![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শালীনতাই সৌন্দর্য্য
চারিদিকে ঘন সবুজের সমারহ ,আর নানা রংবেরঙের ফুলের সৌন্দর্য ছেয়ে আছে সাথে সূর্যের সোনালী আলোকিত হয়ে আছে সারা সুইডেন।আকাশে নানা প্রজাতির পাখির কলকাকলি লেকগুলিতে হাসা- হাসিদের জলকেলি। শীতের দেশ হিসাবে সুইডেনের এই সময়টা খুবই সুন্দর সময়, ভালোলাগার সময় ।কিন্ত কয়েকদিন ধরেই কিছুই ভালো লাগছে না, কোন কিছুতেই আনন্দ পাচ্ছি না, শুধু মনে হয় কি যেন নেই।
প্রতিবছর এই সময়ে সামার জব নিয়ে কয়েক সপ্তাহ ও এক, দুই সপ্তাহ সুইডেনের ভিতরে , আশে, পাশের দেশে ঘুরে সময়টা ব্যাস্তই কেটে যায়। এছাড়া প্রতি উইকএন্ডে হয় দাওয়াত খাওয়াতে হয় না খেতে হয় , ষ্টুডেন্টফেষ্ট, গ্রিলফেষ্ট , বিয়ের ফেষ্ট তো থাকেই সাথে প্রতি সামারে আমাদের একটা সামারক্যাম্প করা হয় তিন,চার বা সাত দিনের জন্য এটা সুইডেনের ভিতরেই হয়।যদিও খুবই বিরক্ত লাগত যেতে ইচ্ছা না থাকলেও বাধ্য হয়েই যেতে হত। এবার এ সবের কিছুই হচ্ছে না, করোনার জন্য জব নেইনি, না পারছি কোথাও যেতে বাসায় বসে বসে টায়ার্ড হয়ে যাচ্ছি।
এখানে আসার পর যে কাজটাতে আমি সব চেয়ে বেশী আনন্দ পেয়েছি সেটা বরর্শি দিয়ে মাছ ধরা। প্রতিবার সামারে একবার বা দুইবার যাওয়া হয় ।এটা লেকের পারে বসে পিকনিক করাটাই আসল উদ্দেশ্য থাকে সাথে মাছ ধরা হয়।
গত সপ্তাহে বাসার সবাই মিলে গিয়েছিলাম , অনেক গুলো মাছ পেয়েছি , খেতে তেমন টেষ্টি না তবে ধরতে খুব আনন্দ লাগে , পানি এত স্বচ্ছ নীচের সবই দেখা যায়, ছিপে আটা গেঁথে ফেলার সাথে সাথে অনেকগুলো মাছ একসাথে এসে কার আগে কে ধরবে কারাকারি শুরু করে দেখতে খুবই মজা লাগে।
আমরা এটাকে পুটিঁ মাছইবলি এখানে এটার নাম মটফিস্ক ।
কভিড -১৯ করোনার শুরুতেই সুইডেনের গা-ছাড়া ভাব দেখেও কোন ভয় বা টেনশন লাগেনি,মৃত্যু আসলে তো মরতেই হবে বিনা চিকিৎসায় মারা যাবনা এটা বিস্বাস আছে।
দেশকে খুব ভালোবাসি সেটা দাবী করবো না, কখনো না। তবু যখনই দেশের ভালো কোন খবর পাই আমি আমি আনন্দে আত্বহারা হই, খারাপ খবরে ব্যাথিত হই।
কিছু কিছু ব্লগার বিদেশে থেকেও দেশ নিয়ে অনেক ভাবেন, বিভিন্ন সমস্যা নিয়ে উনারা উনাদের চিন্তা ভাবনাগুলো লিখেন। উনাদের লিখা পড়ে দেশ সম্পর্কে অনেককিছু জানতে পারি আমার কাছে এটা ভালো লাগে।
আমি ছোট মানুষ ছোট মাথা তেমন কিছু জানি না, উনাদের মত চিন্তাও কখনো আসে না কিন্ত করোনার শুরু থেকেই নিজের জন্য একবারও মনে কোন চিন্তা আসেনি, দেশের জন্য দেশের মানুষের জন্য চিন্তা হত এত এত মানুষ, দেশের চিকিৎসা ব্যাবস্থা ভালো না , হাজার হাজার মানুষের পরিবার চলে দিনের উপার্জন দিয়ে - এদের কি হবে !!
