নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আল্লাহ আমাকে একজন নারী হিসাবে সৃষ্টি করেছেন আর আল্লাহর সিন্ধান্তে আমি সন্তুষ্ঠ আছি।

ওমেরা

শালীনতাই সৌন্দর্য্য

ওমেরা › বিস্তারিত পোস্টঃ

*** বেদনাদায়ক দুটি মৃত্যু ***

১৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৩:৫৬



মৃত্যু একটি নির্মম সত্য । যে মৃত্যুবরন করে সে তো চলে যায় , আপনজন যারা থাকে তারাই এর কষ্ট , যন্ত্রনা অনুভব করে। এসময় অনেকেই সমব্যাথী হলেও এটা আসলে কতটা কষ্টকর, কতটা যন্ত্রনাদায়ক যার যায় সেই বুঝে । আমার আম্মু মারা যাবার পর কারো মৃত্যু খবর শোনার পর আমার ভিতর কোন অনুভূতি কাজ করে না কিন্ত এ মাসে দুটি মৃত্যুর খবর আমাকে ভীষন ভাবে নাড়া দিয়েছে ।

১ : রমজানের প্রায় মাস খানেক আগে আমাদের এখানে বাংলা মসজিদে একজন ইমাম নিয়োগ দেয়া হয়। উনি বাংলাদেশী হলেও উনি ইটালীতে ছিলেন । ওখানেও উনি একটা মসজিদে ইমামের জব করতেন। মসজিদের ইমাম হলেও উনি জেনারেল লাইনেও উচ্চ শিক্ষিত ছিলেন।

রামাদানের এক মাস আগে উনি প্রেগন্যান্ট স্ত্রী, ও তিন বছরের ছেলেসহ এখানে চলে আসেন।অল্প কিছুদিনেই সবাই উনাকে পছন্দ করে আগের ইমামের তুলনায়।
রামাদানের এক সপ্তাহ পর উনার পেটে ব্যাথা হলে উনি হাসপাতালে যান। প্রাথমিক টেষ্টের পর বলা হয় উনার গলব্লাডারে স্টোন আছে। আরো কিছু টেষ্টের পর বলা হয় উনার ক্যানসার। ক্যানসার গলব্লাডারে শুরু হয়ে এখন উনার সারা শরীরে ছড়িয়ে পরেছে । উনি বড়জোর তিন, চার মাস বাঁচবেন।
এরপর উনাকে প্রায় এখানে একমাস হাসপাতালে রাখা হয় কিছু আইনগত কারনে এখানকার হাসপাতাল উনাকে ইটালীতে হাসপাতালে ফেরত পাঠান।

দিন দিন উনার অবস্থা খারাপ হতে থাকে কারন উনার ক্যানসার যে অবস্থানে ছিল তার কোন চিকিৎসা ছিল না। এদিকে উনার স্ত্রীরও ডেলিভারীর সময় ঘনিয়ে এসেছে।উনার স্ত্রীকে একই হাসপাতালে উনার পাশের রুম দেয়া হয়।

সবই আল্লাহর ইচ্ছা, গত সাত তারিখে উনার স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দেন তার সাত মিনিট পরই উনি মারা যান।
আমরা আল্লাহর কাছ থেকে এসেছি আবার আল্লাহর কাছেই ফিরে যাব খুবই সত্যকথা, কিন্ত যতবারই ভাবি পাশাপাশি রুমে, একরুমে স্বামী মৃত্যু যন্ত্রনায় ছটফট করছে আরেক রুমে স্ত্রী প্রসব বেদনায় কাতরাচ্ছে এই সংকটময় মূহুর্তে কেউ কারো পাশে থাকতে পারলো না, কেউ কাউকে দেখতে পেল না
।মেয়ের জন্ম হল বাবার মৃত্যু হল। বাবা দেখে যেতে পারলেন না প্রিয় সন্তানের মুখ আর মেয়েটা কখনো দেখতে পাবে না তার জন্মদাতা বাবাকে। যতবারই একথা গুলো ভাবি আমার চোখে পানি চলে আসে।

