নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\" যানতে শিক্ষতে ও যানাতে চাই \"

Omi Raj

Omi Raj › বিস্তারিত পোস্টঃ

ঝালমুড়ি বিরম্বনা

১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪২


¤- ঝাল মুড়ি বিরম্বনা -¤
.
পরিক্ষা আজ শেষে
তাতে তো বন্ধুত্বের বাড়ে রেশ
.
সব মিলে মিশে মিশে ক্যাচাল করে
ঘাসের উপরেই বেস . . . ।
.
.
কি খাবি কি খাবিরে তোরা ?
পেটে ছুঠছে পাগলা ঘোড়া
বায়না তুলছে পিতু বুড়ি
.
সবাই মিলে আজকে খাবে ঝাল মাখানো মুরি ।
.
.
ইনি না উনি না , তাকে না অকে না
এরা থাকে সুন্দর বন
.
আমরা চাই ঝালমুড়ি ওয়ালা হৃত্ত্বিক রওশন ।
.
.
তাকে কে যাবি খুজতে ? একে অন্য কে বুঝতে
গেলো হৃদয় কারিয়া জুটি
.
সময় তো ভাই ঘন্টা যায়
আজ কি ঝালমুড়ি ওয়ালার ছুটি ? ।
.
.
অবশেষে পেলো ঝাল মুড়ি ওয়ালা
হৃত্ত্বিক রওশন . . .
.
এবার বল তোরা ঝাল মুড়ি
খাবি কে , কয় মন ? ।
.
.
সবাই বললো শুরু হউক খাওয়া
যত সময় যায় পেটে
.
প্রয়জনে ঐ রওশনের ঢিস
খাবো যে চেটে পুটে ।
.
.
খেতে খেতে ঝাল
বৃষ্টি , টুম্পা , হলো যে লালে লাল
.
সজল , কারিয়া পেট গুড় গুড়
অরা হলো টালে টাল ।
,
.
কি চমৎকার মিল ৮০ টাকা বিল
সব ঝাল খেয়ে যাচ্ছে মরিয়া
.
অবশেষে ব্যাগের চেন খুলিয়া
বিল দিলো কারিয়া ।
.
.
হৃদয় চলছে বাড়ি ছুটছে গাড়ি , করছে ওভার টেক
.
মাঝে মাঝে ঝালের জ্বালায় তুলছে টক ঢেক ।
.
.
নুরের কি হলো জীবন টা গেলো
পাচ্ছে মাখানো মুড়ির ঝাল
.
.
শেষ মেশ গিয়ে তুলে ফেলছে
কোল বালিশের ছাল . . . .
.
.

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.