নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আল্লাহ আমাকে একজন নারী হিসাবে সৃষ্টি করেছেন আর আল্লাহর সিন্ধান্তে আমি সন্তুষ্ঠ আছি।

ওমেরা

শালীনতাই সৌন্দর্য্য

ওমেরা › বিস্তারিত পোস্টঃ

*** অনেক প্রত্যাশার সুখবর ***

১৫ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৬:১২



আজকের এই পোস্টটা একটা সুখবর পোস্ট । আসছে বইমেলা২০২১ সামনে রেখে আমার ভাপু, আপনাদের প্রিয় ব্লগার মলাসইলমুইনা-র দুটো বই প্রকাশিত হয়েছে বিজয়ের মাসের এই সপ্তাহেই। বই দুটো প্রকাশনার খবরে আমি অনেক খুশী হয়েছি কারন এই বই দু'টোর একটা বই নিয়ে ভাপুর সাথে আমার প্রায় দুই বছর ধরে কথা হচ্ছে। যাক অবশেষে ভাপুর বইটা প্রকাশিত হল ।
যদিও আমি বইটার হার্ড কপি এখনো হাতে পাইনি তবে পুরোটাই পড়ে শেষ করেছি ! এটা একটা ধাঁধা হাহাহা ---- ।কেমন করে তাহলে পড়লাম ? ভাপু আমাকে বইয়ের পান্ডুলিপির একটা সফ্টকপি দিয়েছিল তাই পুরো বইটা পড়ার সুযোগ পেয়েছি। এই লেখাটা বইটার একটা রিভিউ হবে সেটাই ভেবেছিলাম যদিও আমি কখনো কোন বইয়ের রিভিউ করি নাই। বই রিভিউ করার ইচ্ছে থাকলেও এই পোস্ট যে সেরকম হলো না তার কারণ এই বইয়ের কিছু টপিক সম্পর্কে আমার পড়াশুনা তেমন বেশি না । আমি আশা করবো আমাদের ব্লগের কোন ব্লগার বইটা পড়ে কখনো আরো ভালো একটা রিভিউ করবেন ।আমার লেখাটা বই পরিচিতি ধরনের হয়ে গেল। যাহোক, বই সম্পর্কে প্রাথমিক তথ্যগুলো জানাচ্ছি :

বইয়ের নাম : অলৌকিক কুরআন বিস্ময়কর হাদিস

লেখক : ড. খন্দকার নাইমুল ইসলাম
প্রকাশনী : মুসলিম ভিলেজ
বিষয় : কুরআন বিষয়ক আলোচনা, হাদিস বিষয়কআলোচনা
পৃষ্ঠা : 128, কভার : হার্ড কভার
আইএসবিএন : 978-984-94258-8-5
মূল্য- ২২৫ টাকা (রকমারিতে এখন ২৫% ছাড়ে পাওয়া যাচ্ছে )

“অলৌকিক কোরআন ও বিস্ময়কর হাদীস“ বইটিতে মোট দশটি আলাদা আলাদা প্রবন্ধ আছে I এগুলোর মধ্যে খুবসম্ভবত একটা প্রবন্ধই শুধু ব্লগে পোষ্ট করেছিলেন ভাপু Iসেটা ব্লগেঅনেকেই পড়েছেন আর অনেক আলোচিতও হয়েছিল(কিছুটাপরিমার্জন আর পরিবর্ধন করা হয়েছে বইয়ের জন্য)। বইটাতে উনি কোরআনের কিছু বক্তব্য (কুরআনের আয়াতের ভাষ্য) ও প্রায় দেড়হাজার বছর আগে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত কিছু হাদীসকে আধুনিক বৈজ্ঞানিক তথ্য,তত্ত্ব ও আবিস্কারের ভিত্তিতে বিভিন্ন রেফারেন্সের মাধ্যমে খুবই সহজ ভাবে পাঠকদের জন্য তুলে ধরেছেন যা প্রতিটা পাঠক মনকে বাধ্য করবে কোরআন ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদীস নিয়ে ভাবতে।

যে দশটি প্রবন্ধবইটিতে আছে :

১: আল্লাহকে আমরা কেন দেখি না ?আল কোরআনের ভাষ্যও “ জু “ ( zoo ) হাইপোথেসিস।

২: পৃথিবীর ভুতাত্বিক গঠন ও জনবসতি, আধুনিক বিজ্ঞানএবং একটা বিস্ময়কর হাদীস।

৩ : মানুষের নিখুঁত ও ভারসাম্যপূর্ণ আকৃতি সংক্রান্ত পবিত্র কুরআনের বক্তব্য এবং আধুনিক বিজ্ঞানের ভাষ্য ।

