নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আল্লাহ আমাকে একজন নারী হিসাবে সৃষ্টি করেছেন আর আল্লাহর সিন্ধান্তে আমি সন্তুষ্ঠ আছি।

ওমেরা

শালীনতাই সৌন্দর্য্য

ওমেরা › বিস্তারিত পোস্টঃ

***** আমাদের কবুতর বাচ্চা দিয়েছে ***** (ফটো ব্লগ সামার)

৩০ শে মে, ২০১৯ বিকাল ৪:০৪



আমাদের নীচ তলায় একটা বারান্দা আছে সেটা তেমন ব্যাবহার করা হয় না মানে তেমন একটা যাওয়া হয় না এই বারান্দাতে , আমার কিছু ফুল গাছ আছে । কয়েক দিন আগে কিছু একটা আনার জন্য দরজা খুলে আমি তো অবাক !! আমার দেয়ালের সাথে ঝুলানো ফুল গাছের ঝুরিতে বাসা বানিয়ে বসে আছে একটা কবুতর ।


আমার খুব রাগ হল, ইচ্ছে হল তাড়িয়ে দেই কিন্ত কবুতরটা একটুও ভয় না পেয়ে আমার দিকে এমন মায়াভরা চোখে করুন ভাবে তাকিয়ে থাকল খুব আদর লাগল , দৌড়ে ঘরে যেয়ে মোবাইল নিয়ে কয়েকটা ক্লিক ক্লিক । দুইদিন আগে দুইটা বাচ্চা হয়েছে , মা কবুতরটা পাখনা দিয়ে বাচ্চাদুটোকে এমন ভাবে আগলে রেখেছে কিছুতেই ছবি তুলতে পারছি না। কবুতরটার জন্য খুব মায়া লাগছে, বাচ্চাদুটো উড়তে শিখলেই হয়ত তারা চলে যাবে তখন খুব খারাপই লাগবে ।



এ সময়টা সুইডেন একটা ফুলের দেশ। নাম জানা, অজানা নানা রং বেংগের ফুলে ভরা এদেশ। ঘরে, বাগানে , রাস্তা ঘাটে পথে পান্তরে , এত এত সুন্দর সুন্দর নয়ন জুরানো ফুল । একটা ফুলেও কোন ঘ্রাণ নেই, যদি এসব ফুলের ঘ্রাণ থাকত এসময়টা সুইডেন ফুলের গন্ধে মৌ মৌ থাকত।


১।

২।

৩।

৪।

৫।

৬।

৭।

৮।

৯।

১০।

এগুলো সবই বনোফুল আপনি চাইলেই কিছু ফুল তুলে নিয়ে সুন্দর করে আপনার বাসার ফুলদানীতে এমনি করে সাজিয়ে রাখতে পারেন ।



আপনার পড়ার টেবিলে বা খাবারের টেবিলে অথবা ড্রয়িং রুমের কোথাও। এতে বাসার সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে আপনার মনেও ভালো লাগবে।

তাই বলে ভুল করেও কারো বাগানের ফুল নিতে যাবেন না কিন্ত,তাহলে পুলিশ মামু এসে আপনাকে শশুরবাড়ি নিয়ে যাবে। এগুলো মানুষের বাগানের ফুল ছবি তুলতে দেখেনি, হয়তবা দেখেছে কিন্ত কিছু বলেনি।

১।

২।

৩।

৪।

কয়েক বছর আগে এমনি সিজনে একদিন দুপুরের পর হাঁটতে বেরিয়েছি একটা ভিলা বাড়ির সামনের বাগানে বেশ কিছুটা জায়গা জুরে নীচের ছবিতে বেগুনী ক্যালারের ফুলদুটো দেখা যাচ্ছে এই ফুলগুলো । সেগুলো কয়েকটা ক্যালারের ছিল আর খুববেশী সুন্দর ছিল। তখন আমি এই ফুলের নাম জানতাম না পরে জেনেছি এটার নাম (লক ব্লুমমোর) বাংলাতে মনে হয় পিয়াজ ফুল হবে।ফুলের সৌন্দর্যে আমি এত বেশী মুগ্ধ হয়েছি অনেকক্ষন দাড়িয়ে দেখছি তো দেখছি। হঠাৎ বাড়ির ভিতর থেকে মাঝামাঝি বয়সের এক মহিলা দৌড়ে আমার সামনে এসে রাগী স্বরে এই মেয়ে ফুল তুলছ কেন? তুমি কি জান আমি এখন পুলিশ কল করতে পারি।

