নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিক

অনিক

অনিক › বিস্তারিত পোস্টঃ

অণু কবিতা-১

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৭


অঙ্কুরেই নষ্ট ছিলাম, বিনষ্ট হলাম তোমায় ভালবেসে;
একটু পরিচর্যার অভাবে, বৃক্ষটা মরেই গেল অবশেষে।

মন্তব্য ১৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৬

মাধব বলেছেন: মিল খুঁজে পাই।

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৫

অনিক বলেছেন: অমিল হলেই যত গন্ডগোল।

২| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৭

রুদ্র জাহেদ বলেছেন: বেশি অণু হয়ে গেল।লিখতে থাকুন+

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৬

অনিক বলেছেন: দেখি অণুকে বীক্ষণ উপযোগী করা যায় কিনা।

৩| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৮

আরজু পনি বলেছেন:

আপনি হেলাল হাফিজ বা নিগুর্নের মতো বিখ্যাত যখন হবেন তখন এই অনু কবিতাই আপনাকে আরো খ্যাতি দিবে ।

কবিতা পছন্দ হইছে ।
তবে এতো নৈরাশ্যবাদী মানুষ আমার পছন্দ না ।
আমি আশা জাগানিয়া মানুষ ।

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩২

অনিক বলেছেন: বিখ্যাত হবার বাসনা নেই তবে আরও কিছুদিন বেঁচে থাকার বাসনা আছে। পৃথিবীতে আসা যাওয়ার খেলা চলবেই। একটা নতুন জীবন পেয়ে উপলব্ধি কিছুটা পাল্টে গেছে। বোধের মৃত্যু হলেও বিবেকের তাড়না থেকেই যায়। বেঁচে থাকার মানেটা কিছুটা বুঝেছি। আত্মার সম্পর্ক আছে বলেই আত্মীয়রা অনেক গুরুত্ব বহন করে।

ভাল থাকার আশা করি।

৪| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৪

সানজিদা হোসেন বলেছেন: মনের মাঝে ভালবেসে
একটু জলের পরশ দিয়
হিম সকালে মেঘ আকালে
রোদ নরমে ঘুম ভাঙ্গিও
বৃক্ষ মনের বাঁচুক সুখে
মেলুক শাখা পৃথ্বী বুকে।

আমি ভাই বাঁচাল মানুষ। অণুকবিতায় আমার পোষায়না :D . কবিতা সুন্দর হইছে

২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৬

অনিক বলেছেন: প্রখর রোদে বৃষ্টিজলে নাইবা তুমি ভিজলে,
চোখে জল রেখেছি ধরে পাবে আমায় খুঁজলে।

বড় কবিতা মাথায় আসেনা আজকাল, কবিতাতো মন থেকে আসে। হৃদয়টা এখন জোড়াতালি দেয়া। তাই হয়তো বড় কবিতা মন থকে বাইপাস হয়ে গেছে।

ভাল থেকো।

৫| ২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৬

মানবী বলেছেন: সামহয়্যারইন ব্লগের সবচেয়ে জনপ্রিয় কবির কবিতা আবারও পড়ার সুযোগ হলো দেখে ভালো লাগলো।
ভালো ছিলেন এবং ভালো আছেন আশা করি।

এই চমৎকার কবিতাটির মতো আপনার অসাধারণ সব কবিতায় এই ব্লগ আবারও সমৃদ্ধ হয়ে উঠবে আশা করি। বই বের হয়ে থাকলে আমাদের জানানোর অনুরোধ রইলো।

অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভকামনা রইলো।

৬| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৩

অনিক বলেছেন: কেমন আছেন আপনি? অনেক মিস করেছি আপনাকে। ব্লগ থকে বলতে পারেন নির্বাসনে চলে গেছি। আর আমার লেখা মানেইতো ব্লড় কেন্দ্রিক, তাই আর সেভাবে লেখা হয়ে ওঠেনা। এখন লেখা বলতে ফেসবুকে স্ট্যাটাস এই আর কি। খুব একটা ভাল ছিলামনা গত এক বছর। ওপেন হার্ট সার্জারী হলো গত জুনে। ৫/৬ টা ব্লক ছিল ১টা ১০০% সহ। নাহ্, বই বের করা হয়ে ওঠেনি। আসলে আমি কখনই মূলধারার লেখক হয়ে উঠতে পারিনি তাই কবি বা লেখক হিসেবে বই বের করা হয়ে ওঠেনি। ব্লগভিত্তিক লেখা দিয়ে সত্যকারের বই হয়না, তবে কোনদিন হবি হয়ে উঠলে বই বের করার কথা ভাবলেও ভাবতে পারি।

আপনি অনেক অনেক ভাল থাকুন।

৭| ২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫০

মানবী বলেছেন: আলহামদুলিল্লাহ্ আ'লা কু'ল্লি হা'ল! আপনার চমৎকার সব কবিতা শুধু আমি নই আমার বিশ্বাস এই ব্লগের আরো অনেকেই মিস করেছেন।
আপনি অসুস্থ ছিলেন জেনে খারাপ লাগলো। সব আল্লাহর রহমতে ভালো ভাবে হয়েছে এবং এখন ভালো আছেন আশা করি।

মূলধারার লেখালেখির চেয়ে যদি কারো ব্লগিং বা ব্লগের লেখার মান উন্নত হয়ে থাকে, তাহলে তাঁর তা আরো অথিক সংখ্যক পাঠকের কাছে পৌঁছে দেয়া জরুরী মনে করি। নিঃসন্দেহে আপনার চমৎকার সব কবিতা বই আকারে প্রকাশিত হবার দাবী রাখে।
অনেক অনেক ভালো থাকুন, নিয়মিত লিখুন.। শুভ কামনা রইলো।

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৯

অনিক বলেছেন: আপনি সবসময় আমাকে অনুপ্রেরণা দিয়ে এসেছেন। কৃতজ্ঞতায় বাঁধা হয়ে আছি। দাবী পূরণ করার চেষ্টা থাকবে আগামিতে। এখন অনেকটাই ভাল। আপনিও ভাল থাকুন। ভাল থাকার প্রার্থনা রইলো।

৮| ২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৫

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: .হ্যা,খুব ভাল লাগলো, খুব সুন্দর অনুভুতি ভরপুর একটি লেখা, carry on brother! Go ahead!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.