নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" যানতে শিক্ষতে ও যানাতে চাই \"

Omi Raj

Omi Raj › বিস্তারিত পোস্টঃ

তিন স্বত্বা

১১ ই মার্চ, ২০১৬ সকাল ৭:২০

★★ কবিতা ★★
.
★★ তিন স্বত্তা ★★
.
( প্রতি তিন প্যারায়, এক বিষয় নিয়ে তিন স্বত্তার অালোচনা)
.
(১)
.
তিন স্বত্তায় এক কবি
কোথায় অালো কোথায় ছবি?
কোথায় অাছে বিশ্বাস?..........
.
মনের কথা অরে শোন
অপরাধের বীজ বোন
তুই তো মনের নিঃশ্বাস
হাসাতে হাসাতে ফেলবি স্বাস..........
.
খোদার তরে পানাহ চাও
মানবতার গুন গাও
হাঁসবে তুমি কাঁদবে সবাই
যদিও হও লাস.............
.
(২)
.
কবি হওয়ার মানে কি?
কবি হয়ে করবে কি?
কবি হওয়ার ই বা কি গুন?.........
.
মুক্ত মনে লিখবি তুই
ধর্মের পিঠে ফুঁটাবি সুঁই
করবি শালিনতা খুন.........
.
ভালোবাসার ফুল ফুটাবি
দুঃখ গুলো ঠিক ঘুচাবি
করবি সন্মান তাহার
যাহার খাচ্ছিস তুই নুন.........
.
(৩)
.
কবি কোথায় থাকে বল?
কবির কি অাছে দল?
কবির কর্ম কি?.........
.
কবি থাকে নাড়ি'র ভিতর
বলতে পারে সবাই ইতর
এই ধরনের কবি রা পায়
সবচে দামি ঘি..............
.
কবি থাকে মানবতায়
শূন্য তা পূরনে ধর্মের ঠায়
কবি স্বত্তায় ফুটবে অালো
কর্ম অার চাই কি?............
.
(৪)
.
কবি নাকি নুংড়া হয়?
শব্দ গুলো পায় যে ভয়
কবির কবি কই?.........
.
নুংড়ামিতে অাছে স্বাদ
হু-মায়ুন অাজাদ কেনো বাদ?
তাসলিমা নাসরিন ফুটায় কলম
ফোট অশ্লিল শব্দের খই............
.
মহান কবি মুহাম্মদের ( সাঃ)
শব্দ গুলো লই
লাজে মরবে ইবলিস ব্যাটা
জীন হারিয়ে ফেলবে মই.............
.
(৫)
.
স্বত্তা না কি তিনটে হয়।?
নফস, কলব, অার কবি রয়
কবির জিবন হচ্ছে ক্ষয়
নাকি পূর্ন তা পেলো ঠাই?...........
.
স্বত্তা অামি বুঝি না
মনের কথা চাই
এই দুনিয়া করবো ভোগ
যাহা হাতের কাছে পাই..........
.
তিন স্বত্তার গুন গুলোতে
মানুষ খুঁজে যাই
ভালো মানুষ এই দুনিয়ায়
কোথাও বলো নাই............
.
(৬)
.
কবি কেনো কবিতায়
কেনো মিশে যায়
কবির কোথায় বসত ভিটা?
কোথায় বলো ঠাই?...........
.
হাঁসে হাঁতে লুটিয়ে পড়ো
গরিব খুনের দায়ে
অামি দেবো বসত ভিটা
তরবারি চালাও কাঁঠের নায়ে...........
.
কবির কথায় সত্য গুলো
অাজ উঠবে ফুঁটে
পুরো অাকাশ বাড়ির ছাদ
নিচের বাগান নাওতো লুটে.................
.
(৭)
.
কবি অাজকে ছন্নছাড়া
দিচ্ছে না তো মাথায় সারা
ভাবছি নাতো কিছু.....
.
এই দুনিয়া কাহার
সুধুই মিছু মিছু.........?
.
কবি তুমি ভাবলে বেশি
ভাবার অাছে কি কথা
রঙিন পানি, নাড়ি, টাকা
ভুলবে মনের ব্যাথা........
.
অহে কবি সত্য ভাবো
সত্য নিয়ে গাও
এই দুনিয়া কাহারো নয়
ধরো অাখিরাতের নাউ..........
.
৬-৯-১৫ ইং........
.
অমিরাজ ------

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩৬

মেটামরফোসিস বলেছেন: সুন্দর লিখেছেন

২| ১১ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২১

বিজন রয় বলেছেন: কবিতায় অনে কিছু আছে।
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.