![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রজনী যত গড়াইয়া যায় বাসনা তত ফিকে হয়...।আলো যতই স্তিমিত হয় স্পৃহা তত মিথ্যা হয়...।।
(কখনও কাউকে নিয়ে লিখি নি।কিন্তু আজ তোকে নিয়ে না লিখে পারলুম না।খুবই তাড়াহুড়ো করে।কিন্তু এতে তোর গুরুত্ব একটু ও কম না কারন তাড়াহুড়ো করাটা আমার প্যাশন।মাঝে মাঝে তোকে আমার মিরর ইমেজ মনে হয়।তাই পুরোটা তোর জন্য এবং বাকিটা আমার জন্য)
তোর চোখে আমি অশ্রু দেখেছি সত্য
দেখেছি চোখের কোটরে লুকিয়ে থাকা বিষ-বাষ্প!
অনুভব করেছি তোর করুন বিহগল ধ্বনি
বাস্তবতার নিরীখে বিচার করতে চেয়েছি তোকে।
বিপর্জস্ত মন নিয়ে কী নিশ্চল তুই!!
অবাক বিষ্ময়ে তোকে দেখি___
তুই আর তোর জগত
কিংবা তোর 'আমিত্ব'-
বিসর্জিত হয় নি কোনটাই
অশুভ কোন আমন্ত্রণে!!
বরং কী না অক্লেশে___ধিক্কার দিয়েছিস
পর্যুদস্ত করেছিস সব অপরিশুদ্ধ সত্ত্বাকে।
তোকে নিয়ে আর ভাবতে পারি না আমি
গোপনীয়তায় আমাকেও হার মানালি??
২| ১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৪
ইউর হাইনেস বলেছেন: ধন্যবাদ।আমি এডিট করছি।আসলে দ্রুত লিখে ফেলেছি ত।
আসলেই এইটাই ভাল যায়।
৩| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক সুন্দর।
১৮ ই জুন, ২০১৩ রাত ১১:৪০
ইউর হাইনেস বলেছেন: ধন্যবাদ।ভালো লাগলো, ঠিক কদম ফুল যেমন লাগে।।
৪| ১৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৭
রাইসুল সাগর বলেছেন: বাহ চমৎকারতো। শুভকামনা থাকলো নিরন্তর। ভালো থাকুন বেলা অবেলার কাব্যে।
১৮ ই জুন, ২০১৩ রাত ১১:৪২
ইউর হাইনেস বলেছেন: চমৎকার বলেছেন।আসলেই অবেলার কাব্য ভাই।ভাল থাকুন।
৫| ১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৫৩
আর.হক বলেছেন: কবতে মাথায় ঢুকে না
৬| ১৮ ই জুন, ২০১৩ রাত ১১:৪৩
ইউর হাইনেস বলেছেন: সলেই ভাই । কী সব কাঠখট্টা মেকি জিনিস।
তবে এইটা একটা রিয়েল ফিলিংস।
৭| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগছে।
অনেক ++++++++
০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৫
ইউর হাইনেস বলেছেন: আপনার প্লাস বর্ষণ দেখে ভাল লাগলো।পরীক্ষায় পাওয়ার অভ্যাস নাই তোঁ।।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
কিংবা তোর 'আমিত্ব'
বিসর্জন হোস নি তুই-
এভাবে না হয়ে যদি এভাবে হত
কিংবা তোর 'আমিত্ব'
বিসর্জিত হোসনি তুই -