নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না পাওয়ার হাত ধরে.. হেটে এসেছি বহু দুরে... চাইনা আর কিছুই জীবনের কাছে... সাদা-কালো এই জন্জালের ভীড়ে...

না পাওয়ার হাত ধরে.. হেটে এসেছি বহু দুরে... চাইনা আর কিছুই জীবনের কাছে... সাদা-কালো এই জন্জালের ভীড়ে...

অন্ধকার ছায়াপথ

আমি খুব বেশি কিছু চাইনা ! আমাকে ভালোবাসতে হবে না, ভালোবাসি ও বলতে হবে না, মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুঁয়ে দিতে হবে না, কিংবা আমার জন্য রাত জাগা পাখিও হতে হবে না, অন্য সবার মত আমার সাথে রুটিন মেনে দেখা করতে হবে না, কিংবা বিকেল বেলায় ফুচকাও খেতে হবে না, এত অসীম সংখ্যক “না” এর ভিড়ে , শুধু মাত্র একটা কাজ করতে হবে, আমি যখন প্রতিদিন “ভালোবাসি” বলব তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে একটু খানি আদর মাখা গলায় বলবে “পাগল” বিশ্বাস করো , এতেই চলবে... আমার সাথে -- [email protected]

অন্ধকার ছায়াপথ › বিস্তারিত পোস্টঃ

গুলশানের গ্যালাক্সীর কর্পোরেট অফিসে আগুন ও নেপথ্যে কিছু কথা...

১২ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:৩৩

আজকের লিখার মূল কারনটি হচ্ছে একটি অপ্রত্যাশিত ঘটনা। গুলশানের কাতার এয়ারওয়েজ ও গ্যালাক্সী কোম্পানীর কর্পোরেট অফিসে অতর্কিত আগুন লেগে যায়। গ্যালাক্সী কর্পোরেটের অফিসে চাকুরী করেন আমার চাচাতো বোনের জামাই উজ্জল শাহ্ ( দুলাভাই )। রাত ১০টায় বাসায় এসে দেখি উনিও বাসার নীচে দাড়িয়ে। কেন প্রশ্ন করতেই জানতে পারলাম তার অফিসে আগুন লেগেছে। তারাহুড়া করেই এই হরতালের মধ্যেই রওনা দিলাম বাইক নিয়ে । রাত তখন ১০.২০ মিনিট। মোহাম্মদপুর থেকে গুলশান-১ এ যেতে বেশী সময় লাগলো না। গিয়ে যেটা প্রথমেই দেখলাম বিল্ডিং এর উপর থেকে ধোঁয়া বেরোচ্ছে।







দৃশ্য : ছাদ দিয়ে আগুনের ধোঁয়া বের হচ্ছে





এরপর দেখলাম ৫টি ফায়ার ব্রিগেড এর গাড়ি। সবশেষে আসলো স্লোরকল গাড়ি যা দিয়ে শুনেছি ১৫ তলা পর্যন্ত বাহির দিয়ে পানি দেয়া যায়।





দৃশ্য : ফায়ার ব্রিগেড এর গাড়ী।





দৃশ্য : স্লোরকল গাড়ী দিয়ে আগুন নেভানোর চেষ্টা।



দৃশ্য : স্লোরকল গাড়ী দিয়ে আগুন নেভানোর চেষ্টা।



দৃশ্য : স্লোরকল গাড়ী দিয়ে আগুন নেভানোর চেষ্টা।





দৃশ্য : স্লোরকল গাড়ী দিয়ে আগুন নেভানোর চেষ্টা।





দৃশ্য : অফিসে কলিগরা সবাই দুশ্চিন্তায় মগ্ন।



দৃশ্য : অফিসে কলিগরা সবাই দুশ্চিন্তায় মগ্ন।





মূলত গ্যলাক্সী কর্পোরেট অফিস একটি ট্রাভেল এজেন্সী থেকে শুরু করে যাবতীয় বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে বিগত ১৫ বছর ধরে। এই কোম্পানীর তত্বাবধানে মুলত কাতার এয়ারওয়েজ থেকে শুরু করে আরো কয়েকটি এয়ারওয়েজ এর অফিস পরিচালিত হয় বাংলাদেশে। বলতে পারেন কটেকটি এয়ারলাইন্স এর লিয়াজো বা রিজিওনাল অফিস এটা।