আমি অতি নগন্য একজন আমি চিন্তা করেই বা কি হবে আর কিবা করতে পারবো।তবু কেন যেন দেশের জন্য খুব মন খারাপ হয়।সুইডেনে
আক্রন্তের সংখ্যা যদিও বাড়ছে , তবে মৃত্যুর সংখ্যা ও ইনটেনসিভ রোগীর সংখ্যা কমে এসেছে কিছুটা। কিন্ত বাংলাদেশে দিনে দিনে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে সামনে হয়ত আরো খারাপ সময় আসছে। আমাদের আত্বীয় স্বজনদের কয়েকজন করোনা পেয়েছে , আলহামদুল্লিলাহ! উনারা অল্পতেই সেরে উঠেছে
করোনার ভ্যাকসিনের জন্য আমাদের আরো কয়েক মাস অপেক্ষা করতেই হবে , নিজেদের সচেতনতাই আমাদের রক্ষা করতে পারে ।ফিজিক্যাল ডিসটেন্স মেনে চলার ও ঘন ঘন হাত হাত ধোয়ার বিকল্প নেই। আল্লাহ আমাদের হেফাজত করুন।
১৮ ই জুন, ২০২০ দুপুর ১:২৮
ওমেরা বলেছেন: আপনারা তো শিক্ষিত, সচেতন মানুষ করোনা হবে কেন ভাইয়া !! ইনশা আল্লাহ,আপনার করোনা হবে না ।
আমার এক আত্বীয় অসুস্থ্য হয়ে , বিভিন্ন ক্লিনিকে গিয়েছিল সবাই বলেদিয়েছে সিট খালি নেই, উনি বয়স্ক ও উনার বিভিন্ন শারীরিক সমস্যাও আছে তবু উনি এখন ভালর দিকে ।
সচেতনতার সাথে থাকুন ভালো থাকুন ভাইয়া।
২| ১৮ ই জুন, ২০২০ দুপুর ১:১১
ভুয়া মফিজ বলেছেন: দোকান থেকে মাছ কিনে এনে বলছেন বড়শি দিয়ে ধরেছেন, ভালোই লাগলো শুনতে!
আপনি ছোট মানুষ, ছোট মাথা। কিন্তু মাথার ভিতরে মগজের পরিমান কিন্তু বড়দের মতো। কাজেই এসব কেচ্ছা বলে আমাদেরকে ভোলাতে পারবেন না। যাকগে, আপনি আটা দিয়ে মাছ ধরেন শুনে ভালো লাগলো। আচ্ছা, পরের বার নুডলস দিয়ে চেষ্টা করে দেখবেন। সুইডিশ মাছ নুডলস পছন্দ করে কিনা জানতে ইচ্ছা করছে।
আপনাদের আত্মীয়-স্বজনদের কোন কোভিড ক্যাজুয়ালটি হয়নি শুনে ভালো লাগলো। আল্লাহ সবাইকে হেফাজত করুন।
সাবধানে থাকুন, ভালো থাকুন আর কাজ যেহেতু নাই, মন দিয়ে সামার উপভোগ করেন।
১৮ ই জুন, ২০২০ দুপুর ১:৪৭
ওমেরা বলেছেন: আমার নামের আগে পিছে কিন্ত ভূয়া নাই ভাইয়া। আর সুইডেনে লন্ডনের মত মাছের বাজারও বসে না ।
আপনাদের ওখান থেকে প্রতি সামারে আমাদের পরিচিত দুই একজন আসেই বেড়ানো সাথে মাছ ধরা ইনজয় করার জন্য।
এবার কেউ আস্তে পারলো না ।
সুইডিস মাস নুডুলস খাবে কিনা জানি না তবে কেঁচো পছন্দ করে ।
কিন্ত উপভোগ তো করতে পারছি না ভাইয়া। শুধু ব্লগে এলেই একটু ভালো লাগছে ।
আপনার দাওয়াত রইল ভাবী সহ একবার আসেন সামারে, সবাই মিলে মাছ ধরব একসাথে।
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
৩| ১৮ ই জুন, ২০২০ দুপুর ১:১৫
কাছের-মানুষ বলেছেন: সুইডেনের আবহওয়া কেমন এখন কল্পনা করতে পারছি যদিও আমি সেখানে শীতের সময় গিয়েছিলাম। করোনার জন্য সবাই ঘর বন্ধি, বিরক্ত। করার কিছুই নাই! ভ্যাকসিনের জন্য আমাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
তবে পেপার পত্রিকা পড়লে ডিপ্রেস হতে হয় বেশী, আমি আপাতত পেপার পত্রিকা, এবং ফেইজবুক যাতায়াতে কমিয়ে দিয়েছি এর জন্য।
ওমেরা মাছগুলোর নাম কি? দেখতে বাংলাদেশী সরপুঁটির মত লাগছে অনেকটা! ভেজে খেতে মজা লাগার কথা এই মাছ!!
