![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গলির সেই মেয়েটি
আমার তখন কলেজ শুরু,
তোমার সবে টেন,
আমি তখন উত্তম কুমার,
তুমি সুচিত্রা সেন।
আমার বাসা তোমার বাসা,
মাঝে সরু গলি,
বেণী দুলিয়ে হাঁটতে তুমি,
ফুটন্ত এক কলি।
আমায় দেখে মুখ ফিরিয়ে,
হাসতে মিটি মিটি,
বুক পকেটে আমার তখন,
কাঁচা হাতের চিঠি।
রোজই ভাবি চুপটি করে,
দেবো তোমার হাতে,
হয়নি দেয়া কোন কারণে,
হিসেব কষি রাতে।
গড়িয়ে গেল একটি বছর,
তুমি তখন কলেজ,
আমি আছি আগের মতো,
তুমি আরো সতেজ।
সরু গলি চওড়া হলো,
বদলে গেলো বাড়ী
আমার পায়ে জীর্ণ চটি,
তোমার নতুন গাড়ী।
হয়নি দেয়া মলিন চিঠি,
আজো বুকের ভাঁজে,
বিরহের এক করুণ সুর,
আপন মনেই বাজে।
গলির মেয়ে এক বিকেলে,
নতুন বধুর বেশে,
হারিয়ে গেল জীবন থেকে,
অজানা এক দেশে।
(পুরোনো লেখা)
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৫
অনিক বলেছেন:
২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৩
ইমরাজ কবির মুন বলেছেন:
ভালৈ তো।
১,৩ লাইনে ৪ওয়ার্ড- ২,৪ লাইনে ৩ ওয়ার্ড; এই ব্যাপারটা চমৎকার হৈসে ||
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৫
অনিক বলেছেন: ধন্যবাদ।
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৮
বাক স্বাধীনতা বলেছেন: হবে না।
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৬
অনিক বলেছেন: কী হবেনা সেটা বুঝলাম না।
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১:১০
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লাগল
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৬
অনিক বলেছেন: ধন্যবাদ।
৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪৯
রাফা বলেছেন: এক কথায় অসাধারন.....।
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৭
অনিক বলেছেন: জেনে খুশী হলাম।
৬| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৪
সুলতানা রহমান বলেছেন: সুন্দর! তবে এটা যে অনেক আগের সেটা চিঠির কথাতে বুঝেছি। এখন তো আর চিঠি নেই।
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৮
অনিক বলেছেন: হুমম্। কলেজ জীবনের সেই সুন্দর দিনগুলো। আহা... মনে সবসময়ই প্রেম প্রেম ভাব।
৭| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২২
সানজিদা হোসেন বলেছেন: বেনী দোলান সেই মেয়েটি
আজও তোমায় খোঁজে
ব্যাস্ত যখন ঘরকন্নার
হাজার হাজার কাজে
তারি মাঝে হটাৎ উদাস
আনমনে সূর তোলা
প্রথম প্রেমের সুবাস অতুল
যায় কি তারে ভোলা?
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৬
অনিক বলেছেন: বেণী দোলানো মেয়েটি আজ
অন্যের ঘরে সুখী;
দূরে থেকেও হয়তো ভাবে
আমিও নই দুখী।
তার ঘরে আজ ছোট্ট মেয়ে
দাপিয়ে বেড়ায় ঘর;
একটি বারও ভাবেনা সে
আমি যে ছিলাম পর।
প্রথম প্রেমের মধুর স্মৃতি
বুকে নিয়ে বুঝি;
মনে মনে কেন যে আমি
তারেই শুধু খুঁজি।
৮| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার ছড়া +++
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৭
অনিক বলেছেন: ধন্যবাদ।
৯| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৬
আরজু পনি বলেছেন:
টিন বয়সের কবিতা যেনো...
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৯
অনিক বলেছেন: হুমম্। বুড়ো বয়সে টিনএজ ভাবনা।
১০| ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯
আমি মাধবীলতা বলেছেন: বেশ তো !!!
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৮
অনিক বলেছেন: তাইতো!
১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: আমার তখন কলেজ শুরু,
তোমার সবে টেন,
আমি তখন উত্তম কুমার,
তুমি সুচিত্রা সেন।
আমার বাসা তোমার বাসা,
মাঝে সরু গলি,
বেণী দুলিয়ে হাঁটতে তুমি,
ফুটন্ত এক কলি।
+++++++++++++++++্
ভালো লাগছে
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৫
অনিক বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২২
নির্বাসিত_নির্বাক বলেছেন: আহারে.।