কাদা এটা আমার কাছে খুব বিরক্তকর ।
ভাপু জানি আপনি অনেক ব্যস্ত সময় পার করছেন তবু এসেছেন আমি অনেক অনেক খুশী হয়েছি । আপনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ভাপু।
ভাপু ,আপনার দেশ সুন্দর , আপনাদের স্নো সুন্দর আপনি ফটোগ্রাফার আপনার ছবি তো সুন্দর হবেই! স্নো ফটোর জন্য আবারও ধন্যবাদ ভাপু ।
২৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১৮
ওসেল মাহমুদ বলেছেন: খুব ভাল লাগলো । সুইডেনের ঋতু ও প্রকৃতি মিলিয়ে মনোমুগ্ধকর উপস্থাপনা।
অনেক ধন্যবাদ চমতকার ছবি গুলোর জন্য ! শুভকামনা !
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৫
ওমেরা বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপনার ভালো লাগা ও আমার জন্য শুভ কামনা , ও সুন্দর একটা কমেন্টের জন্য ।
২৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২২
আবু হাসান লাবলু বলেছেন: অনেক দিন পর মন মুগ্ধকর একটা পোস্ট নিয়ে আসলেন।সত্তিই অনেক ভাল লাগল।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৮
ওমেরা বলেছেন: আপনার ভাল লাগা জেনে আমিও অনেক খুশী হলাম । আপনাকে অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে ।
২৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫১
তারেক ফাহিম বলেছেন: আমিতো ভাবলাম স্নোয়ে ক দিন ডুব মারছেন
ওমেরাপুর ব্লগ মানেই বরপ
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৯
ওমেরা বলেছেন: জী স্নোতে ডুবে ছিলাম কিন্ত বৃষ্টি হয়ে স্নো গলে গেল আমিও ভেসে উঠলাম ।
অনেক ধন্যবাদ ।
২৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০২
ম্যাড ফর সামু বলেছেন: আমাদের মতো গরীবদের জন্য উইন্টার এনজয় একটা বিলাসিতা বলে মনে হয়। তবে আপনার অসসসসসসসাধারণ ছবিগুলো আমাকে বিমোহিত করে দিল একেবারে, সত্যি আপনি কত ভাগবতী, তবে অনননননননেক ধন্যবাদ যে আপনার সৌভাগ্যটা স্বার্থপরের মতো নিজে একাই ভোগ না করে আমাকেও একটু দেখার সুযোগ করে দিলেন।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৭
ওমেরা বলেছেন: গরীব হলে মনটাকে বড় করুন তাহলে আপনি রাজা হবেন , মন যদি ছোট হয় আমি যতই ঐশ্যর্যের মালিক হন আপনি গরীবই থাকবেন ।
আপনার সুন্দর কমেন্টেও আমি বিমোহিত হয়েছি । অনেক ধন্যবাদ আপনাকে ।
২৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অপূর্ব ছবিব্লগ +++
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৯
ওমেরা বলেছেন: বোকা মানুষ কি বলতে চায় ? আমার ধারনা ছিল বোকারা কিছু বলতে পারে না ।
অনেক ধন্যবাদ কিছু একটা বলার জন্য।
২৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৯
মাহের ইসলাম বলেছেন: সুন্দর সুন্দর অনেকগুলো ছবি দিয়েছেন, ভালো লাগলো।
জানালা দিয়ে সকালের দৃশ্য অসাধারণ লেগেছে।
তবে, কফির দাওয়াতটা সবচেয়ে আকর্ষণীয় অফার মনে হয়েছে, আমার কাছে।
তবে, ঘরে বসেই খেয়ে নিবো। বাইরের স্নো, উপরি থাকবে।
গাড়ির দৃশ্য দেখে আসলেই মন খারাপ হয়ে গেল।
অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮
ওমেরা বলেছেন: আপনি শুধু ছবিই দেখেন নাই আমার লিখাটুকুও মন দিয়ে পড়েছেন খুব ভালো লাগল । অনেক ধন্যবাদ আপনাকে ।
৩০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২০
সাদা মনের মানুষ বলেছেন: ইচ্ছে করে নিজে এমন কিছু ছবি তুলছে.........ভালোলাগা জানিয়ে গেলাম আপু।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৮
ওমেরা বলেছেন: আপনি এই সব ছবি তুললে তো ভাইয়া কেউ আর আমার ছবি দেখতেই চাবে না ।
ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
৩১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫২
মনিরা সুলতানা বলেছেন: ইশ এত্ত এত্ত সুন্দর লাগে আমার স্নো !!
