নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আল্লাহ আমাকে একজন নারী হিসাবে সৃষ্টি করেছেন আর আল্লাহর সিন্ধান্তে আমি সন্তুষ্ঠ আছি।

ওমেরা

শালীনতাই সৌন্দর্য্য

ওমেরা › বিস্তারিত পোস্টঃ

——— ছবিব্লগ : সাদা- কালো দিন ——-

২১ শে জুন, ২০২১ রাত ১১:০৬

১ : শীতের দেশে


আমরা প্রথম যেদিন সুইডেনে আসি, সেটাছিল ডিসেম্বরের একত্রিশ তারিখ জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে দুপুর দুইটায় ফ্লাই করে জানুয়ারীর এক তারিখ সকাল দশটায় ষ্টকহোমের অরল্যান্দা এয়ার পোর্টে ল্যান্ড করি ( মাঝখানে অবশ্য ব্যাংককে আট ঘন্টার ট্রানজিট ছিল) এয়ারপোর্টের দরজা ঠেলতেই এমন ঠান্ডা এসে গায়ে লাগলো ( অবশ্য শীতের পোষাক গায়ে জরানো ছিল) ওমা বলে চিৎকার করে উঠলাম। এরপর যেদিকেই তাকাই শুধু সাদা আর সাদা। আসার আগে এদেশের শীত আর স্নো সম্পর্কে বড়দের কাছে শুনেছি কিন্ত শীত যে এতটা ভয়াবহ হতে পারে আর স্নো যে কেমন তাতো ধারনা করতে পারি নাই এত ছোট বয়সে । স্নো যে এত সাদা আর এরকম জরো হয়ে আছে কি ভাবে ভেবে যেমন অবাক হচ্ছিলাম তেমনি এত সাদা দেখে মুগ্ধতা নিয়ে তাকিয়েও ছিলাম।

২ : স্নোতে ঢাকা রাস্তা


স্নো দেখে তো মুগ্ধ হলাম কিন্ত বাসায় আসতে না আসতেই কেমন অন্ধকার হয়ে গেল ,ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে ঘুমাইলাম , সেই রাত কি আর শেষ হয়!! কখন রাত আর কখন দিন বুঝতেই পারি না ।এমনিতেই আব্বু আম্মুকে ছেড়ে এসেছি কিছু ভালো লাগে না তার উপর এরকম অন্ধকার কি ভালো লাগে ।
৩ : মধ্য দুপুর

দুপুর দুইটার যদি এই অবস্থা হয় তাহলে সকাল আর বিকালের অবস্থা কেমন হতে পারে ।

সুখে আর দুখে সময় বয়ে যায় তার গতিতে , আস্তে আস্তে দিনগুলো বড় হল আর এপ্রিল মাস আসতেই চারিদিক সবুজ হতে লাগলো আর মে মাসে নানা রংগের ফুলে , ফলে আর ঘন সবুজে সেজে উঠলো সুইডেন সাথে সূর্যমামা এত আলো দিতে লাগলো অন্ধকার আমাদের কাছেই আসতে চায় না।
৪ : আলো ঝলমল

এই ছবিটা দুই রাত সারে আটটায় তোলা ।
৫ : কখন রাত হবে!!

এটা ব্লাটিক সমুদ্র পারে গত কালকে ঠিক দশটায় তোলা।

৬ : এখনো হয়নি সকাল

এই ছবিটা ভোর পাচটায় গত সপ্তাহে তোলা । সবার উপরের ছবিটা আর ছবিটা একই জায়গা পার্থক্য শুধু সময়ের । এটা আমাদের বাসার পিছনে।

৭ : পাকনা পোলা

টা একটা ট্রাফিক সিগনালের ছবি । সবাই ভাবতে পারেন এটার ছবি দেওয়ার আবার কি মানে ! আছে, আছে তা এবার বলছি , মাত্র কয়েকদিন আগে আমি হেঁটে যখন এই সিগন্যালটা পার হবো আমার সামনেই ছিল এক ভদ্রমহিলা সাথে তার পাচঁ ছয় বছরের ছেলে ট্রাফিক লাইট লাল ছিলো, কিন্তু কোন গাড়ী ছিল না , মা এক পা আগাতেই ছেলে তাকে পিছন থেকে টেনে ধরে বল্ল মাম্মা তুমি দেখছ না লাল লাইট জ্বলে আছে?
মা, কিন্ত কোন গাড়ি তো নেই !!
ছেলেটা বলে , গাড়ি নেই তবু তুমি যাওয়া যাবে না , এখন তুমি যদিও এটা করো তোমার পিছনে যে আছে সেও করবে — তাহলে কি হল শুধু তুমি আইন অমান্য করছ না আরেক জনকে শিখাচ্ছো।
- ভদ্র মহিলা আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল এরপর ছেলের হাত ধরে হয়েছে,হয়েছে পন্ডিতি ,এবার চল লাল লাইট এবার সবুজ হয়েছে । এত ছোট ছেলের কখাগুলো ভাবতে ভাবতে আমিও বাসায় এলাম । ( এই ঘটনা নিয়ে ব্লগে পোষ্ট দিব নিয়ত করেই এই ছবিটা তুলেছিলাম কিন্ত দেওয়া হয়নি , তাই এখন দিয়ে দিলাম)