আগুন যেভাবে লাগে :

অফিসের সূত্র ধরে জানতে পারি , ঐ অফিসের সার্ভার রুম থেকে আগুনের উৎপত্তি ঘটে। সার্ভার রুম থেকে কিভাবে আগুনের সূচনা ঘটতে পারে এ বিষয়ে আমার মাথায় খেলছিলো না। পরে জানতে পারলাম, তাদের সার্ভার রুম টা মুলত শুধু সার্ভার রুম নয় একটা ষ্টোর রুম এর সমতুল্যই বলা চলে। বিভিন্ন কার্টুন, ও কাগজের বিভিন্ন সামগ্রী সার্ভার রুম ছিলো। তখন বুঝলাম কিভাবে আগুনের সূত্রপাত। অফিস কর্মীরা ইশ্টিংগুইশার ব্যাবহার করতে পারছিলো না আগুন আর ধোঁয়ার কারনে। বলা বাহুল্য, যেখানে মেধা বিক্রি হয় সেখানে বাহু-বলের কাজ কি হতে পার...??? যাই হোক, আগুন নেভাতে না পেরে শেষমেষ ক্ষান্ত দিয়ে নিচে নেমে আসে তারা। তারপর ফায়ারম্যান-রা কাজে নেমে পড়ে আসার সাথে সাথে।



কিছু প্রশ্ন :

প্রথমত, যদি আগুন নেভাতে নাই পারলাম তাহলে ইশ্টিংগুইশার রেখে লাভ কি...?? অফিস সদস্যরা কি কখনো এগুলো ব্যাবহার করেছেন...?? আমার মতে কখনো অফিস সদস্যরা এগুলো ব্যাবহার করেন নাই।

দ্বিত্বীয়ত, সার্ভার রুম কি করে ষ্টোর রুম করে রাখেন একটা অথরিটি...??

আমি রবি-র সার্ভার রুম দেখে পাগল হয়ে গিয়েছিলাম। সেখানে টেম্পারেচার সবসময়ে ৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে রাখা হয়। ঢোকার সময় আমাদের জ্যাকেট ও হাত মোজা পড়ে ঢুকতে হয়। তারপরও আবার স্বয়ংক্রিয় হিট সিকার সার্কিট লাগানো আছে এবং অটো-ইশ্টিংগুইশার লাগানো আছে গোটা সার্ভার রুম এর প্রতি ২ ইন্চি পরপর।

তৃতীয়ত, আমাদের ফায়ার সার্ভিস এর গাড়ীগুলো অত্যাধুনিক নয়। চোখের সামনে বিশাল একটা শব্দ করে পাইপটা ফেটে পানি বেরোতে লাগলো। গাড়ীতে পানি শেষ হয়ে যাওয়াতে পাশের বিল্ডিং থেকে পানি নিয়ে কাজ চালালো তারা।







দৃশ্য : পানির পাইপ ফেটে পানি বেরুচ্ছে।



যে বাহিনী আমাদের জীবন তথা জান-মালের রক্ষা করবে আগুনের কাছ থেকে সেই বাহিনীর ইকুয়েপমেন্ট - ই দুর্বল তাহলে তারা আমাদের জান-মাল কিভাবে রক্ষা করবে...??

কেউ কি এর সমাধান দিতে পারবেন......?????

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:০৮

ইনফা_অল বলেছেন: ৫ ডিগ্রী তাপমাত্রা! আমি তো জানি এয়ার কন্ডিশনে তাপমাত্রা সর্বনিম্ন ১৬ ডিগ্রী পর্যন্ত নামানো যায়।

২| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:২৫

সাইবার অভিযত্রী বলেছেন: @ ইনফা_অল , আপনি কি মনে করেন বাজার থেকে এ সি কিনা আইনা টেলিকমের সুইচ রুম ঠান্ডা করে ?

