নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আল্লাহ আমাকে একজন নারী হিসাবে সৃষ্টি করেছেন আর আল্লাহর সিন্ধান্তে আমি সন্তুষ্ঠ আছি।

ওমেরা

শালীনতাই সৌন্দর্য্য

ওমেরা › বিস্তারিত পোস্টঃ

———বিবর্ণ, বিষন্ন এই সময়ে ———-

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৩


গতকালকে দুপুর দুইটায় বাসার ব্যালকনি থেকে তোলা

আবহাওয়া যে মানুষের মন ও শরীরের উপর প্রভাব ফেলে সেটা নভেম্বর মাস এলেই খুব বেশী অনুভব করি ।
নভেম্বর মাসের সাথে এক ঝাঁক বিষন্নতা আচ্ছন্ন করে আমার মনকে , সাথে অলসতা প্রভাব বিস্তার করে দেহে।
লেখা- পড়া, খাওয়া- দাওয়া কোন কিছুতেই মন বসে না। কোথাও যেতেও ইচ্ছা করে না ।
( স্নো এলেই আবার সব ঠিক হয়ে যাবে তখন আবার আনন্দে আমার মন উরু ধরু করবে ! ইনশা আল্লাহ।)

এসময় দিন গুলো এত ছোট হয়ে যায় সকাল আটটায় ঘর থেকে যখন বের হই তখনও অন্ধকার থাকে, আবার পাঁচটার পরে যখন বাসায় ফিরি তখন অনেক রাত ( সূর্য গত হয়েছে তিনটায়) মাঝের দিনটুকুতে সূর্যিমামা নতুন বরের মত নাকে রুমাল দিয়ে মুখটা নীচু করে রাখে লজ্জায় , ঘার ব্যাথার কারনে মাঝে সাঝে একটু আকটু উকি, ঝুঁকি দিলেও সারাদিন কেমন যেন কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে,আবছা আলো আঁধারের লীলা খেলায় বুঝাই যায় না কখন সকাল, কখন দুপুর আর বিকাল। রাস্তা-ঘাট ভেজা ভেজা স্যাত স্যাতে থাকে,গা ঘিন ঘিন লাগে,ফুল পাতা হীন গাছ গুলোকে মনে হয় কোনো জ্বীন- ভুত দাঁড়িয়ে আছে, অন্ধকারে পথ চলতে কেমন গা ছম ছম করে।পাখির কোলাহল নেই, জীবন বাঁচাতে তারা ফেরারী হয়েছে কোন দুর দেশে। সারা শহরটাকে মনে হয় মন মরা হয়ে আছে।এ সব কিছু দেখে আমার জীবনের রংটাই কেমন ফ্যাকাশে মনে হয়।


( আমার ক্যাকটাস আমার মনের আনন্দ)

এত খারাপ লাগার মাঝেও ভালো লাগাও আছে , আমার অনেক গুলো নভেম্বর ক্যাকটাস আছে নভেম্বর এলেই এ গাছগুলো ফুলে ফুলে ভরে যায় । কয়েক বছর আগে একটা গাছ কিনেছিলাম সেই একটা থেকে এখন অনেকগুলো হয়েছে। সারা নভেম্বর জুড়েই এগুলোতে একটার পর একটাতে ফুল আসতেই থাকে , ফুলগুলো দেখলেই আমার মনে আনন্দ লাগে। কিন্ত এই নভেম্বর ক্যাকটাস ফুলগুলো খুব অল্প সময়ে ঝরে যায়।

আমার আরো একটা ভালো লাগার জায়গা আছে যেখানে গেলে কুয়াশাচ্ছন্ন বিষন্ন দিনে বা অন্ধকারাচ্ছন্ন রাতেও আমার মনের আকাশে উজ্বল সূর্যের সোনালী আলো জ্বলমল করে , বিবর্ণ, বিষন্ন দিনেও আমর মন সাত রংগা ভাললাগায় হারিয়ে যায়।
কিন্ত —————————

আমার এই ভালোলাগার জায়গাটা খুবই সংকীর্ন আর হালকা-পাতলা আমার ওজন নিতে পারে না, সামান্য বাতাসেই এমন ভাবে দুলুনি দেয়, বাল্টিকের অথৈ জলে আমি হাবু ডুবু খাই ।


(বাল্টিক সাগর )

মন্তব্য ৬১ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪০

কিরমানী লিটন বলেছেন: নান্দনিক ভালোলাগায় ভরে গেল সকাল - ভরে গেল মন। স্নিগ্ধ শুভকামনা রইলো

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৬

ওমেরা বলেছেন: সত্যি বলেছেন । আমিও অনেক খুশী হলাম আপনার কথায়। আপনার জন্যও অনেক শুভ কামনা আমার পক্ষ থেকে ।

২| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪১

মলাসইলমুইনা বলেছেন: স্নো এলেই আবার সব ঠিক হয়ে যাবে তখন আবার আনন্দে আমার মন উরু ধরু করবে !