৪: রক্তাক্ত মুসলিম বিশ্ব : প্রায় দের হাজার বছর আগে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বলা হাদিস আর বর্তমান পৃথিবীতে ঘটা তার কিছু নিদর্শন।

৫: হাশরের মাঠে আল্লাহ মানুষের পাপ - পূণ্যকে “মিজান”বা স্কেলে পরিমাপ সম্পর্কে কোরআনের ভাষ্য ও আধুনিক বায়োসেন্ট্রিজম তত্ত্ব ।

৬: সকালে পৃথিবীব্যাপী মিথ্যা ছড়িয়ে দেওয়া ব্যাক্তি , আধুনিক সোশ্যাল মিডিয়া এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিস্ময়কর হাদীস।

৭: পবিত্র কোরআন শরীফের সূরা মুমিনুনের ১২-১৬আয়াতের বিস্ময়কর বাক্য বিন্যাস এবং আল কোরআনের ভাষা ও ব্যাকারণগত অলৌকিকত্ব।

৮: সর্বশেষ জান্নাতির গাছ থেকে পানিপানের ইচ্ছা , “অস্ট্রেলিয়ান“ “পেপারবার্ক ট্রি” এবং একটি বিস্ময়কর হাদীস।

৯: বিশ্বব্রক্ষান্ডের পরিসীমা সংক্রান্তে আধুনিক বিজ্ঞানের তথ্য এবং কোরআনের বিস্ময়কর ভাষ্য।

১০: নভোচারী স্কট কেলির মহাশূন্য অবস্থানকালীন শীরীরিক জিনগত পরিবর্তন কি কোরআনে বর্ণিত হযরত ঈসা (আ:) কে আকাশে উঠিয়ে নেওয়া ও পৃথিবীতে প্রত্যাবর্তনের ঘটনাকে বৈজ্ঞানিক ভাবে সমর্থন করলো ?

আল্লাহ কম বেশী জ্ঞান, বা মেধা আমাদের সবাইকেই দিয়েছেন । আল্লাহর দেয়া এই মেধা,জ্ঞান অনেকে সত্য অনুসন্ধানের জন্য ব্যায় করে আবার অনেকেই চিরন্তনসত্য কে মিথ্যা প্রমানের কাজেও ব্যায় করে । এই বইয়ের পিছনে ভাপু অনেক শ্রম, মেধা সময় ব্যায় করেছেন সেটাস্পষ্ট বোঝা যায় । আমি বইটা পরে যতটুকু বুঝতে পেরেছি তা থেকে বলতেই পারি এই বই পড়ে বিশ্বাসীদের বিস্বাস আরো দৃঢ় হবে ইমান হবে আরো মজবুত I আর যারা কোরআন হাদীস বিস্বাস করে না তারাও বইটা পড়লে তাদের মনকে একটু হলেও নাড়া দিবে। এটাই হবে ভাপুর সফলতা। তাই আমি এই বইটির বহুল প্রচার কামনা করছি ।

বইটি পাওয়া যাচ্ছে -- বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন বুকস্টোর 'রকমারী
(https://rokomari.com/book)
এবং
(https://muslimvillagebd.com/)

সবশেষে ভাপুকে অনেক অনেক অভিনন্দন আমাদের মনে চিন্তার খোরাক, বিস্বাস আরো দৃঢ় হয় এ’রকম একটা বই উপহার দেওয়ার জন্য । এবং আল্লাহর কাছে কামনা করি ভাপুর সুস্থ্য শরীর ও দীর্ঘ জীবনের যাতে উনার কাছ থেকে এরকম আরো বই আমরা পেতে পারি। অন্য বইটা নিয়ে ভাপু আমাদের জানাবেন সেই প্রত্যাশা ভাপুর কাছে রইল ।

মন্তব্য ৬০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৭:১৭

চাঁদগাজী বলেছেন:



গত বছর বইমেলাতে শতকরা ৯০ ভাগ বই ছিল নীচু মানের, এই বই বইমেলায় যোগ হলে, এই বছর উহা বেড়ে শত করা ৯১ ভাগ হবে।

১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২৪

ওমেরা বলেছেন: ও —— তাই জানতাম না তো খুব গুরুত্বপূর্ণ তথ্যের জন্য আপনাকে ধন্যবাদ।

২| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৭:২১

চাঁদগাজী বলেছেন:


উনার লেখা আমি ব্লগে পড়েছি, অপ্রয়োজনীয় ভুল ধারণাই উনার ভাবনার বিষয়।

১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৫

ওমেরা বলেছেন: জী ব্লগে আপনিও পড়েছেল আরো অনেক ব্লগারই পড়েছেন , কিন্ত কেউ তো এমন কথা বলেনি। ব্লগে উনার আলাদা একটা ইমেজ আছে সবাই উনাকে পছন্দ করে এটা শুধু উনার ভদ্র আচরন আর লিখার জন্য তো !

