নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" যানতে শিক্ষতে ও যানাতে চাই \"

Omi Raj

Omi Raj › বিস্তারিত পোস্টঃ

বউয়ের নাচন

১১ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৩৬

★★ কবিতা ★★
.
** বউ-এর নাচন ** ( রম্য কবিতা)
.
বউ আমার বিয়ের আগে
ভালোই নাকি নাচতো
নাচতে নাচতে মাঝে মাঝে
বি টিভি তে অাসতো
.
এখন অামায় বন্দি করে
সংসারের খাঁচায়
অাজকাল অার নাচে না বউ
অামায় সুধু নাচায়।
.
বিয়ের পরে বউ কে দিলাম
বুকের ভিতর ঠাই
কিছুদিন পরে দেখি
বউ বুকের মাঝে নাই।
.
সকল বিষয় জ্ঞান দিতো
অামায় দিবা রাত্র
অামি যেন তার কাছে
ক্লাস ওয়ানের ছাত্র।
.
ওসে মাথায় উঠে হাত তুলেছে
ট্রাফিক পুলিশের কায়দায়
অাজকাল অার নাচেনা বউ
অামায় সুধু নাচায়।
.
স-এ, সংসার, ক-এ, করা
প্রতিদিনিই শেখায়
আজকাল অার নাচেনা বউ
অামায় সুধু নাচায়।
.
বউ রেগে যাবে, দেইনা অামি
ভয়ের ঠ্যালায় হাচ্চি
মনে হয় চিরিয়া খানার
বাঘের খাচায় অাছ্ছি।
.
ডরে থাকি কখন ত্রুটি পেয়ে
আমার ঘাড়টাকে মটকায়
অাজকাল আর নাচেনা বউ
অামায় সুধু নাচায়।।
.
অমিরাজ-পাবনা-
.
২৬-৬-১৫ইং

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.