১৮ ই জুন, ২০২০ বিকাল ৫:৩২
ওমেরা বলেছেন: চোখ বন্ধ রাখলেই প্রলয় থেমে থাকবে ভাইয়া। আল্লাহর সিন্ধান্ত মেনে নিয়ে অপেক্ষা করতে হবে তার কাছে বেশী বেশী সাহায্য প্রার্থনা করতে হবে ।
আপনি মনে হয় মাছের ছবির নীচের লাইটা খেয়াল করেননি । আমারা এটাকে পুটিই বলি এর সুইডিশ নাম মট।
অনেক ধন্যবাদ নিবেন ভাইয়া।
৪| ১৮ ই জুন, ২০২০ দুপুর ১:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদের রহম করুন হেফাজতে রাখুন
আপনিও ভালো থাকুন নিরাপদে থাকুন আপি
আল্লাহ ভরসা
১৮ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৯
ওমেরা বলেছেন: আপু , আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন এটাই কামনা । অনেক ধন্যবাদ আপু।
৫| ১৮ ই জুন, ২০২০ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: পত্রিকাতে পড়লাম সুইডেনে নাকি বাসে ট্রেনে প্রতি বছর কোটী কোটি টাকার জিনিস পত্র মানুষ ভুলে ফেলে যায়?
১৮ ই জুন, ২০২০ রাত ১০:১৩
ওমেরা বলেছেন: তাই নাকি, আমি তো কখনো কিছু পেলাম না ———
ভূয়া মফিজ ভাইয়া আপনার কাছে একটা প্রস্তাব রেখেছে, রাখা সম্ভব কিনা দেখেন।
জী, এটা সব দেশেই মানুষ মনের ভুলে টুকটাক জিনিস ফেলে আসে তবে এটা এস, এল অফিসে যোগাযোগ করলে ফিরে পাওয়া যায়।
ধন্যবাদ আপনাকে।
৬| ১৮ ই জুন, ২০২০ দুপুর ২:২৮
ভুয়া মফিজ বলেছেন: আপনি নিজেই তো বললেন, লন্ডনে মাছের বাজার বসে (যদিও আমি লন্ডনে থাকি না)। তাহলে আর মাছ ধরতে সুইডেন আসবো কি জন্য? মাছ ধরতে ভালো লাগে না আমার, শুধু কিনে খেতে ভালো লাগে।
আমার নামের আগে পিছে কিন্ত ভূয়া নাই ভাইয়া। দেখলেন!! এই জন্যই বলেছিলাম, আপনার মাথা ছোট হলেও ভিতরে মগজের পরিমান বেশী!!!
