| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইউর হাইনেস
রজনী যত গড়াইয়া যায় বাসনা তত ফিকে হয়...।আলো যতই স্তিমিত হয় স্পৃহা তত মিথ্যা হয়...।।
তোর চোখের দিকে চাইতে পারি না,
তথা লুকিয়ে রাখা সাংকেতিক ভাষা
ছন্দহীনতার অবৈধ বিষবাষ্প-
বাড়িয়ে তোলে আমার অনির্ণেয় রুদ্ধশ্বাস।
তোর অস্পষ্ট উঁকিঝুঁকি,অসঙ্গায়িত চাহনি
কিংবা রহস্যপূর্ণ ইশারা!
উদ্দীপিত করে কিছু হতবুদ্ধিকর চিন্তামালা।
অথচ আমার অনবিজ্ঞ বুদ্ধিমত্তা,
আনাড়ি মানসিক দক্ষতা-
কল্পনাবিলাসেই তার সীমাবদ্ধতা!!
তোর পরিশ্রান্ত মৌনতা
আমাকে আরও দিশেহারা করে।
বাস্তবতায় বিশ্বাসী আমি
অনুমানকে ভ্রান্ত বলেই ধরে নেই।
যাহা শুধু বুঝতে পারি
তাহাও মেনে নিতে পারি না
স্পষ্ট ইংগিতের অভাবে
সম্ভাব্যতার দোলাচালে জর্জরিত আমি।
অলীক বোধশক্তির ভ্রান্তিবিলাসে
বুঝেও-বুঝে উঠা হয় না আমার।
অতঃপর ক্রমশ জ্যাম হয়ে থাকা মস্তিষ্কে
ঘনীভূত হতে থাকা ততোধিক চিন্তন।
ভাবনার গণ্ডি বাস্তবতার নিরীখে বেমানান
থেকে যায় শুধু বিবেকের অহেতুক আত্মকথন।
১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৬
ইউর হাইনেস বলেছেন: ধন্যবাদ,দোয়া রাখবেন।।
শুভেচ্ছা রইল......
২|
১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৪
ইমতিয়াজ ১৩ বলেছেন: ++++++++++++++
৩|
১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮
ইউর হাইনেস বলেছেন: ধন্যবাদ ব্রো....ভালো থাকবেন
৪|
২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৭
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় অনেক ভালো লাগলো ।++++
২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৬
ইউর হাইনেস বলেছেন: ধন্যবাদ ভ্রাতা.....অনিঃশেষ কালি এসে জমুক আপনার কলমে। ![]()
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০২
অপূর্ণ রায়হান বলেছেন: চালিয়ে যান!