নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আল্লাহ আমাকে একজন নারী হিসাবে সৃষ্টি করেছেন আর আল্লাহর সিন্ধান্তে আমি সন্তুষ্ঠ আছি।

ওমেরা

শালীনতাই সৌন্দর্য্য

ওমেরা › বিস্তারিত পোস্টঃ

**** করোনা দিনের কড়চা ****

১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:১৩



বার্ষিক গতির কারনে বছরের এই সময়ে সূর্য আমাদের থেকে এতটাই হেলে গিয়েছে যে নভেম্বরের ২৮ তারিখ সেই যে সূর্যি মামাকে এক ঝলক দেখেছিলাম আর আজকে ডিসেম্বরের ১১ তারিখ দুই সপ্তাহ সূর্যি মামার কোন দেখা নেই । সূর্যি মামাকে ছাড়া আমাদের বেশীটা সময় তাই অন্ধকার আর অল্প কিছুটা সময় কুয়াশার মাঝেই কেটে যাচ্ছে । শুধু অন্ধকার কুয়াশার ধোয়াশায় কোন কিছু কি ভালো লাগে ? এই ওয়েদারে এমনিতেই মানসিক ভাবেই কিছু ভালো লাগে না। তার উপর এ'বছর শীত শুরু না হতেই কোভিড-১৯ প্রবল বেগে হানা দিচ্ছে । যদিও ভ্যাকসিন আমাদের কাছেই চলে এসেছে তবু মনে হচ্ছে আরো কিছু প্রান নিভেই যাবে এই করোনাতে ।


প্রায় তিন সপ্তাহ আগে এতদিন হঠাৎ রাতে শরীর খুব ব্যাথা বিশেষ করে কোমরের নীচ থেকে পায়ের পাতা এমনকি আংগুল পর্যন্ত ব্যাথা। দিনের বেলা সব ঠিক কোন ব্যাথা অনুভব করি নাই কিন্ত পরেরদিন রাতে আবার এত ব্যথা যে সারারাত ঘুমই হয়নি । এই দুইদিনই ! পরে আর কোন ব্যাথা হয়নি । এর দশদিন পর সকালবেলা ঘুম থেকে উঠার পর মনে হল আমি নাকে কোন কিছুর ঘ্রান পাচ্ছি না । আমি natusan এর একটা তেল ব্যাবহার করি । এর স্মেলটা আমার খুব ভালো লাগে আমার কাছে মনে হয় একেবারে তাজা বেলী ফুলের স্মেল। যখন এটা ব্যাবহার করি প্রথমে হাতে নিয়ে নাকের সামনে ধরে জোরে নিঃশ্বাস নেই । সেদিনও সেটাই করছি কিন্ত কোন স্মেল পাচ্ছি না —- ঘটনা কি ? এর পর পারফিউম স্প্রে করি সেটারও কোন স্মেল পাচ্ছি না —- দৌড়ে কিচেনে গেলাম বিভিন্ন খাবার নাকের সামনে ধরেও কোন ঘ্রান পাচ্ছি না । খাবার খেতে শুরু করলাম নাহ্ খাবারের টেষ্টতো ঠিকই পাচ্ছি । এটা যখন বাসায় সবাইকে বল্লাম তখন সবাই খুব হাসাহাসি করল একদফা । আর বললো, বাহ্ বেশ মজার তো তুমি কিছুর ঘ্রান পাচ্ছ না, কিন্ত খাবারের টেষ্ট ঠিকই পাচ্ছ (খাদক হিসেবে আমার কোনো দেশীয় বা আন্তর্জাতিক স্বীকৃতি নেই তাই মনে হয় সবাই একটু অবাক হলো )!!