তাহলে আবার স্নো আসুক তাড়াতাড়ি মন ভরে যাক শুভ্র খুশি আর আনন্দে ।লেখা ভালো লেগেছে ।

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫১

ওমেরা বলেছেন: জী সুখে, দুখে সময় চলে যাবে , স্নোও আসবে । ভাপু আপনি ভালো থাকুন সব সময়ের জন্য এই কামনা করি ।

অনেক ধন্যবাদ নিবেন ভাবি।

৩| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫০

এস সুলতানা বলেছেন: অসাধারণ নান্দনিকতায় ভরা ।

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৪

ওমেরা বলেছেন: ছোট্ট একটু কথা দিয়ে আমার মন ভরিয়ে দিলেন আপু। অনেক শুভেচ্ছা আর ধন্যবাদ্যবাদ আপনার জন্য আপু।

৪| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার এই ভালোলাগার জায়গাটা খুবই সংকীর্ন আর হালকা-পাতলা আমার ওজন নিতে
পারে না, সামান্য বাতাসেই এমন ভাবে দুলুনি দেয়, বাল্টিকের অথৈ জলে আমি হাবু ডুবু খাই ।

.............................................................................................................................
বিদেশে স্হিত হয়ে গেলে অজানা উৎসাহ, ভালো লাগা গতানুগতিক হয়ে পড়ে,
আর প্রতিদিন জব করলে তো অবসাদ, বিষন্নতা মনকে আচ্ছন্ন করবেই ।
আমার হয়েছে উল্টা : আমি মাত্র অষ্ট্রেলিয়া আসলাম, কোথায় যাব , কি করব এই নিয়ে
দিন কাটে ।
...........................................................................................................
জীবন বিবর্তন বাদ বিশ্বাস করে , তাই সাময়িক বিষন্নতা কিছুই নয়,
আবার মন হাসি খুশীতে ভরে যাবে অতি শীঘ্র !!!

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৯

ওমেরা বলেছেন: জী এক দেশ থেকে আরেক দেশে আসলে প্রথমে তো কিছুদিন , এসব টেনশনে , চোখের পানি নাকের পানি এক হয়ে যায়। আপনি তো মনে হয় ভালোই আছেন ব্লগিং যেহেতু করতে পারছেন । অনেক দোয়া রইল , আপনার চলার পথ আল্লাহ সহজ করে দিন।আল্লাহ আপনাকে ভালো রাখুন।

পোষ্ট পড়ে কমেন্ট করার জন্য অনেক ধন্যাবাদ নিবেন।

৫| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৬

ইসিয়াক বলেছেন: অ সা ধা র ণ ...............

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৫

ওমেরা বলেছেন: আপনাকে কি এখটা সাধারন ধন্যবাদ দিলে হবে !! তাই আমিও খুশী মনে একটা অসাধারন ধন্যবাদ দিলাম।

৬| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৪

এস সুলতানা বলেছেন: একফোটা শিশির ,একচিলতে হাসি, এই তো ভালোবাসাবাসি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সময় পেলে আমার ব্লগে আসবেন অনেক ভালো লাগবে সাথে পেলে

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৬

ওমেরা বলেছেন: জী আপু ভালেবাসার জন্য খুব বেশী কিছুর দরকার হয় শুধু সুন্দর একটা মন থাকতে হয় । আবারো এসেছেন আপু অনেক খুশী হয়েছি অনেক ভালো লাগায় মন ভরিয়ে দিলেন । আপনার ব্লগে অবশ্যই যাব আপু ।
আমার আন্তরিক ধন্যবাদ নিবেন আপু ।

