নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আল্লাহ আমাকে একজন নারী হিসাবে সৃষ্টি করেছেন আর আল্লাহর সিন্ধান্তে আমি সন্তুষ্ঠ আছি।

ওমেরা

শালীনতাই সৌন্দর্য্য

ওমেরা › বিস্তারিত পোস্টঃ

———-সামার ফটো ব্লগ———-

১২ ই আগস্ট, ২০২০ রাত ১১:১৩


সামারে প্রতি বছর একটা সামার ছবি ব্লগ পোষ্ট করি। কিন্ত এবছর করোনার কারনে এখনো করতে পারিনি। করোনা মানুষের জীবনকে অনেকটাই স্থবির করে দিয়েছিল কিন্ত প্রকৃতি বয়ে গিয়েছে আর আপন গতিতেই । যেই সামারের জন্য চাতক পাখির মত অপেক্ষায় থাকা হয় সেই সামার শুরু হয়ে এখন প্রায় শেষের দিকে, দিন অনেকটাই ছোট হয়ে এসেছে।তাই আর দেরী না করে আপনাদের জন্য আমার সামার ফটোব্লগ।

১।

ফুল আল্লাহ তায়ালার এক অপূর্ব সৃষ্টি । কি নিপুণতায় আল্লাহ এদের সৃষ্টি করেছেন , এদের সৌন্দর্য দেখে আমরা বিমোহিত হয় সুবাসে হই আবেশিত।

২।
বসন্তের আগমনে সৃর্যিমামার মিষ্টি হাসির ঝলকানিতে, ফুলকলি তোমারাও জেগে উঠো তোমাদের মায়াবী সৌন্দর্য নিয়ে।।

৩।
ফুলে ফুলে ছেয়ে আছে আপেল গাছ।

৪।
তুমি নিঃস্বার্থভাবে বিলিয়ে দাও তামার সুগন্ধি , তোমার অনুরাগীরাও এতে খুশী।

৫।
বেলা শেষে গোলাপ গুলো ঝরে যায়, রেখে যায় নিপ্পন । এটা থেকে তৈরী হয় সুস্বাদু ছুপ।
৬।

৭।

৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
ফুলগুলো এখন আর নেই, আছে শুধু আপেল।
১৬।
কি কথা বলিতে চাও ওগো প্রানের সখা।
১৭।
এতো দেখি বাংলা সিনেমার মত এক দৌড়ে বড় হয়ে গেল।
১৮।
একা থাকতে কারো ভালো লাগে না ।
১৯।
২০।
আমি ফটো ব্লগের শেষ ফটো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা । সবাই ভালো থাকুন।

মন্তব্য ৫৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০২০ রাত ১১:২৬

ঢুকিচেপা বলেছেন: সব ছবিই ভাল লাগলো আপু তবে প্রথম ছবিটা তো অদ্ভুত সুন্দর।
৩ নম্বরে যেটা আছে সাদা ফুল এটাই আপেল গাছ?

১২ ই আগস্ট, ২০২০ রাত ১১:২৯

ওমেরা বলেছেন: ছবি গুলো ভালো লাগার জন্য আপনাকে ধন্যবাদ। জী ওটা আপেল গাছ সাদা সাদা ফুলে ভরেছিল, এখন আর ফুল নেই আছে শুধু আপেল ।

২| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ১২:০৩

রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখতে পারছি না।
আমার নেট আজ খুব স্লো।

১৩ ই আগস্ট, ২০২০ রাত ১২:১৬

ওমেরা বলেছেন: আহারে —- আতেল ভাইয়া আমার সুন্দর ফটো গুলো দেখতে পাচ্ছেন না ।

আচ্ছা দেখিয়েন । অনেক ধন্যবাদ আপনাকে।

৩| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ১২:১৮

চাঁদগাজী বলেছেন:



ওখানে করোনার অবস্হা কি?