আমিতো একবারে বোকা হয়ে গেলাম ! ঘ্রান না পেলে কি খাবারের টেষ্টও পাব না !! যাক একদিন পরেই এটাও ঠিক হয়ে গেল ।এর আগে কোভিড-১৯ তিন বার টেষ্ট করিয়েছি প্রতিবারই নেগেটিভ এসেছে। অ্যান্টিবডি টেষ্টও করিয়েছি একবার সেটাও নেগেটিভ কিন্ত কি করবো অনেকটা বাধ্য হয়েই আবারো টেষ্ট করালাম এবার এল পজেটিভ । তিনদিন ঘর থেকে বের হলাম না । শুরু হলো কোয়ারিন্টিনড জীবন । কিন্ত আমার কোন জ্বর, শর্দি ,কাশি,গলা ব্যাথা কিছু নেই । সুস্থ্য মানুষ কি ঘরবন্দী হয়ে থাকা যায় ? চার দিনের দিন আবার দিলাম টেষ্ট পরের দিন রেজাল্ট পেলাম নেগেটিভ ।

আমার খুব সন্দেহ হচ্ছে আসলেই কি আমার করোনা হয়েছিল !! আর যদি হয়েই থাকে তাহলে চারদিন পরেই নেগেটিভ রেজাল্ট এল কেন !!করোনা হোক বা না হোক এখন যে নেগেটিভ এসেছে এতে আমি অনেক খুশী, এর জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া।

সবাইকে আল্লাহ ভালো রাখুন এই প্রতাশা।

এটা আজকে দুপুর দুইটায় তোলা।

মন্তব্য ৪১ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:২৯

মলাসইলমুইনা বলেছেন: প্রিয় ওমেরা,
'আমরা হেথায় নাগেরে দোলাই, নাগের মাথায় নাচি' ঘরানার মানুষ আপনি ! করোনা আপনার বডি ডিফেন্স সিস্টেম ভাঙতে পারবে না সেটাই ধারণা ছিল।সুদূর সুইডেনেও যে সেই বিপ্লবী ঐতিহ্য বজায় রেখেছেন এই বিজয়ের মাসে তাই করোনা বিজয়ী ব্লগার হিসেবে বিরাট ধন্যবাদ আপনার প্রাপ্য।সেটা দিলাম কিন্তু। হাহাহা ---ভালো থাকা অবিরাম।

১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:৫০

ওমেরা বলেছেন:
ওরে —- ওরে ভাপু আপনি !! আমি তো একেবারেই আশ্চার্য হয়ে গেলাম ভাপু !! কেমন আছেন ভাপু নিশ্চয় ভালো। আমার যে কি খুশী লাগছে ভাপু আপনাকে দেখে, করোনা থেকে মুক্ত হওয়ার চেয়েও বেশী।
আপনার জন্য ভালোবাসা অবিরাম ভাপু।
অনেক ভালো থাকুন ভাপু।
এখন থেকে ব্লগে খুববেশী না হলে মোটামুটি নিয়মিত থাকার চেষ্টা করবেন ভাপু এটা ছোট বোনের অনুরোধ ভাপু।

২| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:৩০

রামিসা রোজা বলেছেন:
রিপোর্ট নেগেটিভ এসেছে এটাই বড় কথা, তাই চিন্তামুক্ত
থাকুক । আল্লাহর অশেষ রহমত আছে আপনার উপর ।
উফ্ এমন অন্ধকার মেঘাচ্ছন্ন দিন আমার খুব প্রিয় ।
ভালো থাকুন সবসময় এই দোয়া করি ।

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২২

ওমেরা বলেছেন: জী আপু এটাই আমার মনের শান্তি যদি তেমন অসুস্থবোধ করি নাই ।

উফ্ এমন অন্ধকার মেঘাচ্ছন্ন দিন আমার খুব প্রিয় ।
আপু শখ করে দুই একদিন ভালো লাগে কিন্ত দিনের পর দিন কি যে অসহ্য লাগে বলার মত না ।
অনেক অনেক ধন্যবাদ আপু ।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:৪০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সুইডেনের বেশিরভাগ মানুষ কি ধর্মপ্রান নাকি ধর্মকর্ম খুব একটা করে না।

