![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
★★ কবিতা ★★
.
★ অামি ও বিদেশিনি - ১ ★
.
হঠাৎ করে সাধ হলো মোর
ভিন্ন দেশের বন্ধু বানাই
অন্য দেশের ভিন্ন্য পেজে
কমেন্ট করি ধানাই পানাই.........
.
রাই-তাকাসুমুনি উনি
জাপানি মেম সাহেব
জীবন যাত্রা দেখে তাহার
স্বপ্ন অামার গায়েব.........
.
ফোর হুইল ড্রাইভ গাড়ি তাহার
মস্ত দামি সেটা
যদি কেনার কথা বলি
খেতে হবে ঝাড়ু পেটা........
.
তাহার সাথে চ্যাটে অামার
হচ্ছে অনেক কথা
ভাঙ্গা ভাঙ্গা ইংলিশ বলি
তবুও বোঝে ব্যাথা.........
.
পি এইচ ডি পরছে সে
নগড় কেন্দ্র নিয়ে
জিজ্ঞাসা তিনি করলেন অামায়
করেছো তুমি বিয়ে ?
.
হাঁসি একটা ইমো দিয়ে
বললাম নেই নি ফাঁসি
উনি হেঁসে প্রশ্ন করলো
ছাত্র ? নাকি চাষি ? ...........
.
এবাউটে দেখলাম তাহার
মায়ের মত বয়স
ভাঙ্গা ইংলিস নিচ্ছে মেনে
দিচ্ছে অারো সাহস........
.
ইনভাইট অামি করলাম তাকে
অাসতে বাংলা দেশে
অনেক দিনের স্বপ্ন তাহার
বললো তিনি হেঁসে.........
.
অান্টি বলে ডাকলাম তাকে
বললো , কি বলবে বলো
উনি অাগে প্রশ্ন করলো
ফুটবল কি খেলো .?........
.
বললাম অামি একটু হেঁসে
টুক টাক একটু খেলি
বৈশাখে অাসবেন তিনি
খোপায় নিতে বেলি............
.
অফ টপিক.................
.
বাহ বাহ বাহ বেশ হয়েছে
থামরে অমি রাজ
চামরার মুখে ভালোই পারিস
তোর চাপা মারাই কাজ...........
.
অমিরাজ -- পাবনা -- ১-১১-১৫ ইং
...
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৫
বিজন রয় বলেছেন: এটাও ভাল লাগল।