২য় : এটা আপনারা সবাই আমার চেয়ে ভালো জানেন কারন আমি এই ব্লগ থেকেই জেনেছি, আর কিছুটা আমাদের বাসার খাবার টেবিলের আলোচনা থেকে । সেটা হল আবরার ফাহাদের মৃত্যুর ঘটনা ।
বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আমার তেমন জানা নেই খুব একটা জানার আগ্রহও নেই ।কিন্ত যতবারই ভাবি একটা ছেলেকে কয়েকটা ছেলে মিলে পিটিয়ে পিটিয়ে মেরেই ফেল্ল। মানুষ কতটা নির্মম নিষ্ঠুর হলে এটা করতে পারে। একটা ছোট পোকা পিপড়া মারতে গেলে ও ভয় হয় এই পিঁপড়াটাকে আমার আংগুলের ডগা দিয়ে কয়েক সেকেন্ডেই মেরে ফেলতে পারব কিন্ত তার জীবনটা কি আমি শত চেষ্টাতেও ফিরিয়ে দিতে পারব! আর একটা ইয়ং ছেলেকে ওরা পিটিয়ে পিটিয়ে মেরে ফেল্ল। একটু পানি খেতে চেয়েছিল তাও তাকে দেয়া হয়নি। আহারে- না জানি কত আকুতিই না আবরার ওদের কাছে করেছিল আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, কত কান্নাই না করেছিল, কত কষ্ট না জানি সে পেয়েছে। সে আমার আপন কেউ না,তাকে চিনিও না জানিও না তবু যতবার এই নির্মম হত্যার কথা মনে হয় চোখের পাতা ভিজে যায়।

মানুষ মরনশীল, কোন না কোন ভাবে মানুষ মরবেই কিন্ত এরকম মরন যেন কারো না হয়।যদি আবরারের এই মৃত্যু তাকে অমর করেছ শুধু দেশ নয় বিদেশেও মানুষ তার জন্য চোখের পানি ফেলছে তার জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করছে।
আর তার হত্যাকারীরা এই দুনিয়াতে তাদের বিচার হোক বা না হোক, বিচারে তারা শাস্তি পাক বা না পাক, তারা নিজেরাই নিজেদের ধ্বংস করেছে, এই জীবন নিয়ে বেঁচে থাকলে তাদের জন্য আছে ল্যান্ছনা, গন্জনা আর পরকালে তো আছেই ।

মন্তব্য ৩৭ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৯ ভোর ৪:৪০

চাঁদগাজী বলেছেন:


পরলোকগত ইমামের স্ত্রী ও ২ বাচ্চা কি এখন ইতালীতে? এদের কি অবস্হা?

১৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৮

ওমেরা বলেছেন: আগামী শুক্রবার ইমাম সাহেবের মরদেহ বাংলাদেশে যাবে উনারা ইটালীতেই থাকবে আপাতত।

ধন্যবাদ আপনাকে।

২| ১৫ ই অক্টোবর, ২০১৯ ভোর ৫:১৪

বলেছেন: পরকালের লাঞ্ছনা - বঞ্চনা কয়জন চিন্তা করে।।।

মৃত্যু অমোঘ সত্য -- কিছু কিছু মৃত্যু পীড়া দেয়।।।


আল্লাহ সকলের মঙ্গল করুন।।।

১৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৫০

ওমেরা বলেছেন: দুনিয়া নিয়ে মেতে আছি আখেরাতকে ভুলে আমরা সবাই তার জন্যই তো এত এত অনাচার চলছে । ধন্যবাদ আপনাকে।

৩| ১৫ ই অক্টোবর, ২০১৯ ভোর ৬:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: জন্ম যার আছে মৃত্যু অবধারিত। আমাদের বহমান জীবনে এমনো মৃত্যু মাঝে মাঝে আমাদেরকে শোকে পাথর করে তোলে; করে বাকরুদ্ধ। ইমাম সাহেবের পরিবারকে উপরওয়ালা হেফাজত করুন।
আর আবরার ফাহাদ নিয়ে নতুন করে কিছু বলার নাই। একশ্রেণীর পিশাচ দিনকেদিন পৃথিবীটাকে বসবাসের অযোগ্য করে তুলছে।

১৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৪

ওমেরা বলেছেন: মৃত্যুকে অবতারিত জেনেও আমি সেটা ভুলে থাকি সেজন্য অন্যায় অবিচার করতে আমাদের বিবেকে বাধে না । ধন্যবাদ আপনাকে।

৪| ১৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৭

ইসিয়াক বলেছেন: ঈশ্বর সকলের মঙ্গল করুন । শুভবুদ্ধির উদয় হোক ।
মানবতার জয় হোক। মানুষ মানুষকে আরো ভালোবাসতে শিখুক।
শুভকামনা রইলো ।
সুপ্রভাত ।

১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:২৮

ওমেরা বলেছেন: আল্লাহ আমাদের হেদয়াত দান করুন , আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যন দান করুন । ধন্যবাদ।

৫| ১৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমিও আমার পিতার মৃত্যুর পর অন্য কারো মৃত্যুর ঘটনায় তেমন বিচলিত হই না...
ইমামের ঘটনা বিডিনিউজ২৪-এ পড়েছি...