৭| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই ভালো লাগলো আপি

আসলেই শীত সিজন বিবর্ণতায় ভরা

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৯

ওমেরা বলেছেন: আপু আপনার লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহিত আর আনন্দিত করল আমার মনকে । আপনার জন্য আমার একরাশ ভালোবাসাময় শুভেচ্ছা ও ধন্যবাদ।

৮| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৫

মা.হাসান বলেছেন: আপনার ওজন নিতে পারে না, সামান্য বাতাসেই দুলুনি দেয়!! :||
আপনার ওজন কমাতে হবে। খাওয়া কমাতে হবে।
কিছু দিন ঢাকা ঘুরে যান। চাল, পিয়াজ, লবন, সব্জি, গরু, মাছ, খাশি- সব কিছুর দাম শুনলে এমনিই পেট ভরে যাবে, আর আপনার ওজনও কমে যাবে।

বাল্টিক সাগরও কি আপনার জানালার পাশে?

অনেকেই সাতার জানে না। এজন্য বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে সাতার শেখানোর ব্যবস্থা হচ্ছে। রাজশাহী পলিটেকনিকের অধ্যক্ষ এই প্রোগ্রামের উদ্বোধন করেছেন। দেশে আসলে যোগাযোগ করতে ভুলবেন না। হাবু ডুবু খাওয়া বন্ধ হবে।

-- আমার অফিসের জানালা দিয়ে আজ তোলা। ঢাকা এখনো সতেজ। পরিবেশের ব্যাপারে সুইডেনের চেয়ে আমরা কিন্তু এগিয়ে গেলাম। B-))

এমন দিনে মন খারাপ হয় বইকি। আরো খারাপ করে নেন, গান শোনেন।

পোস্টে ++

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৯

ওমেরা বলেছেন: বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা ( এটা আমি ব্লগ থেকে শিখেছি)

বাল্টিক সাগর আমার জানালার পাশে না তবে সেখান থেকে লাইন কেটে একটা লেক বানিয়ে দিয়েছে আমাদের বাসার পাশে সুইডিশ সরকার যেটা প্রথম ছবিটাতে দেখা যাচ্ছে ।আমাদের এখানে ক্লাস থ্রীতেই সাঁতার শিখানো শেষ । আর ক্লাস নাইনে ও কলেজে সাঁতারের ন্যাশনাল টেষ্ট দিতে হয় ।

বাংলাদেশের সাথে সুইডেন সবদিক দিয়েই এগিয়ে যাক এটাই কামনা করি সব সময় । সবুজ সতেজ ছবি দেখে মন ভরে দেল ।


অনেক ধন্যবাদ সুন্দর আন্তরিক কমেন্ট ও লাইকের জন্য ।

৯| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৮

হাবিব বলেছেন: বাল্টিক সাগর দেখার খুব ইচ্ছা আমার .........

২০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৩

ওমেরা বলেছেন: সাগরে কি দেখবেন শুধু পানি আর পানি ।
তবু দেখার যখন ইচ্ছা আল্লাহ আপনার ইচ্ছা পূর্ন করুন এই কামনা করি।
অনেক ধন্যবাদ ।

১০| ২০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:২১

পদাতিক চৌধুরি বলেছেন: এত সুন্দর প্রকৃতি বর্ণনার সঙ্গে বাল্টিক সাগরের বর্ণনায় বিমোহিত হলাম। তবুও বিবর্ণ!
পোস্টে লাইক।
শুভকামনা আপু আপনাকে।

২০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৮

ওমেরা বলেছেন: মন যখন বিবর্ণ বিসন্ন সব কিছুই তখন ফ্যাকাশে লাগে ।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

১১| ২০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুন্দর ও দৃষ্টিনন্দন প্রা্কৃতিক পরিবেশে মনটা ভালো হয়ে যায়।
তবে দুঃখ সবার সে রূপ দেখার সাধ্য বা সামর্থ থাকেনা।

২০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

ওমেরা বলেছেন: আামার ইচ্ছা করছে আপনার কমেন্টটা বাঁধাই করে দেয়ালে টানিয়ে রাখি। এর আগে কখনো কমেন্ট করেছেন কিনা মনে নেই তো তাই। অনেক খুশী হয়েছি আপনার কমেন্ট পেয়ে , অনেক ধন্যবাদ আপনাকে ।

১২| ২০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: প্রথম ছবিটা গাছের পাতা নেই। কেমন রুগ্ন রুগ্ন।
এইসব গাছ কবে সবুজ হবে?