সুইডেন পাহাড়ের দেশ , পাথরের এই পাহাড় সবুজ অরণ্যে ভরা । শক্ত পাথরের বুক ফুরে বের হয়ে একেকটা বড় বড় গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে । এই শক্ত পাহাড়ের বুকে গাছ ফুল লতা পাতা দেখে অবাক যেমন হতাম তেমনি উৎসাহিত হতাম । একটা শক্ত পাহাড়ের বুক চিরে যদি গাছ তার লক্ষে পৌছতে পারে, তাহলে আমি কেন পারবো না। আমার প্রয়োজন শুধুলক্ষ স্থির করা সেই অনুযায়ী চেষ্টা করা।
৮ : পাথরের বুকেফুরে গাছ ছুঁতে চায় আকাশ


মানুষ যেমন জোড়া বেধেঁ থাকতে চায় , পশু, পাখি , গাছ গাছালিরাও তেমনি জোড়ায় চলতে চায় আর আমার জোড়া সবকিছু দেখতেও ভালো লাগে । তিন বছর আগে সামারে আমরা মুরগী এনেছিলাম তিন মাসের জন্য এগুলো হল সেই মুরগী, অনেকগুলো ডিমও পেরেছিলাম । মুরগীদুটো বেশী সময় এরকম একসাথে থাকতো ।

৯ : ভালোবাসায় জরিয়ে রাখবো


১০ : লাইনে সোজা করে দাড়াও


১১ : কি রে বন্ধু কেমন আছিস ?


সামারে সুইডেনের রাস্থা ঘাটে সব খানেই নানা র্ংগের ফুলের সমাহার দেখে চোখ মন দুটোই ভরে যায় । আমি প্রতি বছর এই সময়ে সময় পেলেই ফুল কুড়িয়ে আনি ঘর সাজানোর জন্য ।
নিচের এই ছবিটাই শুধু আমার নিজের তোলা নয় এই ফুলের বুকেটাও আমি নিজ হাতে বানিয়েছি কুড়ানো ফুল দিয়ে ।আর এটা আমি আমার অত্যান্ত প্রিয় একজন মানুষ যে আমাকে এই পোষ্ট দিতে উৎসাহিত করেছেন আমার ভাপু মলাসইলমুইনার জন্য।
১২ : উপহার

মন্তব্য ১০৮ টি রেটিং +২৭/-০

মন্তব্য (১০৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০২১ রাত ১১:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হইছে আপি

২১ শে জুন, ২০২১ রাত ১১:৩২

ওমেরা বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।

২| ২১ শে জুন, ২০২১ রাত ১১:৩৩

শায়মা বলেছেন: ওমেরামনি........


কোথায় ছিলে এতদিন???

২১ শে জুন, ২০২১ রাত ১১:৪৫

ওমেরা বলেছেন: আসলে আমাকে বাসায় ব্লগ পোকা বলে তো তাই ভেবেছিলাম ব্লগেই আর যাব না । কিন্ত ভাপুর অনুরোধে থাকতে পারলাম না ।
ধন্যবাদ আপু।

৩| ২১ শে জুন, ২০২১ রাত ১১:৩৫

শেরজা তপন বলেছেন: আজকে হালকার উপরে দেখে রাখলাম- কালকে মন্তব্য করব আপু





*তবে নানা রঙের দিনগুলির ছবির একদম শুরুরটা রঙহীন কেন? ওখানে রঙ লাগান

২১ শে জুন, ২০২১ রাত ১১:৫১

ওমেরা বলেছেন: আপনাকে খুব খুব ধন্যবাদ । আপনি আমার মত একজনই নগন্য ব্লগারে খোঁজ নিয়েছেন দেখে । আপনার কমেন্টটা দেখে আমি যে কি খুশী হয়েছিলাম খুব ইচ্ছে করেছিল দৌড়ে যেয়ে আপনার কমেন্টার জবাব দেই কিন্ত দাঁতে দাঁত চেপে শক্ত হয়েছিলাম । হি হি হি —-
রং হীন হবে কেন সাদাও তো একটা রং আর সাদার চেয়ে সুন্দর কোন রং আছে নাকি ভাইয়া?
আবারো অনেক ধন্যবাদ আপনাকে ।

৪| ২১ শে জুন, ২০২১ রাত ১১:৪৪

কামাল১৮ বলেছেন: আল্লাহ একমাত্র যীশু কে সৃষ্টি করেছে,আমাদের জন্ম দিয়েছে আমাদের বাবা মা।এটাই বাইবেলে আছে,যা আল্লাহর কিতাব।সুইডেন সম্পর্কে অনেক কিছু জানলাম।

২১ শে জুন, ২০২১ রাত ১১:৫৩

ওমেরা বলেছেন: আপনার কমেন্ট বুঝলাম না !

৫| ২১ শে জুন, ২০২১ রাত ১১:৪৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




লাল লাইট আর সবুজ লাইটের গল্পটি ভালো লেগেছে। *বিচিত্র কারণে এই গল্পটি ইউরোপে যারা থাকেন সবার কাছে অনেকবার শুনেছি। ছবি ব্লগ বেশ সুন্দর হয়েছে। পোস্টে +++

২১ শে জুন, ২০২১ রাত ১১:৫৫

ওমেরা বলেছেন: এটা আমার কোন শুনা গল্প না, এটা আমার সামনেই ঘটা যাওয়া একটা ঘটনা ।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

৬| ২১ শে জুন, ২০২১ রাত ১১:৫৩

মনিরা সুলতানা বলেছেন: ১, ২, আর ৪ নাম্বার সবচেয়ে ভালো লেগেছে!
সুন্দর সব ছবি।

২১ শে জুন, ২০২১ রাত ১১:৫৬

ওমেরা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপুনি।

৭| ২১ শে জুন, ২০২১ রাত ১১:৫৭

ঢুকিচেপা বলেছেন: আপনার ছবি দেখলেই বোঝা যায়।
খুব সুন্দর হয়েছে ছবিগুলো।
ট্রাফিক সিগনালে ছোট বাচ্চার সচেতনতায় মুগ্ধ।

