নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" যানতে শিক্ষতে ও যানাতে চাই \"

Omi Raj

Omi Raj › বিস্তারিত পোস্টঃ

দুঃখ

১১ ই মার্চ, ২০১৬ সকাল ৭:২৭

★★ কবিতা / গান ★★
.
★★ দুঃখ ★★
.
কি চাস তুই বুঝিনাতো অামি
দুঃখ অামার অনেক বড়, কাঁন্না অনেক দামি
ভুল বুঝেছিস যানি অামি, করেছিস অভিমান
মান ভেঙে কথা বলরে, যাচ্ছে অামার যান.........
.
অামার অশ্লিল বাক্য কাঁন্না দুঃখ, সবই তোমার জন্য
এই দুনিয়া পুরে ছারখার, অামি হলাম বন্য
যানিরে তুই দুঃখে অাছিস, কিংবা একটুও নয়
তিলে তিলে শেষ হচ্ছে, হচ্ছে ভালোবাসা ক্ষয়..........
.
নিশ্বাস অামার থেমে যাচ্ছে, দেখছিনা বাঁকা মুখি ঐ চাঁদ
একটা কথা বলবি অামায়, অামি কি তোর জিবন থেকে বাদ
তোর চাহনি, তোর হাসিটা গেছে বুকে গেঁথে
না চাইলেও কান্না ঝরে, অামার গভির রাতে...........
.
দে ইশারা বলনা কথা - যাচ্ছি অামি মরে
থাকলে অামার সম্ভাবনা, দুটো তাজমহল দিতাম গড়ে
হিংস্রতা কাকে বলরে তুই - একটু দেখনা বলে
একটা নয় একাধিক ট্রয়-নগড়ি, দেবো অামি পুড়ে..............
.
সাজিস না তুই ক্লিউপেট্রা, হয়ে থাক সবিতা
তুই যে অামার ছন্দ কথন, তুই যে কবিতা
অনুগুহের ডালা অামি, ধরলে তোকে মেলে
দিস ক্ষমা করে - দেখতে অাসিস, অামি মরে গেলে.......
.
( লেখাটা ১০- ১১ রমজানে........ / সঠিক মনে নেই)
.
অমিরাজ....... / পাবনা.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.