আপনার ভাবনাই সঠিক অন্যের ভাবনা ভুল এটা ভাবিয়েন না ।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:



লেখকের ডক্টরেট ডিগ্রি কি ধর্মের উপর?

১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৪

ওমেরা বলেছেন: না,ধর্মের উপর না।
তবে অবশ্যই উনি ধর্ম নিয়ে অনেক পড়াশুনা করেন।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৪৩

ভুয়া মফিজ বলেছেন: আল্লাহ কম বেশী জ্ঞান, বা মেধা আমাদের সবাইকেই দিয়েছেন । আল্লাহর দেয়া এই মেধা,জ্ঞান অনেকে সত্য অনুসন্ধানের জন্য ব্যায় করে আবার অনেকেই চিরন্তনসত্য কে মিথ্যা প্রমানের কাজেও ব্যায় করে । খুবই মুল্যবান কথা বলেছেন। দ্বিতীয় শ্রেণীর মানুষগুলোকে ইগনোর করাই ভালো। এতে করে জীবনটা সহজ হয়ে যায়। দু'দিনের জীবন, জটিল করে লাভ কি?

বইটা পড়ার আগ্রহ প্রকাশ করছি। তবে, আমার মতো গরীবরাতো কিনতে পারবে না। অন্য কোন ব্যবস্থা করা যায় না? আপনার কাছে থাকা সফটকপিটা এই গরীবের কাছে পাঠিয়ে দেন। আইডিয়াটা কেমন? :P

১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৩

ওমেরা বলেছেন: একটা প্রবাদ আছে না , “আমি কম্বলকে ছাড়তে চাইলে কি হবে, কম্বল তো আমাকে ছাড়ে না “
মনটা বড় করেন তাহলে তাহলে দেখবেন আপনি রাজা ।
আমি বইটা পড়েছি তবু কয়েকটা কিনবো , নিজের সংগ্রহে রাখার জন্য আর কয়েকজনকে গিফ্টও দিব। অবশ্য আমার কাছে আস্তে দেরী হবে ।
আপনাকে ধন্যবাদ।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:০৫

চাঁদগাজী বলেছেন:


"আল্লাহ কম বেশী জ্ঞান, বা মেধা আমাদের সবাইকেই দিয়েছেন । আল্লাহর দেয়া এই মেধা,জ্ঞান অনেকে সত্য অনুসন্ধানের জন্য ব্যায় করে আবার অনেকেই চিরন্তনসত্য কে মিথ্যা প্রমানের কাজেও ব্যায় করে । "

-আল্লাহ মানুষকে জ্ঞান দিলে, মানুষকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যেতে হতো না; মানুষ প্রকৃত জ্ঞান লাভ করেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ও কর্মক্ষেত্র থেকে।

১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:১৮

ওমেরা বলেছেন: আল্লাহই মানুষকে জ্ঞান দিয়েছেন তবে সেটার বিকাশ ঘটে স্কুল ,কলেজ, ইউনির্ভাসিটি ও কর্মক্ষেত্র থেকে । তবে কারো কারো ক্ষেত্রে সুজ্ঞানের বিকাশ ঘটে কারে কারো ক্ষেত্রে দুষ্ট জ্ঞানের বিকাশ ঘটে ।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:০৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো বিষয়ের উপর বই। নাইমুল ভাই ও তার বইয়ের জন্য শুভেচ্ছা।

ভাপু কী জিনিস, সূত্রসহ ব্যাখ্যা করুন।

১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:২৬

ওমেরা বলেছেন: আপনাকে যেমন অনেকেই ধুলো বলে , ভাইয়াকেও আমি তেমনি ভাপু বলি । এটা শুধুই একটা ডাক এর কোন ব্যাখ্যা নেই , নেই কোন সুত্র।
ধন্যবাদ আপনাকে।

৭| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৫৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভাপু কী ?

১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৩

ওমেরা বলেছেন: ভাপু মানে ভাইয়া ।

৮| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৫

পদ্মপুকুর বলেছেন: এজন্যই কি তিনি ব্লগে অনুপস্থিত?