শুভকামনা রইল প্রতিযোগিতায়।

২২ শে জুন, ২০২১ রাত ১২:০৫

ওমেরা বলেছেন: তাই বুঝি !! আরো ছবি ব্লগ দেওয়ার ইচ্ছা আছে ।
আপনার ছবি গুলোও সুন্দর হয়েছে ।

অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সব সময়।

৮| ২২ শে জুন, ২০২১ রাত ১২:১০

ঢুকিচেপা বলেছেন: একজন ব্লগার ৩ বার পোস্ট দিতে পারবে।
আপনি আরো ২ বার দিতে পারবেন সুতরাং ছবি বাছাই করুন।

২২ শে জুন, ২০২১ রাত ১২:১৩

ওমেরা বলেছেন: দেওয়ার তো ইচ্ছে আছে যদি সময় মিলাতে পারি অবশ্যই দিব ।
আপনিও দেন আরো দুটো ।

৯| ২২ শে জুন, ২০২১ রাত ১:৫৯

এস এম মামুন অর রশীদ বলেছেন: সেসব দেশে যেহেতু দিনের অনেক সময় মানুষ ও গাড়ি চলাচল কম থাকে, কাজেই খুব নিশ্চিত হলে আর তাড়া থাকলে বয়স্করা রাস্তা পার হতে পারেন; অনেকে পার হনও বলে জানি। কিন্তু যত তাড়াই থাকুক, বাচ্চা সাথে থাকলে এ কাজটি করা ভয়ঙ্কর, কারণ এই বাচ্চা যখন একা একা স্কুলে বা কোথাও যাবে, অসাবধানতাবশত ভুল করে লালবাতির সময় রাস্তা পার হওয়ার চেষ্টা করতে পারে সে।

২২ শে জুন, ২০২১ রাত ৮:০২

ওমেরা বলেছেন: আপনি ঠিক কথা বলেছেন বাচ্চাদের সামনে আমাদের এমনকাজ ( কখনোই করা ঠিক না) করা উচিত নয় যাতে বাচ্চারা একটা ভুল শিক্ষা গ্রহন করে আর বাচ্চাদের মনে খারাপ ধারনা তৈরী হয় বড়দের সম্পর্কে । ধন্যবাদ ও শুভ কামনা আপনার জন্য।

১০| ২২ শে জুন, ২০২১ রাত ২:২৬

সোহানী বলেছেন: চমৎকার সব ছবি। নিজের চিরচেনা পরিবেশ।

তবে তুমি ফুল তুলে বুকে বানিয়েছো দেখে ভালো লাগছে। তবে কানাডায় বলতে গেল কোথাও কেউ ফুল ছিঁড়ে না, এমন কি নিজের বাগানেরও।

২২ শে জুন, ২০২১ রাত ৮:৩০

ওমেরা বলেছেন: হায় হায় আপু বলেন কি কানাডাতে মানুষ ফুল ছিড়ে না, তাহলে কি কানাডাতে ফুলের দোকান নেই আপু। :D মজা করলাম আপু ।
কারু বাগানের ফুলে হাত দিলে তো আপু সেই ফুল নিয়ে আমি বাসায় ফিরতে পারবো না শ্রীঘরে যেতে হবে আর নিজের বাগানের ফুল ছিরতে প্রানে সইবে না ।তবে পথে প্রান্তর যেসব ফুল ফুটে আছে সেগুলো তুলতে সমস্যা নেই ।
অনেক ধন্যবাদ আপু।

১১| ২২ শে জুন, ২০২১ ভোর ৪:৫১

মলাসইলমুইনা বলেছেন: প্রিয় ওমেরা,
অনেক দিন পরে ব্লগে এলেন তাই স্বাগতম বলা দরকার মনে হয় ।
অনেকগুলো ফটো আগে দেখছি তাই নতুন ফটো দিয়ে আরো দুটো ফটো ব্লগ করে এই প্রতিযোগিতা আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলুন। ৫ নং ফটোর বাল্টিক সাগরে আপনাদের মাছ ধরার কিছু নাগরিক সাংবাদিকতা মূলক ফটো দিন । নতুন ফটো ব্লগের অপেক্ষায় থাকলাম ।আর আমি আপনাকে উৎসাহিত করলাম কিভাবে ? আপনিতো এমনিতেই ফটো ব্লগের এক্সপার্ট মানুষ।

২২ শে জুন, ২০২১ রাত ৮:৪৪

ওমেরা বলেছেন: আপনি না বল্লে তো আমি পোষ্টই দিতাম না ভাপু , এটাকি উৎসাহ দেওয়ার মাঝে পরে না ভাপু।
আর দুইটা না দিলেও একটা ফটোব্লগ করার ইচ্ছা আছে।
ভালো থাকুন সব সময় ভাপু।