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩৮

ওমেরা বলেছেন: আমার একজন ক্লাসমেট আছে খ্রিস্টান । সে তার ধর্মের প্রতি খুব অনুগত , এমন কি সে হিজাবও পরে । যদিও আমার হিজাব ও তার হিজাবের ধরনে কিছুটা ভিন্নতা আছে । প্রথমদিকে কৌতূহলবশত তাকে জিগেস করেছিলাম তুমি হিজাব পর কেন? এটাকি ষ্টাইল করে পর নাকি তোমার ধর্মের নিয়ম বলে পর ? তখন সে বল্ল ধর্মের নিয়ম বলে পরি । এর পর লক্ষকরলাম তার আচার আচরন সততার দিক দিয়ে সে অন্যদের চেয়ে ব্যাতিক্রম । তার প্রতি আমার একটা সন্মান চলে এল যদিও সে অন্যধর্মের। আমি যাদের সাথে মিশি তাদের বেশীর ভাগই কোন ধর্ম পালন করে না তবু তাদেরও আমি সন্মান করি যতক্ষন না দেখি তারা কোন ধর্ম নিয়ে সমালোচনা বা আক্রমনাত্মক কথা না বলে । আর যারা এটা করে তাদেরকে আমি প্রচন্ড রকমের ঘৃণা করি তাদের আমি এড়িয়ে চলি ।
ধন্যবাদ আপনাকে ।

৪| ১৩ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৪:৫০

চাঁদগাজী বলেছেন:



সুস্হ থাকুন, পুরো ব্যাপারটা কনফিউজিং

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩৯

ওমেরা বলেছেন: আলহামদুল্লিলাহ ! ভালো আছি ।
আল্লাহ আপনাকেও ভালো রাখুন এই কামনা রইলো।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৬:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আপনার জন্য শুভ কামনা।
ভালো থাকুন সব সময়।

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪০

ওমেরা বলেছেন: শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৭:২৯

ডঃ এম এ আলী বলেছেন:



করুনা সে যে কি ভয়ংকর যাতনা তা
ভুক্তভুগি ছাড়া অন্যরা সহজে বুঝতে
পারবেনা । আল্লার কাছে অশেষ শুকরিয়া
তিনি আপনাকে করোনা বিজয়ী করেছেন।
তবু পরিবারের সকলকে অনেক সাবধানে
থাকতে হবে । কারণ গত তিনমাসে
সুইডেনে করুনা সংক্রমন আগের
মাসের তুলনায় বাড়তেছে মর্মে
পরিসংখানে দেখা যাচ্ছে -


ভাল থাকার শুভ কামনা রইল

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৯

ওমেরা বলেছেন: বাসার সবারই হয়ে সেরেও গিয়েছে আল্লাহর রহমতে কারোরই তেমন সমস্যা হয়নি । এক সদস্যতো মাত্র চারদিন খাবারের কোন টেষ্ট পেত না । বাকিদের শর্দি , হাল্কা জ্বর ছিল তবে কারো কাশি, গলা ব্যাথা হয়নি । জী ভাইয়া এখানে অল্প লোক তবু প্রতি ছয়, সাত হাজার করে ইফেক্টেড হচ্ছে । তবে তুলনামূলক মৃত্যুর হার কম আছে এটাই আশা ।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।

৭| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৭:৪৯

আমি সাজিদ বলেছেন: শুভকামনা। সুস্থ থাকুন সবসময়।

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫৪

ওমেরা বলেছেন: আল্লাহ আপনাকেও সুস্থ্য রাখুন কামনা করি সাথে একটা ধন্যবাদও নিতে হবে কিন্ত ।

৮| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: শুভকামনা রইলো আপনার জন্য।
সাবধানে থাকুন সতর্ক থাকুন। করোনা হয়ে ভালো হয়ে গেছেন ভেবে অসতর্ক বা সাহসী হয়ে যাবেন না।