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভাপু কী জিনিস, সূত্রসহ ব্যাখ্যা করুন।

১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৫

ওমেরা বলেছেন: এ জন্যও হয়ত আরো কিছু ব্যাস্ততা আছে । জী সেটা উনাকে বলেছি আপনিও দেখে নিবেন আশা করি।

অনেক ধন্যবাদ আপনাকে।

৯| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই সুখবর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ
ভালো একটা বই হবে ইনশাআল্লাহ

কিনার ইচ্ছা রাখি

ধন্যবাদ আপি ভালোবাসা নিয়ো

১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৮

ওমেরা বলেছেন: অনেক ধন্যবাদ আপু।

১০| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০০

রামিসা রোজা বলেছেন:

অভিনন্দন জানাচ্ছি বই প্রকাশের জন্য । আপনাকেও
ধন্যবাদ এমন সুখবর দেয়ার জন্য । বইটি সংগ্রহ করে পড়ার আশা রাখছি ।

১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪০

ওমেরা বলেছেন: আমার ধারনা বইটি পড়ে নিরাশ হবেন না । অনেক ধন্যবাদ আপু।

১১| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩৯

রাজীব নুর বলেছেন: ১০ টা পয়েন্ট দিয়েছেন। কিছুটা আকর্শন বোধ করছি।

১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪২

ওমেরা বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

১২| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫২

নেওয়াজ আলি বলেছেন: লেখককে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আপনাকেও তাই। কোরান হাদিসের আলোই সত্যকার আলো।

১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৬

ওমেরা বলেছেন: কোরআন ,হাদিসের আলো ছাড়া জীবন অন্ধকার ।
আপনাকে ধন্যবাদ ।

১৩| ১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৪৬

মুরাদ বেগ বলেছেন: শুভ কামনা।

১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৬

ওমেরা বলেছেন: শুভকামনার জন্য আপনাকে ধন্যবাদ।

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুভেচ্ছা ও শুভকামনা।

আর আপনার জন্য ধন্যবাদ।

১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৭

ওমেরা বলেছেন: আপনার জন্যও ধন্যবাদ।

১৫| ১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৭

জুন বলেছেন: আমার অভিনন্দন রইলো লেখকের প্রতি আর আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সুখবরটি শেয়ার করার জন্য ওমেরা।

১৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৯

ওমেরা বলেছেন: আপনার অভিনন্দন ভাপু পেয়ে যাবে । আমার পক্ষ থেকে ও আপনাকে ধন্যবাদ আপু।

১৬| ১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩৯

শায়মা বলেছেন: মলা ভাইয়া আমার অনেক প্রিয় একটা মানুষ। যদিও আমার চাইতেও কঙ্কাবতী রাজকন্যার আরও আরও প্রিয় ভাইয়াটা। ভাইয়ার জীবনের বইসহ সকল কিছুর জন্য শুভকামনা আর ভালোবাসা।

ওমেরামনি থ্যাংক ইউ সো মাচ ফর দ্যা ইনফরমেশন!!

ভাপু মনে হয় তুমি মলা ভাইয়া ভাইয়া না আপু ভাইয়া না আপু এই প্রশ্নের পরে ভাপু বানিয়েছিলে.... হাহাহা

ভাইয়া+ আপু = ভাপু ..... এটাই সূত্র ছিলো মনে হচ্ছে ...... :P

অবশ্য সূত্র না সন্ধি বিচ্ছেদ করিলাম .....

১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩৭

ওমেরা বলেছেন: আপু, শায়মা আর কঙ্কাবতী রাজকন্যা কি আলাদা সত্বা ? :D তাহলে তো আপু আপনি অনেক লেখক সত্বার অধিকারী। আপনি অনেক জিনিয়াস মানতেই হবে। আপনিও আপনার মলা ভাইয়ার একজন প্রিয় ব্লগার ।
ব্লগে আমি অনেককেই দাদু, নানু , ভাইয়া , আপুমনি, আপুনি অনেক রকম ভাবেই সন্মোধন করি সেরকমই ভাবেই
মলাসইলমুইনা ভাইয়াকে ভাপু হিসাবে ডাকি ।
অনেক ধন্যবাদ আপু ।

১৭| ১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:



উনার ডক্টরেট কোন বিষয়ে?
সেই বিষয়ের উপর বই লিখেছেন?
উনি যেই বিষয়ে পড়ালেখা করেছেন, সেটার উপর বই লিখলে নিশ্চয় মানুষ একজন ডক্টরেটের বি পড়ে দেখতে পারতেন!

১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫০

ওমেরা বলেছেন: উনার ডক্টরেট কোন বিষয়ে সেটা নিয়ে আপনার এত কৌতুহল কেন ?
আপনি কোন বিষয়ের উপর লিখা পড়া করেছেন ? আপনি তো সে বিষয়ের উপর এখনো লিখেন নাই । শুধু লিখেন রাজনীতি নিয়ে । আপনিও আপনার সাবজ্ক্টের উপর বই লিখেন আমরাও পড়তে চাই , বই না হলেও ব্লগেই লিখেন আমরা পড়ব ।

১৮| ১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:


ধর্ম নিয়ে বই লেখা মানে অপ্রয়োজনীয় কাজ করা, এসব বই মুসলমানদের সভ্যতা থেকে বিচ্ছিন্ন করে রেখেছে, যুদ্ধ ও মারামারি লাগাচ্ছে মুসলিম দেশগুলোতে।

১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৮

ওমেরা বলেছেন: আপনার কাছে অপ্রয়োজনীয় মনে হতেই পারে তাই বলে সবার কাছেই তাই হবে সেটা ভাবলেন কি ভাবে ?? আমার তো মনে হয় ধর্ম নিয়ে এরকম লজিক পূর্ণ বই আরো বেশী বেশী লেখা দরকার মানুষের পড়াও দরকার । এই রকম বইয়ের অভাবেই
মুসলমানেরা সভ্যতা থেকে দুরে সরে যাচ্ছে ।

আপনি তো এসব বই পড়েন না নিজেকে সভ্যতার ধারক মনে করেন !!