১২| ২২ শে জুন, ২০২১ ভোর ৫:৫১

ইসিয়াক বলেছেন: খুবই সুন্দর ছবি ব্লগ।
এক কথায় নয়নাভিরাম।

লেখাও খুব ভালো হয়েছে। বাচ্চা ছেলেটার সচেতনতায় মুগ্ধ হলাম। এই বয়সে কত বুদ্ধি।

শুভ কামনা রইলো।

২৩ শে জুন, ২০২১ বিকাল ৫:২৭

ওমেরা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।ভালো থাকুন সব সময়।

১৩| ২২ শে জুন, ২০২১ সকাল ৭:০৩

হাবিব বলেছেন: চোখ জুড়ানো ছবি ব্লগ। শুভকামনা রইলো আপু

২৩ শে জুন, ২০২১ বিকাল ৫:২৮

ওমেরা বলেছেন: অনেক ধন্যবাদ শুভকামনা ও কমেন্টের জন্য । ভালো থাকুন আপনিও।

১৪| ২২ শে জুন, ২০২১ সকাল ৯:৪৮

নিয়াজ সুমন বলেছেন: সুন্দর সব ছবি আর স্মৃতির ডালিতে মুগ্ধতা.. :)

২৫ শে জুন, ২০২১ দুপুর ২:৩৬

ওমেরা বলেছেন: ধন্যবাদ নিবেন খুব।

১৫| ২২ শে জুন, ২০২১ সকাল ৯:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: শেষের ফুলের ছবিটা সুন্দর।

২৫ শে জুন, ২০২১ দুপুর ২:৩৮

ওমেরা বলেছেন: ফুল তো সুন্দর সবাই জানে সবাই মানে কিন্ত অন্য ছবি গুলো সুন্দর । :D

ধন্যবাদ নিবেন।

১৬| ২২ শে জুন, ২০২১ সকাল ১০:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর+++++++++

২৫ শে জুন, ২০২১ দুপুর ২:৩৯

ওমেরা বলেছেন: কেমন আছেন ভাইয়?
অনেক ধন্যবাদ নিবেন ।

১৭| ২২ শে জুন, ২০২১ সকাল ১১:২৩

শাহ আজিজ বলেছেন: মুর্গি গুলো কি সুইডিশ ?? B-)

২৫ শে জুন, ২০২১ দুপুর ২:৪১

ওমেরা বলেছেন: মুরগী তো কথা বলে না বুঝবো কেমন করে বাংগালী নাকি সুইডিশ?

ধন্যবাদ আপনার জন্য।

১৮| ২২ শে জুন, ২০২১ সকাল ১১:২৯

শেরজা তপন বলেছেন: জ্বী আমারই ভুল! সাদা-ওতো একটা রঙ বটে :)
ছবির সাথে বর্ণনাগুলো চমৎকার

২৬ শে জুন, ২০২১ দুপুর ১:০১

ওমেরা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নিবেন ।

১৯| ২২ শে জুন, ২০২১ দুপুর ২:০৮

মোহামমদ কামরুজজামান বলেছেন: শ্বেত শুভ্রতার সাথে শুরু হল আর শেষ হল গোলাপী-সবুজের মাঝে। বড়ই প্রাকৃতিক সৌন্দর্য ,সব ছবি + বর্ণনা । আর এত সব ছবি এবং ছবির সাথে সাথে সুন্দর দেশ সুইডেন ঘুরিয়ে আনার জন্য আপনাকে ধন্যবাদ।তার জন্য ত পোস্টে দেয়াই লাগে +++।

তবে একটা প্রশ্ন মনে আসছে, আপনি না হয় বিমানে করে গেলেন সুইডেন সেটা মেনে নিলাম কিন্তু বাংলাদেশের ভাট শালিক দুটা কিভাবে সুইডেন চলে B:-) গেল আপনার সাথে তা বোধগম্য হচছেনা?যদি একটু বলিতেন। আর মুরগীগুলি কি তিতির?

২৬ শে জুন, ২০২১ দুপুর ১:০৭

ওমেরা বলেছেন: আমি তো বিমানে করে সুইডেন এসেছি আর পাখি তো নিজেই বিমান তাই তো পাখি নিজের ইচ্ছা মত যখন যেখানে খুশী যেতে পারে । :#)
না এগুলো সোনা, মোনা মুরগী।
অনেক ধন্যবাদ আপনাকে ।

২০| ২২ শে জুন, ২০২১ দুপুর ২:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ১, ২, ৪ ও ৫ সবচেয়ে সুন্দর হইছে।

২৬ শে জুন, ২০২১ দুপুর ১:১৩

ওমেরা বলেছেন: তার মানে অন্যগুলো সুন্দর হয়নি? হি হি হি——
আমি ভালো ছবি তুলতে পারি না তো আমি জানি ।
অনেক ধন্যবাদ আপনাকে।

২১| ২২ শে জুন, ২০২১ বিকাল ৩:৫০

আখেনাটেন বলেছেন: অনেক সুন্দর ছবি..........

খড়গোস দুটি মনে হচ্ছে মিটিং করছে......এরপর কি করা যায়.... :D

২৬ শে জুন, ২০২১ দুপুর ১:১৫

ওমেরা বলেছেন: অনেক দিন পর দেখা হল তাই মনে হয় কুশল বিনিময় করছে তারা।
আপনি কেমন আছেন ভাইয়া?
ভালো থাকুন সবসময়।

২২| ২২ শে জুন, ২০২১ বিকাল ৪:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর ছবি দিয়েছেন। একটা ছবিতে দেখলাম যে কারা যেন কাঁথা গায় দিয়ে শুয়ে আছে। ওনারা কারা? :)

২৭ শে জুন, ২০২১ রাত ১২:১৬

ওমেরা বলেছেন: এরা রোমানিয়ান , এরা প্রথমে এসে কিছুদিন এরকম রাস্থাঘাটে থাকে ।
অনেক ধন্যবাদ নিবেন ।