অনেক সুন্দর ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫২
ওমেরা বলেছেন: আপুনি সাদা সবই সুন্দর । আর স্নো অদ্ভুত রকমের সাদা দেখতে আমারও খুব ভালো লাগে শুধু পিছনে পড়ে আছার না খেলে স্নোর উপর ভীষন রাগ লাগে । অনেক ধন্যবাদ আপুনি ।
৩২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৪
নীল-দর্পণ বলেছেন: স্নো গুলো খেতেই দিলেন যেহেতু একটু চিনি মেখে দিতেন। তাহলে আইসক্রিম মনে করে খেতাম।
ছবি গুলো খুবই সুন্দর। আমার খুব শখ স্নো দেখার, একবার হলেও স্নো ছুঁয়ে দেখার।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৭
ওমেরা বলেছেন: আপুমনি এক্কেবারে চিনির বস্তা ধরে দিলাম আপনার ইচ্ছামত মিশিয়ে নেন আর মজা করে খান ।
অনেক ধন্যবাদ আপুনি
৩৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৪
জুন বলেছেন: অনেক দিন পর এলেন দারুণ কিছু ছবি নিয়ে ওমেরা। দুগ্ধ ধবল, শ্বেতসুভ্র ফেনীল তুষারগুলো মনে হচ্ছে হাত দিয়ে ছুয়ে দেখি। তবে আমি বড্ড শীত কাতুরে তাই ছবিতেই রইলো ভালোলাগা
+
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২০
ওমেরা বলেছেন: হাত দিয়ে ধরতেও ভালই লাগে আপু কিন্ত সমস্যা হল পরক্ষনেই স্নো গলে নাক দিয়ে বের হয়ে আসে ।
আপু শীতে লেপ জরিয়ে শুয়ে থাকতে আমার যেই মজা লাগে ———।
অনেক ধন্যবাদ আপু ।
৩৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৫
ফয়সাল রকি বলেছেন: গাড়িগুলো টানা কতদিন পর্যন্ত এভাবে বসে থাকে?
তারপর কি একবারে স্টার্ট নেয়?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৩
ওমেরা বলেছেন: এটা তো সঠিক বলা যাবে না , এত বেশী স্নো পরেছিল ওখানে যে একটা গাড়ি আছে সেটাই বুঝা যাচ্ছিল না আর গাড়ি বসে থাকে না,শুধু উইন্ডো গুলো পরিস্কার করে মাথার উপর স্নোর পাহার নিয়েই চলে যায়।বরফ যদি খুব বেশী জমে থাকে , আর গাড়ি যদি কয়েক দিন চালানো না হয় তাহলে সমস্যা হয় স্টার্ট নিতে বা নেয় না, তবে নিয়মিত অল্প হলে চালালে সমস্যা হয় না । এবার তিনদিনের গাড়ি পরিস্কার হয়ে গিয়েছে।
অনেক ধন্যবাদ ভাইয়া।
৩৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো পোস্ট
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৪
ওমেরা বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
৩৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৫
করুণাধারা বলেছেন: অপরূপ ছবি ব্লগ ওমেরা, দেশেও বসে ও সুইডেনের শীতের আমেজ পেলাম।
ভালো থাকো, শুভকামনা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৫
ওমেরা বলেছেন: আপু অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
৩৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বোকা মানুষ তো, বোবা মানুষ নাকি? যাহ, খেলবোই না
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১১
ওমেরা বলেছেন: জী ঠিক বলেছেন বোকারা বোবা না!
আসলে বোকারাই তো বেশী কথা বলে, কিন্ত আপনি তো বেশী কথা বলেন না আপনি বোকা হলেন কি করে ??
৩৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১১
ভুয়া মফিজ বলেছেন: ছবিগুলো দারুন হয়েছে।
আমাদের এখানে সাধারনতঃ ডিসেম্বর-জানুয়ারীতে তুষারপাত হয়, তবে আপনাদের মতো এতো না। এবার একটু দেরীতে হলো। ঠান্ডাও তেমন একটা পরেনি এবার।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৬
ওমেরা বলেছেন: বিলাতি আলু ,বিলাতি লাউ চিনেন ভাইয়া ? আপনি থাকেন সে—————ই বিলাত । জী ভাইয়া আমাদেরও এবার তুলনামূলক কমই হয়েছে অন্যান্য বছরের তুলনায়।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
৩৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৩
প্রামানিক বলেছেন: চমৎকার ছবি খুবই ভালো লাগল। ধন্যবাদ
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৭
ওমেরা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
৪০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৬
স্বপ্নডানা১২৩ বলেছেন: আহা ! কী দারুণ !
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৭
ওমেরা বলেছেন: ধন্যবাদ ।
৪১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৮
অপু দ্যা গ্রেট বলেছেন:
সুইডেন অনেক সুন্দর দেশ । ওখানের মানুষ জন অনেক ভাল । তবে সেখানের মেয়েরা আরও বেশি সুন্দর । অপু দ্যা গ্রেট বলেছেন যদি বিয়ে করতে চাও সুইডেন যাও ।
তবে বিয়ের পর সব ই এক । সেই খানে দেশ কোন ম্যাটার করে না । ক্যাচাল ক্যাচাল ই থাকে ।
তবে শীত আমার পছন্দ । এই ব্যাপারে মতি মিয়ার সাথে আমার কথা হয়েছে সে বলছে সুইডেন যেতে হবে । আমিও তার সাথে একমত ।
আচ্ছা কম খরচে যাওয়া আর থাকা খাওয়ার ব্যবস্থা কি ।
যাই হোক কমেডি বাদ দিয়ে বলি , ছবি গুলো সুন্দর । আর আমার সত্যি সুইডেন যাওয়ার ইচ্ছে আছে ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০১
ওমেরা বলেছেন: সংক্ষেপে বলি ,” ঘর জামাই “।
ধন্যবাদ ।
৪২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর ছবিব্লগ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০২
ওমেরা বলেছেন: ধন্যবাদ অনেক ।
৪৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৮
মুক্তা নীল বলেছেন: আপু
ছবিগুলো সপ্নের মতো সুন্দর
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৯
ওমেরা বলেছেন: আপু আপনাকে আমার ব্লগে পেয়ে অনেক ভালো লাগল । অনেক ধন্যবাদ আপু । আমি ও অবশ্যই আপনার ব্লগে যাব ।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অসাধারণ!
বিমুগ্ধ।