কেচো সব মাছই পছন্দ করে। নুডলস এর ব্যাপারটা জানি না, তাই জানতে ইচ্ছা করলো। দাওয়াতের জন্য ধন্যবাদ। চলে আসবো একদিন হুট করে। আপাততঃ করোনা সামলাই আগে।
১৯ শে জুন, ২০২০ রাত ১:২১
ওমেরা বলেছেন: আরে ভাইয়া মাছ তো খাওয়ার জন্য ধরবেন না, আনন্দের জন্য ধরবেন । এখানে অনেকেই এটা করে বিশেষ করে সুইডিশরা মাছ ধরে আবার ছেরে দেয় সাথে সাথে । আমরা অবশ্য নিয়ে আসি ।
আমরা অবশ্য কেঁচো দিয়ে ধরি না , অন্যদের দেখেছি ।
আবারো অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।
৭| ১৮ ই জুন, ২০২০ দুপুর ২:৩০
ভুয়া মফিজ বলেছেন: রাজীব নুর বলেছেন: পত্রিকাতে পড়লাম সুইডেনে নাকি বাসে ট্রেনে প্রতি বছর কোটী কোটি টাকার জিনিস পত্র মানুষ ভুলে ফেলে যায়? আপনি না ব্যবসা করতে চান? সুইডেনে চলে যান। অল্প ক'দিনেই কোটিপতি!!!
২৩ শে জুন, ২০২০ রাত ১:৩২
ওমেরা বলেছেন: ভুলে ফেলে যায় আবার খোঁজ করে নিয়েও যায়। রাজীব নুরের কোটিপতি হবার সম্ভাবনা নেই কোন।
৮| ১৮ ই জুন, ২০২০ বিকাল ৩:১৩
নেওয়াজ আলি বলেছেন: দেশকে ভালোবসেন সেটা দাবি করার দরকারও নাই । আমজনতা সবসময় দেশের মঙ্গল চায়।
২৩ শে জুন, ২০২০ রাত ১:৩১
ওমেরা বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
৯| ১৮ ই জুন, ২০২০ বিকাল ৪:৪০
করুণাধারা বলেছেন: চারপাশে যে অবস্থা, মন বিষণ্ন না হয়ে উপায় কী!! কিন্তু সুন্দর ফুল আর তরতাজা মাছের ছবি দেখে মন ভালো হয়ে গেল। মাছগুলো কড়কড়ে করে ভেজে খেতে খুব ভালো লাগবে...
আল্লাহ নিশ্চয়ই সবকিছু ঠিক করে দেবেন। ততদিন আমাদের সবর করতে হবে... শুভেচ্ছা রইল ওমেরা।
২৩ শে জুন, ২০২০ রাত ১:৩৬
ওমেরা বলেছেন: জী আপু মন খুবই খারাপ গত কালকে আমার খালু মারা গিয়েছে করোনাতে ।
আল্লাহ অবশ্যই সবকিছু ঠিক করে দিবেন ইনশা আল্লাহ । ধন্যবাদ আপু।
১০| ১৮ ই জুন, ২০২০ বিকাল ৪:৫১
ইসিয়াক বলেছেন:
মাছগুলো ডুবো তেলে মচমচে করে ভেজে খেতে ইচ্ছে করছে। পুঁটি মাছ ভাজি আমার প্রিয়।
পোস্টে ভালো লাগা।
শুভকামনা।
২৩ শে জুন, ২০২০ রাত ১:৩৭
ওমেরা বলেছেন: বাজার থেকে কিনে খেয়ে নিবেন । অনেক ধন্যবাদ আপনাকে।
১১| ১৮ ই জুন, ২০২০ বিকাল ৫:২৪
চাঁদগাজী বলেছেন:
মাছগুলো যদি এতই খেতে চায়, বড়শী ব্যতিত কিছু খাবার পানিতে ফেলে দিয়েন।
২৩ শে জুন, ২০২০ রাত ১:৩৮