২৩| ২২ শে জুন, ২০২১ বিকাল ৪:৫৭

সামিয়া বলেছেন: খুব সুন্দর

২৭ শে জুন, ২০২১ রাত ১২:১৭

ওমেরা বলেছেন: ধন্যবাদ আপু

২৪| ২২ শে জুন, ২০২১ বিকাল ৫:৩৩

আমি সাজিদ বলেছেন: অনেক অনেক ভালো হয়েছে। প্লাস।

২৭ শে জুন, ২০২১ রাত ১২:১৯

ওমেরা বলেছেন: আসলেই কি ভালো হয়েছে নাকি কথার কথা বল্লেন ?
যাক যেই ভাবেই বলেন তার জন্য আপনাকে ধন্যবাদ অনেক ।

২৫| ২২ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪২

আহমেদ জী এস বলেছেন: ওমেরা,




খুব দার্শনিক কথা বলেছেন --- শক্ত পাথরের বুক চিরে যদি একটা গাছ তার লক্ষ্যে পৌঁছুতে মাথা তুলতে পারে তবে মানুষ (আপনি) কেন তা পারবেনা ?
আপনার বরফ ঠান্ডা ছবির মাঝে এই কথাটি সূর্য্যের আলোর ছবিগুলোর মতোই ঝলমল............

২৭ শে জুন, ২০২১ রাত ১২:২২

ওমেরা বলেছেন: আমার ভাপুও মাঝে মাঝে এই কথাটা আমাকে বলে । :D
আপনার কমেন্টেও আমি অনেক খুশী হয়েছি ।
অনেক ধন্যবাদ ভাইয়া ।

২৬| ২২ শে জুন, ২০২১ রাত ৮:০৭

ভুয়া মফিজ বলেছেন: ছবি আর ফাকে ফাকে আপনার বলা কথাগুলো ভালো লাগলো। সুইডেন আর বৃটেন যেহেতু একই মহাদেশের, তাই আবহাওয়াগত পার্থক্য খুব বেশী একটা নাই। অনেক কিছুই খুব সহজেই রিলেইট করা যায়।

পরিবারের সদস্যদের উপর অভিমান করে ব্লগ থেকে দুরে থাকার সিদ্ধান্ত কি ঠিক? ব্লগও তো আপনার একটা পরিবার, নাকি!!! :)

২৭ শে জুন, ২০২১ রাত ১২:২৭

ওমেরা বলেছেন: জী আবহাওয়াগত তেমন পার্থক্য নেই তবে বৃটিশকে সবাই চিনে জানে সুইডেন সেই তুলনায় বাচ্চা ।
ব্লগ পরিবারই তো তাই তো যেতে পারি না ।
ধন্যবাদ আপনাকে ।

২৭| ২২ শে জুন, ২০২১ রাত ৮:২১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওয়াও! নাতিনতো সুন্দর ছবি নিয়ে কাম্মান করে দিছে!!!

২৭ শে জুন, ২০২১ রাত ১২:৩১

ওমেরা বলেছেন: আপনি এত বুড়ো হলেন কবে ভাইয়া ?
ভালো থাকুন সব সময় ।

২৮| ২২ শে জুন, ২০২১ রাত ১১:১০

করুণাধারা বলেছেন: ওমেরা, অনেক দিন পর তোমাকে দেখে ভালো লাগছে খুব। ছবিগুলো খুবই চমৎকার, কিন্তু আমার এমন অন্ধকার দিন ভালো লাগে না।

আমার একটা খটকা আছে, কাভার স্টিকি পোস্টে বলা আছে প্রতি ছবির একটা শিরোনাম দিতে। কিন্তু বেশিরভাগ শিরোনাম দেয়নি। তুমি সহ। আমার মনে হয় শিরোনাম দিলে আরো ভালো হতো। শুভকামনা।

২৭ শে জুন, ২০২১ রাত ১২:৩৬

ওমেরা বলেছেন: অন্ধকার দিন কারোই মনে হয় ভালো লাগে না । প্রথমদিকে কত যে মন খারাপ আর কান্না করেছি আপু ।
আপু আপনার কথা শুনে শিরোনাম তো দিলাম ।
আপু আপনাদের চিনি জানি না ঠিকই কিন্ত খুব আপন মনে হয় ব্লগে অন লাইনে আপনাদের নাম দেখলেও ভালো লাগে ।

২৯| ২৩ শে জুন, ২০২১ সকাল ৯:৫৩

জুন বলেছেন: ওমেরা অনেক দিন পর ব্লগে এসে চমকে দিয়েচ্ছেন সবাইকে । অপুর্ব ছবির সমাহারে শুধু মুগ্ধতা রইলো ।
অনেক অনেক ভালোলাগা ।
+

২৭ শে জুন, ২০২১ রাত ১২:৩৯

ওমেরা বলেছেন: আপু আপনার ভালোলাগা জেনে আমারও ভালো লাগলো ।
ধন্যবাদ আপু।

৩০| ২৩ শে জুন, ২০২১ সকাল ১১:৩৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর সুন্দর যতসব মুগ্ধকরা ছবি।

২৭ শে জুন, ২০২১ রাত ১২:৪০

ওমেরা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।

৩১| ২৫ শে জুন, ২০২১ রাত ১২:৪৪

অপু তানভীর বলেছেন: কোনটা রেখে কোনটার কথা বলবো । শুভ্র বরফের ছবি গুলো বারবার দেখতেই মন চায় । মাঝে মাঝে মনে হয় জীবনে এই সব কিছু সরাসরি না দেখেই মরে যাবো । কত বড় আফসোসের কথা !

ছবি ব্লগে প্লাস দিয়ে গেলাম !