২০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

ওমেরা বলেছেন: মার্চ মাসের শেষের দিকে গাছে গাছে নতুন পাতা গজাবে পাখিরা ফিরে আসবে আমাদের শহর ফলে ফলে ভরে উঠবে। অনেক ধন্যবাদ।

১৩| ২০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

ওমেরা বলেছেন: কি সুন্দর ছবি নাকি লিখা? কিছুই তো বল্লেন না !! আপনি কোন ধন্যবাদ পাবেন না, সরি।

২০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২০

ওমেরা বলেছেন: ও নো--- ধন্যবাদ পাবেন লাইকের জন্য , আপনাকে ধন্যবাদ।

১৪| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আরে বুবু তোমার মন খারাপ প্রকৃতগত কারণে!!!
এইতো কয়দিন ঘুরেই আবার স্নো এসে যাবে। এই সময়টাতে ব্লগে সময় দাও। দেখে নিও বুবু মন ফুরফরা হয়ে যাবে। ব্লগে প্রতিদিনি ভাল হয়ে যাওয়া কবিতা লেখা হয়।

২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৩

ওমেরা বলেছেন: জী, ভাইয়া আমার মন খারাপ, অনেক মন খারাপ, শুধু প্রকৃতির কারনেই না আরো কিছু কারন আছে। বৈরী প্রকৃতি আর অন কারন মিলে আমার খুব মন খারাপ ।
আমি ব্লগ পছন্দ করি আমার যখন মন খারাপ হয় তখনো ব্লগে আসি আমার মনটা শান্ত হয় , আবার যখন আনন্দে থাকি তখনো মনের আনন্দে ব্লগিং করি । সেজন্য পোষ্ট দিয়ে ছিলাম হয়ত আমার ভালো লাগবে কিন্ত না কেন জানি আমার মনটা আরো বেশী অশান্ত হল ।
তাই আপাতত ব্লগিং স্থগিত করলাম

আমার জন্য দোওয়া করবেন ভাইয়া ।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

১৫| ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৩:০১

ফেরদৌসা রুহী বলেছেন: লেখাটা পড়ে মন বিষন্ন হয়ে গেলো

২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৭

ওমেরা বলেছেন: সরি আপু , আমার বাতাস আপনার গায়ে লেগে গেল

১৬| ২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মার্চ মাসের শেষের দিকে গাছে গাছে নতুন পাতা গজাবে পাখিরা ফিরে আসবে আমাদের শহর ফলে ফলে ভরে উঠবে। অনেক ধন্যবাদ।

আরও চার মাস বাকি!
গাছে ফুল ফল আসার পর একটা ছবি দিবেন প্লীজ।

২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৯

ওমেরা বলেছেন: আল্লাহ যদি আমাকে বাচিঁয়ে রাখে দিব। ইনশা আল্লা!

আবারো আসার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।

১৭| ২১ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৮

রুমী ইয়াসমীন বলেছেন: দৃশ্যগুলো অনেক সুন্দর চোখ জুড়ানোর মতই আর অনেক সুন্দর করেও লিখেছেন আপু পড়ে ভালো লাগলো।
আর এতো সুন্দর ক্যাকটাসের ফুল দেখে বিমোহিত হলাম।
অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন। :)

২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৫

ওমেরা বলেছেন: সুইডেন খুব সুন্দর একটা দেশ , চার ঋতুতে চারটি ভিন্ন রূপে অপরূপ সাজেঁ দেখা যায় সুইডেনকে ।
আপনাকে আমার অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানিয়্ রাখলাম আপু ।

আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুন এই কামনা ।

১৮| ২৪ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৬

হাসান রাজু বলেছেন: সাগর ! এতো হুগনা ক্যা ? মাত্রাতিরিক্ত নিয়ন্ত্রিত ডায়েটে আছে ? এক্কেবারে স্লিম । হলিউডের লায়িকাগ লেহান।

০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৫

ওমেরা বলেছেন: জী ! সাগর হুগনা আর পাতলা যাই হোক না কেন , আপনি সাগরের মাঝখানে যেয়ে দেখেন কেমন করে আপনি তলিয়ে যান।

অনেক ধন্যবাদ আপনাকে।

১৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আচ্ছা এত বড় ছবি কিভাবে দিতে হয় ? আমার গুলো সব ছোট হয়ে যায় কারণ কি ?