ওমেরা বলেছেন: জী দেই তো ব্রেড দেই বিস্কুট দেই , ধন্যবাদ আপনাকে।
১২| ১৮ ই জুন, ২০২০ বিকাল ৫:৩৮
আমি সাজিদ বলেছেন: সুন্দর সময়ের বিষন্ন মনটা ভালো বরং বিষন্নতা কাটিয়ে উঠুক। ভালো থাকুন , সুস্থ থাকুন।
২৩ শে জুন, ২০২০ রাত ১:৩৯
ওমেরা বলেছেন: আপনি ও ভালো থাকুন , সাথে ধন্যবাদ আপনার জন্য।
১৩| ১৮ ই জুন, ২০২০ বিকাল ৫:৪০
মুক্তা নীল বলেছেন:
ওমেরা আপা ,
আজকের পোস্টের শিরোনাম ও ছবি খুব ভালো
লেগেছে ।নিজেদের সচেতনতাই আমাদের রক্ষা করতে
পারে কথাঠিক কিন্তু খেটে খাওয়া মানুষরা কিভাবে
থাকবে ? তারপরও সবাই ভালো থাকুক সচেতন
থাকুক এটাই কামনা করছি ।
পোস্টে লাইক।
২৩ শে জুন, ২০২০ রাত ১:৪৮
ওমেরা বলেছেন: নীল মুক্তা আপু খেটে খাওয়া মানুষদেরও সচেতন থাকতেই হবে । জীবনের জন্য জীবিকা , জীবনও বাঁচাতে হবে কাজও করতে হবে। ধন্যবাদ আপু।
১৪| ১৮ ই জুন, ২০২০ বিকাল ৫:৪২
আখেনাটেন বলেছেন: মানুষের মধ্যে বিষন্নতা বৃদ্ধি পাচ্ছে দিন দিন।
মাছ ধরা আমিও বেশ পছন্দ করি। রীতিমত প্রতিযোগিতা করে।
২৩ শে জুন, ২০২০ রাত ১:৫১
ওমেরা বলেছেন: জীবনটাই যেন কেমন হয়ে গেল কোন কিছুই ভালো লাগে না । আমরাও প্রতিযোগিতা করি তবে আমি বেশী পারি না মাছ ধরতে নাকি রাশি লাগে।
ধন্যবাদ রইলো।
১৫| ১৮ ই জুন, ২০২০ বিকাল ৫:৪৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মাছের ছবিটা দেখে আমার খেতে ইচ্ছা করছে। পুঁটি, সরপুঁটি, ট্যাংরা, খলিসা, কাঁটা পাতাসী এইসব ছোট মাছ আমার খুব প্রিয়। চচ্চরি করলে ওভার ফুডিং হয়ে যায়। ওমেরা, তুমি কী চচ্চরি রান্না করতে পারো? পারলে চার্টার্ড বিমানে করে পাঠিয়ে দাও। হা হা হা।
২৩ শে জুন, ২০২০ রাত ১:৫৪
ওমেরা বলেছেন: আমি কখনো মাছ,গোস্ত রান্না করিনি তবে পারবো ইউটিউব আছে তো ।
আপনাকে অনেক ধন্যবাদ।
১৬| ১৮ ই জুন, ২০২০ রাত ৯:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: পুটি মাছ এমনই । ঝাক ধরে থাকে টপাটপ ধরা পড়ে। আপনাদের উন্নত রাষ্ট্র । নাগরিক অধিকার বেশি। বিনা চিকিৎসায় মরতে হবে না । করোনার দিনে ভাল থাকুন ।
২৩ শে জুন, ২০২০ রাত ১:৫৫
ওমেরা বলেছেন: আল্লাহ সবাইকে ভালো রাখুন এই কামনা আপনাকে অতিরিক্ত একটা ধন্যবাদ দিলাম্য
১৭| ১৮ ই জুন, ২০২০ রাত ১০:৩৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