১৩ ই আগস্ট, ২০২০ রাত ১২:৩৩

ওমেরা বলেছেন: আলহামদুল্লিলাহ! ভালো তবে এখনো আছে । মনে হয় শেষ হিসাবে, সুইডেনের ডিসিশন ভালই ছিল প্রমান হবে।
ধন্যবাদ চাঁদ সুন্দর ভাইয়া।

৪| ১৩ ই আগস্ট, ২০২০ সকাল ৯:১৪

অন্তরা রহমান বলেছেন: কয়েকবার লোড করার পরও কিছু ছবি খুব ঝাপসা আসছে :(

১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৬

ওমেরা বলেছেন: আপনার ছবি তো আমি পরিস্কার দেখতে পাচ্ছি আপু খুব সুন্দর ! অনেক ধন্যবাদ আপু।

৫| ১৩ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৪৬

সোহানী বলেছেন: এই সামারে কোথাও যাইনি। বন্দী জীবন কাটাচ্ছি।

ছবিতে সুপার লাইক।

১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ১:০৫

ওমেরা বলেছেন: আমরাও বাহিরের অন্য দেশে যেতে পারছি না , তবে সুইডেনে লকডাউন ছিল না কখনো।
অনেক ধন্যবাদ আপু।

৬| ১৩ ই আগস্ট, ২০২০ সকাল ১১:২২

ইসিয়াক বলেছেন:


খুব সুন্দর লাগলো। শুভকামনা আপু্।

১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:২৩

ওমেরা বলেছেন: অনেক ধন্যবাদ নিবেন ইসিয়াক ভাইয়া।

৭| ১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:০৪

জুন বলেছেন: আপনার সামারের ফুল দেখে মুগ্ধ হোলাম ওমেরা । এই পৃথিবীতে এমন কোন ফুল নেই যা দেখে মনে হয় একটুও সুন্দর না । জংলী থেকে বাগানের যত্নে ফোটা ফুল সবই অপরূপ । এটাই আল্লাহর অসাধারন সৃষ্টিকে মনে করিয়ে দেয় ।

+

১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৩০

ওমেরা বলেছেন: আপু সব ফুলই সুন্দর , সব মানুষই মুগ্ধ হয় ফুলের সৌন্দর্য দেখে ।তবু পৃথিবীটা সুন্দর হয় না কেন ! অনেক ধন্যবাদ আপু।

৮| ১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ২:০৭

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: যদি আমি না করি ভুল;
৪ নম্বরটা কি রডোডেনড্রন ফুল-
-- সুন্দর ফুলের ছবির জন্য ধন্যবাদ।

১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৩২

ওমেরা বলেছেন: ওট গোলাপ । রডোডেনড্রন হল এটা,
কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

৯| ১৩ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৫৮

ঢাবিয়ান বলেছেন: দুচোখ জুরায়ে গেল

১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৪

ওমেরা বলেছেন: খুব ধন্যবাদ নিবেন ঢাবিয়ান ভাইয়া।

১০| ১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৮

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: হুম! চশমা নিতে হবে আমার!! আপনি প্রতিটা ছবির নিচে ফুলের নাম কাব্য করে লিখে দিয়ে আমার এই ধাক্কা খেতে হতো না :(( :(( :((

১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৪২

ওমেরা বলেছেন: হুম —— আগামী বছর আল্লাহ যদি বাচিঁয়ে রাখে তখন না হয় দিব ভাইয়া।

আপনার কবিতা পোষ্টে গিয়েছিলাম , কিন্ত কমেন্ট করতে সাহস পেলাম না কারন কিছুই বুঝি নাই।

আবারো আসার জন্য আবারো ধন্যবাদ ।

১১| ১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: ফুলের ছবিগুলি খুব সুন্দর। ওখানকার মালীরা কাজে খুব দক্ষ।

১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৩

ওমেরা বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাইয়া। নিজের কাজ নিজে করলে সব কাজই সুন্দর হয় । ধন্যবাদ আপনাকে আমার পোষ্টে আসার জন্য।
আমার মনে একটা প্রশ্ন , করেই ফেলি সারে চুয়াত্তুর মানে কি ? মানে আপনি কি মিন করে এই নিক নিয়েছেন। তবে বলতে চাইলে বলতে পারেন না চাইলে বলার দরকার নেই ভাইয়া।

১২| ১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৫২

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: বুঝাতে না পারার কষ্ট রয়ে গেল! শিরোনামহীন কবিতার মধ্যে আজকেরটাই ব্যতিক্রম -শুধু একজনকে ফেবুতে তার মন্তব্যের প্রেক্ষিতে লিখেছিলাম। এখন তো মনে হয় অনুবাদ করতে হবে ওটার। ধন্যবাদ আপনাকে আমার ব্লগ বাড়ীতে বেড়াতে আসার জন্য। সামনে দিনে বলে আসবেন- চা-নাস্তা রেডি থাকবে- ইনশাল্লাহ্।