২৭ শে জুন, ২০২১ রাত ১২:৪২

ওমেরা বলেছেন: মনের যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই দেখতে পারবেন । আমার বিস্বাস মানুষ যা মন থেকে চায় সেটা সে পায় ।
প্লাস দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

৩২| ২৬ শে জুন, ২০২১ বিকাল ৩:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: তার মানে অন্যগুলো সুন্দর হয়নি? হি হি হি——

সত্যি কথা শুনতে চাইলে - ৩, ১০ ও ১১ কম খারাপ না। কারণ আন্দাজ করতে পারি - হা হা হা =p~

২৭ শে জুন, ২০২১ রাত ১২:৪৫

ওমেরা বলেছেন: ৩,১০,ও ১১ কম খারাপ না মানে কি ,অনেক বেশী খারাপ ? :((
:D

৩৩| ২৬ শে জুন, ২০২১ বিকাল ৪:০০

মোঃমোজাম হক বলেছেন: সব ছবিই ভাল লেগেছে, বিদেশী বলে কথা B-)

২৭ শে জুন, ২০২১ রাত ১২:৪৬

ওমেরা বলেছেন: বিদেশী হলেই ভালো হবে এমন তো নয় । যাক আপনি ভালো বলেছেন আমি তো খুশী ।
অনেক ধন্যবাদ আপনাকে ।

৩৪| ২৬ শে জুন, ২০২১ রাত ১১:৫৩

মলাসইলমুইনা বলেছেন: প্রিয় ওমেরা,
আপনার সেকেন্ড ফটো ব্লগের ব্লগের খবর কি ? সময়তো প্রায় শেষ হয়ে এলো । তাড়াতাড়ি করুন ।

২৬ শে জুন, ২০২১ রাত ১১:৫৮

ওমেরা বলেছেন: কিছু ভালো লাগছে না ভাপু তাই দেয়া হবে না ।ধন্যবাদ ভাপু ভালো থাকুন ।

৩৫| ২৭ শে জুন, ২০২১ রাত ১২:০৩

মলাসইলমুইনা বলেছেন: প্রিয় ওমেরা,
হা হা বলছেন কি ! এখনো চব্বিশঘন্টা সময় আছে ।আপনি ফটো ব্লগ এক্সপার্ট ব্লগার। তাড়াতাড়ি পোস্ট করুন ।
এখন সেকেন্ড ইস্যুটা হলো মন খারাপ কেন ? একটা চমৎকার পোস্ট করে আর ব্লগারদের দিয়ে কয়েকশ শ' মন্তব্য করিয়ে মন তাড়াতাড়ি ভালো করে ফেলুন । তাড়াতড়ি করবেন কিন্তু ।থাঙ্কস ফটো ব্লগ পোস্ট করার পরে দেব ।

২৭ শে জুন, ২০২১ রাত ১২:১৪

ওমেরা বলেছেন: আমি ভাপু ফটো তোলায় কোন এক্সপার্ট না । তবে মোবাইলে টুকটাক ছবি তুলি মনের খুশীর জন্য আর সুন্দর যে কোন দৃশ্যের ছবি দেখতে সুন্দর ই লাগে তবে আমার ছবি প্রতিযোগিতার জন্য না । আমি পোষ্ট দিয়েছি শুধু আপনার কথা শুনে না হলে পরে ভেবেছিলাম আরো দুইটা পোষ্ট দিব কিন্ত এখন আর ইচ্ছা হচ্ছে না । আর কমেন্টের কথা বলছেন , এই পোষ্টের কমেন্টের ই জবাব দিতে পারছি না।

৩৬| ২৭ শে জুন, ২০২১ রাত ১২:২৭

মলাসইলমুইনা বলেছেন: প্রিয় ওমেরা,
ওকে সামার জব নিয়ে ব্যস্ত থাকলেতো কোনো কথা নেই । টাইম ম্যানেজ করতে পারলে একটা মরিয়া চেষ্টা চালান উইক এন্ড আছেতো । ভালো থাকুন ।

২৭ শে জুন, ২০২১ রাত ১২:৪৭

ওমেরা বলেছেন: আপনিও ভালো থাকুন ভাপু সব সময় ।

৩৭| ২৭ শে জুন, ২০২১ রাত ১২:৪৭

মরুভূমির জলদস্যু বলেছেন: "কম খারাপ না" হচ্ছে প্যারাডক্স

০৫ ই জুলাই, ২০২১ রাত ১০:৫৮

ওমেরা বলেছেন: হুম ! বুঝেছি।

৩৮| ২৮ শে জুন, ২০২১ রাত ১০:২৮

ঢুকিচেপা বলেছেন: আমি খুব আশায় ছিলাম আপনি আরো দুটো পোস্ট দিবেন।

০৫ ই জুলাই, ২০২১ রাত ১১:০১

ওমেরা বলেছেন: দিতে চেয়েছিলাম কিন্ত কেন যেন দেয়া হল না ।
সরি, আপনাকে আশাহত করার জন্য মনে কিছু নিয়েন না।
ধন্যবাদ ভালো থাকুন সব সময়।

৩৯| ০২ রা জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:০৬

খায়রুল আহসান বলেছেন: প্রথমেই, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে প্রথম অভিনন্দন। এর পেছনে 'ভাপু'র যতই অনুপ্রেরণা থাকুক, মূল অভিনন্দনটা আপনারই প্রাপ্য, কারণ কাজটা আপনিই করেছেন। আর অনুরোধ করে, প্রেরণা যুগিয়ে আপনাকে শেষ পর্যন্ত এ প্রতিযোগিতায় নিয়ে আসার জন্য ভাপুকেও দ্বিতীয় অভিনন্দনটা দিলাম।

ছবিগুলো সুন্দর, তবে ছবির শিরোনামগুলো কয়েকটা বাদে, আরও সুন্দর হতে পারতো। ১ নং আর ৬ নং ছবি যে একই স্থানের, সেটা বলে না দিলে বুঝতে পারতাম না। আর কুড়ানো ফুল দিয়ে নিজ হাতে বানানো 'বুকে' টা একজন যোগ্য ব্যক্তির জন্য যথার্থ শ্রদ্দাঞ্জলি!