ছবিটা এতোই ক্লোজ যে পুঁটি মাছকে এক ফিট সাইজের মৃগেল মনে হচ্ছে। পুঁটি মাছ সহ সকল মাছ রান্নার নানা ধরনের রেসিপি ইউটিউবে আছে আপিনি বোন ইউটিউবের রান্নার সহযোগিতা নিতে পারেন। শুভ কামনা রইলো।
২৩ শে জুন, ২০২০ রাত ১:৫৭
ওমেরা বলেছেন: আমি রান্না করতে পছন্দ করি না আর আমার ভাবী মাছ টাছ ভালো রান্না করে ।
আপনাকে ধন্যবাদ।
১৮| ১৮ ই জুন, ২০২০ রাত ১১:২২
পদাতিক চৌধুরি বলেছেন: মাছগুলোকে দেখে মনে হচ্ছে এরা এই প্রথম বাঙালির ক্ষপ্পরে পড়েছে। সুইডিসরা বোধহয় মাছ খায়না।খেলে ওরাও চালাক হয়ে যেত। এভাবে আটার লোভে বরশিতে ধরা দিতনা। তবে মাছগুলো স্বাদের হবেনা আপু। গোলগাল চেহারার বাঙালি পুঁটি মাছেরা অনেক বেশি স্বাদের। আপনি ধরে আনন্দ পেয়েছেন আর আমরা শুনে ও দেখে মজা পেলাম।এবার কিন্তু সুইডিস রুই মাছ ধরা চাই চাই।
২৩ শে জুন, ২০২০ রাত ১:৫৯
ওমেরা বলেছেন: এখানে বাংলাদেশীদের চেয়ে থাইল্যান্ডিরা মাছ বেশী ধরে । জী এগুলো বাংলাদেশের মাছের মত টেষ্টি না ।
ধন্যবাদ নিবেন ।
১৯| ১৯ শে জুন, ২০২০ রাত ১২:২৭
সাহাদাত উদরাজী বলেছেন: আরো ছবি চাই!
২৩ শে জুন, ২০২০ রাত ১:৫৯
ওমেরা বলেছেন: আর কোন পোষ্ট নয় না কোন ছবি ।
ভালো থাকবেন ।
২০| ১৯ শে জুন, ২০২০ রাত ১:৪০
মলাসইলমুইনা বলেছেন: লেখা সুন্দর হয়েছে !
২৩ শে জুন, ২০২০ রাত ২:০০
ওমেরা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২১| ১৯ শে জুন, ২০২০ রাত ২:১৬
মা.হাসান বলেছেন: কুমির ভাই তাও বলেছে যে সুইডেনের বাজার থেকে কিনেছেন, ভাগ্য ভালো বলে নাই যে ঢাকা থেকে পাঠানো কারো ছবি নিজের বলে চালিয়েছেন।
মানুষের চেয়ে উন্নত কোনো প্রাণী অন্য কোনো নক্ষত্রলোক থেকে এসে যদি আমাদের পুটি মাছের মতো ধরে খেতো তাহলে কেমন হতো?
এই মুহূর্তে দুশ্চিন্তা করে খুব বেশি লাভ হবে কি? যা হবার তাই হবে। ব্লগে ব্যাংকার, সরকারি চাকুরিজীবী, ডাক্তার এরকম অনেক পেশার লোক আছেন যাদের বের হওয়া বাধ্যতামূলক। খারাপ শোনায় যদিও, বাস্তবতা এই যে ব্লগে আজ যারা আছেন, কয়েক মাস পরে এদের মাঝে সম্ভবত কেউ কেউ আর থাকবেন না। যে টুকু সময় আমরা পাচ্ছি এটা মিনিঙফুল করাটাই জরুরী।
আপনাদের সকলের জন্য অনেক শুভকামনা।
প্রথম আর শেষ ছবিটা খুব সুন্দর হয়েছে।
২৩ শে জুন, ২০২০ রাত ২:০৩