১৯| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

মিরোরডডল বলেছেন:



নাঞ্চির জন্য অভিনন্দন । বই যেহেতু লেখা ও প্রকাশ হয়ে গেছে, আশা করা যায় এখন অবসরে নাঞ্চি আবার সামুতে ব্যাক করবে । অনেকদিনতো হলো আসে না । নতুন লেখা নিয়ে আবার ফিরে আসুক ।


ওমেরাপুকে থ্যাংকস এই ইনফো শেয়ার করার জন্য ।


১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৯

ওমেরা বলেছেন: জী আপু বইয়ের কাজ শেষ তবে শুধু বই এর ব্যাস্ততার জন্যই উনি ব্লগে আসেন না এমনটি নয় । তবু আমরা আশা করতে পারি উনি ব্লগে আসবেন ।
আপনাকেও অনেক ধন্যবাদ আপু আমার ব্লগে আসার জন্য ।

২০| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, " উনার ডক্টরেট কোন বিষয়ে সেটা নিয়ে আপনার এত কৌতুহল কেন ? আপনি কোন বিষয়ের উপর লিখা পড়া করেছেন ? আপনি তো সে বিষয়ের উপর এখনো লিখেন নাই । শুধু লিখেন রাজনীতি নিয়ে । আপনিও আপনার সাবজ্ক্টের উপর বই লিখেন আমরাও পড়তে চাই , বই না হলেও ব্লগেই লিখেন আমরা পড়ব । "

-আপনি বইয়ের উপর লিখছেন, লেখকের পড়ালেখা লুকিয়ে রাখছেন কেন? লেখকের পরিচয় দিতে হয়।
আমার পড়ালেখা ইন্জিনিয়ানিয়ারিং ফাইন্যান্স ও রাজনীতির উপর। আমি এইগুলোর উপর লিখি।

১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪১

ওমেরা বলেছেন: কেন লুকিয়ে রাখবো কেন এটা তো লোকানোর কোন বিষয় না । প্রথমবার আপনি প্রশ্ন করেছেন উনি কি ধর্মের উপর ড্রীগ্রি নিয়েছেন ? আমি জবাব দিয়েছি না ।
আপনার তো এখানেই থেমে যাওয়া উচিত ছিল আপনি সেটা নিয়ে পেচিয়ে যাচ্ছেন কেন ? আপনার এই অতি কৌতুহলের জন্য আমি এটার জবাব দিব না !
তাহলে বুঝা যাচ্ছে আপনি আপনার সাবজেক্ট বিষয়ের উপরই লিখছেন ভালো কথা । কিন্ত কারো যদি নিজের সাবজেক্ট ছাড়াও অন্য বিষয়ের উপর নলেজ থাকে তাহলে লিখতে কোন সমস্যা আছে ? নাকি লেখার কোন নিয়ম আছে যে বিষয়ে ডিগ্রি নেই সে বিষয়ে লিখা যাবে না ।


২১| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভাপু = ভাই পো
আমার একজন ফুপু এখনো জীবিত আছেন তিনি আমাকে ভাইপো ডাকেন শর্টকাট বলা যেতে পারে ভাপু, আমি নিজে পুরাতন মানুষ আমার ফুপু সেই হিসেবে প্রস্তর যুগের মানুষ। আধুনিক যুগে ভাপু অর্থ কি ব্লগে জানার চেষ্টা করছি, দেখি আর কয়েকজন ব্লগার কি বলেন।

মলাসইলমুইনা ভাইয়ের লেখা পোস্ট - কখনো আমার পড়া হয়নি তার কারণ হতে পারে তিনিও আমার লেখা কখনো পড়েন নি - আর তাই হয়তো উভয়ের সাথে উভয়ের পোস্ট পড়ার সুযোগ হয়নি। তিনি ব্লগে খুব একটা পুরাতন নন, তবে কিভাবে যেনো তিনি ব্লগে বেশ জনপ্রিয়! অনেকেই তার নাম নানান পোস্টে লিখে থাকেন - এর কারণ হতে পারে ফেসবুক/টুইটার।