সবচেয়ে ভাল লেগেছে ৪ নম্বরের 'আলো ঝলমল' (জ্বলমল নয় কিন্তু! সম্পাদনা করে নিতে পারেন) ছবিটি। সেই ছবিটি দেখে ইচ্ছে হয়, ঐ সবুজ গালিচাটার উপর গিয়ে শুয়ে পড়ি!

পোস্টে ২২তম ভাললাগা!

০৮ ই জুলাই, ২০২১ রাত ৯:৫৪

ওমেরা বলেছেন: আসলে ভাইয়া , আগের মত ব্লগে সময় দিতে পারি না , তাই হয়ত ফটোব্লগ প্রতিযোগীতায় অংশগ্রহনের খুব ইচ্ছা ছিল না । আমার ভাপু বলাতেই পোষ্ট করেছিলাম না হলে দেয়াই হত না।

ভাইয়া আমরা বাসায় যেই ভাষাতে কথা বলি আমার জ্ঞান ঐটুকুতেই সীমাবদ্ধ। তাই আমার শিরোনাম আর কত সুন্দর হবে ।
জী ভাইয়া আমার ভাপু আমার কাছে অনেক সন্মানিত একজন কিন্ত সামনা সামনি কখনো হয়ত কিছু দেওয়ার সুযোগ পাবো না । কিন্ত ইচ্ছা হয় তাই এভাবেই মনে যতটুকু শান্তি পাওয়া যায় সেটাও মন্দ নয়।

বানানটা ঠিক করে দিয়েছি ভাইয়া।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

৪০| ০২ রা জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:১৭

খায়রুল আহসান বলেছেন: ৯ ও ২৫ নম্বরের ছবি দুটোর জন্য এস এম মামুন অর রশীদ কে এবং আহমেদ জী এস কে ধন্যবাদ, কারণ ওগুলো ভালো লেগেছে। আর ১৭ ও ১৯ নং প্রতিমন্তব্যের জন্য আপনাকেও, একই কারণে।

০৮ ই জুলাই, ২০২১ রাত ৯:৫৮

ওমেরা বলেছেন: সবকিছু এক তীক্ষ আন্তরিক ভাবে দেখেন ভাইয়া সত্যি অবাক হই ।

৪১| ০২ রা জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:১৯

খায়রুল আহসান বলেছেন: "৯ ও ২৫ নম্বরের ছবি দুটোর জন্য" এর স্থলে "৯ ও ২৫ নম্বরের মন্তব্য দুটোর জন্য" পড়তে হবে। এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য দুঃখিত।

০৮ ই জুলাই, ২০২১ রাত ১০:০০

ওমেরা বলেছেন: আপনার দুঃখিত হওয়ার কিছু হয়নি ভাইয়া , আমি অনেক সরি কমেন্টের জবাব দিতে দেরী হয়ে গেল ।

অনেক অনেক ভালো থাকুন ভাইয়া এই কামনা সব সময়ের জন্য।

৪২| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১১:১২

শেরজা তপন বলেছেন: আপনার ছবি প্রাথমিকভাবে নির্বাচিত হবার জন্য আমার আন্তরিক অভিনন্দন!

০৮ ই জুলাই, ২০২১ রাত ১০:০১

ওমেরা বলেছেন: আপনার অভিনন্দন সানন্দে গ্রহন করলাম । ভালো থাকুন ।

৪৩| ০৫ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৫৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ৫ নং ছবিটি আমার খুব ভালো লাগল
.................................................................
আপনাকে অভিনন্দন ।

০৮ ই জুলাই, ২০২১ রাত ১০:০৩

ওমেরা বলেছেন: তাহলে বিচারকেরা এটা করলো না কেন!! :D

ধন্যবাদ আপনাকে।

৪৪| ০৫ ই জুলাই, ২০২১ রাত ১১:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৮ ই জুলাই, ২০২১ রাত ১০:০৪

ওমেরা বলেছেন: ঠিক বলেছেন , সুন্দর :D :#)

৪৫| ২০ শে জুলাই, ২০২১ সকাল ৭:৩১

কবিতা ক্থ্য বলেছেন: পরবর্তী ছবি ব্লগ কবে আসবে?

