নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Onahuto Sohel

ইউর হাইনেস

রজনী যত গড়াইয়া যায় বাসনা তত ফিকে হয়...।আলো যতই স্তিমিত হয় স্পৃহা তত মিথ্যা হয়...।।

ইউর হাইনেস › বিস্তারিত পোস্টঃ

অফলপ্রসুতা

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭

পূর্বকথাঃকবিতা আমি লিখতে পারি না এ কথা মিথ্যা নয়।তবু এলোমেলো কথাগুলি অগোছালো ভাবে কবিতার লাইন আকারে উপস্থাপন।মাঝে মাঝে খাপছাড়া মনে হতে পারে,বিরক্তি না এনে মনে করবেন হয়ত ইহাই আমি।।





চিন্তা করতেও ভয় পাই এখন

সময় নষ্টের জ্বালা গ্রাস করে আমাকে

… … … … … … … … … … … …

ভাল কিংবা মন্দের__

যাই করি না কেন!

অন্য কিছু করার তাড়নায়

অসমাপ্ত রেখেই সাঙ্গ করি বর্তমান।



ভবিষ্যতের দিকে ছুটতে ছুটতে

ততোধিক ভবিষ্যৎ চলে আসে

অনবরত আসতে থাকে__

আর এভাবেই ক্রমিক আসা-যাওয়া হয় শুধুই

তবু পূর্ণতা পায় না কোনটাই।



অনিঃশেষ টাস্ক,

একাধারে অতীত হয়ে যায় সবই

থেকে যায় অফলপ্রসূ অতীত,

অনিয়ত বর্তমান আর অনিশ্চিত ভবিষ্যৎ।।



কর্মক্ষম হয়ে যায় সময়

যাযাবর সত্ত্বা রূপ বদলায়

মন ভুলে যায় আপন আলয়

তবু না পাওয়ার পাণ্ডুলিপিই ভারী হয়।।



তবু এতটুকু নেই অবসর

জাগতিক অফুরন্ত কাজের মেলা

সম্পাদিত না হতেই ফিরে আসে অনৈতিক অবহেলা-

তাই অবধারিত হয়ে পরে পুরাতনের বিদায়বেলা।।



একটা কিছু নিয়ে লেগে থাকতে পারি না

ভাবি- এ সময়ের অনুচ্চারিত অবমাননা!

চেতনার খেলাঘরে তাই উদ্ভাসিত নতুন ভাবনা

শুরুটাও যদিও বেশ কিন্তু পরিপূর্ণতা পায় না।



অপরিপক্ব আমি- অপরিণামদর্শী

সময়কে মূল্য দিতে গিয়েই

জ্ঞাতসারে এবং অজ্ঞাতসারে

সময়কে নষ্ট করছি চিরকাল।।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.