| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ষড়ঋতু প্রেম
গ্রীষ্মকালে প্রেম জমেনা
মেজাজ থাকে চড়া,
মিষ্টি কথায় মন ভোলেনা
হৃদয় মাঝে খরা।
বর্ষাকালে স্যাঁতসেঁতে মন
ভেজে অকারণে,
কাছের মানুষ থাকলে দূরে
কষ্ট লাগে মনে।
শরৎকালে মন যে উদাস
আকাশ পানে চেয়ে,
মেঘে মেঘে বার্তা পাঠাই
পায়না সেই মেয়ে।
হেমন্তে চাই একটু পরশ
উতলা এই মনে,
হাতটা ধরে হাঁটতে যদি
কাশফুল ঐ বনে।
শীতের রাতে নকশীকাঁথায়
বিরহকাতর মন,
খোঁজে তোমার উষ্ণ মনের
একটু আলিঙ্গন।
বসন্তের এই ফুল বাগানে
পাখীর কলতান,
মন ভোলেনা কোনকিছুতে
বিরহে কাঁদে প্রাণ।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২০
অনিক বলেছেন: ধন্যবাদ।
২|
১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৮
মানবী বলেছেন: ষড়ঋতু প্রেম পড়ে ভূপেন হাজারিকার গান মনে পড়লো, খুব সম্ভঃবত গানের প্রথম কলি ছিলো "ওহ মেয়ে ভুল বুঝিস না" এমন কিছু।
ভিন্নধর্মী কবিতার জন্য ধন্যবাদ অনিক।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২০
অনিক বলেছেন: ধন্যবাদ মানবী।
৩|
২৬ শে জুন, ২০১৬ রাত ১০:৫২
অতৃপ্তচোখ বলেছেন: কোথায় গেলে পাবো তারে গো ---
সখি আমা---রে বল না-----
বন্ধু বিনে পাগল পরাণ
বুঝা---ইলে বুঝেনা--- আবদুল করিমের কথা মনে পড়ে গেল ভাই। প্রেম বুঝি এমনই উদাস করে যায় হৃদয় মনকে।
ভালো লাগলো ভাই। মাঝে মাঝে এসে পড়ে যাবো। শুভকামনা আপনার জন্য
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০১
ধমনী বলেছেন: ঋতুবর্ণনা ভালো লেগেছে।