১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৫৭

ওমেরা বলেছেন: আসলে এটা আপনার সমস্যা না , আমি এমনিতেই কবিতা কম বুঝি । ৩য় বারের জন্য ধন্যবাদ।

১৩| ১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:০২

সাড়ে চুয়াত্তর বলেছেন: সাড়ে চুয়াত্তর একটি অত্যন্ত জনপ্রিয় ভারতীয় বাংলা কমেডি সিনেমা যেটি ১৯৫৩ সালে মুক্তি পায়। এই সিনেমার মাধ্যমেই সুচিত্রা সেন প্রথম দর্শকের নজর কাড়েন। এছাড়া এতে অভিনয় করেছেন মহানায়ক উত্তম কুমার, ভানু বন্দ্যোপাধ্যায় এবং জহর রায়। ছবিটা আমার খুব প্রিয় তাই এটাকে আমার নিক হিসাবে বেছে নিয়েছি।

১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:১৩

ওমেরা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ আসলে ভারতীয় বা বাংলা মুভি সম্পর্কে আমার তেমন ধারনা নেই তাই জানা ছিল না । আম্মুর কাছে গল্প শুনেছি ১৯৭৪ সালে বাংলাদেশে নাকি দূর্ভিক্ষ হয়েছিল । তাই আমি এতদিন মনে করতাম আপনার জন্ম হয়ত ১৯৭৫ এর মাঝামাঝি ,সেই দূর্ভিক্ষ স্বরনে আপনি আপনার নিক নিয়েছেন সারে চুয়াত্তুর।
যাক আমার কৌতুহল দুর করার জন্য আপনাকে ধন্যবাদ

১৪| ১৩ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর সব ছবি। মাশা,আল্লাহ

১৪ ই আগস্ট, ২০২০ রাত ১২:৪২

ওমেরা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু ।

১৫| ১৩ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মন ভরে যাওয়ার মত ছবি। +++++++

১৪ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০৯

ওমেরা বলেছেন: আপনার মন্তব্যে আমারও মন ভরে গেল , অনেক ধন্যবাদ ভাইয়া ।

১৬| ১৩ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩০

মুক্তা নীল বলেছেন:
ওমেরা আপা,
কিছু নাম না জানা ফুলকে দেখেও ভালো লাগছে ‌।
সুন্দর ফুলের সাথে কিছু সুন্দর কথামালায় ভালোলাগা ও
মুগ্ধতা রেখে গেলাম ।
আজকের ফুলের ছবি ব্লগ খুবই চমৎকার হয়েছে।

১৪ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১২

ওমেরা বলেছেন: নীল মুক্তা আপু আপনি অনেক চমৎকার প্রশংসা করতে পারেন , এটা মানুষের খুব বড় একটা গুন । অনেক অনেক ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য আপু।

১৭| ১৩ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৯

মনিরা সুলতানা বলেছেন: ওরে কত্ত গোলাপ !!!
অনেক সুন্দর সব ছবি ১১ নাম্বারের ফুলগুলো মন ছোঁয়া হয়ে রইলো ।

১৪ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৭

ওমেরা বলেছেন: জী আপুনি এদেশের রাস্তা ঘাটে কত্ত যে গোলাপের ছড়ছড়ি যদি একটুও সুবাস থাকতো ফুলের ফুলের সুবাসে মানুষ মাতাল হয়ে যেত।
অনেক অনেক ধন্যবাদ আপুনি।

১৮| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ৯:১২

আহমেদ জী এস বলেছেন: ওমেরা,



ফুলের ছবি দেখে সত্যেন্দ্রনাথ দত্তের এই কবিতাটির কথা বলতেই হয় --

"জোটে যদি মোটে একটি পয়সা
খাদ্য কিনিয়ো ক্ষুধার লাগি’
দুটি যদি জোটে অর্ধেকে তার
ফুল কিনে নিয়ো, হে অনুরাগী!
বাজারে বিকায় ফল তণ্ডুল
সে শুধু মিটায় দেহের ক্ষুধা,
হৃদয়-প্রাণের ক্ষুধা নাশে ফুল
দুনিয়ার মাঝে সেই তো সুধা!"




