![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
★★ কবিতা ★★
.
★★ ইসলাম মোল্লা ★★
.
পাতলা গড়নের এই লোকটা
অাজ সবার সৃতির পাতা
সাত সন্তানের বাপ ছিলো সে
ছিলো সবার মাথার ছাতা......
.
পরিশ্রমের কান্ডারি সে
দুঃখ তাকে দেখে পেতো ভয়
অামার বিশ্বাস নিশ্চয় সে
অাল্লাহ কে করেছে জয়......
.
ডুগ ডুগি হাডু ডুডু তে ছিলো
এই বাংলার রাজা
ফালতু খেলা দেখলে কাউকে
দিতো বগল দাবায় সাঁজা......
.
ঢাকা, কলকাতা, অাসাম উরিষ্যা
এসব তাহার গেলা
গল্প যখন ছোটাতো সে
অামরা বসাতাম মেলা......
.
বৃিটিস থেকে অাজ অবদি
ইতিহাস তাহার পেটে
কে কত বড় ভালো মানুষ
তাহার মুখোস দেখাতো ঘেটে.........
.
দির্ঘ্য দিনের মুয়াজ্জিন সে
মসজিদ তাহার জান
অাজান দিলেন সারাজিবন
অাজানেই ফুটতে তাহার প্রাণ.......
.
একাই মুয়াজ্জিন একাই ইমাম
ছিলেন একক মুসুল্লি
কত শত রাকাত একাই পড়েছে
তুবুও একটু পিছায় নি.......
.
হাঁসতে হাঁসতে যখন হলো
অামার নামাজ জ্ঞান
ইসলাম মোল্লা তখন হলো
অামার নামাজ সাধোনার ধ্যান.......
.
সুরে বেসুরে পরতো নামাজ
অামরা হাঁসতাম পিছে
মহব্বতের নামাজ শেষে রাগতো
বলতো তোদের ধরেছ কিসে..........?
.
গভির রাতের তিতিক্ষায়
জ্বালিয়ে অাসতো নগ্ন বাতি
বৃষ্টি এলে বুড়ি অাসতো
সাথে নিয়ে মাথায় ছাতি.......
.
হাঁস হাঁসতে বলতো অামায়
অাইছিস নাতির ছেলে
বুড়িকে বাড়িতে পাঠিয়ে দিতো
এই অামাকে পেলে.........
.
মাগরিব, এশা অার ফজরে
নামাজ পড়াতো হাশর দিয়ে
সুধু ফাউ করতাম তর্ক
ছোট খাটো ভুল নিয়ে.........
.
খেতে গেলে দাওয়াত দেখতাম
থাকতো সাথে, কোন না নাতি পুতি
কত হাঁসি খুসি দুঃখ বেদনা
এসবই তাহার সাথি.............
.
নিশর্ত ভাবে করতো এতেকাফ
টেনে ধরতো মানুষের গোনাহ
নামাজ শেষে চাইতে দেখেছি
মুসলিম জাহানের পানাহ.........
.
দেখতে দেখতে বয়স নাকি
তাহার শত বছর
এই অধম তাহার সাথে করেছি
অন্যায় কত কছর.........
.
শেষ বিদায়ে হয়নি দেখা
চাইনি পেতে মাফ
দুঃখ অামার হৃদয় ফাঁটে
বুঝি দেই সাগরে ঝাপ.........
.
এই কবিতা লিখতে গিয়ে
ঝরালাম চোঁখের জল
ইসলাম মোল্লার জন্য অনেক করবো দোয়া
এই দোয়াই তাহার বল........
.
৯-৭-১৫ ইং -- অমিরাজ
পাবনা।
( এই কবিতা অামার প্রিয় একজন কে নিয়ে লেখা, লিখতে বসে অনেক কান্না অাসায় লেখাটা ভালো হয়নি)
.
©somewhere in net ltd.