৩| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৬

মোমেরমানুষ৭১ বলেছেন: আগুন আগুন চারদিকে আগুন। বাজারে আগুন গরম দাম, রাস্তায় পিকেটারদের আগুন। অফিসেও আগুন.......

৪| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১০

এম আর ইকবাল বলেছেন:

প্রায় সব অফিসে ফায়ার ইশ্টিংগুইশা সো পিস মাত্র ।
আমিও ওটার ব্যবহার পদ্ধতি জানিনা ।
কারণ আমাদের সেখানো হয় নি ।

৫| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮

অন্ধকার ছায়াপথ বলেছেন: ধন্যবাদ ইনফা_অল...ভাল প্রশ্ন করেছেন। সার্ভার রুম এর এসি বাজারের এসি নয়। এই এসি গুলো একদম আলাদা। সাধারন এসির চেয়ে কয়েকগুন বড় একটা সার্ভার রুমে কয়টা এসি চলবে তা রুমের সাইজের ওপর নির্ভর করে। রবির সার্ভার রুম -এ একসাথে ৩টা চলে...টোটাল ৯টা করে আছে একেকটা রুম এ...

৬| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৪

অন্ধকার ছায়াপথ বলেছেন: এটা সব অফিসেরই সমস্যা। তবে মাল্টিন্যাশনাল কম্পানিতে ট্রেনিং দেয়া হয় ফলস্ ফায়ার বাটন প্রেস করে। আমাদের রবির হেড অফিসে প্রতি মাসেই এমন করে ট্রেনিং দেয়া হয় আর ইশ্টিংগুইশার ব্যাবহার করতে দেয়া হয়। এটা এখন বিরক্ত লাগে। আমি নিজেই অটোমেটিক সিস্টেমে ইশ্টিংগুইশারের সাদা ফেনায় মাখিয়ে ফেলেছিলাম একবার...হা হা হা..
ধন্যবাদ ইকবাল ভাই...

৭| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৬

অন্ধকার ছায়াপথ বলেছেন: যে বাহিনী আমাদের জীবন তথা জান-মালের রক্ষা করবে আগুনের কাছ থেকে সেই বাহিনীর ইকুয়েপমেন্ট - ই দুর্বল তাহলে তারা আমাদের জান-মাল কিভাবে রক্ষা করবে...??
কেউ কি এর সমাধান দিতে পারবেন......????? চিন্তার বিষয়....!!! B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-)

৮| ১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২

কালবৈশাখীর ঝড় বলেছেন:
আমাদের ফায়ার ফাইটিং ইকুয়েপমেন্ট বর্তমানে দুর্বল নয়, বরং উচ্চক্ষমতা সম্পন্ন যন্ত্রপাতি সজ্জিত হয়ে এখন যে কোন আমলের তুলনায়ই উন্নত।

৩-৪ বছর আগেও ৫ তালার উপরের আগুন নিভানোর কোন যন্ত্রপাতি ছিলনা। এখন ১৫-২০ তালার আগুনও নিভাইতে পারে।

গত রাতে ও আজ সকালে মোট ৪ টি ভবনের আগুন ২-৩ ঘন্টার ভেতরেই নিভিয়েছে

৯| ১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

ইনফা_অল বলেছেন: অন্ধকার ছায়াপথ বলেছেন: ......সাধারন এসির চেয়ে কয়েকগুন বড় একটা সার্ভার রুমে কয়টা এসি চলবে তা রুমের সাইজের ওপর নির্ভর করে। রবির সার্ভার রুম -এ একসাথে ৩টা চলে...টোটাল ৯টা করে আছে একেকটা রুম এ...


কিন্তু তাপমাত্রা ৫ এ নেমে আসে এটা কিভাবে ব্যাখ্যাক করবেন...।। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.