১৪ ই আগস্ট, ২০২০ রাত ৯:০৮

ওমেরা বলেছেন:
ফুলের ঘ্রাণ নিয়ে অনুরাগী খুশি,
প্রজাপতির সোনার ডানা বিশ্রাাম নেয়
ফুলের পাপরিতে।
কোনও অশুদ্ধ গাল সাহস করে না
চুম্বন দেয়,
শিশির, আলো, প্রজাপতি, বাতাস,
তারা, কেবল তারা।

সমস্ত জন্ম সুন্দর ও মিষ্টি এবং ফুল ফোটে
লড়াই ছাড়াই,
কেন এখানে এত দুঃখ এবং বিপদ
কেন পৃথিবী হয় না
শান্তির দেশ?
ভাইয়া আমার সুইডিস কবিতা তো আপনার মত হল না !! তাও আপনার কবিতার বিনিময়ে জবাব দিলাম ধারকরা কবিতা দিয়ে।
অনেক ধন্যবাদ ভাইয়া।

১৯| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ১১:০২

রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখলাম।
ছবি ভালো হয়নি।
ছবি তোলায় আরো মন দিতে হবে।

১৪ ই আগস্ট, ২০২০ রাত ৯:১০

ওমেরা বলেছেন: সবাই তো ফটো সুন্দর বল্ল !! ও বুঝেছি আপনাকে আতেল ভাইয়া বলেছি তাই রাগ করেছেন । আমি কিন্ত আতেল পজেটিভ অর্থে বলেছি আতেল ভাইয়া।
তবুও আপনাকে ধন্যবাদ ।

২০| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ১১:১৫

নিঃশব্দ অভিযাত্রী বলেছেন: সবগুলি ছবিই খুব সুন্দর এসেছে। আপনার নিজের হাতে তোলা নাকি?

১৪ ই আগস্ট, ২০২০ রাত ৯:১৪

ওমেরা বলেছেন: নিরবে নিঃশব্দে কোথায় চল্লেন একা।জী আমার নিজের হাতেই তুলেছি , আমি ভালো ছবি তুলতে পারি না ।

অনেক ধন্যবাদ আপনাকে।

২১| ১৩ ই আগস্ট, ২০২০ রাত ১১:৩২

কামরুন নাহার বীথি বলেছেন:
মাশাআল্লাহ!!
অদ্ভুত সুন্দর সবগুলো ছবিই!!
অনেক অনেক শুভকামনা রইলো!!

১৭ ই আগস্ট, ২০২০ রাত ৩:০১

ওমেরা বলেছেন: আল্লাহ আপনাকে ভালো রাখুন । আনেক ধন্যবাদ আপু আপনার জন্য।

২২| ১৪ ই আগস্ট, ২০২০ রাত ১২:০৮

কাতিআশা বলেছেন: সুন্দর ছবি সবগুলো...তোমার ওখানে বেড়াতে যেতে ইচছে কেরে আপুনি!

১৭ ই আগস্ট, ২০২০ রাত ৩:০৩

ওমেরা বলেছেন: আপু সত্যি আসেন না একবার , এলে কত্ত যে খুশী হব আপু । সামারে সুইডেন সত্যি অনেক সুন্দর । অবশ্য উইন্টারেও আমার ভালো। লাগে যখন স্নো থাকে । অনেক ধন্যবাদ আপু ।

২৩| ১৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: বিউটিফুল।
শেষের আগে পুকুরে হাঁস চড়ছে,ছবিটাও কি আপু ওখানকার?

১৭ ই আগস্ট, ২০২০ রাত ৩:০৫

ওমেরা বলেছেন: জী ভাইয়া এটা একেবারে আমাদের বাসার পাশেই । একবার একটা হাঁস ধরেও এনেছিলাম। জবাই করে খেয়েছি ।
ধন্যবাদ আপনার জন্য।

২৪| ১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:১১

ভুয়া মফিজ বলেছেন: ছবিগুলো চমৎকার, কিন্তু বড় করতে গিয়ে কিছু ছবি ফেটে গিয়েছে। ১১ নং ছবির ফুলটা আমাদের এখানে এখনও দেখি নাই। সাদাটা আছে, যেটাকে আমি করোনা ফুল বলি। এটাও করোনা......তবে বেগুনী। আপনি আর কিছুদিন পরে দিলে সামার আর উইন্টারের ফটো তো একসাথেই দিতে পারতেন!!

লেখক বলেছেন: জী ভাইয়া এটা একেবারে আমাদের বাসার পাশেই । একবার একটা হাঁস ধরেও এনেছিলাম। জবাই করে খেয়েছি । সর্বনাশ! পুলিশে কেউ খবর দেয় নাই!!