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫৮

ওমেরা বলেছেন: প্রায় দশ মাস ধরে অনেক সর্তকই তো ছিলাম কিন্ত শেষ রক্ষা হল না , তবে হালকার উপর হয়ে গেল এতে খুশী আছি । আলহামদুল্লিলাহ । আরো দুই সপ্তাহ ওয়েট করতে হবে অ্যান্টিবডি টেষ্টের জন্য সে পর্যন্ত সাবধানেই থাকবো ।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

৯| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ তাআলা তোমাকে এবঙ তোমার পরিবারকে সুস্থ সুন্দর ও নিরাপদ রাখুন
ভালোবাসা নিয়ো আপি ।

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩৩

ওমেরা বলেছেন: এত মায়াজড়ানো কথাগুলো বল্লেন কতই না ভালো লাগল আপু ।
আল্লাহ আপনাকেও আপনার পরিবারসহ ভালো রাখুন এটাই কামনা করি ।
অনেক ধন্যবাদ আপু ।

১০| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩৫

নেওয়াজ আলি বলেছেন: এখন ভালো আছেন । শোকর আল্লাহর। পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন। আমিও সবাইকে নিয়ে অনেক সেইফে থাকার চেষ্টা করেছি তাই অর্থনৈতিক অনেক অনেক ক্ষতি হয়েছে

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪২

ওমেরা বলেছেন: করোনাতে কম বেশী সবাই অর্থনৈতিক চাপে আছে আরো হয়ত বাড়বে । তবু বেঁচে থাকলে মানুষ সেটা কাটিয়ে উঠতে পারবে তাই সেইফ থাকা ভালো ।
আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন এই প্রত্যাশা রাখি । ধন্যবাদ গ্রহন করবেন ।

১১| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
করোনাকালে সুস্থ থাকাটাই বড় ব্যাপার।

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৩

ওমেরা বলেছেন: জী করোনাকালে সুস্থ্য থাকাটাই জরুরী ।
অনেক ধন্যবাদ আপনাকে ।

১২| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২০

মোহামমদ কামরুজজামান বলেছেন: সুস্থতাই আললাহর তরফ থেকে সবচেয়ে বড় নেয়ামত।আললাহ আপনাকে করোনা থেকে হেফাজত করেছেন তার জন্য শুকরিয়া এবং আমাদের সবার সুস্থ জীবনের জন্য প্রার্থনা।

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫২

ওমেরা বলেছেন: সুস্থ্যতা কত বড় নিয়ামত যখন অসুস্থ্য হই তখনই বুঝা যায় । জী অল্পের উপর দিয়ে পার পেয়েছি এটাই আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া ।
অনেক ধন্যবাদ আপনাকে ।

১৩| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২১

মেহবুবা বলেছেন: এখন যে ভাল আছেন সেটাই আসল কথা।
ভাল থাকুন।

১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৩

ওমেরা বলেছেন: আলহামদুল্লিলাহ ! আল্লাহ অনেক ভালো রেখেছেন ।
অনেক ধন্যবাদ আপু ।

১৪| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২৫

পদ্মপুকুর বলেছেন: দুপুর দুইটায় রাত দুপুরের মত পরিবেশ দেখে করোনা বোধহয় পালিয়েছে অসময়েই....

তবে, করোনার উপসর্গ একদিন থাকুক আর দশদিন থাকুক, করোনা পরবর্তী দুর্বলতা কিন্তু নিশ্চিতভাবেই লম্বাসময় ধরে থাকবে। আমি পুরো ২১দিন বাসায় বসে থাকায় কোনো পরিশ্রম জাতীয় কাজ করতে হয়নি। তাই দুর্বলতাটা বুঝতেও পারিনি। তারপর রিটেস্ট করাতে মোটরবাইক নিয়ে গিয়ে বাসায় ফিরে টানা ৭ ঘন্টা শুয়ে থাকতে হয়েছিলো। দাড়িয়ে থাকতেই পারছিলাম না, এত বেশি মাথা ঘুরছিলো। একটু সচেতন থাকবেন।