আমার হাতে দেখি দুটো ফুল আমি বুঝতে পারিনি কখন আমি ফুলদুটো তুলেছি, কিন্ত কি করব ——- মহিলার মুখের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে, আরে এটা তোমার বাগান !! কি আশ্চার্য! আমি তো এটা আমার বাগান মনে করেছি।
মহিলাও এবার হেসে - এই মেয়ে তুমি কি পাগল ? তাড়াতাড়ি যাও তো এখান থেকে তুমি না আবার আমার বাড়িতে ঢুকে দাবী করে বস এই বাড়িটাই তোমার ।

আচ্ছা তাহলে ফুলদুটো তুমি রেখে দাও।
না ওদুটো তুমি তুলেছ যখন নিয়েই যাও।
আমি খুশী মনে ফুল দুটো নিয়ে চলে এলাম ।



আমাদের দুপুরের পর ব্যালকনির ডোর খুলে দেখি, মা কবুতরটা নেই , হয়ত খাবারের সন্ধানে বের হয়েছে । এই সুযোগটা কাজে লাগালাম । মন একটু খারাপও হল একটা বাচ্চা দেখে ও পাশে একটা ডিম । ঐ ডিম টা মনে হয় আর ফাটবে না ভেবে ।




বাচ্চা টা কি সুন্দর মায়া মায়া লাগছে , মা কবুতরটা একটু আগেই ফিরে এসেছে ।

মন্তব্য ৫০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৯ বিকাল ৪:১৭

চাঁদগাজী বলেছেন:


কবুতরের ছবিটা সুন্দর হয়েছে; ১ম বাক্যের 'আমরা' শব্দটা মুছে দেন।

৩০ শে মে, ২০১৯ বিকাল ৪:২৩

ওমেরা বলেছেন: ওরে বাবা!! ভাইয়া আপনি এত সুন্দর করে কমেন্ট করতে পারেন ! আমার এত খুশী লাগছে সত্যি বলার মত না। মনে হচ্ছে ব্লগিং করে এতদিনে কিছু একটা পেলাম।অবশ্য আপনার প্রতি আমার ধারনা কখনোই খারাপ ছিল না।এখন আরো একটু অগ্রসর হল।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

২| ৩০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

হাবিব বলেছেন: ৭ নাম্বার ছবিটা এক্কেবারে বাস্তব মনে হচ্ছে..... খুব ভালো লাগলো ছবি ব্লগ

৩১ শে মে, ২০১৯ রাত ১২:৫২

ওমেরা বলেছেন: অনেক ধন্যবাদ হাবীব স্যার ।

৩| ৩০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

মুক্তা নীল বলেছেন:
প্রতিটি ছবিই অসাধারণ সুন্দর হয়েছে। ফুল গুলো একদম প্রাণবন্ত
লাগছে। কবুতর গুলো দেখে ভীষণ ভীষণ মায়া হচ্ছে+++

৩১ শে মে, ২০১৯ রাত ১২:৫৭

ওমেরা বলেছেন: কেমন আছেন আপু ? আমার অনেক মায়া লাগছে , বাচ্চাটার দেখার পর আরো বেশী মায়া লাগছে , খুব ধরতে ইচ্ছা লাগছে কিন্ত ভয়ও লাগছে যদি মরে টরে যায় ।

অনেক ধন্যবাদ আপু আপনাকে ।

৪| ৩০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ছবি ব্লগ

৩১ শে মে, ২০১৯ রাত ১২:৫৮

ওমেরা বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।

৫| ৩০ শে মে, ২০১৯ রাত ৯:৪৩

বলেছেন: হুম --
কবুতর নাকি পায়রা নাকি সুইস ডালিং ---------
আমি বলি সবি ভীষণ মায়াময় -------

৩১ শে মে, ২০১৯ রাত ১:০৫

ওমেরা বলেছেন: জী নামে কিছু আসে যায় না । মায় তৈরী হয় মনের ভিতর ।

অনেক ধন্যবাদ ।

৬| ৩০ শে মে, ২০১৯ রাত ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:



আমার পোষ্টে মন্তব্য কমে গেছে, তাই মাথায় ঠান্ডা পানি ঢেলে ব্লগে এসেছি।

৩১ শে মে, ২০১৯ রাত ২:০০

ওমেরা বলেছেন: ভাইয়া আসলে ব্লগের এখন খারাপ সময় ব্লগার কম তাই সবার পোষ্টেই কমেন্ট কম হচ্ছে। আপনার সব পোষ্টই আমি পড়ি কারন আপনি দেশের রাজনীতি নিয়ে বেশী লিখেন সেগুলো থেকে আমি অনেক কিছু জানি ও শিখি কিন্ত কমেন্ট করতে পারি না কারন দেশে রাজনীতি বা রাজনীতিবিধদের সম্পর্কে আমার জানাশুনা কম ।

আশা করি এখন থেকে মাথা ঠান্ডা রেখেই ব্লগিং করবেন ভাইয়া কিন্ত তাহলে যে ব্লগটা নিরামিশ নিরামিশ লাগবে !!

নাহ্! সেটা ভালো লাগবে না তাই আপনি আপনার মতই থাকুন ভাইয়া।

আবারও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

৭| ৩০ শে মে, ২০১৯ রাত ১০:২০

মনিরা সুলতানা বলেছেন: অভিনন্দন !! অনেক সুন্দর কবুতরের ছবি ।
ফুলগুলো ও অনেক অনেক দারুণ রঙ রূপে।
চমৎকার ছবি ব্লগ।

৩১ শে মে, ২০১৯ রাত ২:০৮

ওমেরা বলেছেন: কবুতর যে এত সুন্দর এর আগে আমি জানতামই না । সামনে গেলেই এমন করে তাকিয়ে থাকে দেখে এত মায়া লাগে তা বলার মত না । কেমন আছেন আপনি?

অনেক ধন্যবাদ আপুনি।

৮| ৩০ শে মে, ২০১৯ রাত ১০:৩৪

রাজীব নুর বলেছেন: কবুতর বাচ্চা দেয় কিভাবে?
কবুতর ডিম দেয়।সেই ডিমে কবুতর তা দেয়। কমপক্ষে ২১ দিন। তার পর বাচ্চা হয়।

৩১ শে মে, ২০১৯ রাত ২:১২

ওমেরা বলেছেন: সবজান্তা ভাইয়া, কবুতর ডিম দিয়েছে, কবুতরই সেই ডিমে তা দিয়েছে, তারপর ডিম ফুটে বাচ্চা বের হয়েছে । এখন সংক্ষেপে আমি বলেছি কবুতর বাচ্চা দিয়েছে। এবার বুঝেছেন ভাইয়া?

অনেক অনেক ধন্যবাদ।

৯| ৩০ শে মে, ২০১৯ রাত ১০:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! পড়ে আরাম পেলাম। ছবি ও কথা বেশ লাগলো।
শুভকামনা জানবেন।

৩১ শে মে, ২০১৯ রাত ২:১৪

ওমেরা বলেছেন: যাক ব্যাথা যে পাননি ভাইয়া এতে খুব খুশী হয়েছি । অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

১০| ৩১ শে মে, ২০১৯ রাত ১২:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর ছবি পোস্ট B-))

৩১ শে মে, ২০১৯ রাত ২:১৫

ওমেরা বলেছেন: অনেক ধন্যবাদ নিবেন।

১১| ৩১ শে মে, ২০১৯ রাত ১২:২৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: উলিবাবা , কবুতল বাত্তা পেলেথে!!!!

৩১ শে মে, ২০১৯ রাত ২:১৭

ওমেরা বলেছেন: জী, মাত্র একটা বাচ্চা। ধন্যবাদ।

১২| ৩১ শে মে, ২০১৯ রাত ১:০২

ভুয়া মফিজ বলেছেন: ঘরের ভিতরে কাক? আমি তো অবাক!! :)

স্যরি, কাকের জায়গায় কবুতর পড়তে হবে।

ছবিগুলি সেরাম সুন্দর!

