| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইউর হাইনেস
রজনী যত গড়াইয়া যায় বাসনা তত ফিকে হয়...।আলো যতই স্তিমিত হয় স্পৃহা তত মিথ্যা হয়...।।
অন্যেরে দোষ দিয়ে কি হবে?-
আমি নিজেই নিরপেক্ষ হতে পারি নি,
এতদিনেও....।
নীতিবাক্য বয়ান করে গিয়েছি শুধু
বাস্তবতায় ছিল না কিছু
সততার ভাব নিয়েছি তবু!!!
নিজেকে বদলাতে পারলাম না অদ্যবধি
স্বার্থহীনতায় এখনো নির্লজ্জভাবে কেটে পড়ি।
অসংগতি দেখে
আক্ষেপ ঝরাই শুধু চোখে মুখে,
হাহাকার করে উঠি বিস্ময়ে-
তবু গোপালভাঁড়ের মতন
নিজের দিকে তাকানোর কথা ভুলে গিয়েছি
আজো অনির্ণেয় রয়ে গেছে আমার আমি।।
©somewhere in net ltd.