যাইহোক, আপনার লেখাগুলো আমি নিয়মিত পড়ি, আপনি হয়তো জানেন আমার একজন দাদীজানের নাম ওমরাহ আমাল।মলাসইলমুইনা ভাইয়ের জন্য শুভ কামনা রইলো, তাকে দয়করে জানবেন তার বই যদি রকমারি থেকে কেউ ১টিও কালেকশান করেন তাহলে সেই একটি ঠাকুরমাহমুদ। আপনি যেহেতু বইয়ের প্রশংসা করছেন তার মূল্যায়ন আমার কাছে পাবেন। বই পড়ে হয়তো একটি পোস্ট দিতে পারি।

আমার জন্য দোয় করবেন বোন। আপনার জন্যও অনেক অনেক দোয়া।

১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০৪

ওমেরা বলেছেন: প্রথম দিকে অল্পকিছু সময়ই উনি ব্লগে সক্রিয় ছিলেন । এই অল্পদিনে কিছু ব্লগারদের সাথে উনার ইন্টারএকশন খুব আন্তরিক ছিল ।যার কারনে উনি অনেক ব্লগারদের কাছে প্রিয় হয়েছেন । ফেসবুক টুইটার উনি ব্যাবহার করেন কিনা আমার জানা নেই ।
আপনার কথায় খুশী হয়েছি অনেক । আপনাকে অনেক ধন্যবাদ ও আপনার জন্য দোওয়া থাকলো , আল্লাহ আপনাকে অনেক ভালো করুন ।

২২| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

খায়রুল আহসান বলেছেন: মলাসইলমুইনা বহুদিন ধরে ব্লগে অনুপস্থিত, কিংবা বলা চলে অনিয়মিত। যখন তিনি নিয়মিত লিখতেন, তখন অল্পদিনেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। উনি একজন বিনয়ী এবং ভব্য মানুষ, এবং অনুমান করি কিছুটা অভিমানীও বটে। হয়তো শেষের কথাটা তার ব্লগে অনুপস্থিতির একটা অন্যতম কারণ হতে পারে।
যাই হোক, বই প্রকাশ উপলক্ষে লেখককে অভিনন্দন জানাচ্ছি। তার পক্ষ থেকে বিষয়টি আমাদেরকে জানানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আশা প্রকাশ করছি, লেখক পুনরায় ব্লগে ফিরে আসবেন শীঘ্রই।

১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০৭

ওমেরা বলেছেন: আপনার কথার সাথে আমিও একমত উনি অত্যান্ত বিনয়ী ও ভালো মানুষ । আমিও আশা করি ভাপু আবারো ব্লগে ফিরে আসবে ।অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

২৩| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম সবার মন্তব্য গুলো পড়তে।

১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০৮

ওমেরা বলেছেন: গুড জব ! মন্তব্য পড়ে অনেক কিছু জানা যায় । আবার আসার জন্য আপনাকে আরেকবার ধন্যবাদ ।

২৪| ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৭

ঢুকিচেপা বলেছেন: অনেকদিন পর এমন খবর শুনে খুব ভালো লাগলো।
আন্তরিক অভিনন্দন রইল আর বিষয়টি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০৯

ওমেরা বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ।

২৫| ১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:২১

সোহানী বলেছেন: ও তাই তো নাইমুল ভাই ব্লগে আসনে না। বুঝলাম ব্যাস্ত ছিলেন বড় কাজে।

অনেক অনেক অভিনন্দন প্রিয় ব্লগার ও লেখক। বইটি সংগ্রহ করার ও পড়ার আগ্রহ থাকলো। সময় সুযোগ মতো সংগ্রহ করবো।

তোমাকে অনেক ধন্যবাদ সংবাদটি দেবার জন্য।

১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১০

ওমেরা বলেছেন: আপু আপনিও বেশ অনিয়মিত হয়ে গিয়েছেন কিন্ত । আপনাকেও অনেক ধন্যবাদ আপু আমার তরফ থেকে ।

২৬| ১৬ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:০২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: টিভিতে নিয়মিত টকশোতে অংশ নেন ইনি কি তিনি।

১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:৩৮

ওমেরা বলেছেন:
আমি যার কথা বলেছি উনার নাম ডক্টর খন্দকার নাইমুল ইসলাম ? আপনি ভালো করে নামটা মিলিয়ে দেখিয়েন উনি সে নয়।
ধন্যবাদ আপনাকে।

২৭| ১৬ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৬

মনিরা সুলতানা বলেছেন: অসাধারণ !!অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
মলা ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা। অভিনন্দন ভাইয়া।