৩১ শে মে, ২০১৯ রাত ২:২০

ওমেরা বলেছেন: ঘরের ভিতর না তো, ব্যালকনিতে। প্রথমদিন দেখে সত্যি খুব অবাক হয়েছিলাম ।

ধন্যবাদ ভুয়া মানুষ ভাইয়া।

১৩| ৩১ শে মে, ২০১৯ ভোর ৫:১০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার কবুতরগুলো সুন্দর | ওগুলোর যত্ন নিলে কি পোষ মানবে ? আমি কাক থেকে শুরু করে অন্যান্য পাখি, খরগোশ অনেক কিছুই পালতে এবং পোষ মানাতে পেরেছি | অথচ আমার কবুতর ভাগ্য কখনই ভালো ছিল না, কখনো পোষ মানাতে পারি নি, একটু বড়ো হলেই উড়ে চলে যেত | :(

বোনাস হিসাবে ফুলগুলোর ছবির জন্য ধন্যবাদ |

৩১ শে মে, ২০১৯ সকাল ১১:৩৯

ওমেরা বলেছেন: তাতো জানি না , এখানে বাসায় তো কাউকে কুকুর, বিড়াল, খরগোশ ছাড়া পাখি পোষতে দেখিনি । তবে এখানে লেকের পারে , বাসার সামনেও খাবার দিলে হাস ও বিভিন্ন পাখি খুব কাছে চলে আসে মানে একেবারে হাত থেকে খাবার নেয় একটুও ভয় পায় না
। অনেক ধন্যবাদ নিবেন ।

১৪| ৩১ শে মে, ২০১৯ ভোর ৫:২৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: ছবিগুলো দারুণ।

৩১ শে মে, ২০১৯ সকাল ১১:৪০

ওমেরা বলেছেন: অনেক ধন্যবাদ ।

১৫| ৩১ শে মে, ২০১৯ ভোর ৫:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
যে কোন প্রাণীর বাচ্চাই আমার কাছে ভালো লাগে।
এক মাত্র সাপ জাতীয় প্রাণী আমার ভালো লাগে না।
বাকি সব প্রাণীর বাচ্চাকে আমার কাছে মনে হয় খুব কিউট!

০১ লা জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

ওমেরা বলেছেন: ওমা গো সাপের নাম শুনলেই আমি ভয় পাই বাস্তবে কখনো দেখিনি ছবি বা টিভি দেখেছি । এখন মনে হচ্ছে বাচ্চা মানেই সুন্দর।
অনেক ধন্যবাদ ভাইয়া।

১৬| ৩১ শে মে, ২০১৯ সকাল ৯:৪১

জুন বলেছেন: পাখি আর ফুল দুই প্রিয় বিষয় নিয়ে সরল সহজ ভাষায় লেখাটি ভালো লাগলো ওমেরা।
ফুলগুলো মনে হলো স্বর্গীয়।

০২ রা জুন, ২০১৯ রাত ১২:২৪

ওমেরা বলেছেন: আপনার ভালো লাগায় আমি খুব খুশী হলাম আপু। ধন্যবাদ নিবেন আপু।

১৭| ৩১ শে মে, ২০১৯ সকাল ১০:০৮

সাদা মনের মানুষ বলেছেন: বাচ্চার সাথে একটা ডিমও মনে হচ্ছে, কিন্তু ডিমটা এতো বড়ো কেন?

০২ রা জুন, ২০১৯ রাত ১২:২৯

ওমেরা বলেছেন: জী ভাইয়া, তখনো একটা থেকে বাচ্চা হয় নি । কবুতরের ডিম আমি এই প্রথম দেখলাম , বড়ই তো দেখলাম , মুরগীর ডিমের মতই।

অনেক ধন্যবাদ ভাইয়া।

১৮| ৩১ শে মে, ২০১৯ সকাল ১০:৫১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের উত্তর দেওয়ার জন্য।

ভালো থাকুন।

০২ রা জুন, ২০১৯ রাত ১২:৩১

ওমেরা বলেছেন: মন্তব্যের উত্তর তো সব সময়ই দেই, কখনো একটু দেরী হয় । আপনাকেও আল্লাহ ভালো রাখুন।

১৯| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৩:৫৭

রাকু হাসান বলেছেন:

বনোফুল গুলো নির্মল মাধকতা এনে দিয়েছে । দেখে ভালো লাগছে । অনেক দিন পর আপনার ব্লগে মনে হয় আসলাম মন্তব্যে ।

০২ রা জুন, ২০১৯ বিকাল ৩:৩৫

ওমেরা বলেছেন: জী ভাইয়া , অনেকদিন পরই আসলেন । কেন আসেন না , আমি কোন ভুল করেছি, নাকি আমি ভালে লিখতে পারি না সেজন্য ? যাক এবার তো এসেছেন তার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