১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৩৬

ওমেরা বলেছেন: জী আমি আমার আম্মুর মৃত্যু পাশে থেকে দেখেছি আর কি পরিমান কষ্ট যে পেয়েছি সেটা বলা যায় না প্রকাশ করা যায় না, এখনো মাঝে মাঝে আম্মুর কথা মনে করে আমি কেমন যেন হয়ে যাই।তাই তার পর আর কোন মৃত্যুর খবর আমাকে বিচলিত করে না। আপনার ব্যাপারটাও সেরকমই হবে । অনেক ধন্যবাদ।

৬| ১৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪৮

মলাসইলমুইনা বলেছেন: ওমেরা,
ওয়েল ওয়েল ,কাম কাম ...ব্যাক !

১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৪১

ওমেরা বলেছেন: হি-- হি --- হি --- ভাপু । ভাপু আমিও আপনাকে একি কথা বল্লাম ,‘‘ ওয়েল ওয়েল, কাম কাম ব্যাক ভাপু‘‘!

৭| ১৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৩

ভুয়া মফিজ বলেছেন: দু'টা ঘটনাই বেদনাদায়ক। জন্ম-মৃত্যু মানুষের অমোঘ নিয়তি সত্যি, তবে এটা যখন স্বাভাবিক পরিস্থিতিতে হয় না.....কষ্টটা তখনই হয়। আশাকরি, ইমাম সাহেবের স্ত্রী এই দূর্যোগ কাটিয়ে উঠতে পারবেন। মহান আল্লাহ উনাকে সেই তৌফিক দান করুন।

আবরার ফাহাদের ব্যাপারটা এখন বিচারাধীন। তবে মোটামুটি সবকিছুই জাতীর কাছে পরিস্কার। এখন শুধু দেখার অপেক্ষা....বিচার কোন দিকে যায়।

১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১:১২

ওমেরা বলেছেন: আমীন।
জী দুটি মৃত্যুই আমার কাছে খুবই কষ্টকর লেগেছে। ইদুল ফিতরের দিন রাতে এই ইমাম সাহেব উনার স্ত্রী, ছেলেসহ আমাদের বাসায় এসেছিলেন, আমাদের বাসায় তখন আরো একটা সিলেটি পরিবার ছিল তো তখন উনারা সিলেটি ভাষায় কথা বলছিলেন আমাদের বাসার কেউ সেগুলো বুঝতে পারছিলাম না, এটা নিয়ে তখন আমরা খুব হাসাহাসি করছিলাম । এখন সে গুলো শুধুই স্মৃতি।

দেখা যাক কি হয় ।

অনেক ধন্যবাদ নিবেন।

৮| ১৫ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:০৩

বিজন রয় বলেছেন: ভাল আছেন নিশ্চয়ই।

মৃত্যু আর কষ্ট আমাদের অনেক শিক্ষা দেয়।
কেউ সে শিক্ষা নেয় কেউ নেয় না।

শুভকামনা রইল।

১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১:১৫

ওমেরা বলেছেন: আলহামদুল্লিলাহ! আল্লাহ ভালো রেখেছেন । প্রতিটা মৃত্যুতেই আমাদের জন্য শিক্ষা আছে, কিন্ত ভুলে যে যাই । অনেক ধন্যবাদ।

৯| ১৫ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন: ওমেরা আপা,
ইমাম সাহেব ও তার পরিবারের জন্য পরম করুণাময় আল্লাহপাকের কাছে মাগফেরাত কামনা করছি।

১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১:৩০

ওমেরা বলেছেন: আল্লাহ উনার গুনাহ গুলো মাফ করুন ভালো আমলগুলো কবুল করে উনার কবর আজাব মাফ করে দিন ও উনার পরিবারের সবাইকে সবুর ও ধৈর্য ধরার তওফিক দিন । আমীন।

ধন্যবাদ আপনাকে ।

১০| ১৫ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৮

আখেনাটেন বলেছেন: দুটি মৃত্যুই পরিবার দুটির জন্য অত্যন্ত বেদনাদায়ক। এসব অস্বাভাবিক মৃত্যুতে মানুষ হতাশ হয়ে পড়ে।

সৃষ্টিকর্তা উনাদের পরিবারকে এই শোক সামলে সামনের পথচলা মসৃন করুক এই কামনা।

১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৪৬

ওমেরা বলেছেন: আমীন। অনেক ধন্যবাদ আপনাকে।

১১| ১৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

করুণাধারা বলেছেন: ইমাম সাহেবের মৃত্যুর কথা পড়েছিলাম আগেই। খুবই দুঃখজনক। তবে আল্লাহই ভাল জানেন। আর আবরারের কথা প্রতি মুহূর্তেই মনে পড়ছে। আল্লাহ উনাদের দু'জনকেই জান্নাত নসিব করুন।