১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৩:৩৯

ওমেরা বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপুনি।

২৮| ১৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪২

পদ্মপুকুর বলেছেন: শায়মা বলেছেন: মলা ভাইয়া =p~ =p~ =p~

২৯| ১৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪৫

মলাসইলমুইনা বলেছেন: প্রিয় ওমেরা,
ব্যাপার কি ? শান্তির ধর্ম ইসলাম বিষয়ে লেখাজোখা নিয়েও দেখি আপনার পোস্টে তৃতীয় যুদ্ধের দামামা !
একটা ধন্যবাদ দিতেই হচ্ছে আপনাকে আমার বইটার একটা পরিচিতি দেবার জন্য । বই নিয়ে আপনার মন্তব্যটাও আমার অনেক ভালোলাগার হয়ে রইলো । জ্বি, আমিও বইয়ের টপিকগুলো যখন সিলেক্ট করেছি তখন এটাই ভেবেছি কুরআন আর হাদিস নিয়ে সবাই একটু ভাববে বইয়ের আর্টিকেলগুলো পড়লে। এই বিষয়গুলো নিয়ে আগে ইংলিশ বা বাংলায় আগে কোনো লেখা চোখে পড়েনি তাই ভাবলাম কুরআন আর হাদিসের এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা পাঠকদের সাথে করা যেতেই পারে। চাঁদগাজী সাহেবের আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে করা প্রশ্নটা ঠিকই আছে।আপনার উত্তরটাও ঠিক। ধর্ম আমার পিএইচডির বিষয় ছিল না। এখন বরং ভাবছি থিয়োলোজি নিয়ে একাডেমিক একটা ডিগ্রি নিলে কেমন হয় ? হাহাহা ---। উনাকে বলবেন আমার বইয়ের লেখক পরিচিতি অংশে আমার একাডেমিক ব্যাপারগুলো লেখা আছে। বইটা কিনলেই উনি জানতে পারবেন। পাঠকদের যারা বইটা কিনবেন তাদের জন্য কিছু প্রেফারেন্সতো রাখতেই হবে এটা সেই ধরণের প্রেফারেন্স । বই কিনে প্রেফারেন্স পেতে হবে হাহাহা---। আবারো থাঙ্কস বইটা নিয়ে ব্লগের সবাইকে জানবার জন্য ।

১৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৩

ওমেরা বলেছেন: ভাপু আরো আগেই এই পোষ্টে আপনাকে আশা করেছিলাম । যাক দেরীতে হলেও এসেছেন
আমি এতেই খুশী । কিছু মানুষের স্বভাব হল শান্তিতে থাকতে ভালো লাগে না। অশান্তি করাই তাদের ধর্ম ।
বই পড়ে আমার তাই মনে হয়েছে মানুষ কোরআন, হাদিস নিয়ে কিছু হলেও ভাবনার খোরাক পাবে ।
আমি এতেই খুশী । কিছু মানুষের স্বভাব হল শান্তিতে থাকতে ভালো লাগে না। অশান্তি করাই তাদের ধর্ম ।
বই পড়ে আমার তাই মনে হয়েছে ।
অনেক বিষয়ে অনেকের একাডেমিক ডিগ্রি নাও থাকতে পারে কিন্ত চর্চা করলে যে কোন বিষয়ে মানুষ জ্ঞান অর্জন করতে পারে আর জ্ঞান থাকলে মানুষ লিখতেও পারে।।
থিয়োলজির উপর ডিগ্রি সময় সুযোগ থাকলে নিতেই পারেন ভাপু । জ্ঞান চর্চা যত করা যায় ততই ভালো ।
আপনার জবাবটাই আমি উনাকে দিতে চেয়েছিলাম , বই কিনেন বইয়ে লেখকের পরিচিতি দেওয়া আছে ।
আপু অন্য বইটা নিয়ে কবে লিখা দিবেন ? আমি পড়ার জন্য অপেক্ষা করছি ।
আপু বই কিনতে বলেছি ভাপু তবে আমার হাতে কবে আসবে আল্লাহ ভালো জানেন ।
অনেক অনেক ধন্যবাদ ভাপু ।

৩০| ২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:


@মলাসইলমুইনা,

আমি আপনার পিএইচডি'র বিষয় জানতে চেয়েছিলাম; এত কমেন্টের পরও, আপনি কিংবা ব্লগার ওমেরা থেকে এই সাধারণ তথ্যটুকু আজো সম্ভব হয়নি; ফলে, আপনাদের থেকে মুল্যবান কিছু জানা পুরোপুরি অসম্ভব ব্যাপার।