২০| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৫:২৬

ডঃ এম এ আলী বলেছেন: কবুতরের বাসা , কবুতর ও তার বাচ্চার ছবি সুন্দর হয়েছে ।
বনের কিংবা লোকালয়ের মুক্ত পরিবেশে থাকা ছাড়া কবুতর যুগলের নর ও মাদি উভয়ই মিলে খড় কুটা, পাতা, গাছের ছোট ডাল দিয়ে বাসা তৈরী করে এবং মাদি সেই বাসায় বসে থাকে। কবুতর সাধারনত বিকালে বা সন্ধার পর ডিম পাড়ে। প্রথম ডিম পাড়ার ১ দিন পর দ্বীতিয় ডিমটি পাড়ে। ডিম পাড়ার পর ১৬-২০ দিন নর ও মাদি উভয় কবুতর মিলে তা দিয়ে বাচ্চা ফুটায়।
ফুলের সুন্দর সুন্দর ছবি দেখে ভাল লাগছে ।

শুভেচ্ছা রইল

০২ রা জুন, ২০১৯ বিকাল ৩:৩৭

ওমেরা বলেছেন: ওমা গো কত কিছু জানেন ভাইয়া । আমি ও এখন জানলাম আপনার থেকে । অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

২১| ৩১ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

সুমন কর বলেছেন: হাহাহা.........ব্লগে পোস্ট দিয়ে আবার বলে উইঠেন না," এটা আপনার ব্লগ"। ;)

ছবিগুলো মোটামুটি লাগল। শিরোনাম ভালো লাগেনি।

০২ রা জুন, ২০১৯ বিকাল ৩:৪১

ওমেরা বলেছেন: হ্যা, হ্যা তা তো সব সময়ই বলি , সামু আমাদের ব্লগ , আর আপনি যেখানে কমেন্ট করেছেন এটা তো আমারই ব্লগ।
আপনার কমেন্ট কিন্ত আমার অনেক ভালো লাগল ।

ধন্যবাদ সুমন ভাইয়া।

২২| ০১ লা জুন, ২০১৯ রাত ২:৫১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর সব কয়টি ছবি। কবুতরের ছবিটি অনেক সুন্দর।

০২ রা জুন, ২০১৯ বিকাল ৩:৪২

ওমেরা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

২৩| ০৪ ঠা জুন, ২০১৯ রাত ২:২২

মাহমুদুর রহমান সুজন বলেছেন:

০৪ ঠা জুন, ২০১৯ রাত ২:৫৩

ওমেরা বলেছেন: ঈদ - মোবারক ভাইয়া। বুবু কেন বলেন নাই ভাইয়া!!

২৪| ০৯ ই জুন, ২০১৯ রাত ৮:৪৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বুবু বললে কে কি ভাবে। তাই এখন ব্লগে হাতির জমিয়ে আড্ডা দেওয়ার আগে শতবার ভাবতে হয়। আপনার পোস্টে গাজী সাহেব যে ভাবে বিচরণ করে তিনাকে ভয় পাই বেপক। যাই হোক এবার বলুন ঈদ কেমন কাটালেন বিদেশের বাড়ীতে। আমি ঈদে ৭ কেজি ওজনের একটি মাছ ধরেছি। রাঙ্গা চোখী নামের মাছটি দেখতে অনেক সুন্দর। লোহিত সাগর থেকে হুইল ছিপ দিয়ে।

১১ ই জুন, ২০১৯ রাত ৯:৩৫

ওমেরা বলেছেন: হায় আল্লাহ!! বুবু তো মানুষ বোনকে বলে এতে মনে করার কি আছে! উনি সবার পোষ্টেই বিচরন করেন, উনার মত এ্যাকটিভ ব্লগার সামু ব্লগে দ্বিতীয়টি নেই।
আলহামদুল্লিলাহ! ঈদ ভালই হয়েছে যদিও আমি সারাদিনই স্কুলে ছিলাম।

ওরে বাবা!! সাত কেজি ওজনের মাছ । ছবি তো দেন নাই ভাইয়া। মাছ ধরতে আমি খুব মজা পাই, একদিন যাব কিন্ত সময় করতে পারছি না।

ধন্যবাদ ভাইয়া।

২৫| ০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৪১

ইসিয়াক বলেছেন: অনেক সুন্দর ।

০৯ ই আগস্ট, ২০১৯ রাত ১:০৮

ওমেরা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.