যাইহোক লেখাটা নান্দনিক ,চোখ জুড়ানো ছবি গুলো। । ++

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৫

ওমেরা বলেছেন: ফটো বড় করার বিভিন্ন পদ্ধতি আছে , আপনি আপনার মোবাইল ক্যামেরা থেকে ও ছবি বিভিন্ন সাইজে এডিট করতে পারেন অথবা ফটো এডিট করার যে সব ওয়েব সাইড আছে তার যে কোন একটা ডাউনলোড করে নিলেই ইচ্ছা মত ছবি ছোট , বড় যেই রকম করে নেয়া যায় ।
আমি এটাই করি অন্যরা কি ভাবে করে বলতে পারব না ।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

২০| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৭

সাইফ নাদির বলেছেন: দৃশ্য দু’টি খুব ভালো লাগলো

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৪

ওমেরা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।

২১| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি ফটোশপে ছবি বড় করি কিন্তু পোস্টের পর ছোট দেখায়।

০৩ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

ওমেরা বলেছেন: তাহলে আপনার অন্য কোন প্রবলেম আছে আপনি চেষ্টা করেন হয়ে যাবে ।

২২| ০৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৭

ডঃ এম এ আলী বলেছেন:




পকৃতি বদলের দৃশ্য দেখেও মনে জন্ম নেয় কত না ভাবের ।
সেরকম একটি ভাব থেকেই লেখেছি কবিতা একটি ।
আপনি সেটা দেখেও এসেছেন ।
ছবি ও লেখায় মুগ্ধতা
রেখে গেলাম ।

শুভেচ্ছা রইল

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:৩৯

ওমেরা বলেছেন: জী ভাইয়া, প্রকৃতি বদলের সাথে মনেরও পরিবর্তন হয় কিছুটা হলেও ।অনেক ধন্যবাদ ভাইয়া।

২৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:৫৭

মনিরা সুলতানা বলেছেন: ইশশ অনেক অনেক দিন পর ওমেরার পোষ্টে এলাম!!
অনেক সুন্দর সব ছবি ।
ভালোবাসব তোমার জন্য।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:৪১

ওমেরা বলেছেন: কেমন আছেন আপুনি ? অনেকদিন পর আপনাকে দেখে খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ নিবেন আপুনি।

২৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:২০

চাঙ্কু বলেছেন: স্নো বাবা আসছে? ;)

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ২:৪৮

ওমেরা বলেছেন: এই মিয়া, স্নো কেন বাবা হবে !! স্নো হল আমার মিতা, মানে হল স্নো হল শুভ্রঠান্ডা আমি হলাম শুভ্রতারা।

জী এসেছে হালকার উপর ঝাপসা, শনি, রবিবারে পুরোপুরি আসবে।

অনেক ধন্যবাদ আপনাকে।

২৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৩:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




ওমেরা আপা,
দেশে চলে আসেন জলপাই, কাঁচা তেতুল, কাঁচা আম দিয়ে টকের ডাল সহ টক দিয়ে ছোট মাছের চচ্চরি। শীতের দিনে খেজুরের গুড়ের ফিরনি, পিঠা - এসব কোন দেশে আছে কোথাও নেই। আসেন দেশের মানুষ দেশে আসেন।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৩:৪০

ওমেরা বলেছেন: ঠিই তো বলেছেন ভাইয়া এসব কোন দেশে নাই। আমারও ইচ্ছে ছিল পড়াশুনা শেষ করে দেশে চলে যাব। কিন্ত আম্মুর মারা যাবার পর দেশে গেলে আমার আরো বেশী অশান্তি ।আম্মুর নিজের হাতে গরা সংসারে সবই আছে সবকিছুতেই মনে হয় আম্মুর হাতের ছোঁয়া লেগে আছে কিন্ত কোথাও খুজেঁ আম্মুকে পাই না, তখন খুব বেশী খারাপ লাগে, তাই দেশে যেতে ইচ্ছা করে না, তবু দেশে যাই কিন্ত দেশে যাওয়ার আনন্দ অনুভব করি না।

অনেক ধন্যবাদ আপনাকে।

২৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০২

ঠাকুরমাহমুদ বলেছেন:




ওমেরা আপা,
আম্মা বেঁচে নেই এটি আমার জানা ছিলো না। আম্মার জন্য দোয়া করছি পরমকরুণাময় আল্লাহপাক আম্মাকে শান্তির শীতল ছায়ায় রাখুন। আপনি যেখানে থেকে মনে শান্তি পাবেন অবস্যই সেখানে থাকবেন।

আপনাকে একটি কথা লিখছি মনে রাখবেন:

“যেখানে যাও যেখানে থাকো, নিজে খাও, মনেরও খোরাক আছে তারেও খাওয়াও
নিজে খাইবা শরীর ভালা থাকবো, মনরে খাওয়াবা মন ভালা থাকবো।”
- আমার বেহস্তবাসী দাদীজান

অর্থাৎ যেখানে যাবেন যেখানে থাকেন, নিজে খাবেন নিজের শরীর ভালো রাখার জন্য। মনেরও খাদ্য প্রয়োজন পড়ে তাকেও আহার দিতে হয় তাতে মন ভালো থাকবে। এই আমার বেহস্তবাসী দাদীজানের কথা।

বোন রে,
আপনি ভালো থাকুন সুস্থ থাকুন। আর ভাইজানকে আমার সালাম দেবেন। পিঠা বানানো কঠিন কাজ নয়। ইউটিউবে সকল পিঠার রেসিপি সহ বানানোর ভিডিও দেওয়া আছে খুব সহজে শিখে নেওয়া যায়। শুভ কামনা রইলো।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৩

ওমেরা বলেছেন: রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ আমার রিজিক যেখানে যতদিন রেখেছেন ততদিন সেখানেই থাকা হবে ।

আপনার ভাইজান তো অনেক দুরে এখনো, ঘুমের ঘোরে স্বপ্নের মাঝে যদি দেখা পাই আপনার সালাম তাকে পৌছে দিব ।

আবার অনেক ধন্যবাদ নিবেন ।

২৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:১৯

মুক্তা নীল বলেছেন:
ওমেরা আপু ,

এত সুন্দর একটি পোস্ট কিভাবে আমার দেখা হলো না আমি খেয়ালই করলাম না । শিরোনাম অসাধারণ এবং সেই সাথে
ছবি ও বাল্টিক সাগর দেখে মন জুড়িয়ে গেলো।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:৫৮

ওমেরা বলেছেন: আপু কেমন আছেন ? অবশেষে আপু এসেছেন আমি অনেক খুশী হয়েছি । অনেক ধন্যবাদ আপু।

২৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:০৪

অলিউর রহমান খান বলেছেন: বেশ সুন্দর তো!

০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫০

ওমেরা বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখলাম , ভালো আছেন নিশ্চয় । ধন্যবাদ জানবেন আমার পক্ষ থেকে।

২৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:২৮

মিরোরডডল বলেছেন: লেখাটা যেমন সুন্দর , ছবিগুলোও ঠিক সেইরকম সুন্দর
পড়তে ভালো লাগছিলো ।
আশা করি এই কয়দিনে মন ভালো হয়ে গেছে ।

০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২২

ওমেরা বলেছেন: মন ভালো হয়েছিল কিন্ত এখন আবার খুব খারাপ তবু ভালো থাকার চেষ্টা করছি । অনেক ধন্যবাদ নিবেন ।

৩০| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২০

খায়রুল আহসান বলেছেন: বাল্টিক সাগরের জলের স্নিগ্ধতা মনে পরশ বুলিয়ে গেল! আপনার ক্যাকটাসের ফুলগুলোও খুব সুন্দর। ব্যালকনি থেকে তোলা ছবিটার নাঙ্গা গাছগুলো বিষণ্ণতা ছড়ালেও, সে বিষণ্ণতায়ও কি যেন একটা মাধুর্য রয়েছে- অন্ততঃ আমার কাছে তাই মনে হয়েছে।
স্বপ্নের শঙ্খচিল এর মন্তব্যটা ভাল লেগেছে। আপনার উত্তরটাও।

১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৯

ওমেরা বলেছেন: ভাইয়া অাপনার কমেন্টগুলো অন্যদের চেয়ে ব্যাতিক্রম । একটা একটা পয়েন্ট ধরে ধরে উল্লেখ করেন আবার অন্যদের কমেন্ট গুলোও পর্যালোচনা করেন । ব্যাতিক্রম কমেন্টে অনেক ভালোলাগা ও অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.