১৯ শে আগস্ট, ২০২১ রাত ১১:২১

ওমেরা বলেছেন: হি হি হি —— আবার যখন প্রতিযোগিতা হবে তখন ।
অনেক ধন্যবাদ নিবেন অনেক সরি আছি দেরী করে জবাব দেবার জন্য।
ভালো থাকুন সব সময় এই কামনা রইলো ।

৪৬| ২৭ শে জুলাই, ২০২১ রাত ১২:০১

মুক্তা নীল বলেছেন:
ওমেরা আপা ,
সুন্দর ছবি ব্লগ দেখে আপনাকে স্মরণ করে গেলাম । আশা করি ভালোই আছেন ।
নিজ হাতে বানানো ফুলের ঝুড়ি অসাধারণ হয়েছে । ভালো থাকুন শুভকামনা ।

১৯ শে আগস্ট, ২০২১ রাত ১১:২৪

ওমেরা বলেছেন: আলহামদুল্লিলাহ ! আমি ভালো আছি আপু।

আশা রাখি আপনিও ভালো আছেন আপু। ব্লগে আসলে লগইন করা হয় না তাই জবাব দিতে দেরী হল আপু ।
ধন্যবাদ আর ভালো থাকুন আপু।

৪৭| ২৯ শে জুলাই, ২০২১ সকাল ৯:২৪

মলাসইলমুইনা বলেছেন: প্রিয় ওমেরা,
এখনতো আর ফটো কম্পিটিশনে ফটো ব্লগ দেবার সময় নেই তবুও আপনাদের চমৎকার সামারের ফটো দিয়ে অপ্রতিযোগিতা মূলক একটা ফটো ব্লগ করুন তাড়াতাড়ি ।

১১ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৯

ওমেরা বলেছেন: কতদ্রত সময় শেষ হয়ে যায়, আমাদের সামারও শেষ হয়ে শীতের আমেজ শুরু হয়েছে। এবার সামারে জব নিয়ে অনেকটা ব্যাস্ত ছিলাম তেমন ছবিই তোলা হয়নি ।
ভালো থাকুন ভাপু ।
অনেক অনেক ধন্যবাদ ভাপু।

৪৮| ২৫ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩৩

নীল-দর্পণ বলেছেন: কী সুন্দর ছবিগুলো। আপু আবার কোথায় হারিয়ে গেলে। যেখানেই থাকো তাড়াতাড়ি ফিরে এসো।

১১ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:১২

ওমেরা বলেছেন: আপুমনি হারিয়ে যাইনি তবে আগের মত ব্লগে উৎসাহ আসে না কেন যেন ।
ধন্যবাদ আপুমনি।

৪৯| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪১

খায়রুল আহসান বলেছেন: আশা করি, আপনার অন্যান্য কয়েকটি পোস্টে করা আমার মন্তব্যগুলো একসময় দেখে যাবেন, এবং সম্ভব হলে কিছু বলেও যাবেন।

১১ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:১৭

ওমেরা বলেছেন: ভাইয়া আমি খুব সরি, আর লজ্জিত আছি । আপনার কমেন্টের জবাব দিতে কয়েকদিন ব্লগে এসে কেন যেন দিতে পারিনি । অমি খুব খুব খুব সরি ভাইয়া।

৫০| ১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:০৫

ঢুকিচেপা বলেছেন: আপনার নতুন লেখা কই ?
এর আগে সিরিজ শুরু করেছিলেন সেগুলো শেষ করেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:১৬

ওমেরা বলেছেন: সবুর করেন একটু খানি সবই হবে !! হি হি হি আসিতেঁছি ঝরের বেগে ।ইনশাআল্লাহ

৫১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: কেন জানিনা পোস্টটি কি করে চোখের আড়ালে চলে গেছিলো। অনেকদিন ধরে দেখছি আপনি আর আসছেন না। কর্ম ব্যস্ততা থাকলে ঠিক আছে।অন্যথায় উদ্বগের...
আবার ব্লগে নিয়মিত হোন সেই প্রত্যাশাই করি।


০১ লা অক্টোবর, ২০২১ বিকাল ৪:০৬

ওমেরা বলেছেন: কেমন আছেন ভাইয়া ? খুব যে ব্যাস্ত তা না এমনিতেই কেন যেন আর আগের মত হতে পারছি না । এখনকার চেয়ে অনেক বেশী ব্যাস্ততার সময়েও ব্লগে আসতাম নিয়মিত । এখন কেন যেন পারছি না তবে চেষ্টা করছি । ইনশা আল্লাহ হয়ে যাবে।

ভালো থাকুন সব সময় এই কামনা রইলো।

৫২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার ছবি ব্লগ সেই সঙ্গে আপনার কথায় ও কিছুটা কাব্যেই বলবো পরিচয় পর্ব মিলিয়ে দারুন উপভোগ্য হয়েছে। কথার সঙ্গে একটু আলাদা করে উল্লেখ না করলেই নয়,কি অপূর্ব ছবিগুলো++

পোস্টে 26 তম লাইক।
শুভকামনা আপনাকে।

১৪ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৫৩

ওমেরা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

৫৩| ০১ লা নভেম্বর, ২০২১ সকাল ১১:৪৮

জসীমউদ্দীন বলেছেন: ছবি ব্লগ ভাল লেগেছে। দুরদেশের ঋতুবৈচিত্র্য সম্পর্কে অনেকটা ধারনা পেলাম। ভাল থাকবেন সবসময়, শুভকামনা রইল।

০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১২:৪৩

ওমেরা বলেছেন: আপনিও ভালো থাকুন সুস্থ থাকুন সব সময় । নতুন বছরের শুভেচ্ছা আর ধন্যবাদ নিবেন ।

৫৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১২:৪০

ডঃ এম এ আলী বলেছেন:
নব বর্ষের শুভেচ্ছা ।
অনেক দিন ধরে নতুন কোন পোষ্ট নেই ,
শীতে জমে যাননিতো ?

০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ১২:৪৬

ওমেরা বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া ।
ভাইয়া ব্লগেই আসা হয় না আগের মত এটা আবার ব্যাস্ততার জন্যও নয় , আসলে এটা কেন আমি নিজেও জানি না।
আল্লাহ আপনাকে ভালো ও সুস্থ্য রাখুন সব সময় ।
অনেক অনেক ধন্যবাদ নিবেন ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.