ওমেরা বলেছেন: এগুলো তো বাংলাদেশের পুঁটির মত না তাই বলে নাই।
খাচ্ছে তো টের পাচ্ছেন না করোনা কত মানুষকে গিলে ফেলতেছে ।
জী গত কালকে আমার খালু মারা গিয়েছে করোনাতে।
ধন্যবাদ নিবেন।
২২| ১৯ শে জুন, ২০২০ রাত ২:১৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: এখানে অনেকে মাছ ধরে ধরে ছেড়ে দেয়।শনি রবি বারে ৫/৭ টা পাউরুটি নিয়ে মাছ,পাখি আর হাঁস দের খাওয়াই।সারা বিকেল খুব মজা হয়।এবার এখনো যাওয়া হয় নাই,কবে যে হবে তার কোন ঠিক ঠিকানা নাই।অনেকেই বেরহয়,কিন্ত আমাদের বেশি বয়শ বলে বেরতে দেয় না।
২৩ শে জুন, ২০২০ রাত ২:০৬
ওমেরা বলেছেন: আমাদের এখানেও এটা করে সুইডিশরা , ব্রেড আমরাও দেই হাঁস ও মাছদের যখন লেকের পারে যাওয়া হয়। আর পাখিদের সব সময় এটা দেয় হয় বাসার ব্যলকনি থেকে।
অনেক ধন্যবাদ আপনাকে।
২৩| ১৯ শে জুন, ২০২০ সকাল ১০:৪২
জাফরুল মবীন বলেছেন: পোস্টের ক্যাপসনে হলুদাভ পাতায় নীল ফুল,মাঝে ধৃত-মৃত পুঁঠি মাছ আর শেষে সবুজের সমারোহে গোলাপী ফুল। হলুদাভ সবুজ ঝরা পাতার রঙ, নীল বিষণ্নতার প্রতীক , সবুজ সজীবতার আর গোলাপী রঙ ভালোবাসা/ভালোলাগার প্রতীক।ব্যাপারটা এমন নয় তো যে আমরা বিষণ্ন সময় পার করছি।করোনা পুঁঠি মাছ ধরার মত কাউকে কাউকে মৃত্যুমুখে ঠেলে দিচ্ছে।কিন্তু সবকিছু ছাপিয়ে মানুষ একদিন ঠিকই সজীব হয়ে উঠবে।পৃথিবীটা আবার ভালোলাগায় ভালোবাসায় ছেয়ে যাবে।
২৩ শে জুন, ২০২০ রাত ২:০৮
ওমেরা বলেছেন: আপনার পর্যবেক্ষনমূলক কমেন্ট খুবই ভালো লাগলো কিন্ত আমার সময় কম তাই সুন্দর করে জবাব দিতে পারলাম না । ভালো থাকবেন অনেক ধন্যবাদ আপনাকে।
২৪| ১৯ শে জুন, ২০২০ দুপুর ১:০৬
কাছের-মানুষ বলেছেন: ও, তাইতো আপনি মাছের নামটি লিখেছিলেন, আমার চোখ এড়িয়ে গেছে।
যাক অন্তত দেশি মাছ ধরা যায় সেখানে! ওমেরা আমার বিশ্বাস আপনি ভয়ংকর ভাল রান্নাও করতে পারেন, বিশেষ করে আপনার বানানো মিষ্টি দেখে ধারণা করলাম।
ছোট বেলায় বরশী দিয়ে এই ছোট পুটি মাছ ধরতাম। পুটি মাছ দেখলেই আমার সেই ছোট বেলার কথা মনে পরে যায়!
২৩ শে জুন, ২০২০ রাত ২:০৮
ওমেরা বলেছেন: আবারো অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
২৫| ২১ শে জুন, ২০২০ রাত ২:৫১
শুভ্রনীল শুভ্রা বলেছেন: পুঁটিমাছগুলো আস্ত ভেজে খেতে ইচ্ছে হচ্ছে!
