| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইউর হাইনেস
রজনী যত গড়াইয়া যায় বাসনা তত ফিকে হয়...।আলো যতই স্তিমিত হয় স্পৃহা তত মিথ্যা হয়...।।
হাসির খোরাক ভরা চারিপাশে,
এরকম হাসির খেলা খেলিস কেন রে?
হাসতে গিয়েও #ক্রমে হাসি আসে আমার!
দম কুলাতে না পেরে-দম বন্ধ হয়ে আসে।
তোর অসংলগ্ন আচরণে নিজেকে
জাহির করার চেষ্টায়,লজ্জাতে
তুইও মাথা চাপড়াবি-
কসম বলছি__ চোখ বন্ধ করে ভাব শুধু।!
অন্তঃসারশুন্য মস্তিষ্ক আর অবাক করা মানসিকতায়
বুক সটান খাড়া করে,আঙ্গুল তুলে
তোর যুক্তিদানের আত্মবিশ্বাস দেখে
প্রেয়সীরও মাথায় হাত পরবে সুনিশ্চিত।
তবে আর আমি কি বলিব-
হাসতে গিয়েও ক্রমে হাসি আসে আমার!
আমরা সিক্সথ সেন্সের বাহারি ছড়ায়ে
কমন সেন্সের গুল্লি মারি না।
মাইরি বলছি-
ন্যাকামি আর পাবলিক খায় না।।
তোর বিনম্রতায় অন্তর আর বিগলিত হয় না
কিউরিয়াস চক্ষু শঠতাই খোঁজে,
আসলে খুজতেও হয় না এখন
অভিনয়ে রিয়্যালিটি নাই প্রিয়ে!!
নিজেকে দরবেশ বাবা দাবি করছি না সত্যি
তবে কমন সেন্স বেশি আছে অন্তত এক রত্তি।!!
হাসির অন্তরালে বুক ফাটা হাহাকার কেউ শোনে না
হৃদয় কোটরে লুকায়িত বাঙালির বিষ কেউ বোঝে না।
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৯
ইউর হাইনেস বলেছেন: এইটা ক্রুর হাসি মামু, ঝরে পরবে না হয়ত।। না চাইলেও আসিয়া হান্দাইবে।।
২|
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫০
ইউর হাইনেস বলেছেন: তুই হাস সারা জীবন ভরে।। তবে আমার মত কর না রে।।
৩|
২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৬
আরজু পনি বলেছেন:
মাথা জ্যাম হয়ে গেছে পড়তে পড়তে !
২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১১
ইউর হাইনেস বলেছেন: আমার রস খুব কম রে বোন। সত্যি করে বলছি লেখায় কাউকে টেনে নেয়ার ভাবটা সম্ভবত অনুপস্থিত।।
আপনার আগমনে কৃতার্থ হলাম্ম।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৬
এম মশিউর বলেছেন: অত হাসি হেসো না, ঝড়ে পড়ে যাবে!
দেখিস, একদিন আমিও হাসতে হাসতে ফেটে পড়বো এই বাংলায়।