৩১| ২৫ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪০

মলাসইলমুইনা বলেছেন: চাঁদগাজী সাহেব,
আমার পিএইচডি কোন ফিল্ডে সেটা কোনো টপসিক্রেট কিছু না।ওটা আসলে আমার বইয়ে লেখক পরিচিতিতে বলা আছে । এখানে আপনার প্রশ্নের উত্তরে না বলার কিন্তু কারণ আছে। আপনার প্রথম আর দ্বিতীয় মন্তব্যের পরে কি সেটা আপনাকে বলার দরকার আছে বলে আপনার মনে হয় ? আপনি প্রশ্ন পাবার আগেই উত্তর লিখেছেন বলে মনে হচ্ছে । আপনি একটা সিদ্ধান্তে চলেই এসেছেন আমার বইয়ের গুণগত মান নিয়ে, তাই না ? তারপরেতো আর বই লেখকের পিএইচডির ফিল্ড কি সেটা ইম্পরট্যান্ট ইনফো হতে পারে না আপনার কাছে । কারণ আপনার মনোভাবতো প্রিডিটারমিন্ড! আরেকটা কথা "আমি আপনার পিএইচডি'র বিষয় জানতে চেয়েছিলাম; এত কমেন্টের পরও, আপনি কিংবা ব্লগার ওমেরা থেকে এই সাধারণ তথ্যটুকু আজো সম্ভব হয়নি; ফলে, আপনাদের থেকে মুল্যবান কিছু জানা পুরোপুরি অসম্ভব ব্যাপার।" আপনার এই মন্তব্যের সমস্যাটা খেয়াল করেছেন ? বইটার সাথে কিন্তু আমার পিএইচডির বিষয় খুব একটা জড়িত না ।আপনি যেমন আপনার এক্সপার্টিজের বিষয়ে বলেছেন "আমার পড়ালেখা ইন্জিনিয়ানিয়ারিং ফাইন্যান্স ও রাজনীতির উপর। আমি এইগুলোর উপর লিখি।" কিন্তু ব্লগে আপনি সবচেয়ে আগে কোন লেখার ওপর হামলে পরে তির্যক মন্তব্য করেন বলেনতো ? ধর্ম নিয়ে লেখাগুলোর ওপর বিশেষ করে ইসলাম নিয়ে লেখার ওপর তাই না (আপনার মন্তব্যে আমি জুডাইজমের ব্যাপারে বিশেষ প্রীতি লক্ষ্য করেছি !)? তাহলে কেমন হলো ব্যাপারটা ? এক্সপার্টিজ না থাকার পরেও কিন্তু আপনি ধর্মের ওপর দেদার্সে মন্তব্য করছেন আর লিখছেনও তাই না ? আমরও তেমন ধর্মের ওপর একাডেমিক পড়াশোনা নেই। কিন্তু আমার খানিকটা পড়াশোনা আছে ইসলাম সম্পর্কে প্র্যাকটিসিং মুসলিম হিসেবেই ।তাছাড়া আমার লেখাটাতো ধর্মীয় ইস্যুর ব্যাখ্যা না। এটা সাইন্সের সাথেও সম্পর্কিত । আমি খুবই রিচ একটা মুসলিম সোসাইটির সাথে নিয়মিত ইন্টারাকশনের সুযোগ পাই আমেরিকায় আমার শহরে । যাদের মধ্যে আছে থিওরিটিক্যাল ফিজিক্সে পিএইচডি, সার্নের রিসার্চার আবার কুরআনে হাফেজ, বায়োলজিতে পিএইচডি আবার কুরআনে হাফেজ; ডাক্তার, সাইক্রিয়াটিস্ট আবার কুরআনে হাফিজ এমন অনেক মানুষ ।এরা সবাই এরাবিক স্পিকিং পিপল আর আমেরিকাতে পড়াশোনা করা আর এখানেই প্রফেশনাল। আমি যে ইমামের পেছনে নামাজ পড়ি তিনি কম্পিউটার ইঞ্জিনিয়ার, কুরআনে হাফিজ আর উনার পিএইচডি কম্পারেটিভ রিলিজিয়নে। যাদের কথা বললাম তারা সবাই ইসলামের নানা বিষয়ে খুবই পড়াশোনা জানা মানুষ। ইসলাম নিয়ে জানতে আমার তাই কোনো অসুবিধে হয় না। আমার নিজের পড়ার বাইরে যখন ইসলামের কোনো বিষয়ে কোনো ব্যাখ্যা আমার জানার দরকার পরে আমি তাদের সাথে সব সময়ই কথা বলতে পারি। আমার রিলিজিয়নে একাডেমিক পড়াশোনার যে ঘাটতি সেটা এদের কাছে জানার মধ্যে দিয়েই পুষিয়ে যায়। ওমেরা আমার বইয়ের টপিকগুলো নিয়ে বলেছে। আপনি যদি সেগুলো সম্পর্কে কোনো কথা বলতেন পক্ষে বা বিপক্ষে তাহলে এপ্রিশিয়েট করা যেত । কিন্তু আপনার অর্থহীন মন্তব্য দেখে সেটা করা যাচ্ছে না।স্যরি---। যাহোক ভালো থাকুন ।

৩২| ৩১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: Nice post

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.