২৩ শে জুন, ২০২০ রাত ২:১১
ওমেরা বলেছেন: আপু গলায় কিন্ত কাটা বিধবে সাবধানে খাবেন।
ধন্যবাদ আর ভালো থাকবেন আপু।
২৬| ২৩ শে জুন, ২০২০ রাত ২:৫০
মা.হাসান বলেছেন: আপনার খালুর মৃত্যুর খবরে কষ্ট পেলাম। আল্লাহর কাছে প্রার্থনা করি ওনার জান্নাত নসিব হোক। আপনাদের পরিবারের সকলের জন্য সমবেদনা রইলো।
৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:২৭
ওমেরা বলেছেন: আমীন। অনেক ধন্যবাদ আপনাকে। ঈদ মোবারক।
২৭| ২৪ শে জুন, ২০২০ রাত ৮:৩২
আহমেদ জী এস বলেছেন: ওমেরা,
সুইডেনের চলতি সময়ের সুন্দরতায় একটি বিষন্ন মনের কতক কাহন।
নিজের এই অভাগা দেশটাকে "খুব ভালোবাসেন" বলতে না পারলেও " দেশের ভালো খবরে আত্মহারা হন"; একথাতেই আবারও প্রমান করে দিলেন - ইনহাস্ত ওয়াতনাম।
৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:৩১
ওমেরা বলেছেন: জানেন ভাইয়া মাঝে মাঝে মনে হয় আমার কোন দেশই নেই। কারন সুইডেনকে নিজের দেশ হিসাবে আপন মনে হয় না আবার বাংলদেশকে কেমন যেন পর পর মনে হয় । তবু ভালোবাসা মনে হয় বাংলাদেশের জন্যই বেশী যদিও কখনো মনে হয় আর ফিরা হবে না । অনেক ধন্যবাদ ভাইয়া ।
২৮| ২৮ শে জুলাই, ২০২০ রাত ১:২৭
ঢুকিচেপা বলেছেন: আপনার এই পোস্ট যেদিন দিয়েছিলে ঐ দিনই পড়েছি কিন্তু মন্তব্য করা হয়নি।
পাসওয়ার্ড পাওয়ার পর প্রথম যে পোস্ট দিয়েছি সেখানে ২৪ নম্বর মন্তব্যের উত্তরে অনেকের নামের সাথে আপনার নামও উল্লেখ করা আছে অনুপ্রেরণা দেয়ার জন্য।
পড়তে পারেন এখানে
৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৪
ওমেরা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । এটা আপনার পুরোনো নিক হলেও ঐ নিকটাকেই আমার পরিচিত মনে হয়।
২৯| ৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:৪০
ঢুকিচেপা বলেছেন: আপু আপনার কাছে যেটা পরিচিত মনে হচ্ছে ওটা এতদিন পর্যন্ত সেফ ছিল না। পুরনো নিকের যেদিন পাসওয়ার্ড পেলাম সেদিন ওটাও সেফ হয়েছে। পুরাতনটার অপেক্ষাতেই ছিলাম এতদিন তাই ওখানে লিখতামও না ঠিকভাবে।
বিদঘুটে নামের ব্লগে আপনাকে স্বাগত।
৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৩
ওমেরা বলেছেন: হি হি হি ——- বিদঘুটে নামের ব্লগে স্বাগত জানানোর জন্য আরেকবার ধন্যবাদ । যাব সময় করে এক সময়।
৩০| ০৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:১৪
কবিতা পড়ার প্রহর বলেছেন: কাল আমার বাড়ি থেকে ফিরে এলেন। আজকে নিরাশ করবো না।
১২ ই আগস্ট, ২০২০ রাত ১১:১৬
ওমেরা বলেছেন: ধন্যবাদ আপু।
৩১| ১২ ই আগস্ট, ২০২০ সকাল ৮:৫৩
জুন বলেছেন: ওমেরা দেশে থাকলে দেশের অনেক কিছুর প্রতি বিরক্ত হই, কিন্ত দেশের বাইরে থাকলে দেশের জন্য কিযে মায়া লাগে। দেশের তো আর কোন অপরাধ নেই, অপরাধীতো কিছু লোভী মানুষ যার জন্য এই বেহাল অবস্থা। আপনার লেখাটি ভালো লাগলো পড়ে। এমন করেই লিখুন বিদেশের দিনপঞ্জী।
+
১২ ই আগস্ট, ২০২০ রাত ১১:১৯
ওমেরা বলেছেন: একে বারে সত্যকথা আপু , দেশে থাকলে দেশের প্রতি ভালোবাসাটা বুঝা যায় না। দেশের কোন দোষও নেই , আমরাই দোষকরি নাম হয় দেশের । অনেক ধন্যবাদ আপু।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০২০ দুপুর ১:১১
কল্পদ্রুম বলেছেন: আমরা মরার আগে চিকিৎসা পাবো কি না সেটা নিয়ে বেশি দুশ্চিন্তিত আছি।বর্তমান পরিস্থিতিতে এটাই সবচেয়ে খারাপ।