বুঝলাম না, আপনার পোস্টও আসলো, মলাসইলমুইনাও উপস্থিত.... তার মানে তিনি ব্লগেই থাকেন। তাহলে পোস্ট টোস্ট দেন না ক্যান? আমরা যে তারে এত পছন্দ করি, তার কি কোনো দাম নাই না কি? জবাব চাই। B:-/

১৩ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৮

ওমেরা বলেছেন: আরে ভাইয়া তা না এতে করোনা আরো জেকে বসেছে । প্রতিদিন ছয় / সাত হাজার করে ইফেক্টেড হচ্ছে ।
সত্যি আমারও সেরকমই ধারনা ছিল করোনার ব্যাপারে কিন্ত আমি তেমনটা ফিল করছি না তাই ভয়েই আছি আবার যদি ফিরে আসে ।
জবাব যদি আমার কাছে চান তাহলে বলি । ভাপু ( মলাসইলমুইনা ) ব্লগে থাকেন না, তবে মাঝে মাঝে অফ লাইনে থেকে সবার লিখাই পড়েন ব্যাস্ততার কারনে হয়ত কারো পোষ্টেই কমেন্ট করেন না । যেমন আমারও অনেকগুলো পোষ্টেই ভাপু কমেন্ট করেন নাই । কিন্ত এর আগে অন্য কারো পোষ্টে কমেন্ট না করলেও ভাপু আমার পোষ্টে কমেন্ট করতেন । আর কালকে যখন এই পোষ্টটা করি তখন আমি ভাপুর সাথে কথা বলছিলাম কিন্ত ভাপু যে কমেন্ট করবে এটা ভাবিও নি ।
এই কমেন্ট ইংগিত দিচ্ছে ভাপু শীঘ্রই ব্লগে আসবে ।
আমার ভাপুর প্রিয় ব্লগারদের মাঝে আপনিও একজন এটা আমি জানি আপনিও আজকে থেকে এটা মনে রাখবেন ।
অনেক ধন্যবাদ আপনাকে ।

১৫| ১৩ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:১৩

রাজীব নুর বলেছেন: ঘ্রান না পাওয়া টা খুব যন্ত্রনার।
হুমায়ূন আহমেদ দীর্ঘদিন কোনো গন্ধ পান নি। বিদেসে চিকিৎসা করিয়েও ঘ্রান ফিরে পাননি।

শেষে দেশের এক চিকিৎসক তার চিকিৎসা করে ঘ্রান শক্তি ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন।

আমার মা-ও দীর্ঘ দিন ঘ্রান পান নি।

১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৭

ওমেরা বলেছেন: বিভিন্ন কারনে মানুষের ঘ্রান শক্তি বিলোপ হতে পারে , স্হায়ী ভাবে বা অল্পদিনের জন্যও হতে পারে । আমার মাত্র অতি অল্প সময়ই ছিল তবে খাবারের টেষ্ট ছিল ।
ধন্যবাদ আপনাকে ।

১৬| ১৩ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

ঢুকিচেপা বলেছেন: নেগেটিভ রেজাল্ট এসেছে এটাই ভালো খবর।
আগামী দিনগুলোতে আরো সতর্ক থাকবেন।

১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

ওমেরা বলেছেন: জী, মোবাইলে যখন রেজাল্ট দেখি আমি খুব খুশী হয়েছি ।
ধন্যবাদ নিবেন আর ভালো থাকবেন।

১৭| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:১০

সোহানী বলেছেন: ভালো লাগছে যে তুমি সুস্থ্য আছো।

১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৩

ওমেরা বলেছেন: আলহামদুল্লিলাহ ! আমি ভালো আছি আপু , তেমন কষ্টও পাইনি ।
ধন্যবাদ নিবেন আপু ।

১৮| ১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৩

পদ্মপুকুর বলেছেন: আমার ভাপুর প্রিয় ব্লগারদের মাঝে আপনিও একজন এটা আমি জানি আপনিও আজকে থেকে এটা মনে রাখবেন । আচানক নতুন এক তথ্য জেনে পুরাই ফিদা হয়ে গেলাম !:#P