এই বাঙ্গালীদের জিহ্বাই হলো সবচেয়ে বড় শত্রু। খাওয়া আর কথা, কোনটাই কন্ট্রোল করতে পারে না।

১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৪৩

ওমেরা বলেছেন: আমাদের এখানে সাদাটাও আছে । আমাদের এখানে এটাকে গ্যাসলক বলে কিন্ত আজকে থেকে আমিও এটাকে করোনাফুলই বলব তাহলে।
জী না পুলিশ আসলে বলে দিতাম, বিশ বছরে একটা মাত্র হাঁস নিয়েছি,কিন্ত বিশ বছরে এগুলোকে কত ব্রেড খেতে খাইয়েছি তার দাম দিয়ে অনেকগুলো হাঁস কিনতে পারতাম।

তবে হাঁস কিন্ত আমি আনিনি আমি খাইওনি। এটা করেছিল আমার ভাবীর বোন তাকে পুলিশে ধরেনিলে আমি খুশীই হতাম। হি হি হি —।
এত দিনে ভূয়া মানুষ একটা অরজিনাল কথা বলেছে——তবে আমি খাওয়া কন্ট্রোল করি কথার ব্যাপারে পারি না সত্যি।

অনেক অনেক ধন্যবাদ ভূয়া মফিজ ভাইয়া।

২৫| ১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৩

শায়মা বলেছেন: আমার সবচেয়ে পছন্দের ফুল হলো লাল গোলাপ।

গোলাপী, হলুদ কমলা গোলাপও সুন্দর!!!!!!!!!!

আর হাস নিয়ে ভুয়া ভাইয়া কি বললো!!!!!!!!!

হা হা হা হা হা সাবধান আপুনি কথা কিন্তু সত্যি।

১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৩৬

ওমেরা বলেছেন: আপু আপনিও অনেক সুন্দর একেবারে গোলাপের মন । সব ফুলই সুন্দর বিকালে হাঁটতে বের হলে কত চেনা অচেনা ফুল যে চোখে পরে ।ছোট ছোট ঘাসফুলও যে কত সুন্দর আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি ।

জী আপু এখন ভয়ই লাগছে ভূয়া ভাইয়া যদি পুলিশকে জানিয়ে দেয় সেই আশংকায়।হি হি হি —-

আপনাকে তাহলে উপরের লাল গোলাপের শুভেচ্ছা আপু।

২৬| ১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ১ আর ১১ সবচেয়ে ভালো লেগেছে।
বেশীর ভাগ ফুল গুলিই অচেনা।

১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৩৯

ওমেরা বলেছেন: আপনি তো অনেক অনেক সুন্দর ছবি তোলেন তাই আমার ছবি আপনার ভালো লাগবে না সেটা জানি তবু দুই যে ভালো লেগেছে আমি তাতেই অনেক খুশী হয়েছি।
অনেক ধন্যবাদ আপনাকে।

২৭| ১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: আপনি তো অনেক অনেক সুন্দর ছবি তোলেন তাই আমার ছবি আপনার ভালো লাগবে না সেটা জানি তবু দুই যে ভালো লেগেছে আমি তাতেই অনেক খুশী হয়েছি।

এটাতো ঠিক হলো না!!! আমি আমার মন্তব্যের ভিন্ন অর্থ করলেন!!
হুমায়ূন আহমেদের আমার আছে জল আর লীলাবতী সবচেয়ে ভালো লেগেছে আমার। এর অর্থ নিশ্চই বাকি সব লেখা খারাপ লেগেছে তা নয়।

১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:০৩

ওমেরা বলেছেন: না না ভাইয়া আমি আপনার মন্তব্যের ভিন্ন অর্থ করি নাই, আমি ঠিকই বুঝেছি কিন্ত দুইটা খুববেশী ভালো লেগেছে বলেছেন আমি আমি একটু বেশী খুশী হয়েছি। আপনার মত একজন গুনী গুনী ফটোগ্রাফার কাছ থেকে আমার আমার অনেক বড় পাওয়া আমি সেটাই বুঝাতে চেয়েছি । হয়ত ঠিকমত বলতে পারি নাই। সরি ভাইয়া।
আবারো এসেছেন অনেক খুশী হয়েছি আরও বেশী ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.