১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৪৭

ওমেরা বলেছেন: আমীন । ধন্যবাদ্যবাদ অনেক।

১২| ১৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:০৪

রাজীব নুর বলেছেন: প্রতিটা মৃত্যু বেদনাদায়ক।
বিশেষ করে যার মৃত্যুর কথা নয়, সে যদি মানুষের ক্ষোভের কারনে মৃত্যু বরন করে।

১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৫৭

ওমেরা বলেছেন: জী আপনি সত্য বলেছেন ।ধন্যবাদ আপনাকে।

১৩| ১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:১৩

শুভ_ঢাকা বলেছেন: প্রিয় মানুষ হারানো বেদনা কত কষ্টকর আমি তা জানি। বাবা হারানো কষ্ট এখনো দগদগে।
অনেকদিন বাদে তোমার লেখা পড়লাম। ভাল আছো নিশ্চয়ই বোন।

১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৫৮

ওমেরা বলেছেন: আলহামদুল্লিলাহ! আমি ভালো আছি । আপনিও নিশ্চয় ভালো আছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

১৪| ১৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৫০

নীল আকাশ বলেছেন:

পার্থিব দুনিয়ার লোভে পরে সবাই আল্লাহকে ভুলে যায়। ভুলে যায় প্রত্যেক জীবিত প্রাণীকে একবার হলেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

শুভ রাত্রী।

১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১:০০

ওমেরা বলেছেন: আমাদের এই পার্থিব লোভের জন্যই দুনিয়াতে এত অনাচার হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে।

১৫| ১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৫১

মুক্তা নীল বলেছেন:
ওমেরা আপু ,
দুটি মৃত্যুই ভীষণভাবে কষ্টদায়ক । ইমাম সাহেবের পরিবার
শোক সইবার ক্ষমতা দান করুন মহান আল্লাহ।
আবারার হত্যাকারীর বিচারই হয় কি- না ?

১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১:০২

ওমেরা বলেছেন: আনেক ধন্যবাদ আপু।

১৬| ১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ২:৫৭

সোহানী বলেছেন: খুব মন খারাপ হয়ে গেল ওমেরা........

১৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৩:০১

ওমেরা বলেছেন: আমারও মন খারাপ লাগে আপু । অনেক ধন্যবাদ আপু।

১৭| ২১ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১৫

খায়রুল আহসান বলেছেন: এ পোস্ট আপনার সংবেদনশীল মনের পরিচায়ক। এ পোস্ট অনেক পাঠকের চোখ ভেজাবে।
মাত্র সাত মিনিটের ব্যবধানে কন্যার জন্ম এবং বাবার চিরপ্রস্থান- জীবনে অনেক দুঃখ উদ্রেককারী মৃত্যুর কথা জেনেছি, কিন্তু এমনটি আর কখনো নয়। মরহুম ইমাম সাহেবেরর জন্য মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল 'আ-লামীন তার সদ্যজাত শিশুটিকে তার মা সহ সুরক্ষা করুন এবং বাবার অভাব মায়ের দ্বারা পূরণ করে দিন।
অপর মৃত্যুটি জাতি হিসেবে আমাদের হিংস্রতার পরিচয় দেয়, অমানবিকতার পরিচয় দেয়। এ ব্যাপারে শুধু একটাই চাওয়ার আছে- অপরাধীদের প্রতি জিরো টলারেন্স দেখানো হোক, কারণ তারা কোন অনুকম্পার যোগ্য নয়। দ্রুততম সময়ে তাদের বিচারকার্য সম্পন্ন করে কঠোরতম শাস্তি দেয়া হোক, যেটা বহু যুগ ধরে দৃষ্টান্ত হয়ে থাকবে।
মানবিক চেতনা উদ্রেককারী এ পোস্টে প্লাস + +।

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:১৪

ওমেরা বলেছেন: সব মৃত্যুই বেদনাদায়ক তার আত্বীয় স্বজনদের কাছে কিন্ত কিছু কিছু মৃত্যু দুরের মানুষকেও কাঁদায় এগুলো সে রকম মৃত্যু । অনেক ধন্যবাদ ভাইয়া।

১৮| ২১ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২০

খায়রুল আহসান বলেছেন: ছবিটা সুন্দর।

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৩:১৬

ওমেরা বলেছেন: ছবিটা আমাদের বাসার পাশে গার্ডেনের । অনেক ধন্যবাদ আবারো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.