![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
★★ কবিতা ★★
.
★★ মা ★★
.
ফিরতে কলেজ থেকে গাড়ির ভিতর
শুনলাম অন্ধ ফকিরের গান
তার কথায় মায়ের দরদ কষ্টের
মন ভরে যায়, প্রাণ..............
.
বাবার অানন্দে সন্তান গিয়ে পড়ে
গভির সাত সমুদ্রে....
সাঁতরে খুজে সে পৃথীবির বাহন
লড়াই কান্না -অার দ্রোহে.......
.
সেখানে অপেক্ষা দশ মাস হয়
যেনো দশ যুআগের প্রতিক্ষা......
মায়ের চোঁখে ঠোঁটের কোন হাঁসি
এই বুঝি ফুরায় অপেক্ষা..........
.
বাড়তে থাকা সন্তান টাকে
বইতে থাকে মা
কখনো কখনো সেই দুনিয়া থেকে
মারে দুই চার ঘা..........
.
ভারি হতে থাকে শরিরে
দুটি মানুষের যায়গা
ভিষন কষ্ট সেই শরিরের
তবুও কষ্ট নয় তা.........
.
সময় হলে দুনিয়াতে অাসতে
শুরু হয় ব্যাস্ততার মেলা
মা সন্তান দুজনের জন্য
জিবন মরন খেলা..........
.
কত রক্ত প্রবাহ কত ব্যাথা নিয়ে
কাতরে উঠে মা
হাঁড় ভাঙ্গা ব্যাথা করুন চিৎকার
কোন খারাপ খবর চাইনা........
.
স্রষ্টার চাহনে তার ইচ্ছার বাধনে
ভুমিষ্ট শিশু কেঁদে হাসে
কোথাও ডাইনে শিশু সদ্যজাত
কোথাও মরার জড়া বাম পাশে........
.
শিশু যখন খুজে পায় - উষ্ণ মায়ের বুক
প্রশান্তি যান্ত্রিক ভুবনে
এই কবিতা অামি গানের শুরে
তোমার জন্য ছড়ালাম পবনে........
.
২৯-৮-১৫ ইং --- অমিরাজ ---
।
পাবনা
©somewhere in net ltd.