১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২০

ওমেরা বলেছেন: কেন ফিদা হবেন কেন ! ভাপু যখন ব্লগে ছিল তখন তো আপনার কোন পোষ্ট মিস করে নাই এতেই তো বুঝা যায় আপনি তার প্রিয় ব্লগার । যদিও আমি অতি নগন্য ব্লগার আপনার লিখা আমিও পছন্দ করি তবে আপনাদের মত প্রবীন ও জ্ঞানি ব্লগারদের লিখায় কমেন্ট করতে ভয় পাই তাই সব সময় কমেন্ট করা হয় না তবে পড়ি সব সময় ।
আবারো ধন্যবাদ ।

১৯| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২১

ভুয়া মফিজ বলেছেন: দুপুর দুইটার ছবি দেখে চমৎকৃত হলাম। আমাদের এখানের অবস্থা অবশ্য এতোটা খারাপ না। সাড়ে তিনটায় সূর্য ডোবে।

ঘটনা দেখে তো মনে হচ্ছে করোনা আপনার সাথে মশকরা করেছে। আপনার অবস্থা দেখে আশেপাশের করোনারা মনে হয় প্রচুর আনন্দ পেয়েছে।

হাল্কা গন্ধ আমিও দীর্ঘদিন ধরে পাই না। শরীরে পার্ফিউম দিলেও কোন গন্ধ পাই না। তবে দমকা বাতাসের মতো হঠাৎ হঠাৎ নাকে গন্ধ আসে। আমি অবশ্য এই অবস্থায় খুশী। আশেপাশে কোন বাজে গন্ধ সবাই পেলেও আমি পাই না। আর গন্ধের সাথে স্বাদের কোন সম্পর্ক নাই। অন্ততঃ আমার কাছে। আমি সব খাবারেই স্বাদ পাই।

একটা কথা না বললেই না। দিনকে দিন আপনার লেখার উন্নতি লক্ষনীয়। খুবই চমৎকার!!! :)

১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩৪

ওমেরা বলেছেন: আমাদের তো সূর্যই নেই ডুববে আবার কি! তবে ঘড়ির কাটায় সেটা আজকে ডুববে ২:৪৫ ।
আমারও সেটাই ধারনা , করোনা আমার সাথে মশকারি করেছে ।
আপনি ডাক্তারের সাথে কথা বলতে পারেন ।
প্রশংসার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।

২০| ২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৫

মনিরা সুলতানা বলেছেন: ছবিগুলো সুন্দর !
বাহ ! মলা ভাইয়ার দেয়া তোমার নাম পছন্দ হইছে করোনা বিজয়ী ব্লগার :)

২৩ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫২

ওমেরা বলেছেন: আলহামদুল্লিলাহ ! আপুনি আমি তো করোনা বিজয়ী হয়েছি কিন্ত আমাদের এখানে করোনা পরিস্থিতি খুবই খারাপ প্রতিদিন সাত/ আট হাজার ইফেক্টেড হচ্ছে একশতর উপরে মারা যাচ্ছে, অবশ্য আগামী পাঁচ তারিখ থেকে টিকা দেওয়া শুরু হবে। আল্লাহ ভরসা।
অনেক ধন্যবাদ আপুনি। আল্লাহ আপনাকে পরিবারসহ ভালো রাখুন।

২১| ৩০ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৫২

খায়রুল আহসান বলেছেন: আলহামদুলিল্লাহ! যাক, অল্পের উপর দিয়েই বিপদটা কেটে গিয়েছিল।
ছবিদুটো, বিশেষ করে নীচেরটা মন বিমর্ষ করে তুললেও, সুন্দর!
"আরো দুই সপ্তাহ ওয়েট করতে হবে অ্যান্টিবডি টেষ্টের জন্য সে পর্যন্ত সাবধানেই থাকবো" - সেই টেস্টের রেজাল্ট কী ছিল?
ভুয়া মফিজর শেষ কথাটার সাথে আমিও একমত। এটা আমিও আরো অনেক আগেই বলেছিলাম আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.